Warning: Undefined array key "category_name" in /home/u302395843/domains/lokepakshadigital.com/public_html/category.php on line 3

বাসে করে আলু পাচারের চেষ্টা অসমে। হাতেনাতে ধরলো জেলা পুলিশ।

2024-08-02

অসম বেঙ্গল সীমান্তে নাকা চেকিং এর সময় কোচবিহার জেলা পুলিশ আজ একটি অসমের বাস আটকায়। বাসের নাম্বার AS15C 3036 এই যাত্রীবাহী বাসে চেক করার সময় দেখা গেছে বাসের ডিকি এবং ছাদে আলুর বস্তা বোঝাই ছিল। সবমিলে প্রায় ৬০ থেকে ৭০ বস্তা আলু ছিল বাসটিতে। ওই বাসে মাত্র একজন যাত্রী ছিল। বাসটিকে থামানোর পরই ওই ব্যক্তি নেমে পালিয়ে যায়

জমি বিবাদের জেরে ভাগ্নেকে কুপিয়ে খুনের চেষ্টা মামার

2024-07-28

দিনহাটা: ফের জমি সংক্রান্ত বিবাদে আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত নাজিরহাট অঞ্চলের কুমারগঞ্জ বাদাইটারী এলাকায়। মামা আজিজুল মিয়া ভাগ্নে আফসার উদ্দিন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আফসার উদ্দিন মিয়ার হাত এবং ঘাড় ভীষণভাবে জখম হয়। পরিবারের লোকজন তাকে দিনহাটা হাসপাতালে নিয়ে যায়। আজিজুল মিয়ার সঙ্গে ছিল নাসির উদ্দিন মিয়া নামের এক ব্যক্তি। এলাকার লোকজন এসে গেলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাজ পড়ে মৃত এক। ঘটনায় চাঞ্চল্য গিতালদহ এলাকায়

2024-06-09

বাজ পড়ে মৃত এক। ঘটনায় চাঞ্চল্য গিতালদহ এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে আজ ভোর পাঁচটা নাগাদ গিতালদহে বাজ পড়ে মৃত্যু এক জাওয়ানের।ঐ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের প্রভাব পড়ে এলাকা জুড়ে। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনা স্থলে ছুটে আসেন দিনহাটা থানার পুলিশ ও বিএসএফ জওয়ানদের কর্মকর্তারা। তবে এদিন ৯০ বিএন বিএসএফ জওয়ানরা কর্মরত অবস্থায় থাকলে বাজ পড়ে মৃত্যু হয় এই জাওয়ানের। কর্মরত ঐ মৃত জাওয়ান হলেনAsi. S. INAO singh=(38) । মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়না তদন্তে পাঠানো হয় বলে জানা গিয়েছে।

চাকরি নিয়ে জালিয়াতি? অভিযোগের তীর অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ওপর।

2024-05-18

২০১৫ সাল থেকে তারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডে স্টেনোগ্রাফার হিসেবে কাজ করছিলেন। কিন্তু হঠাৎ তারা ৭-৮ বছর কাজ করার পর জানতে পারে যে তাদের চাকরি আর নেই। কনট্র্যাক্ট রিনিউ হয়নি। যদিও সেখানে তারা কাজটা পান একটি প্রাইভেট সংস্থার মাধ্যমে। কিন্তু সরকার তাদের সার্টিফাই করেছে। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে তারা সরকারের কর্মচারী কিন্তু আজও তারা সংশয়ে রয়েছে যে আদৌ তারা সরকারের নাকি অন্য কারোর কর্মচারী। এই ঘটনা প্রসঙ্গে প্রতিবাদ করলেন আইনজীবী দেবরাজ মল্লিক।

মালদহে বাজ পড়ে মৃত ১১

2024-05-16

কয়েকদিন হল উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গের কোন কোন জেলায় এখনো বৃষ্টিপাত এইভাবে শুরু হয়নি। আজ দুপুরে হঠাৎ আকাশ কালো করে ঝড় এবং বৃষ্টি শুরু হয় মালদহে। যদিও আবহাওয়া দপ্তর আগের থেকেই সাবধান করে দিয়েছিল, যাতে ঝড়ের সময় কেউ বাইরে বের না হয়। আবহাওয়া দপ্তরের কাছে খবর ছিল, এই ঝড়ে প্রচন্ড বজ্রবিদ্যুৎ পড়বে ওই এলাকায়। কিন্তু তবুও আম কুড়োতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় তিন জন শিশু ও দুইজন যুবকের। এছাড়াও ওই একই কারণে মৃত্যু হয় আরো ছয়জনের। বাজ পড়ে মৃত চন্দন সাহানি 40, রাজ মৃধা 16 মনোজিৎ মন্ডল 21। গাজোল এলাকার আদিনা তে বাজ পড়ে মৃত্যু হয়েছে অসিত সাহা 19 নামে একটি ছাত্রের। ওই ছাত্র একাদশ শ্রেণীতে পড়ে। এছাড়াও মৃত্যু হয়েছে ইংরেজ বাজারের পঙ্কজ মন্ডল 28 ও সুইতারা বিবির। এরপরে আরো ছয়জনের মৃত্যুর খবর আসে। যদিও সেই ছয়জনের নাম এখনো জানা যায়নি।

রাতের অন্ধকারে পুলিশ কমীর বাড়িতে ভয়াবহ চুরি

2024-05-04

একই পরিবারের তিন সদস্যই পুলিশে কর্মরত | আর সেই বাড়িতেই রাতের অন্ধকারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে | পাশের আরো একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে |শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার উত্তর বকচোরা ১ নম্বর টালি কারখানায় এলাকায় |খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে | পরিবারের অভিযোগ দুষ্কৃতীর দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্প্রে জাতীয় কিছু ছড়িয়েছিল | রাতে পরিবারের তিন পুলিশ কর্মী সদস্যই বাড়ি ছিলেন না | শনিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তাঁরা | পুলিশ কর্মী শান্তনু দাস জানান, প্রায় ২০০ গ্রাম মতো সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকা।আলমারি ভেঙে দুষ্কৃতীরা সবকিছু নিয়ে গিয়েছে | একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে এক মহিলার বাড়িতে ও চুরির ঘটনা ঘটে |

লোকসভা ভোটের কয়েক ঘন্টা আগেই রাতে লক্ষাধিক টাকা উদ্ধার নির্বাচন কমিশনের।

2024-04-25

রাত পোহালেই দার্জিলিং লোকসভা আসনে ভোট। তার আগের রাতে কয়েক ঘন্টা আগেই এক লক্ষাধিকে বেশি টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের এসএসটি টিম। শিলিগুড়ি থানার অধীনে জলপাই মোড় এলাকায় নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় ধ্রুবজ্যোতি সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ৯১ হাজার ৪০০ টাকা উদ্ধার করে এসএসটি টিম। জানা যায় তার বাড়ি এক নং ডাবগ্রাম এলাকায়। ওই ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করার সময় পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রয়োজনীয় নথি চাইলে সেই ব্যক্তি প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি বলে সূত্রের খবর। রাত পোহালেই লোকসভা ভোট দার্জিলিং লোকসভা আসনে তার আগে টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে শহরজুড়ে।

নিয়োগ দুর্নীতি মামলার রায়দানের প্রক্রিয়া শুরু হল

2024-04-22

দুর্নীতি মামলার রায়দানের প্রক্রিয়া শুরু হল • নতুন নিয়োগে এসএসসিকে, কি কি নিয়ম মানতে হবে তার জন্য কয়েক দফার নির্দেশিকা। • সিবিআই তদন্ত চালিয়ে যেতে হবে। অভিযুক্তদের হেফাজতের নিয়ে তদন্ত চালাতে হবে। • ৬ সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। • মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের বেতন ফেরত দিতে হবে। • ডিভিশন বেঞ্চ জানাল, মেয়াদ উত্তীর্ণ হবার পরে কোন চাকরিরই বৈধতা নেই। • কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাঁদের সনাক্ত করতে হবে। জানালেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। • ২৩,৭৫৩ জনের চাকরি বাতিল। • সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। ২৩ হাজার নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। • ২৮১ পাতার রায়। সেখানে রয়েছে ৩৭০ টি অনুচ্ছেদ। • মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কোন ব্যক্তি চাকরির বৈধ গণ্য হওয়া উচিত না। • এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় বহু পদে নিয়োগ বাতিল এর নির্দেশ দেন। অতীতে এই মামলা চলছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। • ক্যান্সার আক্রান্ত, আবেদনকারী সোমা দাসের নিয়োগ সহানুভূতির প্রেক্ষিতে বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। • যাদের নিয়োগ বাতিল হয়েছে তাদের থেকে বেতন ফেরত এর দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে। • সমস্ত omr sheet ওয়েবসাইটে আপলোড করা নির্দেশ দেওয়া হয়েছে ssc কে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে। • মোট নিয়োগে, দুজনকে আদালত মানবিকতার খাতিরে নিয়োগ করেছিল তাদের চাকরি বাতিল হবে না।। • মোট নিয়োগে ১৭ টি বেনিয়ম খুঁজে পেয়েছে ডিভিশন বেঞ্চ। • যাদের মেয়াদ পুরনো প্যানেল থেকে বা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন তাদের এত দিনের বেতন ১২% সুদ সমেত ফেরত দিতে হবে*।

দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিলেন তৃতীয় লিঙ্গরা।

2024-04-21

দাবদাহে পুড়ছে বীরভূম সহ রাজ্যের একাধিক জেলা আজ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপ মাত্রা বীরভূমে যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। আর এই দাবদাহ অপেক্ষা না করে একদিকে চলছে রাজনৈতিক প্রচার। রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমেছেন রাজনৈতিক নেতা ও কর্মীরা। ঠিক তারই মাঝে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে দেখা গেল সমাজের তৃতীয় লিঙ্গ নামে পরিচিত সেই পরিবারের বিবাহ। মল্লারপুরের বাসিন্দা খুশি বেগম তৃতীয় লিঙ্গ হিজড়াদের মা । এক কথায় খুশি বেগমকে বীরভূমের মা নামে চেনে সকলেই। জানা যায় এই খুশি বেগম আজ থেকে ১৮ বছর আগে একটি শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন। সেই মেয়েটিকে প্রশাসনিক পরামর্শে লালন- পালনের দায়িত্ব তিনি নিয়েছিলেন কর্তব্যের সাথে পালন করেছেন। দীর্ঘ ১৮ বছর মেয়েটিকে যত্ন সহকারে খাওয়া- দাওয়া পড়াশোনা সমস্ত দায়িত্ব পালন করেন।খুশি বেগম তার মেয়ের নাম রাখে সাবানা খাতুন এছাড়াও তিনি আরেকটি ছেলের দায়িত্ব নিয়েছেন ।মেয়ে শাবানা খাতুন কে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করান এবং অবশেষে এলাকার চার পাঁচশো লোক এর উপস্থিতিতে তার বিবাহ দেন। খুশি বেগম জানান মেয়েকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি তার বিয়ের জন্য একটা ভালো ছেলে দরকার ছিল তাই কোম্পানিতে কাজ করা একটি ভালো ছেলে সন্ধান পেয়েছিলাম । ছেলের বাড়ি বর্ধমান জেলার কেতুগ্রামে। আজ যতটা সম্ভব এলাকার মানুষের সহযোগিতায় মেয়ের বিয়ে দিলাম তাদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করি। এই খুশি বেগমের মতো তৃতীয় লিঙ্গ দের সমাজে তাদেরকে বলে নাকি তারা মা হতে পারব না। শুধু নিজের গর্ভে ধরা ছেলে মেয়ে থাকলে মা-বাবা হওয়া যায় সেটা নয়। আজকে তার প্রমাণ দিলেন তৃতীয় লিঙ্গ খুশি বেগম। প্রতিবেশীদের বক্তব্য এই খুশি বেগমরা ১০-১২ জন একটা বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করছে মল্লারপুরে। তাদেরকে দেখে সমাজের অনেক মানুষ অনেক কথা বলে । তারা খুব কষ্ট করে প্রতিটা বাড়িতে, ট্রেনে ,বাসে আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে এবং এই টাকা দিয়ে বিভিন্ন সমাজসেবার কাজে খরচ করেন শুনেছিলাম কিন্তু আজ প্রমাণ চোখে দেখলাম ৬-৭ লক্ষ টাকা খরচ করে যে দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিচ্ছে এবং ৪০০ থেকে ৫০০ লোককে খাওয়া দাওয়া করাচ্ছে এটা সমাজের একটা বিশাল শিক্ষা।

নির্বাচন আচরণ বিধি ভঙ্গ হবে আশঙ্কা করে রাজ্যপাল কে কোচবিহার সফর থেকে বিরত থাকার নির্দেশ নির্বাচন কমিশনের।

2024-04-17

ভোটের দিন রাজ্যপালকে কোচবিহার যেতে বারণ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। তবে কমিশনের পক্ষ থেকে আজ দুপুরে যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যপালকে, তাতে সাফ জানান হয়েছে, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে থাকেন, তবে তা আদর্শ আচরণ বিধি ভঙ্গ করবে। এই চিঠির পর রাজ্যপালের কোচবিহার সফর স্থগিত হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে নির্বাচন। এই তিন কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি নজরে রয়েছে কোচবিহার। অন্যদিকে, এর আগেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছিলেন ‘ভোটের প্রথম দিন থেকে রাস্তায় থাকব। লোকসভার ভোটের প্রতিটি পর্বে সবাই ঘুম থেকে ওঠার আগে, সকাল ৬টা থেকে আমি রাস্তায় থাকব।’ একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচির ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। এরপর একাধিকবার কোচবিহার সাক্ষী থেকেছে রাজনৈতিক হিংসার। তাই এবারের লোকসভা ভোটের দিন কোচবিহারের বাস্তব চিত্র কেমন থাকছে, তা দেখতেই সেখানে যেতেন রাজ্যপাল। তবে বুধবার বিকেলে কমিশনের চিঠির পর তাঁর সেই উদ্যোগ অনিশ্চিত হয়ে পড়ল। এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, রাজ্যপাল আসলে তার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। এক্ষেত্রে ভোটের দিন সমস্যা তৈরি হতে পারে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা পালন করতে পারলে ভালো হয়। যদিও বা নির্বাচন কমিশন কে কেন্দ্রীয় সরকারের এজেন্সি বলেই কটাক্ষ করেছেন তিনি। প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু মন্তব্য করে বলেন, রাজ্যপাল কোচবিহারে আসলে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে ভোট হত।

ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় শনিবার গ্রেফতার দুই

2024-04-06

ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় শনিবার দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। আইন মেনে তাঁদের আদালতে পেশ করা হয়। তাঁদের গ্রেফতার করতে গিয়েই বাধার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। বিক্ষোভের মুখে পড়ে আহতও হয়েছেন এক আধিকারিক। শনিবার ভোরের সেই ঘটনা নিয়ে এবার বিবৃতি প্রকাশ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। সেখানেই তারা উল্লেখ করেছে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা বিস্ফোরণ তথা বোমা বাধার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি করেছে এনআইএ।

তারাপীঠে পুজো দিয়ে বীরভূম জেলায় সাংগঠনিক সভা করলেন অভিষেক

2024-04-03

তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে নেতাকর্মীদের নিয়ে এক রুদ্ধদ্বার কর্মী সম্মেলনের আয়োজন করেছিলেন আর সেখানেই কড়া বার্তা দেন তিনি। এদিন অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়।অনুব্রত মণ্ডল যদি বিজেপিতে যেতেন, তাহলে তিনি তুলসী পাতায় ভেসে যেতেন, কিন্তু তিনি জেলে। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলের ফল খারাপ হলে কাউকে ছাড় দেওয়া হবে না।ফের লোকসভা কেন্দ্রে বোলপুর ও বীরভূম জিততে মরিয়া তৃণমূল-কংগ্রেস। তাই এ দিন তারাপীঠে দলের কোর কমিটির সদস্যসহ প্রায় ১৭৩ নেতার সঙ্গে সম্মেলন করেন এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক মা তারার মন্দিরে পূজা দেন।অনুব্রত মণ্ডলকে ছাড়া বীরভূমের সংগ্রাম কতটা কঠিন? এমন প্রশ্নে তিনি বলেন,যেভাবে অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্বশর্মা,নারায়ণ রানে গেলেন,অনুব্রত গেলে ধোয়া তুলসি পাতা হয়ে যেত।অনুব্রত মন্ডলও এতদিন জেলে।বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ,বিহার থেকে গরু পাচার হচ্ছে।কিভাবে? ইডি-সিবিআই শেষ কথা নয়, গণতন্ত্রে সাধারণ মানুষেই শেষ কথা।কর্মী সভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের আগে পদ থেকে সরানো হলো সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্রের স্বামী কলকাতা পুলিশের ডিসি সৌম্য রায় কে

2024-04-02

প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) সৌম্য রায়কে। তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের স্বামী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও সৌম্য রায় কে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানো হয়েছিল। লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন তাঁকে পদ থেকে সরানোর কথা জানিয়েছে।কমিশনের তরফে সৌম্য রায় কে সরানোর কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, অবিলম্বে আইপিএস সৌম্য রায় কে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের (বেহালা) ডিসি পদ থেকে সরিয়ে কোনও অ-নির্বাচনী পদে রাখতে হবে। তাঁকে যে পদে বদলি করা হবে, তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনও সম্পর্ক থাকবে না।কমিশন আরও জানিয়েছে, সৌম্যের বদলির ফলে যে পদ খালি হবে, তা পূরণের জন্য তিন জন যোগ্য আধিকারিকের নাম পাঠাতে হবে রাজ্যকে। ৩রা এপ্রিল দুপুর ৩টের মধ্যে রাজ্যের কাছ থেকে ওই তিনটি নাম চেয়েছে কমিশন।

ফের আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী

2024-04-01

ফের আলিপুরদুয়ার জেলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ৩টা নাগাদ তিনি আসেন তপসিখাতা ছয়মাইল এলাকায়।রবিবার ঝড়ের কারণে বিধ্বস্ত ঐ এলাকা। ঝড়ের কারণে ঘরবাড়ি ভাঙচুর হয়ে ও প্রচুর ক্ষয়খতি হয়েছে ঐ এলাকায়। সেই এলাকায় এসে পরিদর্শন করলেন এবং ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ারেও দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়।

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী

2024-04-01

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী। শীতলকুচি "আপনারা কি আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনা ভুলে গেছেন?"২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচি কান্ডের স্মৃতি উসকে দিয়ে শীতলকুচির মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে শীতলকুচির সভা মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে চোর আখ্যা দিয়ে বলেন,"কোচবিহারের একটা ভাওয়াইয়া গান আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে! এই গানের প্রকৃত অর্থ একমাত্র পিসি বলতে পারবে।"তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের যত নেতা মন্ত্রী বর্তমানে বিচারাধীন হিসেবে রয়েছেন তার কারণে পিসির মন খারাপ, তাই তিনি আজকাল ভাওয়াইয়া গানের সেই বগার অবস্থা হয়েছে। এদিন সবাই মঞ্চ থেকে তুমি স্লোগান তোলেন এইবার ৪০০ পার। আরো একবার মোদি সরকার। এদিন নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন প্রার্থী নিশীথ প্রামাণিক, জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং বিধায়করা। এদিন বক্তব্যের মাঝে তিনি উপস্থিত শ্রোতা কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্য সরকার ভাতা দিয়ে মহিলাদের মুখ আটকে রাখতে চাইছে। তাদের ক্ষমতায়ন তো দূরের কথা স্বীকৃতি পর্যন্ত দিচ্ছে না। দিন প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে নারী লাঞ্ছনার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সভায় মহিলাদের উপস্থিতি কে ধন্যবাদ জানান তিনি। ২০২১ লোকসভা নির্বাচনে যেরকম কোচবিহারের নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছিল বিজেপি সেই একইভাবে লোকসভা নির্বাচনে যাদের নিজেদের আসন পুনরায় তারা নিজেদের হাতেই রাখতে পারে সেই আবেদন রেখে তিনি তার বক্তব্য শেষ করেন।

লটারির টিকিটের দোকান থেকে লটারির বান্ডিল চুরি করে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পরলো স্থানীয়দের হাতে চোর।

2024-03-25

লটারির টিকিটের দোকান থেকে লটারির বান্ডিল চুরি করে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পরলো স্থানীয়দের হাতে চোর।চলে গনধোলাই। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে পুর্ব বর্ধমান জেলার শহর বর্ধামানের বড়োবাজার টিকে পারা মোর এলাকায়। এ ঘটনাকে কেন্দ্র রবিবার উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। লটারির দোকানের কর্মচারী কেশব মজুমদার জানিয়েছেন এলাকাতেই দীর্ঘদিন থেকে লটারির টিকিট বিক্রি করেন। প্রায়দিনই ছুরি যায় টাকা কিন্তু কতবার মালিককে বলবো টাকা ছুরির ঘটনা! আজ আমি বাথরুম গেলে আমার দোকানের পাশেই একজন দেখে আমার দোকান থেকে কেও টিকিটের বান্ডিল টেবিল থেকে তুলে চলে যাচ্ছে এবং তাকে সাথে সাথে ধরে ফেলে। অভিযোগ এই প্রথম নয়, আগেও একাধিকবার এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত।অভিযুক্তের নাম রাকেশ ব্যানার্জি, নিলপুর এলাকায় ভাড়া বাড়ীতে থাকে বলে জানা গেছে।

ফের ভাঙ্গন বাম শিবিরে

2024-03-24

লোকপক্ষ ডিজিটাল: উন্নয়নে শামিল হতে চান তৃণমূলে যোগ বাম পঞ্চায়েত প্রার্থী। ফের ভাঙ্গন বাম শিবিরে। আজ কোচবিহারে ১ নং ব্লকের অন্তর্গত মোয়ামারি অঞ্চলের 4/4 নং বুথের বামফ্রন্টের পঞ্চায়েত পদপ্রার্থী খয়বরউদ্দিন মিঞা উন্নয়নের শামিল হতে তৃণমূল কংগ্রেস এ যোগদান করলেন । আজকের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি মাধবী নাগ ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। তৃণমূলে যোগদানের পর খয়বর উদ্দিন মিয়া জানান, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে মুগ্ধ হয়ে এবার তিনি তৃণমূলে যোগদান করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকার প্রতিশ্রুতিও দেন।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোটের দাবি রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের

2024-03-19

মনোজ কুমার বর্মন 19শে মার্চ 2024: এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি। প্রশ্নের মুখে জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। উচ্চ আদালতের নজরদারিতে নির্বাচন চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও মনে করা হচ্ছে, বর্ষিয়ান এই সাংসদের দাবিতে দলের পরোক্ষ সমর্থন রয়েছে। কিন্তু কেন হঠাৎ এমন দাবি করলেন সাংসদ, তা নিয়েই বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকালই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ডিজিপি রাজিব কুমার সহ বেশ কয়েকটি রাজ্যের স্বরাষ্ট্র সচিব কে বদলির নির্দেশ দেয়। রাজিব কুমার এর সঙ্গে বাংলার শাসক দলের ঘনিষ্ঠতা নিয়ে বারংবার বিরোধী দলের তরফ থেকে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্য পুলিশের ডিজির পথ থেকে রাজীব কুমারকে সরানো হয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের। সম্ভবত রাজিব কুমারের বদলিতে রাজ্য সরকারের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ডেরেক ও ব্রায়েনের এই পোস্ট বলে মন্তব্য করেন বিজেপি নেতা রাহুল সিনহা। একটি বেসরকারি টিভি চ্যানেলকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে, সরাসরি সুপ্রিম কোর্ট বিচার চাওয়া উচিত ডেরেক ও ব্রায়েনের। কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে বারংবার কেন্দ্র রাজ্য সংঘাতে জড়িয়েছে, ইডি,সিবিআই,আয়কর দপ্তর ইত্যাদি স্বশাসিত সংস্থা গুলি কেন্দ্র সরকার পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, এই দাবিতে ইন্ডিয়া জোটের প্রায় প্রত্যেকটি দল সর্বোচ্চ হয়েছে। কেজরিওয়ালের আপ থেকে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস, যখনই দুর্নীতির অভিযোগে ইডি সিবিআইয়ের হাতে সরকারের কোন নেতা, মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, তখনই তাদের অতি সক্রিয়তা নিয়ে কেন্দ্রকে দোষারোপ করতে দেখা গেছে। আর এবার জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই উঠল প্রশ্ন। সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচনের দাবি বাংলার শাসকদলের পালে কতটুকু হাওয়ার জোগান দেয় সেটাই এখন দেখার।

তৃণমূল ছাড়লেন বরানগরের বিধায়ক তাপস

2024-03-04

মনোজ কুমার বর্মন, ৪ মার্চ: ২৪ এর লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দৈন্য দশা যেন ক্রমশ প্রকট হয়ে উঠছে। কোন মতেই দলের অন্তর্কোন্দল থামাতে পারছে না দল।ব বিদ্রোহী কুনাল ঘোষ দলের মুখপাত্র এবং সম্পাদকের পদ ছাড়ার পরপরই এবার বিস্ফোরক মন্তব্য তাপস রায়ের। সংবাদ মাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে, আজই বিধানসভায় অধ্যক্ষ মহোদয়ের কাছে নিজের পদত্যাগ পত্র জমা করবেন বরানগরের প্রবীণ এই বিধায়ক। দলত্যাগের সিদ্ধান্তে তিনি যে অনড় সে কোথাও তিনি স্বীকার করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, কিছুদিন ধরেই তিনি উত্তর কলকাতার সংসদ মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে যাচ্ছিলেন । আর আজ সকাল বেলা ড্যামেজ কন্ট্রোলে ওনার বাড়িতে যান উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও কুনাল ঘোষ । ওনারা দলত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করলেও, তিনি যে আর কোনমতেই দলে ফিরবেন না সে কথাও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাপস বাবুর অভিযোগ, বিস্ময়করভাবেই কুনাল ঘোষ এবং ব্রাত্য বসুর সঙ্গে ওনার কথাবার্তা চলাকালীনই সুব্রত বক্সীর শোকজ নোটিশ পান কুনাল ঘোষ। অন্ততঃ স্বচ্ছ ভাবমূর্তি তৃণমূল কংগ্রেসের এই বলিষ্ঠ নেতা দীর্ঘ ২৩ বছর ধরে তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন। কিন্তু গত ১২ই জানুয়ারি, তার বাড়িতে ইডি অভিযানের পরে তার দলের অবস্থান তাকে যার-পরনায় ব্যথিত করে তুলেছে। তিনি সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে প্রকাশ করে জানিয়েছেন, এবছর ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে যখন তার বাড়িতে বিডি অভিযান হয় তখন দলিল কিছু নেতা সেই ঘটনায় উল্লাস প্রকাশ করে। তার দল ছাড়ার কারণ হিসেবে তিনি যে দুটো মুখ্য কারণ উল্লেখ করেন, প্রথমত: তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং সন্দেশখালীর ভয়াবহতায় তিনি তাড়িত। দ্বিতীয়তঃ ওনার বাড়িতে ইডি অভিযানের পর মুখ্যমন্ত্রীর মৌনতা। সরাসরি মুখ্যমন্ত্রীকে বিদ্ধ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় শেখ শাহজাহানের মতো গুন্ডাদের নাম উল্লেখ করতে পারেন, কিন্তু ওনার উপর ইডি অভিযান চালালো কিন্তু তিনি বিধানসভায় একটি বাক্য খরচ করলেন না। এমনকি ঘটনার 52 দিন পেরিয়ে গেলেও তিনি কিংবা তার পরিবারকে একটিবারের জন্যও তিনি সান্ত্বনা দেননি। তৃণমূল কংগ্রেস ছাড়ার পর তাপস রায় কোন দলে যোগ দেবেন সে বিষয়ে তিনি কিছু না বললেও রাজনৈতিক মহলের ধারণা তিনি বিজেপিতেই যোগ দিতে পারেন।

বদলালেন রাজনৈতিক পরিচয় মুখপাত্র কুনাল এখন শুধুই সাংবাদিক

2024-03-01

মনোজ কুমার বর্মন: হঠাৎ করেই বদলে গেল কুনাল ঘোষের পরিচয়। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের এখন শুধুই সাংবাদিক এবং সমাজকর্মীর পরিচয়। আর তা নিয়ে বাংলার রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে, গতকাল থেকে তার মোবাইল ফোনও নাকি সুইচড অফ। কিন্তু কেন এমন করলেন কুণাল? কি এমন হলো তার, যে মুছে ফেললেন রাজনৈতিক পরিচয়? তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাবেন এহেন কল্পনা একেবারেই পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। কেননা, বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি যেভাবে ব্যাট করেন তা থেকে দলের প্রতি তার নিষ্ঠা ও আনুগত্যের কোন তুলনা হয় না। সূত্র মারফত যা জানা যাচ্ছে, গতকাল এক্স হ্যান্ডেলে নাম না করে দলের কোন এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন কুণাল। তিনি লেখেন, “নেতা অযোগ্য গ্রুপবাজ, স্বার্থপর। সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক তৃণমূল কংগ্রেস দলের প্রতি কর্মীদের আবেগে ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে। সেটা বারবার হতে পারে না।” রাজনৈতিক মহলের ধারণা তিনি উত্তর কলকাতার সংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। অনেকের ধারণা সুদীপবাবুর সঙ্গে কুনাল ঘোষের সম্পর্ক ততটাও ভালো নয়। কিন্তু যতই সম্পর্ক খারাপ হোক না কেন তা দলের অভ্যন্তরীণ বিষয়। তার জন্য সামাজিক মাধ্যমে রাজনৈতিক পরিচয় মুছবেন কেন? প্রসঙ্গত উল্লেখ্য যে, আজ রাজ্যে বঙ্গ বিজেপির মেগা ইভেন্ট, প্রধানমন্ত্রী মোদি বাংলায় তার জনসভা করবেন হুগলির আরামবাগে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এ রাজ্যে লোকসভার নির্বাচনী দামামা ভারতের প্রধানমন্ত্রী হাত দিয়ে বাজানোর চেয়ে বড় আর কি হতে পারে বঙ্গ বিজেপির কাছে? কার্যত, এই মেগা ইভেন্ট ঘিরে বঙ্গ বিজেপির উৎসাহ আজ তুঙ্গে। ইতিমধ্যেই, এই সভাকে বিজয় সংকল্প সভা নামে নামাঙ্কিত করা হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর পরিবার আজই হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করবেন সভার মাধ্যমে। এমন মেগা ইভেন্ট থেকে বঙ্গবাসীর নজঢড় ঘোড়াতেই কি এমন কাজ করলেন কুণাল? সে কথা হয়তো তিনিই ভালো বলতে পারবেন, রাজনৈতিক মহলের নজর এখন সে দিকেই।

ইডি সিবিআই এর আগেই রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার শেখ শাহাজাহান

2024-02-29

মনোজ কুমার বর্মন, ২৯ ফেব্রুয়ারি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। পুরো ৫৫ দিন পর রাজ্য পুলিশ বুধবার সন্ধ্যায় গ্রেফতার করল সন্দেশখালীর কুখ্যাত এই ‘ডন’কে । কিন্তু, কখন, কোথায়, কিভাবে গ্রেপ্তার হলেন শাহজাহান তা নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ রাজ্য পুলিশ। সংবাদ মাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে, বসিরহাট সাব ডিভিশনাল আদালতের লকআপে রাখা হয়েছে আদালতে হাজির করার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গনম এর বেঞ্চ পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পুলিশের কোন বাধা নেই আর তারপরেই অতি সক্রিয়ভাবে সবার আগে রাজ্য পুলিশের রাজ্য পুলিশ ধরে ফেললেন শেখ শাহাজানকে। তবে কি ইডি সিবিআই এর ভয়ে শেখ শাহজাহান নিজেই রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন? গতকাল বুধবার রাজ্যের বিরোধী দল নেতা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাহজাহানকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি বলেন, মঙ্গলবার রাত থেকেই শেখ শাহাজাহান মমতা পুলিশের সেফ কাস্টডিতে রয়েছে। মমতার সঙ্গে ওর সমঝোতা হয়েছে। জেলের ভিতর থেকেই মোবাইল ফোনের মাধ্যমে সন্দেশখালিকে নিয়ন্ত্রণ করবেন শেখ শাহজাহান। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে এখনো ফুসছে গোটা সন্দেশখালি। তার বিরুদ্ধে শয়ে শয়ে অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের সহায়তা কেন্দ্রগুলিতে । কিন্তু শেখ শাহাজানকে গ্রেফতার করতে রাজ্য পুলিশের এতদিন লাগলো কেন, সেই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। তবে কি ,রাজ্য সরকার কোনোভাবে আড়াল করতে চাইছিল সন্দেশখালি এই কুখ্যাত ‘বাদশা’ কে? শাসক দলের তরফে শেখ শাহাজান সম্পর্কেঅনেক নেতৃত্বকেই ব্যাট করতে দেখা গেছে বারংবার এমনকি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শেখ শাহজাহানের পক্ষেই কথা বলেছিলেন। যাইহোক, শেষমেষ শেখ শাহজাহানের গ্রেফতারিতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে সন্দেশখালীর মাটিতে এমনটাই আশা করা যায়। কিন্তু ৫৫ দিন পর মহামান্য আদালতের নির্দেশে শেখ শাহাজাহান গ্রেপ্তার হলেও নে তথ্য দৃশ্যে কি ঘটলো তা নিয়ে রাজ্যবাসীর মনে ধোঁয়াশা থেকেই গেল।

কামতাপুরী ভাষাকে সমৃদ্ধ করার লক্ষ্যে উত্তরবঙ্গের সমস্ত জেলায় অনুষ্ঠিত হচ্ছে কামতাপুরী সাহিত্য উৎসব

2024-02-15

কামতাপুরী ভাষাকে সমৃদ্ধ করার জন্য উত্তরবঙ্গের সমস্ত জেলায় অনুষ্ঠিত হচ্ছে কামতাপুরী সাহিত্য উৎসব । তেমনি আজ কামতাপুরী ভাষা একাডেমির পক্ষ থেকে কুচবিহার জেলার দিনহাটার মহারাজ নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাটাগারে অনুষ্ঠিত হলো কামতাপুরী সাহিত্য উৎসব। আজ চার জন গুণী ব্যক্তি কে বিভিন্ন ক্ষেত্রে সাহিত্য চর্চার জন্য সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হল। এই চারজন ব্যক্তি হলো মিনতি অধিকারী তারা ,মোহন অধিকারী, আমিনুল হক এবং সুরজিৎ বর্মন। আজকের এই সাহিত্য উৎসবে ভাওয়াইয়া ,জারি গান ,সাহিত্য ও আগামী দিনে একাডেমির বিভিন্ন কাজকর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হলো আলোচনা হয়। আজকের এই কামতাপুরী সাহিত্য উৎসবে উপস্থিত ছিলেন কামতাপুরী ভাষা একাডেমি চেয়ারম্যান বজলে রহমান কামতাপুরী ভাষা একাডেমী সদস্য আমিনাল হক, সাজ্জাদ হোসেন, শামীম আক্তার ও বিশিষ্ট সাহিত্যিক কবি ও বিশিষ্ট জনেরা।

বিজেপির পক্ষ থেকে নব ভোটার সম্মেলন দিনহাটায়

2024-01-25

জানুয়ারি অর্থাৎ আজ জাতীয় ভোটার দিবস। আরও তরুণ ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করার জন্য দিনটি পালিত হয় দেশজুড়ে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ দেশের নতুন ভোটার যাঁরা চব্বিশের লোকসভা নির্বাচনে প্রথমবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তাঁদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে বৃহস্পতিবার ‘নমো নব মতদাতা সম্মেলন’-কে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য শোনানোর আয়োজন করছে বিজেপি। ঘোষিত কর্মসূচি অনুসারে নব ভোটার সম্মেলনে বিজেপির যুব মোর্চার উদ্যোগে দিনহাটায় সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত দিনহাটা বিধানসভার অন্তর্গত দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর পুল এলাকায় আয়োজিত এই শিবিরে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অজয় রায়, যুব মোর্চার কোচবিহার জেলা সম্পাদক পরীক্ষিত অধিকারী, কোষাধ্যক্ষ টিঙ্কু দেবনাথ সহ স্হানীয় নেতা কর্মীরা উপস্হিত ছিলেন। পরীক্ষিত জানান, এদিন নব প্রজন্মের ভোটারদের জন্য বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে নতুন ভোটারদের সেই বক্তব্য দেখানো হয়।

বাইরে একতার অঙ্গীকার ভিতরে কি একনায়কতন্ত্র প্রশ্ন তৃণমূল কংগ্রেসের ভেতরেই

2024-01-07

কোচবিহার, একসময় নয়টি বিধানসভা আসনের মধ্যে আটটি ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে। যার মত আবার দুইটি আসনের বিধায়ক ছিলেন রাজ্য মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী। এবং সেই সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল নিজেদের মধ্যে অন্তর কলহ। এই গোষ্ঠী কোন দল তৃণমূল কংগ্রেসকে বারবার আঘাত করেছে, সামনে এগিয়ে যাওয়াকে প্রতিহত করেছে। একদিকে যেখানে ২০১৬ সালে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র বাদ দিয়ে বাকি আটটি আসন শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ছিল, সেখানে গোষ্ঠী কোন দলের কারণে প্রথম পরাজয় ২০১৯ লোকসভা নির্বাচনে এবং দ্বিতীয় পরাজয় ২০২১ বিধানসভা নির্বাচনে মাত্র তিনটি আসনে জয়লাভ করে। যার প্রথম এবং একমাত্র কারণ ছিল গোষ্ঠী কোন্দল। এই গোষ্ঠী কোন দল মেটাতে বারংবার রাজ্য থেকে ছুটে এসেছেন তাঁবড় তাবর নেতৃত্ব। কখনো ছুটে এসেছেন রাজ্য মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা, কখনো এসেছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কখনো ছুটে এসেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফলাফল শূন্য। সম্প্রতি শিলিগুড়ির একটি দলীয় সভায় কোচবিহার জেলার শীর্ষস্থানীয় নেতৃত্বদের ডেকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল ঐক্যবদ্ধতার। জেলায় বিধানসভা ভিত্তিক কর্মী সভা গুলিতেও শীর্ষস্থানীয় নেতৃত্বদের উপস্থিতি দেখা যাচ্ছে কিন্তু এর পরেও কি কোথাও কাজ করছে একনায়কতন্ত্র? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তৃণমূল অভ্যন্তরীণ সূত্রে জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচন ২০২৩ এর আগে তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ার যাত্রা করেছিলেন এবং সেই যাত্রায় যা নির্দেশ ছিল তা পালন করেনি কোচবিহার জেলার নেতৃত্ব। নির্দেশ ছিল, পঞ্চায়েত টিকিটের ক্ষেত্রে স্থানীয় জনসাধারণ এবং স্থানীয় নেতৃত্বদের মতামত কে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু অভিযোগ এই নির্দেশিকা কে সম্পূর্ণ উলঙ্গন করে নিজের মনমর্জিমত পছন্দের প্রার্থী দিয়েছিলেন স্বয়ং জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এমনকি অভিযোগ এতটাই গুরুতর যে প্রতিটি টিকিটের ক্ষেত্রেই প্রচুর টাকার লেনদেন করা হয়েছিল। তাই বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। এমনকি, পরবর্তীতে প্রধান নির্বাচনের ক্ষেত্রেও অর্থের লেনদেন হয়েছে বলে অভিযোগ করছেন একাংশ নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা। বছর পড়তেই ২০২৪, আর ২০২৪ মানেই লোকসভা নির্বাচনের দামামা। এবার কি হবে? সাধারণ ভোটার স্কুল শিক্ষক থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই চাইছেন একজন এমন প্রার্থী যিনি অন্ততপক্ষে এখনো পর্যন্ত কোন দুর্নীতির সঙ্গে যুক্ত নন, মহিলা হলে আরো ভালো। কিন্তু কানাঘোসা শোনা যাচ্ছে, ইতিমধ্যেই প্রার্থী তালিকা নিয়ে বেশ কিছু গোপন বৈঠকে অংশগ্রহণ করেছেন অভিজিৎ বাবু। এবং তিনি নাকি স্পষ্ট ভাবে জানিয়েছেন তার নির্দেশক্রমে এবং অনুমোদন ছাড়া প্রার্থী কেউ হতে পারবে না। অর্থাৎ প্রকাশ্যে ঐক্যবাদের বার্তা দিলেও একনায়কতন্ত্র প্রকাশ পাচ্ছে তৃণমূল কংগ্রেসের ভেতরে। সর্বোপরি বর্তমান শাসন কংগ্রেস তিন ভাগে বিভক্ত। প্রথম ভাগে রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসকে কোচবিহারে প্রতিষ্ঠিত করেছিল। দ্বিতীয় ভাগে রয়েছেন যারা বর্তমানে অন্যান্য দল থেকে এসে দলের পদাধিকার হয়ে দলের সমস্ত সুযোগ সুবিধা আত্মসাৎ করছে। তৃতীয় হল যুব এবং মহিলা শক্তি। যাদের উপরে ভর করে আগামী দিনে লোকসভা ভোটের বৈতরণী পার করার চেষ্টা চালাচ্ছে শাসক দল। তবে কোথাও এই তিন গোষ্ঠী আলাদা আলাদা ভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও একত্রিত নয় বলেই মনে করছেন কোচবিহারের রাজনৈতিক মহল। বর্তমান জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের আশেপাশে যারা ঘুরে বেড়ান অর্থাৎ যারা মূলত পদাধিকারী তারা কেউই প্রথম দিন থেকে কিংবা শুরুর সময় থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল না। তারা বেশিরভাগ অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে ২০২১ সালের পর বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিল। এখন তাদের কথায় চলতে হচ্ছে যারা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করে আসছেন, কিম্বা যারা ২০১৯ এবং ২০২১ সালে বিজেপির সন্ত্রাস কবলিত হয়েছিল। আজ পথধিকারদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের বিরুদ্ধে রীতিমতো লড়াই করে জীবন রক্ষা করতে হয়েছে পুরনো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তথা গ্রামের স্থানীয় নেতাদের। স্বভাবতই প্রশ্ন উঠছে তারা কিভাবে মেনে নেবে এই ধরনের দল পরিবর্তন হওয়া নেতাদের? এক সময় যাদের বিরুদ্ধে ঝান্ডা ধরেছিল তারা এখন তারাই তাদের শাসন করছে। এটা কি ধরনের যুক্তি? এই সমস্ত বিষয়ে কর্ণপাত করতে নারাজ অভিজিৎ বাবু বলেন, তৃণমূল কংগ্রেস নতুন আঙ্গিকে তৈরি হচ্ছে। এখানে যোগ্যতমের উদবর্তন প্রয়োজন। কোচবিহার জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় মন্তব্য করে বলেন, এত জটিলতা প্যাঁচ ঘোচের মধ্যে বিজেপি নেই। আমরা মানুষের জন্য কাজ করতে চাই উন্নয়নটা পৌঁছে দিতে চাই, এক্ষেত্রে মূল বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। গ্রাম বাংলা এলাকায় কোনো রকম কোনো উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দিচ্ছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। যতটুকু কাজ করা হচ্ছে তার সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে এবং দায়িত্বে। আমরা মানুষের কাজ করতে এসেছি এবং মানুষের কাজ করে যাব, মানুষ সেটা বুঝে যাবে। এবং আগামী ২০২৪ লোকসভা নির্বাচন চোরচোট্টা চিটিংবাজ এর দলকে নির্বাসিত করবে।

রংপুর রোড পাঠশালা (বাংলা মাধ্যম বিদ্যালয়) এর পঞ্চম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গনে এক বিশাল বসে আঁকো প্রতিযোগিতার আয়োজিত হলো

2023-12-26

রংপুর রোড পাঠশালা (বাংলা মাধ্যম বিদ্যালয়) এর পঞ্চম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গনে এক বিশাল বসে আঁকো প্রতিযোগিতার আয়োজিত হলো | মঙ্গলবার ওই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গেছে এদিন অঙ্কন প্রতিযোগিতায় বিদ্যালয় এর ছাত্র - ছাত্রীদের পাশাপাশি , শহরের বিভিন্ন স্কুলের ছাত্র - ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে | স্কুলের প্রিন্সিপাল পাপ্পু দত্ত জানান , " অংকন ছাত্র-ছাত্রীদের সমস্ত বিষয়ে মনঃসংযোগ করতে সহায়তা করে, পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে উৎসাহিত করতে পাঠশালার এই উদ্যোগ । এই উদ্যোগের গুরু দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের অঙ্কন শিক্ষক চন্দন সাহা । আজকের অনুষ্ঠানের সফলতা আমাদের আগামী দিনের অনুষ্ঠানগুলিকে আরো বৃহৎ মাপের করতে উদ্বুদ্ধ করেছে । আগামীকাল আমাদের মূল অনুষ্ঠান হবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী সহ আরো বিশিষ্ট অতিথিবর্গ। আগামীকালের অনুষ্ঠানে নৃত্য, সংগীত, আবৃত্তি, যেমন খুশি সাজো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে ওই স্কুল সূত্রে জানা গেছে।

ফের বড়সড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ

2023-12-07

ফের বড়সড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ। গোপন সূত্রে অভিযান চালিয়ে ৩ টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড তাজা গুলি সহ ২ ব্যাক্তিকে গ্রেফতার করল কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সুত্রের জানা গেছে, গত ৬ই ডিসেম্বর সন্ধ্যায় কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অভিজিৎ দাস ও মঙ্গল বিন্দ । এদের মধ্যে অভিজিতের বাড়ি কোচবিহার পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে এবং মঙ্গলের বাড়ি বিনপট্টি এলাকায়। জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ধৃতদের আদালতে পেশ করা হয়েছিল, ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা দেখছি অস্ত্র গুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল।

পথদুর্ঘটনায় মৃত্যু হল নলহাটির এক যুবকের

2023-11-29

আবারো পথদুর্ঘটনায় মৃত্যু হল নলহাটির এক যুবকের । ঘটনাটি বীরভূমের নলহাটি শহরের অন্তর্গত পালোয়ান বাবার মাজারের সামনে গতকাল গভীর রাত্রে দুর্ঘটনা ঘটে বলে জানা যায় মৃত ব্যক্তির পরিজনের কাছ থেকে জানা যায় মৃত যুবকের নাম আকাশ ভকত, পিতার নাম শিবনাথ ভকত ,বাড়ি নলহাটি থানার অন্তর্গত আশ্রমপাড়া।স্থানীয় বাসিন্দারা মনে করছেন গতকাল গভীর রাত্রে এই দুর্ঘটনাটি ঘটে। সাত সকালে স্থানীয় বাসিন্দারা পড়ে থাকতে দেখেন একটি বাইক ও ওই যুবককে। তড়িঘড়ি খবর দেয়া হয় নলহাটি প্রশাসনকে। তারপর দেহ উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। রামপুরহাট হাসপাতালে ডাক্তার বাবুরা মৃত বলে ঘোষণা করেন আকাশকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আজ ময়নাতদন্ত সম্পন্ন করে নিজের বাসগৃহে নিয়ে আসা হবে নলহাটির আশ্রমপাড়ায় বলে জানা যায়।

দীপাবলির আগে আগুনে পুড়ে সর্বস্বান্ত

2023-11-12

কোচবিহারে ১ নং ব্লকের অন্তর্গত মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের সিঙ্গি জানি ময়নাগুড়ি গ্রামে আজ বিকাল চারটায় শপদ আলী বাড়ি ভয়াবহ আগুনে ভষ্মিভূত হয়ে গিয়েছে। ভয়াবহ আ গুন এতটাই বীভৎস আঁকার ধারণ করে যে দমকল আসার আগেই দুটি ঘর ভষ্মীভূত হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা পড়ে জল দিয়ে নেবানোর চেষ্টা করে। খবর পেয়ে ছুটে আসেন নিশিগঞ্জ থেকে দমকল বাহিনী। আগুনে ভষ্মিভূত হয়েছে আশ বাস পত্র টাকা সহ অনেক কিছু । স্থানীয় বাসিন্দা শাহানুর হোসেন জানায় শর্ট সার্কিট এর ফলে এই আগুন লাগে। আগুনে বাড়ি পুরে যাওয়ার খবর পেয়ে নিজের জেলা পরিষদ আসনে ছুটে আসেন জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন ও কোচবিহার এক নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী নাগ ব্লক সভাপতি জ্যোতির্ময় দাস এবং মঞ্জু দার রহমান সহ অনেকে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তারা আশ্বাস দেন।

বড়সড় ধাক্কা রাজ্যের! সিঙ্গুর মামলায় টাটা মোটরস কে দিতে হবে ৭৬৬ কোটি টাকা

2023-10-30

মনোজ কুমার বর্মন : বড় ধাক্কা রাজ্যের! সিঙ্গুর মামলায় টাটা মোটরস কে দিতে হবে ৭৬৬ কোটি টাকা। অংকটা নেহাত কম নয়। ৭৬৬ কোটি। হ্যাঁ ঠিকই শুনেছেন। সিঙ্গুর প্লান্টের ক্ষতিপূরণ হিসাবে টাটা মোটরস-কে দিতে হবে ৭৬৬ কোটি টাকা। এমনই রায় দিয়েছে ৩ সদস্যের আরবিট্রাল ট্রাইবুনাল। শুধু তাই নয় ২০১৬ সাল থেকে ১১ শতাংশ সুদের হারে মেটাতে হবে সুদও। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে, এ যেন ঠিক তাই। সিঙ্গুর থেকে টাটা মোটরস চলে যাওয়ার ক্ষতিপূরণ হিসেবে রাজ্যকে দিতে হচ্ছে প্রায় সাড়ে সাতশো কোটি টাকা। দীর্ঘ ১৫ বছরের আইনি লড়াইয়ের পর সিঙ্গুর মামলায় রাজ্যের বিরুদ্ধে এমনি ঐতিহাসিক রায় দিল আরবিট্রাল ট্রাইব্যুনাল। এমকনি আরবিট্রারি খরচ বাবদ টাটা-কে আরো ১কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ। স্বভাবতই, সুদীর্ঘ কয়েক বছর পর সিঙ্গুর মামলায় এমন জোরালো রায়ে ক্রমশ উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। এত টাকা রাজ্য সরকারের পক্ষে কি করে দেওয়া সম্ভব। কোথা থেকে আসবে এত টাকা? রাজ্যের কোষাগারে এত টাকা আছে তো? প্রসঙ্গত উল্লেখ্য, সিঙ্গুরে এক হাজার একর জমিতে ন্যানো প্লাট তৈরির জন্য বাম আমলেই বাম সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল টাটা মোটরসের। প্রতিশ্রুতি ছিল হাজার হাজার কর্মসংস্থানের। হয়তো টাটার পথ অনুসরণ করে আন্তর্জাতিক মানের আরও অনেক এরাজ্যে শিল্প আসত। কিন্তু তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধিতা, স্থানীয় কৃষকদের জমি বাঁচানোর আন্দোলনে স্তব্ধ হয়ে যায় সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির স্বপ্ন। তড়িঘড়ি পাততাড়ি গুটিয়ে, কোটি কোটি টাকার ক্ষতি মাথায় নিয়ে গুজরাটে সরে যেতে বাধ্য হয় টাটা। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, দীর্ঘ ১৫ বছরের লড়াইয়ের পর, টাটার এই জয় নবান্ন-কে যে অনেকটাই অস্বস্তিতে ফেলবে তাতে সন্দেহ নেই। লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে, রাজ্য সরকারের বিপক্ষে এমন রায় জনমানসে খুব একটা ভালো প্রভাব যে ফেলবে না, রাজনৈতিক বিশ্লেষকদের তেমনটাই মত। বাম সরকারের স্বপ্নের সিঙ্গুর প্লান্ট থেকে টাটা কে তাড়িয়েই শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিজয় রথ। সেই টাটা-ই আবার নতুন করে মাথা ব্যাথার কারণ হয়ে উঠবে না তো রাজ্যের শাসকদলের কাছে? যদিও রাজ্যের কাছে আইনি পদক্ষেপের রাস্তা খোলা, তবুও এখন দেখার টাটা-কে নিয়ে বিতর্কের জল কতদূর গড়ায়।

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরক জ্যোতি অধিকারী

2023-10-27

লোকপক্ষ ডিজিটাল: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরক জ্যোতি অধিকারী। হীরকবাবু পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। এছাড়াও মেখলিগঞ্জের ভারতীয় রেডক্রস সোসাইটির সম্পাদক ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের যুবনেতাও ছিলেন। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এই চিকিৎসকের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না মেখলিগঞ্জবাসী। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে তাঁর দেহ শায়িত রয়েছে।

নবমীতে ক্রীড়াপ্রেমীদের জন্য দুঃসংবাদ

2023-10-23

লোকপক্ষ ডিজিটাল: নবমীতে ক্রীড়াপ্রেমীদের জন্য দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বিষন সিং বেদী। ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতীয় দলের জার্সিতে ৬৭টি টেস্ট ও ১০টি ওডিআই খেলেছেন বেদী। টেস্টে নিয়েছেন ২৬৬টি উইকেট। ওয়ানডে ফরম্যাটে তাঁর উইকেটের সংখ্যা ৭টি। মনসুর আলি খান পাতৌদির পর ১৯৭৬ সালে ভারতের অধিনায়ক হয়েছিলেন বেদী। তাঁর অবসরের পরেই জাতীয় দলের নেতৃত্বের পদ পান সুনীল গাভাসকর। ভারতের স্পিন আক্রমণের উত্থানে বড় ভূমিকা পালন করেছিলেন বেদী। সত্তর ও আশির দশকে ভারতীয় দলের মূল হাতিয়ার ছিলেন তিনি। ভারতের প্রথম ওডিআই ম্যাচ জয়ের নায়ক হয়েছিলেন বেদী। ১৯৭৫ সালের বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভারে আটটি মেডেন-সহ মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর দাপটেই পূর্ব আফ্রিকাকে ১২০ রানে আটকাতে পেরেছিল ভারত। সেই নক্ষত্রই আজ ইহলোক ত্যাগ করলেন।

বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেফতার গাড়ি চালক

2023-09-23

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয় চালককে । ধৃতের নাম সৌরভ মন্ডল । বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যকে খুন করে সে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল । পুলিশ চালক সৌরভ মণ্ডলের মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে গ্রেফতার করে । বৃদ্ধের Bmw গাড়ি নিয়ে সে দীঘা গেছিলো, সেখান থেকে ফেরার সময় তার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে এরেস্ট করে নাগেরবাজার থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, ধৃত গাড়ির চালক সৌরভ বৃদ্ধের bmw গাড়িটি চেয়েছিল সে ১৫ তারিখ বন্ধুদেরকে নিয়ে দীঘা ঘুরতে যাবে বলে, বৃদ্ধ তখন তাকে ১৫ তারিখ আসতে বলে । এরপর সে 15 তারিখ অর্থাৎ শনিবার দিন যখন বৃদ্ধের বাড়িতে যায় তখন দেখে বৃদ্ধের বাড়ির সদর দরজার ভেতর থেকে তালা দেওয়া । এরপরই সে পাঁচিল টপকে ভেতরে ঢোকে । তখন বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করে সে ভেতরে ঢুকলো কি করে এবং গাড়ি নেওয়া নিয়ে বৃদ্ধের সঙ্গে বচসা বাধে । বৃদ্ধ গাড়ির চালককে অপমানজনক কথা বলায় ধৃত চালক প্রথমে বৃদ্ধকে ধাক্কা মারে যার কারণে তার মাথায় আঘাত লাগে এরপর তাকে গলা টিপে খুন করে । এরপর তার ঘর থেকে গ্যারেজ এবং গাড়ির চাবি নিয়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে সে চলে যায় । প্রথমে সে গাড়ি নিয়ে তার বাড়ি বারাসাতে যায় এবং সেখান থেকে বন্ধুদের কে নিয়ে দীঘায় যায় । এরপরই সে দীঘা থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে । এবং পুলিশ সূত্রে আরও খবর, গতকাল বৃদ্ধের পোষ্য কুকুরটিকে ওই বাড়ি থেকেই নাগেরবাজার থানার পুলিশ উদ্ধার করে । গতকাল ফরেনসিক টিম চলে যাওয়ার পর গোটা বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় ওই পোষ্য কুকুরটিকে ওই বাড়ির একটি অব্যবহৃত ঘর থেকে তাকে উদ্ধার করে । গাড়িটিকেও আটক করেছে পুলিশ । ধৃত গাড়ির চালক সৌরভ মন্ডল বারাসাতে ভাড়া থাকতো, চারজনকে নিয়ে সে দীঘা গেছিল ।

কোচবিহারে প্রকাশ্যে গুলি করে হত্যা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

2023-09-11

রবিবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ কোচবিহার 2 নম্বর ব্লকের মহিষবাথান এলাকায় প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় সুশীল চন্দ্র দাস নামক এক ব্যক্তিকে বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে, এরপর কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, রবিবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ নিহত সুশীল চন্দ্র দাস যার বাড়ি খাদিজা কাকরী বাড়ি এলাকায়, তিনি নুরুদ্দিনের মোড় মহিষবাতান হয়ে বাড়ির দিকে যাচ্ছিল সেই সময় কেউ বা কারা তাকে লক্ষ্য করে গুলি করে, আমিও বাসিন্দারা তাকে হাসপাতালে ভর্তি করতে উদ্যোগী হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনায় জমি মাফিয়া যুক্ত থাকতে পারে। ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়, এই ধরনের ঘটনা আগে কখনো দেখেনি কোচবিহার।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে বিশেষ সভা আয়োজিত হ

2023-09-10

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে বিশেষ সভা আয়োজিত হলো। রবিবার দুপুরে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি এন্ড হেল্পার্স ইউনিয়নের ডাকে ওই সভা আয়োজিত হয়ে পড়ে জানা যায়। এদিনের ওই সভায় মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দুরবস্থা সহ বিভিন্ন বিষয়গুলিকে সামনে রেখে সেখানে আলোচনা করা হয় বলে জানিয়েছেন নেতৃত্বরা। এদিন ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে অনেকের মুখেই ক্ষোভের সুর শোনা যায়। যেখানে রাজ্য সরকারের মন্ত্রী বিধায়কদের বেতন এক ধাক্কায় বৃদ্ধি পাচ্ছে একটি সেই সময় দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের ও সহায়িকাদের বেতন বৃদ্ধি নিয়ে কোন আলোকপাত করা হয় না এমনটাই অভিযোগ তাদের। বর্তমানে যে পরিমাণ তারা টাকা পান তা দিয়ে কোনভাবেই সংসার চলে না বলেও তারা জানান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দুরবস্থার কথা বলতে গিয়ে অনেকেই বলেন, অধিকাংশ সেন্টার খোলা আকাশের নিচে আবার কারো বাড়িতে কিংবা গোয়াল ঘরে চলছে। কিছু কিছু সেন্টারের নিজস্ব ঘর থাকলেও সেই ঘরের অবস্থা একেবারেই বেহাল। একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো রকম সমস্যার সমাধান হয়নি বলে তাদের অভিযোগ। শুধু অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি কিংবা সেন্টারে দুরবস্থার কথাই নয় রান্না করার জন্য প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ বাসনপত্র নেই কেন্দ্রগুলিতে এমনটাই বলেন তারা। নিজেদের বাড়ি থেকে বাসনপত্র নিয়ে এসে কাজ চালাতে হয় বলেও তারা দাবি করেন। এমত অবস্থায় দাঁড়িয়ে আগামী দিনে তাদের কর্মসূচি সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে এদিন সেই গুরুত্বপূর্ণ সভা আয়োজিত হয় এই AIUTUC অনুমদিত সংশ্লিষ্ট ওই সংগঠনের পক্ষ থেকে। ওই সভায় দিনহাটা ১ ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েতের কর্মী ও সহায়িকারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বড়সড় সাফল্য জলপাইগুড়ি জেলা পুলিশের

2023-09-07

আবির ভট্টাচার্য, জলপাইগুড়ি: বিপুল পরিমাণের গাঁজা আটক করলো জলপাইগুড়ি জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির আসাম মোড় এলাকা থেকে একটি ট্রাক আটক করে ৩৪৫ কেজি নিষিদ্ধ গাজা, উদ্ধার করে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খোন্ডয়াল বলেন, মোট ১৭টি সিল করা প্যাকেটের মধ্যে প্রায় ৩৪৫ কেজি নিষিদ্ধ গাঁজা ত্রিপুরা থেকে বিহারের পাটনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সেসময় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই চৌদদ চাকার গাড়িটিকে আটক করে গাঁজা উদ্ধার করে। পাশাপাশি শিবকুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এনডিপিএস আইনের সুনির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে বলে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খন্ডয়াল জানান ।

নিষ্ঠা সহকারে খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুরু সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থার

2023-09-07

শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। আর কয়েক দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য। কেবল কলকাতা নয়, গোটা রাজ্যের নামী দুর্গাপুজোগুলোর তালিকায় অনেককাল আগেই জায়গা করে নিয়েছে দিনহাটা শহর লাগোয়া সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থা দুর্গাপূজা কমিটি। সংগঠনের তরফে জানানো হয় “রীতি মেনে আজ খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের বর্ষীয়ান সদস্য, মহিলা সদস্যাবৃন্দ এবং নাট্য সংস্থার সমস্ত সদস্য সদস্যবৃন্দ। নাট্য সংস্থা দূর্গা পূজা কমিটি আশা এ বছর তাদের দুর্গাপূজা দিনহাটা শহর তো বটেই কোচবিহার উত্তরবঙ্গ এবং নিম্নআসামের বাঙালিদের কাছে যথেষ্ট সারা ফেলবে। এ বছর তাদের থিম মা আসছে মাটির ঘরে।

কড়া নিরাপত্তায় উপ নির্বাচনের স্ট্রং রুম

2023-09-06

জলপাইগুড়ি: ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচন শেষ হওয়ার পর কড়া পাহারায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে রাখা রয়েছে সমস্ত ইভিএম মেশিন। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে আধাসামরিক বাহিনী ও পুলিশের কড়া পাহারা লক্ষকরা যায়। আগামী ৮ তারিখ উপ নির্বাচনের গণনা পর্যন্ত কড়া সুরক্ষার ঘেরাটোপে রাখা হবে উপ নির্বাচনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণকারী ইভিএম মেশিন গুলি। প্রসঙ্গত, গতকাল ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সক্রিয়তার জেরে তেমন কোনো ঘটনা ঘটেনি ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে র প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে। পুলিশ ও আধাসামরিক বাহিনীর কড়া নিরাপত্তা নিয়ে যথেষ্ট খুশি সাধারণ মানুষ। গত পঞ্চায়েত নির্বাচনে খবরের শিরোনামে উঠে আসে ধুপগুড়ি। কিন্তু উপ নির্বাচনে তার ভিন্ন রূপ দেখে বিরোধী পক্ষ এখনও পর্যন্ত পুলিশ ও আধা সামরিক বাহিনীর নজরদারি নিয়ে কোনো প্রশ্ন করতে পারে নি। সব মিলিয়ে প্রতিটি রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণকারী ইভিএম মেশিন গুলি যথেষ্ট কড়া নিরাপত্তার বলয়ে রাখার চিত্র ধরা পড়লো ক্যামেরায়।

নর্থ বেঙ্গল গ্লোবাল সুতাকান ওপেন ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপে কুচবিহার জেলার প্রত্যেককেরই পদক জয়লাভ

2023-09-04

গতকাল ময়নাগুড়িতে সেকেন্ড নর্থ বেঙ্গল গ্লোবাল সুতাকান ওপেন ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপ এ কুচবিহার জেলা থেকে অসিত মার্শাল আর্ট একাডেমী ও নিকেশ আর্ট একাডেমি থেকে নয়জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রত্যেককেই পদক জয়লাভ করে। সৃজিতা দত্ত কুমিতে স্বর্ণপদক ও কাতাতে সিলভার পদক জয়লাভ করে, দেবাংশু দে ১২ বছর কুমিতে সিলভার পদক , আসিফ হোসেন কাঁতাতে ব্রোঞ্জ পদক কিংশুক সরকার কাঁতাতেও কুমিতে স্বর্ণপদক শম্ভু দেবনাথ স্বর্ণপদক এবং অনিকেত দাস ব্রোঞ্জ পদক জয়লাভ করে। এ খবর নিশ্চিত করেছেন কোচ সেন্সি অসিত কুমার দাস

2023-09-04

২০২৪ লোকসভা ভোটকে উদ্দেশ্য করে জনসংযোগ কর্মসূচী শুকারুরকুটি গ্রামে। পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর বোর্ড গঠন হয়েছে সদ্য । লোকসভা ভোটের এখনো অনেক দেরি। কিন্তু তার আগেই ফের জনসংযোগ বাড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আজ দিনহাটার শুকারুর কুটি গ্রাম পঞ্চায়েতের ৭/ ২০৪ এবং ৭/২০৫ নং বুথে জনসংযোগ কর্মসূচি লক্ষ্য করা গেল। জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল চেয়ারম্যান সেকেন্দার আলী, ব্লক সাধারণ সম্পাদক লতিফুল কবির, ছাত্রনেতা পল্লব রায় এবং অঞ্চল কমিটির সকল সদস্যবৃন্দ।

বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর তৃণমূলে যোগ তৃণমূলের ব্লক সভাপতি হাত ধরে

2023-09-04

সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৭/৯০ নং বুথের বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী আজ সকালে বামনহাট এলাকায় দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্যের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন পঞ্চায়েত সদস্য মিরাতুন বিবি। যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন সহ অঞ্চল সভাপতি ধরণী কান্ত বর্মন সহ অনেকেই। যোগদানের পর দিনহাটা ২নং ব্লক তৃণমূল সভাপতি কি জানালেন শুনে নিন।

রাখি বন্ধনের পবিত্র দিনে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটের শুভ উদ্বোধন হলো।

2023-08-30

রাখি বন্ধনের পবিত্র দিনে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটের শুভ উদ্বোধন হলো। বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের সূচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সিরাজ ধ্যানেশ্বর, এমজেএন মেডিকেল কলেজের এমএসভিপি রাজীব প্রসাদ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস, কোচবিহার জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে একটি পাওয়ার গেটের সাথে সমঝোতা করে এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে এই ট্রমা ইউনিটের শিলান্যাস করা হয়। কাল ও সময়ের নিয়মে, ধীরে ধীরে সেই ট্রমা ইউনিটের কাজ শুরু হয়। পরবর্তীতে সেই কাজ সমাপ্তি ঘটে। এবং রাখি পূর্ণিমার এই বিশেষ দিনে মহাসমারোহে এই বিশেষ ইউনিটের শুভ উদ্বোধন করা হলো। এদিনের এই ট্রমা ইউনিট উদ্বোধন প্রসঙ্গে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, পবিত্র রাখি বন্ধনের দিনে স্বাস্থ্য বিষয়ক আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। শুধু কোচবিহার জেলা নয় আশেপাশের বিভিন্ন জেলাগুলি থেকেও রোগীরা এই ট্রমা ইউনিটের মাধ্যমে সুবিধা পাবেন বলেই আশা করি।

রাখি উৎসবে মেতে উঠতে প্রস্তুত কোচবিহার

2023-08-29

কোচবিহার: রাখি উৎসবের আর মাত্র হাতে গোনা সময় বাকি। ইতিমধ্যেই বাজারের রাখি বিক্রির দোকান গুলিতে বৃষ্টি ও আবহাওয়ার চোখ রাঙানিকে উপেক্ষা করেই ক্রেতাদের ভিড় জমেছে বিভিন্ন ধরনের রাখি কিনতে। তবে এই রাখি বন্ধনের সৌভ্রাতৃত্ব উৎসবের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছেন রবীন্দ্র নাথ। এছাড়াও ইতিহাসে রয়েছে একটি রাখি পাঠিয়ে নাকি রাণী কর্ণবতী মোঘল সম্রাট হুমায়ূনের কাছে সাহায্য আবেদন করেছিলেন। তবে সময় বদলে চলেছে, আর সময়ের সঙ্গে বদলে চলছে মানুষের চাহিদাও ও পছন্দ। একটা সময় নিজেদের হাতে তৈরি করা রাখি ভাইয়ের হাতে বেঁধে দিতেন বোনেরা। তবে সময়ে সঙ্গে সঙ্গে বাজারে এসেছে হরেক রকম ডিজাইনের রাখি। এবারেও রাখি বিক্রির বাজারে বেশ কিছু নতুন চমক এসেছে সকলের জন্য। এই সকল চমকের মধ্যে প্রধান দুটি হল বড়দের ব্রেসলেট রাখি ও বাচ্চাদের লাইটিং কার্টুন রাখি। দাম‌ও হাতের নাগালে।৩০ থেকে ৪০ টাকায় মিলছে এই রাখি। একটা সময় সুতোর তৈরি রাখি ও কাঠের ডিজাইন করা রাখি বেশি প্রচলিত ছিল বাজারের মধ্যে। তবে চলতি বছরে ইতিমধ্যেই যে নতুন দুই রাখি বাজারে এসেছে, সেগুলির চাহিদা বেড়ে উঠেছে বেশ অনেকটাই। তবে এই দুটি রাখি ছাড়াও বেশ ভালই বিক্রি হচ্ছে বাজারে নতুন আসা লটকন রাখি, ময়ূর রাখি ও লজেন্স রাখি, ইকো ফ্রেন্ডলি রাখি ও আরোও অনেক ধরনের রাখি। কোচবিহার ভবানীগঞ্জ বাজারের এক রাখি বিক্রেতা বিশ্বজিৎ বণিক জানান, "দীর্ঘ সময় ধরে বাজারের মধ্যে নতুন রাখির চাহিদা ছিল। তাই এই বছর নতুন ধরনের রাখি আসতেই তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার যে পরিবর্তন ঘটছে সেটা খুব সহজেই বোঝা সম্ভব।" তিনি আরোও জানান, "এখন মানুষ চান রাখি সারা বছর হাতের মধ্যে পড়ে রাখতে। সেই কথা মাথায় রেখে সোনালী ও রুপোলি রঙের ব্রেসলেট রাখি এসেছে বাজারে। যা দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয়। তবে দাম তুলনামূলক অনেকটাই কম। এছাড়া ছোট বাচ্চাদের পছন্দ বিভিন্ন কার্টুন চরিত্র ও সুপারহিরো চরিত্র। তাই সেগুলি নিয়েও রাখি এসেছে। এর পাশাপশি রয়েছে লজেন্স রাখি।" বাজারের আরোও এক রাখি বিক্রেতা বিশ্বনাথ বণিক জানান, "ছোট থেকে বড় সকলের জন্য এবার রাখিতে বিপুল পরিমাণ ভ্যারাইটি নিয়ে আসা হয়েছে। যাতে কারোও মন খারাপ করতে না হয়। রাখি উৎসবে এবার সকলে আনন্দে মেতে উঠেন এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব।"

জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা , মৃত দুই আহত পাঁচ

2023-08-23

ডায়মন্ডহারবার:১১৭ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজন । গুরুতর জখম আরো পাঁচজন । এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার হটুগঞ্জের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে । স্থানীয় সূত্রে জানা যায় , একটি যাত্রী বাহী অটো হটুগঞ্জের দিকে যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাসটি রায়দিঘি থেকে ডায়মন্ডহারবারের দিকে আসছিল। সেই সময় হটুগঞ্জের কাছে বাসটি অটোটিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । ঘটনার পর বাসের চালক বাস নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় । এই মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় ডায়মন্ডহারবার থানার বিশাল পুলিশ বাহিনী। হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় দুজনের। আহতদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । আহত আবু সিদ্দিক শেখ জানান ডায়মন্ড হারবার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন অটোতে চেপে । সেই সময় হটুগঞ্জের কাছে উল্টো দিক থেকে আসা মথুরাপুর-ডায়মন্ডহারবার গামী একটি বাস অটোটিকে ধাক্কা মারে । এরপর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় । দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশে থাকা স্থানীয়রা ছুটে আসেন । তারাই উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । অভিশপ্ত অটোতে থাকা দুজন যাত্রীর হাসপাতালের পথেই মৃত্যু হয়। অন্যদিকে ঘটনার তদন্তে নেমে ঘাতক গাড়িটির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ।

উদ্ধার প্রক্রিয়াজাত হাঙরের বাচ্ছা, গ্রেফতার দুই

2023-08-18

লোকপক্ষ ডিজিটাল, নামখানা:---- দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জের বালিয়াড়া থেকে উদ্ধার হল প্রক্রিয়াজাত হাঙরের বাচ্ছা । এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নাম আকাশ দাস ও রঞ্জিত বাগ। ধৃতদের বৃহস্পতিবার কাকদ্বীপ এসিজেএম আদালতে পেশ করা হয় । এরপর তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় দক্ষিন ২৪ পরগনা বিভাগীয় বন বিভাগ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করবে বন আধিকারিক ও পুলিশ ।সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগণার বালিয়াড়া এলাকায় মূলত শুটকি মাছের ব্যবসা চলে বহুদিন ধরে । সমুদ্র ও নদী থেকে ধরা পড়া বিভিন্ন মাছ প্রক্রিয়াজাত করা হয়। এরপর সেগুলিকে বাইরের বাজারে পাঠানো হয়। সেখানেই হাঙরের বাচ্ছা শুকনো করার কাজ চলছিল।গোপন সূত্রে এই খবর পেয়ে গভীর রাতে বন বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে হানা দেন । এরপরই সেখান থেকে প্রায় ৭০ ক্যারেট শুকনো হাঙরের বাচ্ছা উদ্ধার হয় । হাতে নাতে গ্রেফতার হয় দুজন । বন আধিকারিকরা জানিয়েছেন , ধৃতরা দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিল। এই বাচ্ছা হাঙর গুলোকে ফাঁস জাল দিয়ে ধরা হত। এরপর সেগুলিকে প্রক্রিয়াজাত করার জায়গায় আনা হত। এই ঘটনার সঙ্গে একটি বড় চক্র জড়িত আছে দীর্ঘদিন ধরে ।

বৃদ্ধা খুনের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার

2023-08-12

আবির ভট্টাচার্য :সূর্যসেন কলোনির বৃদ্ধা খুনের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেপ্তার করল ধুপগুড়ি থানার পুলিশ। মূলত গহনার কারণেই প্রতিবেশী যুবকদের হাতে খুন হতে হয়েছে সূর্যসেন কলোনির বাসিন্দা অবসরপ্রাপ্ত বিদ্যুৎ দপ্তরের কর্মী পুষ্পা গাইন কে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পুস্পা দেবী প্রতিবেশী আচার্য বাড়িতে বেড়াতে গেলে সেই বাড়ির দুই ছেলে ভোলা আচার্য ওরফে বাসুদেব ও নাকু আচার্য ওরফে বাচচু দুই ভাই মিলে প্রতিবেশী পুষ্পা গাইন কে তাদের বাড়িতে আটকে রাখে। পরবর্তীতে বাচ্চু এবং বাসুদেব দুজন মিলে ধারালো অস্ত্র দিয়ে ওই বৃদ্ধাকে তাদের শোবার ঘরে খুন করে। গতকাল সন্ধ্যায় ধুপগুড়ি বাজারে একটি সোনার দোকানে অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মী পুষ্পা গাইনের গহনা বিক্রি করে দেয়। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, পরবর্তীতে পুষ্পাদেবীর মৃতদেহটি বস্তায় ভরে শোবার ঘরে রেখে দেয়। শনিবার সূর্য ওঠার আগেই বস্তাবন্দী মৃতদেহ নিয়ে দুই ভাই বৃদ্ধার বাড়ির সামনে ফেলে রাখে। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত দুই ভাই সহ রিসিভার দুজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডওয়াল বলেন, ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এবং ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর পেছনের সঠিক কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন। প্রসঙ্গত, ধুপগুড়ি শহরের পাঁচ নম্বর ওয়ার্ড ে শনিবার সকালে নিজের বাড়ির সামনে থেকেই বস্তা বন্দী মৃতদেহ উদ্ধার হয় বিদ্যুৎ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী পুষ্পা গাইনের। পরবর্তীতে পুষ্পা দেবীর মেয়ে গুলি গাইনের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গআ র নেতৃত্বে মৃতদেহ উদ্ধার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে।

বিজেপি বিধায়কের মৃত্যুর কয়েকদিনের মধ্যে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা

2023-08-08

লোকপক্ষ ডিজিটাল, ৮আগস্ট : ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। গত ২৫ জুলাই ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়। জানানো হয়েছে, ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের গণনা। ১৭ অগাস্ট ধূপগুড়ি উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন । প্রসঙ্গত, গত ২৫ জুলাই বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসে অসুস্থ বিজেপি বিধায়ক। এসএসকেএমে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় বিজেপি বিধায়কের ।

মৃত্যু হলো উদ্ধার হওয়া গন্ডার শাবকের

2023-08-07

আবির ভট্টাচার্য, লোকপক্ষ ডিজিটাল, ডুয়ার্স : নদী পেরোনোর সময় ভেসে গিয়ে মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া এই গন্ডার শাবকটিকে উদ্ধার করা হলেও এদিন সেটির মৃত্যু হল। মায়ের সাথে নদী পেরোতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে এই শাবকটি জলঢাকা নদীর তীব্র স্রোতে ভেসে গিয়েছিল। বন দপ্তরের খুনিয়া ও গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা জলঢাকা নদীর ধার থেকে ওই শাবকটিকে উদ্ধার করেন। শাবকটিকে মায়ের কাছে ফিরিয়ে দিতে বনদপ্তর তার মায়ের খোঁজে অভিযানও শুরু করেছিল। শাবকটির পরিচর্যার জন্য শনিবার বিকেলে সেটিকে নাথুয়া রেঞ্জের জঙ্গল থেকে জলদাপাড়ার হলং পিলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। তবে বনদপ্তরের সব চেষ্টাকে ব্যার্থ করে রবিবার সকালে এক মাসেরও কম বয়সী গন্ডার শাবকটির মৃত্যু হল। নদীর জলে হাবুডুবু খাওয়ার সময় শাবকটির পেটে প্রচুর বালু ঢুকে গিয়েছিল, যার জেরেই শাবকটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

কোচবিহার ১ নং A এবং B ব্লকের তত্ত্বাবধানে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকি অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা

2023-08-06

আজ পূর্ব ঘোষিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্ধ্যোপাধ্যায় নির্দেশে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক মহাশয়ের নেতৃত্বে কোচবিহার ১ নং A এবং B ব্লকের তত্ত্বাবধানে আজকে ঘুঘুমারি পার্টি ওফিসের সামনে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ১০০ দিনের বকেয়া আদায় বাংলা আবাস যোজনা ও রাস্তার টাকা আদায়ের দাবিতে এবং নিত্য দিনের দ্রব্যমূল্য বৃদ্ধির ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আজকে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকি অবস্থান বিক্ষোপ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, বর্ষিয়ান নেতা আব্দুল জলিল আহমেদ কোচবিহারে ১ নং এ ব্লক সভাপতি জ্যোতির্ময় দাস , ব্লক সভানেত্রী মাধবী নাগ এবং তৃণমূল ব্লক অঞ্চল নেতৃত্ব কর্মীরা ।

কালজানি ধর্ষণকাণ্ডে অভিযুক্ত দুইজনের ১৪ দিনের জেল হেফাজত। দ্রুত চার্জশিট জমা দেবে পুলিশ

2023-08-01

কোচবিহার কালজনী ধর্ষণ কান্ডে প্রধান অভিযুক্ত বাপ্পা বর্মন এবং সুমন সরকারকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালো কোচবিহার জেলা ও দায়রা আদালত। মঙ্গলবার তাদের নির্দিষ্ট সময় আদালতে তোলা হলে বিচারপতি তাদের জেল হেফাজতের নির্দেশ দেয়। বাকি তিনজনের আগে থেকেই জেল হেফাজত নির্দেশ হয়েছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে দ্রুত ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসে পৌঁছবে, ময়নাতদন্তের রিপোর্ট। এবং সেই সাথে চার্জশিট তৈরির কাজ শুরু হয়ে গেছে পণ্ডিবাড়ী থানার মাধ্যমে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম চার্জশিট জমা করতে চলেছে কোচবিহার পুলিশ। ইতিমধ্যেই দোষীদের শাস্তির দাবিতে কোচবিহার জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবি একটাই অভিযুক্ত দের সর্বোচ্চতম সাজা ফাঁসি। দফায় দফায় কোচবিহারের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে এই দাবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, ১৮ ই জুলাই থেকে নিখোঁজ হওয়া কালজানি গ্রাম পঞ্চায়েত এলাকার খাপাইডাঙ্গা গ্রামের ১৪ বছরের নাবালিকা ছাত্রীর ধর্ষণ কাণ্ডে উত্তাল হয়েছে কোচবিহার জেলা। প্রায় নয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই নাবালিকা। পর থেকে দোষীদের সাজার দাবিতে দফায় দফায় আন্দোলন এবং বিক্ষোভ হয়ে আসছে কোচবিহার জুড়ে। পাঁচ দিনের পুলিশে হেফাজত এরপর এদিন মূল অভিযুক্তদের আদালতে তোতা হলে তাদের জেন হেফাজতের নির্দেশ দেয় আদালত। কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, উক্ত ঘটনার সম্পূর্ণ তদন্ত করে ইতিমধ্যেই আদালতের কাছে পুলিশের তরফ থেকে চার্জশিট দেওয়ার কাজ চলছে তড়িৎ গতিতে। খুব দ্রুত ট্রায়াল শুরু হবে এই মামলার। উক্ত ঘটনায় পুলিশী তৎপরতার প্রশংসা করেছে কোচবিহার জেলার সাধারণ মানুষ।

কোচবিহার জেলার সীমান্ত শহর দিনহাটায় পালিত হলো ইস্টবেঙ্গল দিবস

2023-08-01

কোচবিহার জেলার সীমান্ত শহর দিনহাটায় পালিত হলো ইস্টবেঙ্গল দিবস। দিনহাটা ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের উদ্যোগে সকাল ৯ টায় দিনহাটা সংহতি ময়দানে ক্লাব পতাকা উত্তোলন ও পুস্পার্ঘ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠিত হল ১০৪ তম ইস্টবেঙ্গল দিবস। সেই সাথেই অনুষ্ঠিত হলো দিনহাটা ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের দশ বছর পূর্তি অনুষ্ঠান। ক্লাব পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক শ্রী শুভ্রালোক দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক অর্ঘ্যজিৎ নাগ, অভ্র সরকার, দীপায়ন শীল সহ অন্যান্য সদস্যরা। জানা যায় বিগত বছর গুলিতে দিনহাটা ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব যেভাবে বাৎসরিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে চলেছে এ বছর দশম বর্ষ পূর্তি উপলক্ষে তা আরও বৃহদাকার ও জাঁকজমক পূর্ণ হবে।

ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম

2023-07-29

লোকপক্ষ ডিজিটাল, ২৯ জুলাই:বিদ্যালয় অনুষ্ঠিত হলো সাইবার সিকিউরিটি আওয়ারনেস প্রোগ্রাম। বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমে একটি আতঙ্কের নাম হল সাইবার ক্রাইম। শুক্রবার মোয়ামারী তত্ত্বনাথ বিদ্যাপীঠে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। বর্তমান সময়ে সাইবার ক্রাইম কি কি হচ্ছে এবং তার থেকে কিভাবে বাঁচা যাবে এই নিয়ে একটি বিশেষ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সেখানে নানা বিষয়ে আলোচনা করা হয়। আয়োজক দের পক্ষ থেকে কোচবিহারের স্বনামধন্য হ্যাকার ঋত্বিক রায় বলেন, সাইবার ক্রাইম থেকে আমরা কিভাবে বাঁচব, যেমন ফেসবুক প্রোফাইল হ্যাক হয়ে যাওয়া, ব্যাংক একাউন্ট হ্যাক হয়ে যাওয়া এবং তার প্রতিকার কি কি এসব নিয়েই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা হয়। হ্যাক হয়ে যাওয়া বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে বাঁচবো এবং হ্যাক হওয়া থেকে আমরা কিভাবে দূরে থাকবো এই নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ সচেতনতা দেওয়া হলো যাতে তারা এই নতুন যুগের নতুন বিপদ থেকে দূরে থাকতে পারে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে এই ডিজিটাল যুগে এমন আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সকলেই।

বিয়ের দাবিতে ধর্ণা

2023-07-28

বিয়ের দাবিতে ধর্ণা তুফানগঞ্জ :::বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের ৮ নং ওয়ার্ড বাবু পাড়া এলাকায়।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।জানা যায়, হরিপুর এলাকার ওই যুবতীর সাথে বাবু পাড়া এলাকার বাসিন্দা ওই যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৭ বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে ওই যুবতী জানায়। যুবতীর অভিযোগ,বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকার করে। এর পরই শুক্রবার সকাল থেকে বিয়ের দাবিতে ধর্নায় বসে সে। খবর ছড়িয়ে পড়তেই বহু উৎসুক জনতা ভিড় জমান এলাকায়।

চার মাসের কন্যা সন্তানের গলা কাটার অভিযোগ মায়ের বিরুদ্ধে। শীতলকুচি

2023-07-28

চার মাসের কন্যা সন্তানের গলা কাটার অভিযোগ মায়ের বিরুদ্ধে। শীতলকুচি।। পারিবারিক বিবাদের জেরে নিজের চার মাসের কন্যা সন্তানের গলা কাটল তার মা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শিতলখুচি থানার অন্তর্গত সাঙ্গারবাড়ি এলাকায়। শিশুটির দিদা সাবিত্রী বর্মন নাতনি স্বস্তিকা বর্মন (৪মাস) কে নিয়ে তড়িঘড়ি মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে শিশুটিকে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। মাথাভাঙ্গা হাসপাতালে জরুরি বিভাগে থাকা কর্তব্য রত চিকিৎসক প্রবির বাগ জানান, চার মাসের এক শিশু সন্তানকে নিয়ে তার দিদা হাসপাতালে ছুটে আসেন তখন দেখছি গলা দিয়ে রক্ত পড়ছে মনে হয় কোন ধারালো অস্ত্র দিয়ে গলার বেশ কিছুটা অংশ কেটে গেছে তাই প্রাথমিক চিকিৎসা করে দ্রুত কোচবিহার সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। মাথাভাঙ্গা হাসপাতালে সার্জেন না থাকার কারণে বাধ্য হয়ে স্থানান্তরিত করা হয়েছে শিশুটিকে। শিশু বাচ্চাদের সঙ্গে আসা ভদ্রমহিলা অর্থাৎ উনার দিদা সাবিত্রী বর্মন জানিয়েছেন , চার মাসের শিশু সন্তানের গলা তার মা ধারালো অস্ত্র দিয়ে কেটেছে। তবে এখনো পর্যন্ত পরিবারের কোনো পরিচয় পাওয়া যায়নি। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল থেকে পুলিশের কাছে বিষয়টি জানানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। কর্মরত ডাক্তার প্রবীর বাগ উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের ঘটনা সত্যি নির্মম একজন মা হয়ে কি করে নিজের চার মাসের সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলার ব্যবস্থা করে তা সত্যি সত্যি দুর্ভাগ্যজনক। তবে সঠিক তথ্য পুলিশের তদন্তের মাধ্যমে উঠে আসবে।

কালজানি ধর্ষণকাণ্ডে রীতিমতো সরগরম কোচবিহার জেলা

2023-07-27

কালজানি ধর্ষণকাণ্ডে রীতিমতো সরগরম কোচবিহার জেলা। 14 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষনের স্বীকার হতে হয়েছে বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে। ধর্ষিতা সেই মেয়েটি জীবন যুদ্ধে লড়াই করে অবশেষে মৃত্যু বরণ করে নেয়। সেই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এদিন কোচবিহারে মৌন মিছিল করে প্রতিবাদী নাগরিক মঞ্চ এর কর্মকর্তারা। তাদের এই মিছিল কোচবিহার সহিদবাগ মুক্ত মঞ্চের সামনে থেকে সূচনা হয়। আন্দোলন কারীদের মধ্যে পেশায় শিক্ষক প্রদীপ ঝাঁ জানান ধর্ষনের মত এই সামাজিক ব্যেধী কে সমাজ থেকে চিরতরে বিলুপ্ত করতে প্রয়োজন সমস্ত ধরনের মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগিয়ে তোলা এবং প্রত্যেকের মধ্যে সামাজিক ভাবাবেগ সঞ্চার করা। সমাজ কর্মী রাজা বৈদ্য বলেন প্রতিবাদ আমাদের রক্তে, যে কোন ঘটনার প্রতিবাদে সামিল প্রতিবাদি নাগরিক মঞ্চ। কালজানীর ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিবাদী নাগরিক মঞ্চ এর রাজা বৈদ্য, সুমন দাস, পার্থ দেব সর্মা।

গতকাল কোচবিহারে এক নাবালিকা ধর্ষণের শিকার হয়ে কোচবিহার সরকারি হাসপাতালে মৃ্ত্য হয়৷ আজ তার ঐ প্রতিবাদে আজ কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ এভিবিপির এবং স্মারকলিপি প্রদানের জন্য যায় AVBP সংগ

2023-07-27

গতকাল কোচবিহারে এক নাবালিকা ধর্ষণের শিকার হয়ে কোচবিহার সরকারি হাসপাতালে মৃ্ত্য হয়৷ আজ তার ঐ প্রতিবাদে আজ কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ এভিবিপির এবং স্মারকলিপি প্রদানের জন্য যায় AVBP সংগঠন৷ দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে এস পি অফিস ঘেরাও কর্মসূচি রাখে। কিন্তু তার পরবর্তীতে দেখা যায় ABVP এর সংগঠন ছাত্রদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের, যদিও তাদের সাথে দেখা করলো না কোচবিহার জেলা পুলিশ সুপার। তারপর তারা কিছুক্ষণ অবস্থান নিক্ষেপ করে , অপেক্ষা করার পরও তাদের সাথে দেখা করেনি কোচবিহার পুলিশ সুপার তার পরবর্তীতে তারা সেই স্মারকলিপি আগুন দিয়ে পুলিশের সামনে পুড়িয়ে ফেলে এবং ক্ষোভ উপরে দেয়। এ বিষয়ে সংগঠনের নেতা কি জানিয়েছেন শুনে নেবো।

তিন বিজেপি কর্মীকে মা*রধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় চাঞ্চল্য!

2023-07-24

পেটলার আলোকঝারি এলাকায় তিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে ওই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বর্তমানে ওই তিন বিজেপি কর্মীর মধ্যে দুজন দিনহাটা মহকুমা হাসপাতালে এবং একজন গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আহত ওই তিন বিজেপি কর্মীর নাম মিন্টু রায়, পিন্টু রায় ও প্রদীপ রায়। এদের মধ্যে পিন্টু রায় ও মিন্টু রায় দিনহাটা মহকুমা হাসপাতালে এবং প্রদীপ রায় গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন । এদিকে তিন বিজেপি কর্মীকে মারধরের ঘটনার খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিজেপির কোচবিহার জেলা কমিটির আমন্ত্রিত সদস্য জয়দীপ ঘোষ। তিনি এসে আক্রান্ত ঐ তিন বিজেপি কর্মীর শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার পাশাপাশি গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন ।

বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশনের দিনহাটা জোন কমিটির ২৫ তম সাধারণ সভা

2023-07-22

লোকপক্ষ ডিজিটাল, ২২ জুলাই: বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশন দিনহাটা জোন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো। শনিবার দিনহাটার সাহেবগঞ্জ রোডের বয়েজ রিক্রিয়েশন ক্লাবের হল ঘরে এই সাধারন সভার আয়োজন করা হয়। এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি সূচনা করা হয়। এ বিষয়ে সংগঠনের দিনহাটা জোনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি দু’বছর অন্তর অন্তর এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবছর তাদের ২৫ তম বর্ষ। মূলত, ন্যায্য মূল্যের ঔষধের দাম, সারাবছর কি কি কর্মসূচি গ্রহণ করা হবে সেই সমস্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সৌমেন চক্রবর্তী, সহ জেলা নেতৃত্ব ও দিনহাটা জোন কমিটির সকল সদস্যবৃন্দ। এদিনের সাধারণ সভায় সভাপতি নির্বাচিত হন অভিজিৎ সাহা, সম্পাদক নির্বাচিত হন রঘুনাথ সাহা, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন গোবিন্দ দে, কোষাধ্যক্ষ নির্বাচিত হন প্রদীপ কুমার সরকার। এছাড়াও মোট ২৭ জনের কার্যকরী কমিটির গঠিত হয় এদিনের এই সভায়। আগামী ২ বৎসর এই কমিটি স্থায়িত্বকাল থাকবে বলে জানানো হয় কমিটির পক্ষ থেকে।

রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

2023-07-22

তুফানগঞ্জ ::ভোট পর্ব মিটে গেলেও স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ২৭দিন ধরে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে শালবাড়ি হাই স্কুল।পড়ুয়াদের অভিযোগ, স্কুল বন্ধ থাকার কারণে ব্যাঘাত ঘটছে তাঁদের পড়াশোনায়। শনিবার তারই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা।এদিন সকাল থেকেই স্কুল খোলার দাবি নিয়ে শালবাড়ি বোচামারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে শালবাড়ি হাই স্কুলের পড়ুয়ারা। প্রায় একঘন্টা ধরে চলে অবরোধ।পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষকের আশ্বাসে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো কালিরহাট দেওনচন্দ্র হাই স্কুল

2023-07-20

রোধকে উপেক্ষা করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো কালিরহাট দেওনচন্দ্র হাই স্কুল। এদিন প্রায় দেড়শটি গাছের চারা অরণ্য সপ্তাহের মাঝখানে বিতরণ এবং রোপন করা হয় স্কুল চত্বরে। এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশ্ব উষ্ণায়ন রুখতে কি করে চারা গাছ রোপন করে সযত্নে বড় করে তোলা যায় সেই বিশেষ সচেতন করা হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। সবুজায়নের লক্ষ্যে অরণ্য সপ্তাহের শেষ দিনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা । এদিন ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন ফল ও গাছের চারা বিতরনের পাশাপাশি অরণ্য সপ্তাহ নিয়ে বক্তব্য রাখতে দেখা যায় শিক্ষক-শিক্ষিকাদের। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক অর্ণব সাহা বলেন, মূলত একের পর এক গাছ কেটে ফেলার কারণে দিনকে দিন বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গের বিশেষ করে এই ডুয়ার্স অঞ্চলে এমন অসহ্য গরম বেশ কিছুদিন আগেও লক্ষ্য করা যায়নি। বিভিন্ন সময় উন্নয়নের স্বার্থেই হোক কিংবা জীবিকা যে কোনো কারণেই আজ প্রায় বিলুপ্তির পথে প্রাচীন গাছ গুলি। মূলত সেই কারণেই বিশ্ব উষ্ণায়নে লাগাম টানার পাশাপাশি অরণ্য সপ্তাহ চলাকালীন এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের গাছের চারা প্রদানের পাশাপাশি বিদ্যালয় চত্বরে রোপন করা হয় বলে স্কুল শিক্ষক অর্ণব সাহা উল্লেখ করেন।

ভোট মিটতেই সিপিএমের চারটি পরিবারকে সামাজিকভাবে বয়কট

2023-07-17

তুফানগঞ্জ :::পঞ্চায়েত ভোটে সিপিএম এর হয়ে ভোট প্রচার করার অপরাধে ৪ টি পরিবারকে সামাজিক বয়কট করে রাখার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের রাজার কুঠি ৯/ ২২২ বুথের ।সোমবার তুফানগঞ্জ মহকুমা শাসকের দফতরে এ বিষয়ে লিখিত অভিযোগ জানান তারা।সিপিএম কর্মী আজাহার আলী মন্ডলের অভিযোগ, তাঁদের এলাকার ৪ টি পরিবার সিপিএমের সাথে যুক্ত রয়েছেন।পঞ্চায়েত ভোটে সিপিএম এর হয়ে এলাকায় ভোট প্রচারও করেন তারা। কিন্তু নাককাটি অঞ্চল তৃণমূলের জয় লাভের পর তাঁদের পরিবার গুলোকে সামাজিক ভাবে বয়কট করা হয়েছে। প্রতিবেশিদের সাথে মেলামেশা, জমিতে চাষাবাদ, বাজার ঘাট সমস্ত কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।ফলে রীতিমতো গ্রামে বসবাস করেও একঘরে হয়ে রয়েছেন তাঁরা। যদিও সিপিএম এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন দাবি তৃণমূলের । উদ্দেশ্যে প্রণোদিতভাবে তৃণমূল দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য তাঁদের ।

পাঁজরে আটকে রয়েছে গুলি, তা নিয়েই দিন কাটছে রাধিকার

2023-07-16

পাঁজরে আটকে রয়েছে গুলি, তা নিয়েই দিন কাটছে রাধিকার। গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন ভিলেজ ১ গ্রাম পঞ্চায়েতের ৭/২৬২ নং বুথে ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন রাধিকা বর্মন নামে এক মহিলা। এরপর গুলিবিদ্ধ অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল এবং পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে অপারেশনের সিদ্ধান্ত নিলেও তার বুক থেকে বের করা সম্ভব হলো না গুলি। আর তা নিয়ে এখন দিন কাটছে রাধিকার। কথা বলতে পারছেন না শ্বাসকষ্ট হচ্ছে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি, চোখ দিয়ে বের হচ্ছে জল। জানা যায় রাধিকার স্বামী বিল্টু বর্মন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। নুন আনতে পান্তা ফুরায় তাদের সংসারে। রাধিকার এই অবস্থায় কিভাবে চলবে পরিবার বুঝে উঠতে পারছেন না পরিবারের অন্যান্য সদস্যরা। জানা যায়, রাধিকা বর্মনের ভাসুর বুলু বর্মন এবারের পঞ্চায়েত নির্বাচনে সংশ্লিষ্ট ওই বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে জয়লাভ করেন তিনি। রাধিকার সিটি স্ক্যানের পাজরে গুলিবিদ্ধে থাকার ছবিও ধরা পড়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে দিনহাটা হাসপাতাল পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা তার বুকে লেগে থাকা গুলি বের করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন কিন্তু চিকিৎসকদের মত এই অবস্থায় দাঁড়িয়ে গুলি বের করতে গেলে তার প্রাণ সংশয় হতে পারে। তাই কোন রকম ঝুঁকি না নিয়েই চিকিৎসকরা গুলিবিদ্ধ অবস্থাতেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতে আটকে থাকা গুলি বের করা হতে পারে তবে পরিস্থিতির বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই এখন শরীরে গুলি নিয়েই এভাবেই দিন যাপন করতে হবে রাধিকাকে। এদিকে সারাজীবন ভোটের সন্ত্রাসের এই ক্ষত কি তার শরীরে থেকে যাবে ? শরীরে থেকে গেলেও মনের ক্ষত বুঝবে কি করে? এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলো তিনি জানান, গুলিতে কি টিএমসি লেখা আছে? এসব শিখিয়ে দিয়েছে তাই বলেছে। এবারের ভোট সন্ত্রাসে তপ্ত ছিল দিনহাটা। একদিকে যেমন একাধিক সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ তেমনি মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ এই রাধিকার পরিবারের পাশে আদও কি কেউ দাঁড়াবে সেই প্রশ্ন সময়েই বলবে।

নদী ভাঙ্গনে আতঙ্কে গ্রামবাসীরা

2023-07-16

তুফানগঞ্জ :::রায়ডাক নদীর পাড় ভাঙ্গনে আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। ঘটনাটি তুফানগঞ্জ ২ ব্লকের বারোকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের লাঙ্গল গ্রাম পশ্চিম বাঁধের পাড় ৯/১৫৭ নং এলাকার।গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রায়ডাক নদীর জলস্ফীতি অনকটাই বেড়েছে।ইতিমধ্যেই দুটো ইলেকট্রিক পোল নদীগর্ভে চলে গেছে।ফলে নদীর পাড় ভাঙ্গনে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি দ্রুত পাথরের বাঁধ তৈরি করা হোক এখানে। এলাকার স্থানীয় বাসিন্দা কার্তিক দাস, সুশান্ত দাস বলেন, বর্ষা শুরুর মুখেই নদীর পাড় বাঁধে ভাঙন শুরু হয়।গত কয়েকদিনের বৃষ্টিতে পাড় বাঁধের প্রায় ৭০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে।এই পাড় বাঁধ দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। এক প্রকার ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে আমাদের। প্রশাসনের কাছে পাথরের বাঁধের দাবি জানিয়েছেন তারা।

বিজেপির কোচবিহার জেলা সভাপতির বুথে হার বিজেপির

2023-07-13

বিজেপির কোচবিহার জেলা সভাপতির বুথে হার বিজেপির! জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সেই বুথের জয়ী তৃণমূল প্রার্থীর সাথে সাক্ষাৎ করলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিত দে ভৌমিক। জানা গেছে, কোচবিহার উত্তর বিধানসভার ৩/১৬৫ নং বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রার্থী পূর্ণিমা বর্মন জয়লাভ করেছেন। খোদ বিজেপির জেলা সভাপতির বুথে বিজেপির হার স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আর এদিন সেখানেই পৌঁছে গিয়ে ওই তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীকে সংবর্ধনা জ্ঞাপন ও তার সাথে সাক্ষাৎ জেলা তৃণমূলের সভাপতির। এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার দুই ব্লক তৃণমূলের সভাপতি সজল সরকার সহ আরো অন্যান্য নেতৃত্ব। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, জেলার ৩ বিজেপি বিধায়কের বুথেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে।

বন্যা পরিস্থিতি কোচবিহারে, একাধিক নদী তে বাড়ছে জল

2023-07-13

তোরসা, মানসাই, রায়ডাক, কালজানি সহ মোট ছয়টা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে ঘন্টায় ঘন্টায়। কোচবিহার জেলা ইরিগেশন দপ্তর সূত্রে জানানো হয়েছে এই তথ্য। যার ফলে কোচবিহারের একাধিক এলাকা জনমগ্ন। রীতিমত ফোন না পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহারের বিভিন্ন এলাকায়। কোচবিহারের এক নম্বর ব্লক চিলকিরহাট চান্দামারী প্রসারির হাট, নাটাবাড়ি বিধানসভার বিস্তীর্ণ এলাকা, তুফানগঞ্জ এক নাম্বার এবং দুই নাম্বার ব্লকের একাধিক এলাকা জলমগ্ন। বিগত ৭২ ঘন্টার বৃষ্টিতেই মূলত জনস্ফীতি বলে মনে করছে ইরিগেশন বিভাগ। সেই সাথে ভুটান থেকেও কিছু জল ছাড়ার তথ্য সামনে উঠে আসছে। সম্পূর্ণ ভোরে উঠেছে কোচবিহার তোরসা নদী। ক্রমাগত জল বৃদ্ধি পাচ্ছে নদীর। তবে এখনো পর্যন্ত কোনো নদীতে সতর্কবার্তা জারি করা হয়নি। কোচবিহার জেলা প্রশাসন সূত্র জানানো হয়েছে, যে কোন পরিস্থিতির মোকাবেলার ক্ষেত্রে বিপর্যয় মোকাবেলা দপ্তর প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই ত্রিপাল, বাচ্চাদের খাবার পর্যাপ্ত ওষুধ মজুদ করা হয়েছে। কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান জানান, যেকোনো ধরনের বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে জেলা প্রশাসন সম্পন্ন প্রস্তুত। স্বাস্থ্য বিভাগ এবং মহকুমা প্রশাসনকে পরিস্থিতির উপরে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বারবিশায় নির্বাচনী সভা করতে এসে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ ভাগ নিয়ে মুখ খুললেন

2023-07-02

রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বারবিশায় নির্বাচনী সভা করতে এসে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ ভাগ নিয়ে মুখ খুললেন । তিনি বলেন উত্তরবঙ্গ অবলোহিত বঞ্চিত । উত্তরবঙ্গকে কি দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় কখন রাজবংশীদের বিশ্বাসঘাতক বলেন । এছাড়াও বলেন আপনার মন্ত্রী বলেন আদিবাসীরা সব বহিরাগত । উত্তরবঙ্গের স্বীকৃতি মানেই রাজ্য ভাগ নয় । উত্তরবঙ্গের বঞ্চনা বলা মানেই রাজ্য ভাগ নয় । উত্তরবঙ্গের ওপর রাগ তাঁরা মমতা বন্দোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে । এছাড়াও তিনি একাধিক বিষয় উত্তরবঙ্গ নিয়ে বলেন শুনুন

গীতালদহ ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তৃণমূলের পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধরের অভিযোগ বিজেপি আস্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাত আনুমানিক দশটা নাগাদ গিতালদহের ভোরাম এলাকায়

2023-07-02

গীতালদহ ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তৃণমূলের পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধরের অভিযোগ বিজেপি আস্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাত আনুমানিক দশটা নাগাদ গিতালদহের ভোরাম এলাকায়। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী খলিল হকের হয়ে প্রচার সেরে বাড়ি ফেরার পথে ওই প্রার্থীর ছেলে রাজু হক কে পথ আটকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান গীতালদহ ১ নং অঞ্চল তৃণমূলের সভাপতি মাফুজার রহমান সহ বেশ কয়েকজন। এরপরেই রণক্ষেত্রের চেহারা নেয় সেই এলাকা। ধারালো অস্ত্র দিয়ে গিতালদহ ১ নং অঞ্চল তৃণমূলের সভাপতি মাফুজার রহমান সহ পাঁচজনকে কোপায় এবং শরীরের একাধিক স্থানে আঘাত করে। ঘটনায় সরাসরি অভিযোগের আঙ্গুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। এদিকে হাসপাতাল সূত্র জানা গেছে আহতদের নাম মাফুজার রহমান, মমিদুল বকশী,আসাদুল হক,সাহেরা বিবি, রফিকুল হক। অন্যদিকে বিরোধী পক্ষের দুজন আহত হয়েছেন । তাদের নাম রফিকুল ইসলাম ও আজাদুল হক। আবারো নতুন করে গিতালদহ উত্তপ্ত হওয়া য় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কিত।

সিপিএম প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। চাঞ্চল্য মাথাভাঙাতে!

2023-06-28

দিনহাটার পর এবার মাথাভাঙ্গা। মাথাভাঙ্গা পচা ঘর গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুটির ২/২৭১ নাম্বার বুথের সিপিএম প্রার্থী কাউসার আলম মিয়ার বাড়িতে বোমাবাজি অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী ওই একই বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিক্রম দত্ত বেশ কয়েকদিন আগে কাউসার আলম মিয়ার বাড়িতে গিয়ে হুমকি বাজি করেছিল বলে অভিযোগ। তারপরে মঙ্গলবার ভোররাতে তার বাড়িতে দুইটি বোমা মারা হয়। কিন্তু বৃষ্টি থাকার কারণে বোমা দুটি ফাটেনি। দুইটি সকেট বোমা উদ্ধার করে মাথাভাঙ্গা থানার পুলিশ। কাউসার আলম মিয়া জানান, দীর্ঘদিন থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি এবং ভয় দেখানো হচ্ছিল তৃণমূল কংগ্রেসের মাধ্যমে। কিন্তু তিনি সেই দিকে কর্ণপাত না করায় আজকে তার বাড়ির উপরে হামলা হয়। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিক্রম দত্ত জানান তার বিরুদ্ধে এই ধরনের মিথ্যে অভিযোগ আনছে সিপিআইএম প্রার্থী। নির্বাচনে প্রচুর ভোটে হারবে তাই অযথা খবরের শিরোনামে আসার চেষ্টা করছেন তিনি। যদি আগে হুমকি বাজি করা হয়েই থাকতো তাহলে আগে কেন অভিযোগ দায়ের করা হলো না, প্রশ্ন তুলেছেন তিনি। বলা বাহুল্য এই দুটি ঘটনা এখনো পর্যন্ত লিখিতভাবে কোন অভিযোগ দায়ের করা হয়নি। বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।

কোচবিহারে আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড: সিভি আনন্দ বোস

2023-06-28

কোচবিহারে আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড: সিভি আনন্দ বোস। আজ বিকেলে কোচবিহারে এসে পৌঁছবেন তিনি। জানা গেছে বাগডোগরা বিমানবন্দর থেকে বিশেষ চপার চেপে কোচবিহার বিমানবন্দরে এসে নামবেন। সেখান থেকে সড়ক পথে পৌঁছে যাবেন কোচবিহার সার্কিট হাউজে। সেখানে রাত্রি বাস করার পর বৃহস্পতিবার তিনি কোচবিহার থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে তার এই কোচবিহার সফরে কি কি কর্মসূচি রয়েছে তা এখনো স্পষ্ট নয়। সম্ভবত আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি দিনহাটার অশান্ত এলাকাগুলি পরিদর্শন করতে পারেন বলেও সূত্রের খবর। স্বাভাবিকভাবেই গত বেশ কয়েকদিন ধরেই জেলার দিনহাটা মহকুমায় অশান্তির ছবি সব থেকে বেশি উঠে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার সফরে আসছেন রাজ্যপাল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল। এদিকে, মঙ্গলবারই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দাবি করেছিলেন রাজ্যপাল দিনহাটায় এসে দেখে যাক এখানে কারা অশান্তি সৃষ্টি করছে। তার এই মন্তব্যের পরেই দেখা যাচ্ছে কোচবিহারে আসছেন রাজ্যপাল আজই তিনি এসে পৌঁছবেন।

রাশিফল বুধবার ২৮ জুন ২০২৩

2023-06-28

বুধবার ২৮ জুন ২০২৩ আজ জন্মদিন হলে আপনার রাশি কর্কট। আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও রবি। ২৮ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর রবির প্রভাব বেশি। আপনার শুভ সংখ্যা ঃ ১,১০,১৯,২৮। শুভ গ্রহ ও বার ঃ রবি ও সোম। শুভ রতœ : মুক্তা ও রুবী। আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ সাদা ও কমলা বর্ণের পোশাকে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। আজকের দিনের শুভ সময় ঃ সকাল: ৮:১২-১১:৪৫ দুপুর: ২:২৫-৫:৫৯, রাত: ৬:৫২-১০:১৫, ১২:৩৩-১:৫৯ এর মধ্যে। চন্দ্রাবস্থান ঃ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। ১০মী তিথি রাত: ১১:৩২ পর্যন্ত পরে ১১শী তিথি চলবে। আজকের দিনের নিষিদ্ধ খাদ্য ঃ আজ রাত: ১১:৩২ পর্যন্ত কলমিশাক পরে শিম খাওয়া নিষেধ। মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল) ঃ আজ সবার আগে মাথা ঠান্ডা রাখতে হবে। একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে আপনাকে অনেক বেশি ধৈর্য্যশালী হতে হবে। মুখে লাগাম টানতে পারলে আজ সকল কাজেই সাফল্য লাভের আশা। বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) ঃ আজকের দিনটি কাজের লোকের সাথে জটিলতা বৃদ্ধির। এ সময়ে কোনো কাজে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। একটু সতর্ক হয়ে চলতে হবে। রাগ ও জেদ এড়িয়ে চলতে হবে। মিথুন রাশি (২১ মে - ২০ জুন) ঃ সন্তানের সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। মতাণৈক্য আজ আপনাকে খুব ভোগাবে। প্রেম ভালোবাসায় ন্যাকামো আপনার পছন্দ হবে না। ফলে আজ প্রেমের টানাপোড়ন মোকাবেলা করতে হবে। কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) ঃ আত্মীয় স্বজনের আচরনে হতবাক হতে হবে। কোনো আত্মীয়র সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। গৃহস্থালী কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন। মায়ের সাথে মতাণৈক্যে জড়িয়ে পড়বেন। সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগষ্ট) ঃ আজকের দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগে সফল হবেন। ই-কমার্সে অর্ডার কারিরা কিছুট উদ্বিগ্ন হতে পারেন। সময় মতো ডেলিভারী না পাওয়ার আশঙ্কা দেখা দেবে। ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর) ঃ আজকের দিনটি খাদ্য ব্যবসায়ীদের রহস্যজনক আয় রোজগারে অগ্রগতির। তবে অবশ্যই অনৈতিক পন্থা এড়িয়ে চলুন। পূর্বের দেওয়া ওয়াদা রক্ষা করা কঠিন হতে পারে। আয় রোজগারের জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) ঃ আজ ভুল বুঝাবুঝির শিকার হবেন। সকলেই আপনার উপর দোষ চাপাতে ব্যস্ত থাকবে। ধৈর্য্যর সাথে জটিলতা এড়িয়ে চলতে হবে। দাম্পত্য অশান্তি ও অংশিদারী ব্যবসায় জটিলতা বাড়তে পারে। বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০নভেম্বর) ঃ আজ রহস্যজনক ভাবে কিছু অর্থ হানি বা হারিয়ে যেতে পারে। প্রবাসী কারো সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পরিবহন ব্যবসায়ীরা রহস্যজনক প্রশাসনিক জটিলতায় ভুগবেন। ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) ঃ দিনটি বন্ধুদের সাথে খুব একটা ভালো যাবে না। কোনো বন্ধুর সাথে ঝামেলা দেখা দেবে। আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক পথের আশ্রয় নিতে হবে। বড় ভাই বোনের সাথে বিরোধের ভয়। মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি) ঃ আজ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির দিন। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। রাজণৈতিক ব্যক্তির সাথে জটিলতা এড়িয়ে চলতে হবে। পিতার সাথে ভুল বুঝাবুঝি এড়াতে হবে। কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি) ঃ জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য লাভের দিন। বিদেশী প্রতিষ্ঠানে কর্মরতদের দিনটি ঝামেলা পূর্ণ হতে পারে। শিক্ষা ও গবেষণামূলক কাজে অর্থ লাভের যোগ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ঃ রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। পুলিশী হয়রাণির বিষয়ে সতর্ক থাকবেন। পাওনাদারের টাকা পরিশোধ করার চাপ বৃদ্ধি পাবে। সাংসারিক কাজের জন্য কিছু টাকা ধার করতে হবে।

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দিনহাটা ও সিতাই বিধানসভার বিভিন্ন অঞ্চলে জনসম্পর্ক কার্যক্রম সম্পন্ন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

2023-06-27

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দিনহাটা ও সিতাই বিধানসভার বিভিন্ন অঞ্চলে জনসম্পর্ক কার্যক্রম সম্পন্ন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার বড় নাচিনা এলাকায় কাঙ্গাল কালী বাড়ি মন্দিরে পূজো দিয়ে ওই জনসম্পর্ক কার্যক্রমের শুরু করেন তিনি। এদিন ওই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার পাশাপাশি আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিন জন সম্পর্ক কার্যক্রম চলাকালীনই তৃণমূল কংগ্রেস ছেড়ে বহু মানুষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। সেখানে এদিন নিশীথ প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায় সহ আরো অন্যান্য বিজেপি নেতৃত্ব ।

বিএসএফের গাড়ির সঙ্গে এক টেলিকমের গাড়ির মুখোমুখি সংঘর্ষ! মুহুর্তে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা!

2023-06-27

কোচবিহার: বিএসএফের জাওয়ানদের গাড়ির সঙ্গে এক টেলিকম কোম্পানীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ! মুহুর্তে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার সাক্ষী হয়ে রইলেন এলাকার স্থানীয় মানুষেরা। দুর্ঘটনার জেরে বিএসএফ জাওয়ানদের গাড়ির একটি অংশ রীতিমতো দুমড়ে মুচড়ে যায়। এছাড়া টেলিকম কোম্পানির গাড়িটি রাস্তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার তোর্সা বাঁধের বাইপাস রাস্তার বিসর্জন ঘাট সংলগ্ন এলাকায়। ঘটনার জেরে গুরুতর আহত হন বিএসএফের গাড়ির মধ্যে থাকা কর্তব্যরত দুই জওয়ান। এছাড়াও টেলিকম কোম্পানি গাড়ির চালক ঘটনার পরই পালিয়ে যায় এলাকা থেকে। দুর্ঘটনার সময়ে ঘটনাস্থলে থাকা স্থানীয় এক বাসিন্দা বিপুল বর্মন জানান, "তাঁরা এলাকার একটি চায়ের দোকানে দাড়িয়ে ছিলেন। তখনই বিকট একটি শব্দ শুনতে পান রাস্তার মধ্যে। দৌড়ে গিয়ে দেখেন দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গাড়ি দুটির মধ্যে একটি বিএসএফ জওয়ানদের আর একটি এক টেলিকম কোম্পানির। তারপর তারা দ্রুত বিএসএফ জওয়ানদের উদ্ধার করে গাড়ি থেকে বের করেন। যদিও পড়ে দেখতে পাওয়া যায়, টেলিকম কোম্পানির গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পরবর্তী সময়ে অ্যাম্বুলেন্স আসলে তাঁদের হাসপাতালের উদ্দ্যেশে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।" পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, "একটি বিএসএফ জওয়ানদের গাড়ি ও একটি টেলিকম কোম্পানীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুজন বিএসএফ জওয়ান এই ঘটনায় গুরুতর আঘাত পান। তাঁদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স মারফত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর থেকেই টেলিকম কোম্পানির গাড়ি চালকের কোন হদিশ পাওয়া যাচ্ছে না। তবে ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে মোতায়ন করা হয়েছে। দুর্ঘটনাগাড়ি দুটিকে রাস্তার উপর থেকে সরিয়ে যানবাহন চলাচলকে স্বাভাবিক করার চেষ্টা চলছে। মূলত টেলিকম কোম্পানির গাড়ির চালকের দোষেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।"

সীমান্ত গ্রাম জারিধরলা এলাকায় দু পক্ষের মধ্যে সংঘর্ষ। ৫ জন গুলি বিদ্ধ এবং ১জনের মৃত্যু

2023-06-27

আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার সীমান্ত গ্রাম গিতালদহের জারি ধরলা এলাকা। মঙ্গলবার ভোর রাতে সীমান্ত গ্রাম জারি ধরলা এলাকায় চলল গুলি, ঘটনায় আহত ৫ জন, মৃত ১ । এই ঘটনায় সরাসরি অভিযোগের আঙ্গুল উঠেছে বিজেপির দিকে। এই ঘটনায় আহত অবস্থায় সকলকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কার জন্য হওয়ায় তাদের কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে। একজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুমার শানি রাজ জানিয়েছেন, এদিন সকালে সীমান্ত গ্রাম জারিধরলা এলাকায় দু পক্ষের মধ্যে সংঘর্ষে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পাঁচজন গুলি বিদ্ধ হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে তার নাম বাবু হক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। গোটা এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।

রাশিফল মঙ্গলবার ২৭ জুন ২০২৩

2023-06-27

মঙ্গলবার ২৭ জুন ২০২৩ আজ জন্মদিন হলে আপনার রাশি কর্কট। আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। ২৭ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর মঙ্গলের প্রভাব বেশি। আপনার শুভ সংখ্যা ঃ ৯,১৮,২৭। শুভ গ্রহ ও বার ঃ সোম ও মঙ্গল। শুভ রতœ : মুক্তা ও রক্তপ্রবাল। আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ সাদা ও লাল বর্ণের পোশাকে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম ঃ সকাল: ৫:২৬-৮:১২, ৯:৫৯-১২:৩৯, বিকাল: ৩:১৯-৫:৫৯ রাত: ৬:৫২-৭:৩৫, ৮:৫৯-১০:২৫, ১২:৩৩-২:৪১ পর্যন্ত। চন্দ্রের অবস্থান ঃ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। ৯মী তিথি রাত: ১১:১৫ পর্যন্ত পরে ১০মী তিথি চলবে। মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল) ঃ আজকের দিনটি ব্যস্ততায় কেটে যাবে। শরীর স্বাস্থ্যর প্রতি খুব সতর্ক থাকবেন। আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না। ব্যবসায়ীক কাজে আজ আশানুরুপ আয় রোজগার হবে না। কারো সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) ঃ সাংসারিক ক্ষেত্রে সন্তানের সাহায্য লাভের আশা। প্রেম ভালোবাসায় সফল হতে পারবেন। শিল্পী ও কলাকুশলীদের আজ নতুন কাজের সুযোগ আসবে। সৃজনশীল পেশাজীবীদের বকেয়া টাকা আদায়ের যোগ। মিথুন রাশি (২১ মে - ২০ জুন) ঃ পারিবারিক কাজে ব্যস্ত থাকতে হবে। গবাদিপশু ক্রয় বিক্রয়ে ভালো লাভের আশা। গৃহে আত্মীয় সমাগমের যোগ প্রবল। আজ যানবাহন মেরামতে অর্থ ব্যয় হবে। কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) ঃ দিনের শুরুতেই বিদেশ থেকে ভালো সংবাদ আশা করতে পারেন। যোগাযোগ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। অনলাইন ক্রয় বিক্রয়ে ভালো অর্ডার লাভের আশা। সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট) ঃ আজ বকেয়া টাকা আদায়ে সফল হবেন। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত রোজগার হবে। খাদ্য ও পানিয় ব্যবসায়ীদের লাভের দিন। বাড়িতে শ্যালক শ্যালিকার আগমন হবে। কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর) ঃ দিনটি আপনার ব্যস্ততায় কাটবে। কোরবাণীর পশু ক্রয়ে ঘুড়বেন হাট থেকে হাটে। আজ মাথা ঠান্ডা রেখে কার করতে হবে। কোনো অবস্থাতেই জটিলতায় জড়ানো যাবে না। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) ঃ দূরের যাত্রায় সতর্ক হতে হবে। কোনো অবস্থাতেই ঝুঁকি নিতে যাবেন না। পরিবহন ব্যবসায়ীদের ভালো আয় রোজগারের যোগ। প্রবাসীদের বাড়িতে আগমনের যোগ। বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর) ঃ দিনটি বড় ভাই বোনের সাহায্য লাভ। বন্ধুদের সাথে ঘুড়াঘুড়ি করতে পারেন কোরবানির হাটে। বড় বোনের বিয়ে শাদীর আলোচনায় অগ্রগতি হবে। ব্যবসায়ীক কাজে ভালো আয় রোজগারের আশা। ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) ঃ আজকের দিনটি সামাজিক ও দাতব্য কাজে ব্যস্ততার। জনসংযোগ বৃদ্ধি পাবে। রাজণৈতিক নেতা কর্মীদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ পাবেন। পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে। প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) ঃ ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হতে পারবেন। বিনোদনের জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আজ বিদ্যার্থীদের স্বদেশে আগমনের যোগ। শিক্ষকের সাথে দেখা করার সুযোগ আসবে। কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ঃ দূর্ঘটনা এড়িয়ে চলতে হবে। আর্থিক সঙ্কট মোকাবেলায় কিছু অর্থ ধার করতে পারেন। পাওনাদারের টাকা পরিশোধ করতে চেষ্টা করুন। কোনো অবস্থাতেই অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো খেলায় অংশ নেওয়া ঠিক নয়। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ঃ দিনটি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে আজ আশানুরুপ আয় রোজগার হবে। অবিবাহিতদের হটাৎ করেই বিয়ের পীড়িতে বসতে হতে পারে।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফর সেরে ফিরে যেতেই আবারো দিনহাটার ভেটাগুরিতে উত্তেজনা

2023-06-26

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফর সেরে ফিরে যেতেই আবারো দিনহাটার ভেটাগুরিতে উত্তেজনা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার দুপুরে ভেটাগুড়ির সিঙ্গী জানি এলাকায় বিজেপি কর্মী কুঞ্জো রায় সেলুনে বসে চুল কাটছিলেন সেই সময়ই তৃণমূলের সংশ্লিষ্ট ওই এলাকার প্রার্থীর স্বামী ও তার দলবল এসে তার ওপর হামলা চালায়। বেধড়ক মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ। এরপরেই আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে দিনহাটা হাসপাতালে ছুটে আসেন দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায়। তিনি এসে আহত ওই বিজেপি কর্মীর সাথে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায় বলেন, বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করছে। প্রশাসনকে বারংবার বলা সত্ত্বেও কোনরকম পদক্ষেপ হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। চারিদিকে যে সন্ত্রাস চলছে তা নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হবেন তিনি এমনটাও ইঙ্গিত দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নতুন করে আবারো ভেটাগুড়িতে উত্তেজনা ছড়ালো।

স্ত্রীকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে খুন করে নিজেও বিষ পান করে আত্নহত্যার চেষ্টা স্বামীর

2023-06-26

স্ত্রীকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে খুন করে নিজেও বিষ পান করে আত্নহত্যার চেষ্টা স্বামীর। আশংকাজনক অবস্থায় স্বামী সুজিত বর্মন ভর্তি তুফানগঞ্জ হাসপাতালে । মৃত স্ত্রীর নাম পূর্ণিমা বর্মন। ঘটনায় চাঞ্চল্য তৈরী হয় সংশ্লিষ্ঠ এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ । জানাযায় অসমের ধুবরী জেলার খেরবারি এলাকার যুবতীর সাথে নাককাটিগাছ GP র নাককাটি এলাকার বাসিন্দা সুজিত বর্মনের সামাজিক মতে বিয়ে হয প্রায় ৫ বছর হতে চলল। বর্তমানে তাদের একটি আড়াই বছরের সন্তান রয়েছে। বাড়িতে স্বামী সুজিত বর্মন সহ স্ত্রী পূর্ণিমা বর্মন, একমাত্র সন্তান এবং বৃদ্ধ মা থাকেন। মাঝে মাঝেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকতো। সুজিত বর্মনের মা জানান কিছু দিন থেকে তার অস্থিরতা ভাব লক্ষ করা যায় এবং সুজিত বর্মন এর জন্য তার স্ত্রী পূর্ণিমা বর্মন কে দোষারোপ করতো। সুজিত বর্মনের ধারনা তার স্ত্রী তাকে কিছু একটা করেছে যার জন্য তার এই অবস্থা। এই বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লাগতো । সূত্র মারফত জানা যায় যে সুজিত বর্মন ঠিকমত কাজ করতো না এতে সংসারে অভাব লেগে থাকতো এবং সে গাঁজা সেবন করতো। তার ফলেই অস্থিরতা ভাব লক্ষ করা যেতো।সুজিত বর্মনের স্ত্রী তার বাবার বাড়ি থেকে গত বুধবার টাকা নিয়ে এসেছেন একটি অর্থলগ্নিকারি সংস্থার কিস্তির টাকা পরিশোধ করার জন্য। সুজিত বর্মনের মা আরও জানান তার ছেলে শুক্রবার দিন ভর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। রাতে স্বামী স্ত্রীর মধ্যে একই বিষয়ে বিবাদ বাঁধে । এর পর পূর্ণিমা দেবী রাতের খাবার রান্না করেছিলেন। রাতের খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পরেন। শুক্রবার রাত আনুমানিক রাত ২ টা থেকে ২.৩০ মিনিট নাগাদ ছেলের বৌ চিৎকার করে। তিনি উঠে গিয়ে দরজা ধাক্কা দিলে সেটা বন্ধ। এর পর তার ছেলে তাকে ধাক্কা মেরে সরিয়ে নিজে বিষ পান করে। ততক্ষণে সব শেষ। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং ঘরের মধ্যে মৃত অবস্থায় পূর্ণিমা বর্মন কে দেখতে পায় এবং সুজিত বর্মণ বিষ পান ছটপট করতে থাকলে তাকে ভোর ৩ টা নাগাদ নিয়ে আসা হয় তুফানগঞ্জ হাসপতালে। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি ( অস্থায়ী) অজিঙ্কা বিদ্যভর অনন্ত (IPS) । দেহ টিকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। ময়না তদন্তের পর দেহ টিকে পরিবারের সদস্য দের হাতে তুলে দেওয়া হবে বলে থানা সূত্রে খবর। থানা সূত্রে জানা যায় পুরো বিষয়টির তদন্ত চলছে, কিভাবে মেরেছে ময়না তদন্তের পর সব পরিষ্কার হয়ে যাবে।

হাতছাড়া উত্তরবঙ্গ-ই পাখির চোখ তৃণমূলের, অরূপ, বাবুলের পর আগামী সোমবার কোচবিহারে মমতা

2023-06-24

Manoj Kumar Barman: গত লোকসভা এবং বিধানসভায় ভরাডুবির পর উত্তরবঙ্গের হারানো জমি ফিরে পেতে শাসকদল যে বিশেষভাবে মরিয়া, সেটা মুখে স্বীকার না করলেও তাদের রাজনৈতিক কর্মসূচি থেকেই স্পষ্ট। বিজেপির রাজ্য নেতৃত্ব সাংগঠনিক ভাবে শক্তিশালী উত্তরবঙ্গে সেরকম ভাবে প্রচার না চালালেও, রাজ্যের শাসকদল কিন্তু থেমে নেই, একের পর এক রাজনৈতিক কর্মসূচির সূচনা হচ্ছে উত্তরবঙ্গকে কেন্দ্র করেই। গত ২৫শে এপ্রিল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন কোচবিহার থেকেই, ঠিক একই রকম ভাবে গত বৃহস্পতিবার থেকে অরূপ, বাবুল, দেবাংশু-র মতো তৃণমূলের হেভিওয়েটরা পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেলেন কোচবিহার থেকেই। কোচবিহারের পুন্ডিবারি, দিনহাটা, সিতাই, শিতলকুচি ইত্যাদি প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারে দেখা গেল বাবুল সুপ্রিয়, অরূপ চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্য দের। তৃণমূল সূত্রে খবর, আগামীকালই কোচবিহারের উদ্দেশ্য রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পর পর কয়েক জায়গায় সভা ও নির্বাচনী প্রচার করার কথা রয়েছে তার। আপাতত আগামী সোমবার কোচবিহার দক্ষিণের চান্দামারী এলাকায় প্রাণনাথ হাইস্কুল মাঠে, ওনার প্রথম জনসভা হওয়ার কথা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূল সুপ্রিমোর কোচবিহার থেকে দলের প্রচার শুরু করাকে কেন্দ্র করে কোচবিহার তথা সমগ্র উত্তরবঙ্গে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, তবে কি রাজনৈতিক সমীকরণে তৃণমূল কংগ্রেসের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে কোচবিহার? তা না হলে কেন বার বার যে কোন রাজনৈতিক কর্মসূচির জন্য প্রথমেই বেছে নেওয়া হচ্ছে কোচবিহার কে? অনেকেরই ধারণা, কোচবিহারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এর পিছনে বড় কারন। তাছাড়া, রাজবংশী জনজাতির মানুষের ভোট তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় ফ্যাক্টর। আর এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ রাজবংশী জনসমাজের নেতা অনন্ত রায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব অনেকটাই। দিনহাটায় কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে বিজেপির ক্রমাগত শক্তি বৃদ্ধিও অন্যতম কারণ হতে পারে বলে অনেকেরই মত। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের মধ্যে মূখ্যমন্ত্রীর অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোচবিহারের সভা ঘিরে তোড়জোড় শুরু হয়ে গেছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে দলনেত্রীর কোচবিহার সফর দলীয় কর্মীদের যে বাড়তি অক্সিজেন জোগাবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আগামী সোমবার চান্দামারী থেকে মূখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে তাকিয়েই গোটা রাজনৈতিক মহল।

তামাকের গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

2023-06-24

ওকড়াবাড়িতে একটি তামাকের গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে শনিবার ভোর আনুমানিক সাড়ে চারটে থেকে পাঁচটার দিকে স্থানীয়রা দেখতে পায় সংশ্লিষ্ট এলাকার তামাকের গোডাউন থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর তারা তামাকের গোডাউন মালিকদের খবর দিলে তারা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন তাদের তামাকের গোডাউনে আগুন লেগেছে। খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে। প্রায় আধ ঘন্টার মধ্যে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ প্রায় দুই ঘণ্টারও বেশি সময় প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় তামাক গোডাউনের সিংহভাগ অংশ পুড়ে নষ্ট হয়ে গেছে। তামাক গোডাউন মালিক আব্দুল হাইয়ের ছেলে বলেন আমাদের গৌডাউনের পেছনে দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে এবং সেইদিক দিকে ঢুকে হয়তো কেউ মদ,মাংস খেয়েছে। তারাই আগুন লাগিয়ে দিতে পারে কিংবা ইলেকট্রিক শর্ট সার্কিট ও হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

এক নাবালিকা আত্মঘাতী হওয়ার ঘটনায় নজিরবিহীন রায় দিল মেখলিগঞ্জ আদালত

2023-06-23

এক নাবালিকা আত্মঘাতী হওয়ার ঘটনায় নজিরবিহীন রায় দিল মেখলিগঞ্জ আদালত। ঘুমের ওষুধ খাইয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ। শুধু তাই নয়, ক্যামেরায় বন্দি করা হয়েছিল ঘনিষ্ঠ মুহূর্ত। তারপর সেই অশ্লীল ও নগ্ন ভিডিও দেখিয়ে ফের ধর্ষণ। নাবালিকার বিয়ে ঠিক হলে, হবু বরের কাছে পাঠিয়ে দেওয়া হয় সেইসব অশ্লীল ভিডিও। ফলে ভেঙে যায় বিয়ে। অপমানে, অসম্মানে আত্মঘাতী হয়েছিলেন সেই নাবালিকা। নিজের মেয়ের এভাবে অপমৃত্যু মেনে নিতে পারেননি বাবা। মরা মেয়ের বিচার চেয়ে পুলিশ ও আদালতের দ্বারস্থ হন তিনি। অবশেষে আদালতে দোষী সাব্যস্ত হলেন এই ঘটনায় অভিযুক্ত যুবক। আজ শুক্রবার সেই যুবকের সাজার আদেশ ঘোষণা করেন বিচারক। এই ঘটনায় নজিরবিহীন সাজা দেওয়া হল দোষী যুবককে। তাকে কুড়ি বছরের জেলের আদেশ দিলেন বিচারক। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ঘটনা। বৃহস্পতিবার মেখলিগঞ্জ আদালতে যুবককে দোষী সাব্যস্ত করা হয়। গত ২০২১ সালের নভেম্বর মাসে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আত্মঘাতী হওয়া নাবালিকার বাবা। জানা গিয়েছে, নেশার ওষুধ খাইয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে ওই যুবক। পরে অন্যত্র ওই নাবালিকার বিয়ে ঠিক হলে হবু পাত্রের কাছে অশ্লীল ও নগ্ন ভিডিও পাঠিয়ে দেয় ওই যুবক। ফলে স্বাভাবিকভাবেই ভেঙ্গে যায় বিয়ে। নাবালিকা মেয়েকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগও উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। পরে ফরেনসিক পরীক্ষায় অভিযোগ প্রমাণিত হয়। এই ঘটনায় আজ নজিরবিহীন রায় দিল মেখলিগঞ্জ মহকুমা আদালত।

বিজেপি শিবিরে লাগাতার ভাঙন অব্যাহত দিনহাটায়। তৃণমূলে যোগদান করলেন এসসি মোর্চার জেলা সম্পাদক

2023-06-23

বিজেপি শিবিরে লাগাতার ভাঙন অব্যাহত দিনহাটায়। তৃণমূলে যোগদান করলেন এসসি মোর্চার জেলা সম্পাদক।। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে লাগাতার দল বদল চলছে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে। শুক্রবার বড় দলবদল হলো কোচবিহার জেলার দিনহাটা মহকুমায়। বিজেপি শিবির ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন কোচবিহার জেলার এসসি মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বনাথ কিন্নর। তার সাথে বিজেপি মিডিয়া সেলের অভিজিৎ ভৌমিক সহ দিনহাটা এক নম্বর ব্লকের বিজেপির একাধিক প্রার্থী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। দিনহাটা সুভাষ ভবনে তাদের হাতে পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ, উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। অভিজিৎ বাবু জানান, এই যোগদান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি শিবিরের কোমর ভেঙে দেবে। বিজেপির অন্যতম শক্তি হিসেবে পরিচিত বিশ্বনাথ বাবু তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে বলেন, আমরা সাম্প্রদায়িক ব্যবস্থার ঊর্ধ্বে উঠে উন্নয়নকে হাতিয়ার করে চলার লক্ষ্যেই এই দল বদল।

ধুপগুড়ি সুপার মার্কেট মোড়ে দুর্ঘটনা। আহত চার।নিয়ন্ত্রণ হারিয়ে দোকানঘর ভেঙ্গে বাড়ির ভিতর ঢুকে যায় পাথর বোঝাই লরি

2023-06-22

ধুপগুড়ি সুপারমার্কেট মোরে দুর্ঘটনায় গুরুতর আহত চার। বুধবার মাঝরাতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘর ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে একটি পাথর বোঝাই লরি। স্থানীয় বাসিন্দা বিভাস চক্রবর্তী বলেন, গতকাল মাঝরাতে এশিয়ান হাইওয়ে ধরে গয়ের কাটার দিকে যাওয়ার সময় একটি পাথর বোঝাই লরি ধুপগুড়ি সুপার মার্কেট মোড়ে জগাই সরকারের হোটেল ভেঙে বাড়ির ভেতর ঢুকে পড়ে লরিটি। ঘটনার জেরে জগাই সরকার সহ চারজন গুরুতর আহত হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যে দমকল কর্মীরা এসে আহতদের ধুপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে রেফার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক গাড়িটি এবং গাড়ির চালক দুজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এবং নির্দিষ্ট ধারায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তৃণমূল কর্মীকে অপহরণের চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। পথ অবরোধ ভেটাগুরির মহাকাল ধামে

2023-06-21

বিতর্ক যেন কিছুতেই পিছন ছাড়ছে না দিনহাটার, বুধবার ভোররাতে পুনরায় খবরের শিরোনামে দিনহাটার ভেটাগুরি এলাকা। এবার অভিযোগ বাড়িতে গিয়ে বন্দুক দেখিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীকে অপহরণ করার চেষ্টা। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসী বুধবার সকালে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক মহাকাল ধাম এর কাছে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ভেটাগুড়ি ব্রহ্মনেরচৌকি এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী মানিক মজুমদার জানান, গতকাল রাতে তার বাড়িতে কিছু দুষ্কৃতী যারা বিজেপি আশ্রিত তারা হামলা চালায়। তার বাড়িতে এসছি এবং বাচ্চাদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং তৃণমূল না ছাড়ালে তাকে খুন করে দেবে বলে হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভেটাগুড়ি দুই নাম্বার অঞ্চল সভাপতি সুনীল সরকার জানান, লাগাতার সন্ত্রাস কমলিত হয়ে উঠছে এলাকা, প্রাণ সংশয় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের, অবিলম্বে এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। একই সাথে যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার নিষ্পত্তি না হয় ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ।

ঐতিহ্যবাহী কোচবিহার মদনমোহনের রথ। রথের দড়িতে টান দিয়ে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহনের রথযাত্রার শুভ সূচনা করলেন জেলাশাসক পবন কাদিয়ান

2023-06-20

রথের মেলা কে কেন্দ্র করে বিপুল পরিমাণ দর্শনার্থী ও পুণ্যার্থীদের ভিড় দেখতে পাওয়া যায় কোচবিহার মদনমোহন বাড়ি চত্বরে। এই বছরেও সেই প্রথার অন্যথায় হলো না। বৃষ্টির পূর্বাভাস ও আবহাওয়ার খামখেয়ালিপনাকে উপেক্ষা করে প্রচুর ভক্তবৃন্দ সমাগম হয়েছিল এদিনের রথ যাত্রায়। কোচবিহারের রাজা আমল থেকে ব্যাপক জাঁকজমক এর সাথে এই রথ উৎসব পালন করা হচ্ছে কোচবিহারে। সমস্ত প্রাচীন ঐতিহ্য ও রীতি প্রথা মেনে এই বছরেও সেই রথ উৎসব পালন করা হলো। সকাল থেকেই মদনমোহন বাড়ি চত্বরে রথের প্রস্তুতি-পর্ব ছিল একেবারে তুঙ্গে। বিকেলের দিকে মদনমোহন দেব কে রথে চাপিয়ে ভক্তবৃন্দের রথের দড়ির টানে মদনমোহন দেব গেলেন মাসির বাড়িতে। কোচবিহারের এক বাসিন্দা গীতশ্রী বর্মন জানান, "দীর্ঘ সময় ধরে কোচবিহারের সকল মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন দেবকে কেন্দ্র করে মানুষের আবেগ থাকে একেবারেই আলাদা রকমের। মদনমোহন বাড়ির যে কোন পুজো পার্বণে, প্রচুর ভক্তবৃন্দের সমাগম দেখতে পাওয়া যায়। এই বছরের রথের দিনে আবহাওয়ার বাধা-বিপত্তিকে উপেক্ষা করে সকাল থেকেই ভক্তবৃন্দের সমাগম ছিল কোচবিহার মদনমোহন বাড়িতে। মদনমোহন দেবের রথ উৎসবকে কেন্দ্র করে কোচবিহারের মানুষের মধ্যে আলাদা উদ্দীপনা দেখতে পাওয়া যায় প্রতি বছর।" কোচবিহারের আরেক বাসিন্দা বিকি পান্ডিয়া জানান, "ছোটবেলার বয়স থেকেই মদনমোহন বাড়ির রথযাত্রাকে কেন্দ্র করে মদনমোহন বাড়িতে আসা হতো তাঁর। ছোটবেলার সেই প্রথা আজও অপরিবর্তিত রেখেছেন তিনি। রথযাত্রার দিনে তার পরিবারের সকল সদস্যদের নিয়ে তিনি হাজির হয়েছেন মদনমোহন বাড়িতে।" কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সেক্রেটারি বিশ্বদীপ মুখার্জী জানান, "রাজ আমলের কোন ঐতিহ্য ও নীতি প্রথা কে ক্ষুন্ন করা হয়নি। প্রাচীন সমস্ত রীতি প্রথম এনে এই বছরের রথ উৎসবের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন কোচবিহার মদনমোহন বাড়িতে। বিকেলের দিকে ভক্তবৃন্দের রথের দড়ির টানে কোচবিহারের মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন দেব মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রথের নিরাপত্তার বিষয়ে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছিল মদনমোহন বাড়ি চত্বরে। কোচবিহারের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে রাজ আমলের মদনমোহন দেবের রথ যাত্রাকে কেন্দ্র করে। সেই জন্য আবহাওয়ার বাধা বিপত্তিকে উপেক্ষা করে প্রচুর মানুষ ভিড় করেছিলেন মদনমোহন দেবের রথযাত্রায় অংশগ্রহণ করতে।"

দিনহাটা মা মহামায়া পাটের রথ। দিনহাটা বাসীর আবেগ। রথের দড়িতে টান দিয়ে পুণ্য লাভের আশায় পূর্ণর্থীরা

2023-06-20

দিনহাটা তো বটেই সমগ্র কোচবিহার জেলায় মা মহামায়া পাঠ হলো দেবী মহামায়ার একটি জাগ্রত পিঠস্থান। যেখানে ভক্তদের স্বপ্নাদিষ্ট করে স্বয়ং মা মহামায়া একটি শিলাখণ্ড রূপে আবির্ভূতা হয়েছিলেন। সেই শত বর্ষ অতিক্রান্ত মা মহামায়া পাটের দুর্গোৎসব এ বছর ১৩৩ তম। প্রতি বছর নিয়ম মেনে বিশুদ্ধ মতে, মা দুর্গা প্রতিমার কাঠামো পুজো করে বিকেলে মা মহামায়া পাটের রথ পরিক্রমা করে সমস্ত দিনহাটা শহর। এই রথ কে ঘিরে দিনহাটা বাসির উদ্দীপনা প্রতিবছরই চোখে পড়ার মতো। এবছর অবিরাম বৃষ্টির মধ্যেও এই উদ্দীপনা একটুও কম ছিলনা। রথের দড়িতে একটু টান দেবার জন্য মহামায়া পাটের রথের পেছনে অসংখ্য মানুষের আগ্রহ আজও অবাক করে আমাদের।

ভুটান পাহাড়ে অবিশ্রান্ত বর্ষনে আলিপুরদুয়ারে নদীর জল বাড়ছে।কালজানি,ডিমা,রায়ডাক,তোর্সা,সংকোশ নদীগুলিতে জল বাড়ছে

2023-06-20

ভুটান পাহাড়ে অবিশ্রান্ত বর্ষনে আলিপুরদুয়ারে নদীর জল বাড়ছে। কালজনি,ডিমা,রায়ডাক,তোর্সা,সংকোশ নদীগুলিতে জল বাড়ছে। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৪০.২০ মিমি,হাসিমারাতে ১৬০ মিমি বৃষ্টিপাত হয়েছে। ভুটানে অবিশ্রান্ত বর্ষনের ফলে নদীর জল বেড়ে যাওয়ায় বন্যার আশংকা দেখা দিয়েছে।আলিপুরদুয়ার পুরসভার নদীর চর এলাকার ওয়ার্ড গুলিতে জল। পুরসভার ৯,১৮ নম্বর ওয়ার্ডের দ্বীপচর,হঠাৎ কলোনী ও বালাটারী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।আলিপুরদুয়ার শহর থেকে বালাটারী যাওয়ার বাঁশের সাঁকো ভেঙ্গে গেছে।যদি ভুটানে বৃষ্টি আর ও বেড়ে যায় তবে নদীর জল বেড়েভএলাকাগুলির অবস্থা সংকটে দাঁড়াবে।যদিও পুর প্রশাসন জানিয়েছে, আমি তৈরি রয়েছি।পুর এলাকাগুলিতে জল জমলে স্লুইস গেট গুলি খুলে দেঈয়া হবে।

৫০০ মিটারের পথ। সেতু না থাকার জন্য ৩কিলোমিটার পথ পেরিয়ে যেতে হচ্ছে। ভোগান্তি সাধারন মানুষের

2023-06-20

৫০০ মিটার পথ পেরিয়েই সব জায়গায় যাওযা যাবে যেকোনো প্রয়োজনে কিন্তু স্থায়ী সেতু না থাকায় ৩কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে গোটা গ্রামবাসীদের।আলিপুরদুয়ার জেলার এক নাম্বার ব্লকের দক্ষিণ কামসিং বাসিন্দারদের জরাজীর্ণ সমস্যায় ভুগছেন তাঁরা । কিন্তু সেতুর অভাবে জরুরী প্রয়োজনেও তাঁরা এই সামান্য পথটুকু অতিক্রম করে উঠতে পারছেন না ফলে যাওয়া হচ্ছে না ব্লক অফিসে গোটা ঘটনায় তিতি বিরক্ত প্রান্তিক এই এলাকার মানুষের। আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের দক্ষিণকামসিং গ্রামের সামনে দিয়ে বয়ে গিয়েছে কুরমাই নদী বর্ষাকালে জল থৈ থৈ করে এই নদীতে।জল কম হলেও বর্ষাকালে নদী ভরাট হয়ে জল থাকে। ফলে ভিডিও অফিস সহ মূল জায়গাগুলিতে যেতে গ্রামের মানুষকে নদী পেরোতে হয়। কিন্তু সেতু না থাকায় বড়সড়ো সমস্যায় পড়ছেন তারা । কুরমাই নদীর উপর পাঁকা সেতুর দাবি বহুদিনের।বর্ষাকালে গোটা গ্রামের মানুষকে কার্যত বন্দি অবস্থায় কাটাতে হয় কারণ সেই সময় ঐ নদী পার হওয়া একপ্রকার অসম্ভব হয়ে ওঠে।জানা যায় নদী পেরিয়ে ব্লক অফিস ও হাসপাতালে ছাত্র ছাত্রীদের যাতায়াতের ভরসা এই কুরমাই নদীর উপর বাঁশের সাঁকো।তাঁদের অভিযোগ- স্বাধীনতার পর থেকে সেতু তৈরি হয়নি বারবার দাবি জানানোর পরেও প্রতিবছর গ্রামের বাসিন্দাররা চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করা হচ্ছে আমরা চাই পাঁকা সেতু হোক না হলে আগামী দিনে বীরত্তর আন্দোলনে নামবো।

তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামীকে লক্ষ্য রে চলল গুলি। অভিযোগের তীর দুষ্কৃতিদের বিরুদ্ধে

2023-06-19

পঞ্চায়েত ভোটের আগে আবারো উত্তপ্ত দিনহাটার সীমান্ত গ্রাম গিতালদহ। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে চলল গুলি অভিযোগের তীর দুষ্কৃতিদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এদিন সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডলি খাতুনের স্বামী আজিজুর রহমান দলীয় সভা শেষ করে বাড়ি ফিরছিলেন সেই সময়ই তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে এবং তার পায়ের সেই গুলি বিদ্ধ হয়। এরপরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কা জনক দেখে তড়িঘড়ি কোচবিহারে স্থানান্তরিত করে। এই ঘটনার পর থেকে গোটা এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটি সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ পদপ্রার্থী নুর আলম হোসেন অভিযোগ করে বলেন, এই ঘটনার পেছনে বিজেপির হাত থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেন কারণ বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না সেই কারণে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তাদের মদত দিচ্ছে। নির্দলদের মদত পুষ্ট কিছু দুষ্কৃতী গুলি চালিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

যোগদান অব্যাহত শাসক দলে, সমৃদ্ধ হচ্ছে তৃণমূল শিবির, দাবি নেতৃত্বদের

2023-06-19

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই দফায় দফায় কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 400 পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। এমনটাই দাবি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের। তুফানগঞ্জ, কোচবিহার উত্তর এবং দক্ষিণ, এবং মেখলিগঞ্জ এই চার বিধানসভায় যোগদানের হার সব থেকে বেশি। রবিবার কোচবিহার 2 নাম্বার ব্লকের মরিচবাড়ি খোলটা অঞ্চলে ৩ এর ৪৬ নম্বর বুথ থেকে বিজেপির ৪৫টি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করেন অঞ্চল সভাপতি তুলসী সরকারের হাত ধরে। একই সাথে তুফানগঞ্জ বিভিন্ন দল থেকে প্রায় ২০০ বেশি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকার চান্দামারী এলাকায় রবিবার রাতে এবং সোমবার সকালে দফায় দফায় আটষট্টি পরিবার যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসের। অঞ্চল সভাপতি শিবু বর্মন জানান, বিজেপিতে থেকে দীর্ঘদিন থেকেই এই পরিবারগুলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করে আসছিল। এই পরিবার গুলির বিপদে এভোতে সব সময় তৃণমূল কংগ্রেসের সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিজেপির বিধায়ক কে তো দূরের কথা, স্থানীয় কর্মীদেরও দেখা যায় না। তাই তারা বিজেপির মহ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে। সভাপতি অভিজিত দে ভৌমিক জানান, তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে শাসক দল সংঘটিত হয়েছে তার নিরিখে দাঁড়িয়ে বিরোধীরা নিজেদের পায়ের তলার মাটি খুঁজে পাচ্ছে না, কারণেই তারা উন্নয়নের পদপন্থী হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে।

বৃষ্টির জমা জলে ভোগান্তি

2023-06-19

বৃষ্টির জমা জলে ভোগান্তির মধ্যে পড়েছেন অন্দরান ফুলবাড়ী এক গ্রাম পঞ্চায়েতের ৯/১৯৬ নং বুথের ইটভাটা কলোনি এলাকার বেশ কিছু পরিবার।অভিযোগ,এলাকায় নিকাশী নালা ব্যবস্থা না থাকায় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। বাধ্য হয়ে রাস্তার উপর এক হাঁটু জল পেড়িয়ে যাতায়াত করতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতে তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও রাস্তার কাজ করা হয়নি। সামান্য বৃষ্টি হলেই জল রাস্তায় উপচে পড়ে। রাস্তায় হাঁটু সমান জল জমে থাকে ঘণ্টার পরে ঘণ্টা। আন্দরান ফুলবাড়ী এক গ্রাম পঞ্চায়েতের ইঁট ভাটা কলোনি এলাকার বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে।গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয়দের একাংশ।

দলের অনুমোদন ছাড়া যারা তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা করেছেন তাদের সকলকে মনোনয়ন তুলে নেওয়ার নির্দেশ জানালেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক

2023-06-18

দলের অনুমোদন ছাড়া যারা তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা করেছেন তাদের সকলকে মনোনয়ন তুলে নেওয়ার নির্দেশ জানালেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, দলের চিহ্ন নিয়ে যারা দলের অনুমোদন পেয়েছেন তারাই একমাত্র দলের প্রার্থী। বাকি কেউ যদি মনোনয়ন জমা করে থাকে তবে তারা নির্দল। দল কোন অবস্থাতেই নির্দলদের সমর্থন দেবে না। তাই যারা নির্দল হিসেবে দাঁড়ানোর পরিকল্পনা করছেন তারা মনোনয়ন তুলে নিন।

১১ বছরের শিশুর কিডনি র সমস্যায় রক্ত দিয়ে পান বাঁচালেন দীপঙ্কর মন্ডল এবং সুব্রত কুমার মন্ডল

2023-06-18

১১ বছরের শিশুর কিডনি র সমস্যায় রক্ত দিয়ে পান বাঁচালেন দীপঙ্কর মন্ডল এবং সুব্রত কুমার মন্ডল। আজ বাবা দিবস বাবা দিবসে এখনো বছর শিশুর জন্য শিশুর বাবার হাতে ও পজেটিভ রক্ত কার হাতে তুলে দিল দীপঙ্কর মন্ডল দীপাংশু ভট্টাচার্জী ১১ বছর বয়সে দুটি কিডনির সমস্যায় পড়তে হয়। কোচবিহার শিলা নার্সিংহোমে দীপাংশু ভট্টাচার্য কিডনির ডায়ালিসিস হতে চলেছে। ডাক্তারবাবু জানায় দুই ইউনিট ও পজেটিভ রক্ত লাগবে দীপাংশুর পরিবার থেকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকে ও পজেটিভ রক্তের জন্য পরিবারের কারো ও পজেটিভ রক্ত না পেয়ে আরো সমস্যায় পড়তে হয়। শিশুটাকে বাঁচাতে তারা স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশন এর সহযোগিতা চায় আমাদের ডাকে আজ দীপঙ্কর মন্ডল সমাজকর্মী বাড়ির মান্টু দাস পল্লী সে সেন্ট জোন অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাঙ্কে রক্তদান করে দীপাংশু কে বাঁচাতে কোচবিহার চান্দামারী থেকে ছুটে আসেন রক্ত দিতে সুব্রত কুমার মন্ডল তার মূল্যবান রক্ত সেন জোন্স অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাঙ্কে দান করলেন ১১ বছর শিশুর জন্য আমরা আস্থা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সুব্রত কুমার মন্ডল এর সাথে যোগাযোগ করি আমরা দীপাংশুর বাবা পিনাকি ভট্টাচার্যী হাতে দুই ইউনিট রক্ত তুলে দিলাম

সিতাই বিধানসভার অধীনে দিনহাটা ১ A ব্লকের ১২ টি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত/ সমিতি/ জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠক আয়োজিত হলো সিতাইয়ে

2023-06-18

সিতাই বিধানসভার অধীনে দিনহাটা ১ A ব্লকের ১২ টি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত/ সমিতি/ জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠক আয়োজিত হলো সিতাইয়ে। রবিবার বিকেল ৪ টা থেকে সিতাই অডিটরিয়াম হলে ওই বৈঠক শুরু হয়। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের রূপরেখা ঠিক করার লক্ষ্যে এদিন সেখানে বৈঠক আয়োজিত হয় বলে জানা গেছে। সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দিনহাটা ১ এ ব্লক তৃণমূলের সভাপতি সুধাংশু চন্দ্র রায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। স্বাভাবিকভাবে নির্বাচনে রূপরেখা ঠিক করা সহ আরো অন্যান্য বিষয় নিয়েও সেখানে আলোচনা করা হয় বলে জানা গেছে।

পঞ্চায়েত ভোটের আগে আবারো খুন দিনহাটায়

2023-06-18

পঞ্চায়েত ভোটের আগে আবারো খুন দিনহাটায়। এবার বিজেপি প্রার্থীর দেওরকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গত বেশ কয়েকদিন যাবত দফায় দফায় উত্তপ্ত দিনহাটার রাজ্য রাজনীতি। শনিবার গভীর রাতে কিশামত দশ গ্রাম এলাকার রানিরহাটে বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু দাস কে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির কিছুটা অদূরেই নদীর ধারে নিয়ে গিয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে তিন ভাই ও এক মামাতো ভাই চারজন মিলে বাড়িতে রাত্রিবেলা মাংস রান্না করে খাওয়া দাওয়া শেষ করে ,এরপর শম্ভু দাস কে বাইরে ডেকে নিয়ে যায় কিছু দুষ্কৃতি এবং বাড়ির কিছুটা দূরে তাকে ছুরি দিয়ে কোপানো হয়। তারপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে পাট খেতে রক্তাক্ত অবস্থায় সুন্দর দেহ মিলে। ঘটনার বিবরণ দিতে গিয়ে শম্ভু দাসের দাদা চিত্ত দাস বলেন, গতকাল সাহেবগঞ্জ বিডিও অফিসে আমার ভাই বউকে (বিজেপি মনোনীত প্রার্থী বিশাখা দাস) প্রবেশ করিয়ে দিয়ে আমি বাড়িতে চলে আসি। মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য তৃণমূলের পক্ষ থেকে আমার ভাই বউকে হুমকি দেওয়া হয় বিডিও অফিস থেকেই আমার ভাই বউ অন্য আরেক জায়গায় আশ্রয় নেয়। রাতে আমরা ভাইয়েরা বাড়িতে থাকি। সারাদিন গতকাল কিছু খাওয়া হয়নি তাই শম্ভুকে দিয়ে বাজার থেকে মাংস কিনে এনে রান্না করতে বলি। শম্ভু নিজের হাতে সেই মাংস রান্না করে আমাদের সকলকে খাওয়ায়। খাওয়া-দাওয়া শেষ করতে করতে রাত বারোটা বেজে যায়। রাত একটা নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে আমার ভাই বাইরে বের হয় সে সময় বাইরেই ওত পেতে ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাইকে সামনে পেয়ে তার ওপর আক্রমণ চালায়। আমরা তখন ঘর থেকে বের হয়ে ভাইকে খুঁজতে বের হই , এরপর সাহেবগঞ্জ থানায় খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও আমরা পরিবারের লোক মিলে ভাইকে খুঁজতে শুরু করি কিছুটা দূরেই পাট ক্ষেতের মধ্যে ভাইয়ের দেহ দেখতে পাই। আমার ভাইবউ কেন বিজেপির হয়ে দাঁড়িয়েছে সেই কারণেই খুন হতে হলো আমার ছোট ভাইকে তৃণমূলের পক্ষ থেকে নমিনেশন তোলার জন্য বারংবার চাপ সৃষ্টি করা হচ্ছিল। ওই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয় যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ খুনের অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেন। তিনি সরাসরি এই ঘটনায় প্রণয় ঘটিতে কোন সম্পর্কের জেরাই এই ঘটনা ঘটেছে এমনটাই জানিয়েছিলেন তিনি। এদিকে দিন দুপুরে সংশ্লিষ্ট ওই বিজেপি প্রার্থীর বাড়িতে মৃত শম্ভু দাসের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামানিক, কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে, গতকাল সাহেবগঞ্জ ভিডিও অফিসে আমাদের বহু প্রার্থীদের প্রাণনাশের হুমকি দিয়েছিল তৃণমূল, দিনহাটার কিছু উশৃংখল কুখ্যাত নেতা রয়েছে যারা শম্ভু দাসের মৃত্যুকে নিয়ে কু কথা বলছে। দিনহাটার পরিবেশ একেবারেই অরাজকতায় পৌঁছে গিয়েছে , দিনহাটায় বারবার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে পরপর দুবার আমার গাড়িতে আক্রমণ হয়েছে,গতকাল আমার ওপর আক্রমণ হয়েছে যেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আক্রমণ করা হয় সেই জায়গার আইন-শৃঙ্খলার অবনতিত হবেই। এক মাসের মধ্যে দিনহাটা বিধানসভায় দুটো হত্যালীলা চলল।তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে যখন দেখছে আর লড়াই করে বেড়ে উঠছে না তখন আমাদের কর্মীদের প্রাণ সংশয় করছে। এই ঘটনা কি তারা সিবিআই তদন্ত চায় এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে সেই প্রশ্নের উত্তরে নিশীথ প্রামানিক বলেন যদি পরিবারের সদস্যরা চান সিবিআই তদন্ত তাহলে আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক হিংসা বাড়ছে দিনহাটায় বরাবরই পঞ্চায়েত নির্বাচনে খবরের শিরোনামে এসেছে কোচবিহারের সীমান্ত এলাকার দিনহাটা আর সেই জায়গায় দাঁড়িয়ে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেল।

খট্টিমারি বাজার এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

2023-06-17

খট্টিমারি বাজার এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার রাতে বিজেপি কর্মী বিশ্বজিৎ দাস কে খট্টিমারি বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকরা মারধর করে বলে অভিযোগ। আহত অবস্থায় ওই বিজেপি কর্মী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বেডে শুয়ে আহত ওই বিজেপি কর্মী অভিযোগ করে বলেন, বাজার থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন তার পথ আটকে তাকে বেধড়ক মারধর করে তার বাইক ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি। কি কারনে তার ওপর হামলা চালানো হলো বা তাকে মারধর করা হলো তা তিনি এখনও বুঝে উঠতে পারছেন না। তিনি আরো বলেন তার শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচন একেবারে দোরগোড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে শাসক দল ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষ এবং দলীয় কর্মীদের ওপর হামলা পাল্টা হামলা। এদিন রাতেও সংশ্লিষ্ট ওই এলাকায় একই চিত্র লক্ষ্য করা গেল। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হবে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাস্তার সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা

2023-06-16

রাস্তা সংস্কারের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে ভোট বয়কটের ডাক দিয়ে পথ অবরোধে বসলেন প্রায় ৬০ টি পরিবার। শুক্রবার দুফুরে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর থেকে শালমারা সংযোগকারী রাজ্য সড়কে বসে ভোট বয়কটের ডাক নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত বলরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের 8/243নং বুথের শৌলধুকরী এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, এলাকার প্রধান পঞ্চায়েত তাদের গ্রামের রাস্তা সংস্কারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেনি। অল্প বৃষ্টিতেই জল জমে এলাকায়। তাই বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলেও ভোট বয়কটে অনড় থাকেন গ্রামবাসীরা।

মাঝরাতে উদয়নের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

2023-06-16

এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলায় পাখির চোখ দিনহাটা। অন্তত এমনটাই পরিষ্কার দেখা গেল এই কদিনের নির্বাচন প্রক্রিয়ায়। বিজেপি জেলা নেতৃত্ব সহ বিজেপি বিধায়ক এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবার দিনহাটা বিধানসভা কেন্দ্রকে টার্গেট করেছিল প্রথম থেকেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষিথ প্রামানিক বিজেপির বিধায়ক তথা জেলা সভাপতি সুকুমার রায় কে সঙ্গে নিয়ে নমিনেশন সাবমিশনের দ্বিতীয় দিনই সাহেবগঞ্জ বিডিও অফিসে ঢুকে প্রার্থীদের নিয়ে নমিনেশন পেপার সাবমিট করান। এই নিয়ে প্রশ্ন তোলেন এলাকার বিধায়ক এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তিনি দাবি করেন যে বিডিওর ঘরে ঢুকে নিশীথ প্রামাণিক নির্বাচন বিধি লঙঘন করেছেন। এত কিছুর পরেও বিক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা একে একে যখন যোগ দিচ্ছেন বিজেপিতে তখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন দিনহাটা ২ নম্বর ব্লকে ২৪২ টি পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে ৪৬ টি আসন। ৩৬ টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে সাতটি আসন। এমনকি ওই ব্লকের 12 টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুইটি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ফেসবুকে এই কথাই ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন পিকচার আভি বাকি হ্যায়। অর্ধেক আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি তাই এখন জোট খুঁজে বেড়াচ্ছে, এমনটাই তিনি লেখেন তাঁর ফেসবুক ওয়ালে। তাঁর এই ফেসবুক পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গেছে বলে সূত্রের খবর। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে এরকম কোন‌ও ফলাফল এখনো পাওয়া যায়নি।

দিনহাটা ২ ব্লকের ত্রিমোহিনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে আসার পথে বিজেপির প্রার্থীদের পরপর চারটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

2023-06-16

দিনহাটা দুই ব্লকের ত্রিমোহিনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে আসার পথে বিজেপির প্রার্থীদের পরপর চারটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ত্রিমোহিনী এলাকায় ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী বিজেপির প্রার্থী ও নেতাকর্মীদের উপর চড়াও হয়। তাদের পরপর চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। নির্বাচন যত এগিয়ে আসছে ততই অশান্তির পারদ চড়ছে বিভিন্ন এলাকায়। বিজেপির শহর মন্ডল সভাপতি অজয় রায় কার্যত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আগামী দিনে হয়তো তিনি বাড়ি থেকে বেরোতে পারবেন না এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন অজয় বাবু।

কোচবিহার এক নম্বর ব্লকের সুকটাবাড়ি অঞ্চলের ১৯ টি গ্রাম পঞ্চায়েত ও দুটি পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস

2023-06-16

কোচবিহার এক নম্বর ব্লকের সুকটাবাড়ি অঞ্চলের ১৯ টি গ্রাম পঞ্চায়েত ও দুটি পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ বিকেল তিনটে পর্যন্ত। নমিনেশন জমা দেওয়ার সময় শেষ হতেই উচ্ছ্বাসে মাতেন কোচবিহার 1 নম্বর ব্লকের সুটকা বাড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কোচবিহার জেলা ১৭ নং জেলা পরিষদের প্রার্থী আব্দুল জলিল আহমেদ জানান, বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনে ক্যান্ডিডেট দেওয়ার জন্য কোন মানুষ খুঁজে পাননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ টি পঞ্চায়েত সহ দুটি পঞ্চায়েত সমিতির আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে তৃণমূল কংগ্রেস।

ভোটের মুখে দলীয় পদ থেকে ইস্তফা তুফানগঞ্জে অস্বস্তিতে তৃণমূল

2023-06-15

পঞ্চায়েত ভোটের মুখে দলীয় পদ থেকে ইস্তফা তৃণমূলের বুথ সভাপতি সহ মোট ১৫ জন বুথ কমিটির সদস্যর। দলীয় নেতৃত্বের উপর ক্ষোভ উগড়ে দিয়ে এদিন পদত্যাগের কথা ঘোষণা করেন বালাভূত গ্রাম পঞ্চায়েতের ৯/২৪১ নং বুথের বুথ সভাপতি সহ মোট ১৫ জন সদস্য ।ভোটের মুখে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এ বিষয়ে ৯/২৪১ নং বুথের বুথ সভাপতি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নব জোয়ার কর্মসূচিতে বলা হয়েছিল বুথ কমিটির সাথে আলোচনা করে পঞ্চায়েত ভোটের প্রার্থী পদ ঘোষণা করা হবে। কিন্তু দলীয় নেতৃত্ব আমাদের সাথে কোন আলোচনা না করেই প্রার্থী ঘোষণা করেছে। এই কারণেই আজ দলীয় পদ থেকে পদত্যাগ করলাম। এ বিষয়ে তুফানগঞ্জ ১ এর খ ব্লক সভাপতি প্রদীপ বসাক বলেন,বিষয়টি জেলা নেতৃত্ব বলতে পারবেন।এ বিষয়ে তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা বলেন, এটা তৃণমূলের সাংগঠনিক বিষয়।অবাধ সুষ্ঠ নির্বাচন হলে তুফানগঞ্জ এর প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করবে। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন । কিন্তু তার আগে তৃণমূলের মাথাব্যথা বাড়াচ্ছে পঞ্চায়েত স্তরের নেতাদের মধ্যে কোন্দল।

নিশীথের গড়ে তৃনমূলের তাস সংবাদিক রাজীব বর্মন

2023-06-15

পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কোন জায়গায় দীর্ঘ সময়ের দলীয় প্রার্থীরা দলত্যাগ করে বিরোধী দলে যোগদান করছেন। আবার কোথাও বিগত পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীরা নির্বাচনের প্রতিনিধিত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করছেন। এই সমস্ত ঘটনার মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রী নিশীথ প্রামানিকের গড় ভেটাগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা দিলেন এক সাংবাদিক। বর্তমান পত্রিকার সাংবাদিক রাজীব বর্মন এদিন মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হন বিডিও অফিসে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিক রাজীব বর্মন জানান, "সাধারণ মানুষের অধিকার এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে এবারের পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। গোটা রাজ্যে যেভাবে সাধারণ মানুষের অধিকার খর্ব করা হচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দিতা করে ভোটে জিতে এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই। জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে গতকাল। তাই আজ তিনি মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হয়েছেন বিডিও অফিসে। গতকাল সাংবাদিক বৈঠকের মাধ্যমে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই তালিকা থেকে বাদ পড়েছে অধিকাংশ পুরনো তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের নাম। সেই জায়গায় সাংবাদিকতার পেশার সাথে জড়িত এক ব্যক্তির ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয় নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা জেলা জুড়ে। রাজীব বর্মন আরোও জানান, এই এলাকাটি মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় হিসেবে পরিচিত। তাই এবারের ভোটে তার প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি মোটেও সহজ নয়। তবে সম্পূর্ণ স্বচ্ছ ভাবে এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত আমি।

আবারও তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পাঁচজন পঞ্চায়েত সদস্য এবং দেড়শ তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে

2023-06-14

আবারও তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন, এবার বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পাঁচজন পঞ্চায়েত সদস্য এবং দেড়শ তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে। বুধবার রাতে ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে বিজেপির ওই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। এদিন সেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বুড়ির হাট দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত বর্মন সহ পাঁচ পঞ্চায়েত সদস্য এবং দেড়শ তৃণমূল কর্মী। এদিন ওই যোগদান কর্মসূচিতে কেন্দ্রীয় নিশীথ প্রামানিক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়। তারা উপস্থিত থেকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বুড়িরহাটের ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ৫ পঞ্চায়েত সদস্য এবং দেড়শ তৃণমূল কর্মী কে বিজেপিতে যোগদান করান।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে ১জন পঞ্চায়েত সদস্যা সহ ২৫টি পরিবার যোগ দিলো তৃণমূল ছেড়ে বিজেপিতে

2023-06-14

গীতালদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যা সহ ২৫টি পরিবার যোগ দিলো তৃণমূল ছেড়ে বিজেপিতে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন গীতালদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যা সহ ২৫ টি পরিবার। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা ওই পঞ্চায়েত সদস্যা জানান , তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোন্দল ও দুর্নীতিতে জর্জরিত। তাই সাধারণ মানুষের পাশে থাকতে বিজেপিতে যোগদান করল তারা। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূলের ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ বিজেপির সঙ্গে রয়েছে আগামী দিনে তৃণমূল দলটাই থাকবে না বলেও তিনি জানান। উল্লেখ্য গত বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে তৃণমূলের ভাঙ্গন অব্যাহত রয়েছে বহু মানুষ তৃণমূল ছেড়ে যোগদান করেছে বিজেপিতে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির লড়াইয়ের যে শক্তি তা অনেকটাই বৃদ্ধি হচ্ছে বলে দাবি নেতৃত্বের।

দিনহাটা পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার নতুন করে তৈরি করার কাজে হাত লাগালো পৌরসভা

2023-06-14

দিনহাটা পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার নতুন করে তৈরি করার কাজে হাত লাগালো দিনহাটা পৌরসভা। শহরের অপূর্ব পার্ক সংলগ্ন এলাকা থেকে সারদা শিশু তীর্থ পর্যন্ত গুরুত্বপূর্ণ ওই রাস্তা সংস্কারের কাজে হাত লাগালো তারা। মঙ্গলবার সকালে এক মধ্য দিয়ে ওই রাস্তার সংস্কারের কাজের শুভ সূচনা হয়। পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেশ্বরী, কাউন্সিলর জয়শ্রী সরকার সহ আরো অন্যান্যদের উপস্থিতিতে ওই কাজের সূচনা হয়। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে পেভার ব্লক রাস্তা নির্মাণের কাজ করা হবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই ওই রাস্তার অবস্থা বেহাল ছিল স্থানীয়দের দাবি ছিল দ্রুত ওই রাস্তা সংস্কারের সেই মতো সেই রাস্তাকে সংস্কার করা হচ্ছে এমনটাই পৌরসভা সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল মহিলা কংগ্রেসের ধর্না বিক্ষোভ

2023-06-13

১০০ দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার টাকা, নিত্য প্রয়োজনীয় যোগ্য মূল্যের বৃদ্ধি সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এনে ধরনা বিক্ষোভ করলেন না কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কোচবিহার ঘাস বাজার এলাকায় এই বিক্ষোভ অবস্থানের নেতৃত্ব দেন জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব। সুচিস্মিতা দেবী বলেন, দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চনা করে আসছে। যার মধ্যে প্রথম এবং প্রধান হলো ১০০ দিনের কাজের টাকা না দেওয়া। একশ দিনের কাজের টাকা সাংবিধানিক অধিকার সাধারণ মানুষের। দিনের পর দিন কাজ করেও প্রায় আড়াই বছর থেকে এই টাকা পাচ্ছে না সাধারণ মানুষ। পাশাপাশি রয়েছে আবাস যোজনার টাকা। সর্বোপরি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মহিলারা যারা সংসার চালান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যতটা মূল্য বৃদ্ধি বিগত দিনে হয়েছে তা সরাসরি আঘাত হেরেছে বাংলার রান্নাঘরে। অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলিতে দৃষ্টিপাত না করলে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হবে বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস।

পঞ্চায়েত ভোটের আগে সিতাইয়ে বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন SC মোর্চার ২০ নং মন্ডল সভাপতি ও সহ-সভাপতি

2023-06-12

পঞ্চায়েত ভোটের আগে সিতাইয়ে বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন SC মোর্চার ২০ নং মন্ডল সভাপতি ও সহ-সভাপতি। সোমবার রাতে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী সঙ্গীতা রায় বসুনিয়ার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির এসসি মোর্চার ২০ নং মন্ডলের সভাপতির নীতেন বর্মন ও সহ-সভাপতি অপূর্ব বর্মন। পঞ্চায়েত নির্বাচনের আগে তারা তৃণমূলে যোগদান করায় সংশ্লিষ্ট এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হলো বলে দাবি নেতৃত্বের। তৃণমূল নেতৃত্বে আরো দাবি আগামী দিনে আরো অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য মুখিয়ে রয়েছে এবং সময়মতো তাদের দলে যোগদান করানো হবে।

মনোনয়ন জমা দিতে বাধা বিজেপি প্রার্থীদের বলে অভিযোগ, সামান্য উত্তেজনা কোচবিহার 1 নম্বর ব্লকে

2023-06-12

সোমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের তৃতীয় মনোনয়ন প্রদানের দিনে সামান্য উত্তেজনা সৃষ্টি হল কোচবিহার এক নাম্বার ব্লকে। অভিযোগ বিজেপির তরফ থেকে যে সমস্ত প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে প্রস্তাবক এবং সাক্ষী নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে প্রবেশ করছিল তাদেরকে বাধা প্রদান করে শাসক দল তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মী সমর্থক। সরাসরি অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়। তিনি বলেন তারা মিছিল করে আসার সময় তৃণমূল দলীয় কার্যালয় থেকে ৫০-৬০ জন কর্মী লাঠি সেটা নিয়ে বেরিয়ে আসে এবং পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে তারা পুনরায় ফিরে যায়। ১৪৪ ধারা জারি থাকলেও পুলিশ এর নামমাত্র এই ১৪৪ ধারা বলে কটাক্ষ করেছেন তিনি। তিনি বলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জন্য কোন ১৪৪ ধারা লাগু নেই এটা শুধুমাত্র বিরোধীদলকে আটকানোর জন্যই প্রচেষ্টা রাজ্য নির্বাচন কমিশনের। অপরদিকে ভাড়াটে লোক নিয়ে এসে মনোনয়ন জমা দেওয়ার পাল্টা অভিযোগ বিজেপির বিরুদ্ধে আনলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা একসময়ের কোচবিহার 1 নম্বর ব্লক সভাপতি খোকন মিয়া। তিনি বলেন বিজেপির কোন প্রার্থী নেই তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না তাই ভাড়াটে লোক নিয়ে এসে প্রার্থী করার চেষ্টা করছে। এবারও বিজেপি শূন্যতেই থেকে যাবে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে আগা গোড়ায় উত্তপ্ত আকার ধারণ করে কোচবিহার 1 নম্বর ব্লক। ২০১৮ সালে একা ধিক অশান্তির কারণে সম্পূর্ণ মনোনয়ন প্রক্রিয়া চলে আসে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে। চলতি বছরে কি এমনটাই আশঙ্কা দেখা দিচ্ছে? প্রশ্ন রাজনৈতিক মহলে।

কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিক্যাল কলেজের ক্যাম্পাস থেকে উদ্ধার এক প্রথম বর্ষের ছাত্রীর মৃতদেহ

2023-06-12

কোচবিহার: কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিক্যাল কলেজের ক্যাম্পাস থেকে উদ্ধার এক প্রথম বর্ষের ছাত্রীর মৃতদেহ। কলেজ ক্যাম্পাস এর ভেতরে থাকা হোস্টেলের তিনতলার একটি ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় ছিল ওই ছাত্রীর দেহ। ছাত্রীর মৃত্যুর কথা চাউর হতেই মুহূর্ত চঞ্চল ছড়ায় গোটা ক্যাম্পাসে। মৃত ওই প্রথম বর্ষের ছাত্রীর নাম স্নিগ্ধা কুন্ডু এবং তাঁর বয়স ২৪ বছর। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের ক্ষুদিরাম পল্লী এলাকায়। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে ছাত্রীর মৃত দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সুপ্রতিম মুখোপাধ্যায় জানান, "এদিন সকালে হোস্টেলের অন্য এক ছাত্রী তিনতলায় গিয়ে একটি ঘর ভেতর থেকে বন্ধ দেখেন। তখন তাঁর সন্দেহ হয়। তিনি ঘরের ভেতরে উঁকি দিতেই দেখেন এই ছাত্রীর ঝুলন্ত দেহ। তারপরেই তিনি তাঁর অন্যান্য সবাইকে খবর দেন। ছাত্রীর মৃত্যুর কথা প্রকাশ্যে আসতেই খবর পাঠানো হয় কোচবিহার কোতোয়ালি থানায়। পরে পুলিশ এসে ওই ছাত্রীর মৃতদেহ উদ্বার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে ভাঙ্গন, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির যুব মোর্চার কোচবিহার জেলা কমিটির সদস্য

2023-06-11

পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে ভাঙ্গন, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির যুব মোর্চার কোচবিহার জেলা কমিটির সদস্য তথা, দিনহাটা বিধানসভার বিজেপি যুব মোর্চার কনভেনার অনিমেষ বর্মন। রবিবার সকালে দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সক্রিয় বিজেপি কার্যকর্তা হিসেবে পরিচিত অনিমেষ বর্মন। পঞ্চায়েত নির্বাচনের আগেই বিজেপিতে বড়সড় ভাঙ্গন ধরাল তৃণমূল কংগ্রেস দাবি করছেন নেতৃত্বরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, নানারকম অসামাজিক কাজকর্মে অনিমেষ কে ব্যবহার করত বিজেপি। ও তৃণমূলে যোগদান করেছে আমরা তাকে কোনরকম অসামাজিক কাজকর্মে ব্যবহার করব না। ভালো করে দল করুন। এটাই চাইবো। এদিন দলবদলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিমেষ বর্মন বিজেপির দলীয় নেতৃত্ব সহ সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিজেপিকে আক্রমণ করেন

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই বিজেপির বুথ সভাপতি যোগ দিলেন তৃণমূলে বিধায়কের উপস্থিতিতে

2023-06-09

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সিতাইয়ের পশ্চিম সিতাই বুথের বিজেপির বুথ সভাপতি। শুক্রবার রাতে সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার বাড়িতে বিজেপির ওই বুথ সভাপতি বীরেন বর্মন বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে দল বদলের খেলা অব্যাহত রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই বিজেপি ছাড়লেন এক বুথ সভাপতি যোগ দিলেন তৃণমূলে।সিতাইয়ের তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন আগামী দিনে বহু বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থক দল বদল করে তৃণমূলে যোগদান করবেন।

Breaking News: পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই কংগ্রেস কর্মীকে গুলি করে খুন, তপ্ত বঙ্গ রাজনীতি!

2023-06-09

Breaking News: পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই এক কংগ্রেস কর্মী কে গুলি করে খুন। মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুর এর নলদ্বীপ গ্রামে গুলি করে খুন করা হলো কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ কে। তিনি কেরালায় পরিচারি শ্রমিকের কাজ করতেন। মাত্র ১০ দিন আগেই বাড়িতে ফিরেছেন। তারই মধ্যে ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচন। স্থানীয় সূত্র জানা গেছে ফুলচাঁদ শেখ এলাকায় সক্রিয় কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। এদিন সন্ধ্যায় সকলের সাথে বসে তিনি যখন তাস খেলছিলেন গ্রামে তখনই তার ওপর হামলা চালানো হয়। তাসের আসরে ফুলচাঁদ কে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। কে বা কারা গুলি চালালো তা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে স্থানীয়রা দ্রুত ফুল চাঁদ কে গুলিবিদ্ধ অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী পৌঁছেছে। এই ঘটনার পেছনে কোন রাজনৈতিক খুন নাকি ব্যক্তিগত কোন শত্রুতা রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাসের আসরে গুলি চালানোর ঘটনায় সয়লাভ শেখ নামে একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি কান্দি হাসপাতালে চিকিৎসাধীন। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই কংগ্রেস কর্মীকে গুলি করে খুনের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

পঞ্চায়েত নির্বাচন করানোর দায়িত্বে যারা থাকবেন সেই সরকারি কর্মচারীদের জীবনকে বিপন্ন করার চেষ্টা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের

2023-06-09

শুক্রবার বিকেলে কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রস্তুতি আমাদের বহু আগে থেকেই ছিল, দলের প্রার্থী বাছাইয়ের কাজ বহুদিন ধরেই চলছিল। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দিন আলোচনা হয়েছে কিভাবে পঞ্চায়েত নির্বাচনে আমরা পাড়ি দিতে পারব সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিন রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যের কোথাও ব্লক অফিস অথবা বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার কোন রকম প্রস্তুতি নেই। একেবারে হটকারী। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন আর যারা সরকারি কর্মচারী আছে যারা নির্বাচনে ডিউটিতে থাকবে তাদের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়া আমরা মনে করছি। তিনি আরও , এমন একটা সরকার চলছে যারা বাংলার মানুষকে সুরক্ষিত রাখতে ব্যর্থ। বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে এ রাজ্যে সেটা আমরা দেখেছি। আমরা গত পৌর নির্বাচনের ক্ষেত্রেও দেখেছি এবং আমরা বলব যে এই পঞ্চায়েত নির্বাচন আমরা চাই সুষ্ঠুভাবে হোক কিন্তু যেভাবে তড়িঘড়ি করে নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের তারিখ মনোনয়নপত্র জমা দেওয়া ও প্রত্যাহারের দিন ধার্য করেছে। বাংলায় অশান্তির পরিবেশ তৈরি হোক সেটা আমরা কখনোই চাই না। তাই মহামান্য উচ্চ আদালত যে সিদ্ধান্ত আজ দিয়েছে তা স্বাগত জানাই। নির্বাচন কমিশনের কাছে আবেদন করব তাদের সিদ্ধান্তকে পুনর্বিবেনা করার জন্য। এদিকে কোচবিহার জেলা বিজেপি তরফ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে এদিন কোর কমিটির বৈঠকের মাধ্যমে তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল।

প্রথম দিনই নমিনেশন পত্র না পেয়ে বিক্ষোভ সামিল হল বিজেপি কর্মীরা

2023-06-09

আগামী ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।৯ ই জুন থেকে ১৫ ই জুন পর্যন্ত নমিনেশন পত্র জমা দেওয়া যাবে। প্রথম দিনই নমিনেশন পত্র না পেয়ে বিক্ষোভ সামিল হল বিজেপি কর্মীরা। প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে এদিন বিডিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। এ বিষয়ে তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতী রাভা রায় বলেন,পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হলেও প্রশাসন তৈরি নেই।বিজেপি কর্মীরা মনোনয়ন পত্র তুলতে এসে ফিরে যাচ্ছে । মনোনয়নপত্র না পেয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়।

দম্পতির দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য!

2023-06-09

অভাবের তাড়নায় এবার স্বামী স্ত্রীর একসঙ্গে মৃত্যুর অভিযোগ উঠল। পেটে খিদের জ্বালা সহ্য করতে না পেরেই কী আত্মহনরের পথ বেছে নিয়েছে দরিদ্র স্বামী স্ত্রী ? পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েতের পলাশতলার ঘটনার পর এই প্রশ্নই বড়ো করে দেখা দিয়েছে। এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক দম্পত্তির।খুন নাকি অন্য কিছু তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ অবশ্য ঘটনাস্থল থেকে একটি আপত্তিকর অস্ত্রও উদ্ধার করেছে বলে জানিয়েছে। শুক্রবার সকালে পারিবারের অন্যান্য সদস্যরা দেখতে পান ওই দম্পতির নিথর দেহ পড়ে রয়েছে শোবার ঘরের মধ্যেই। এরপর ছুটে আসেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ ও কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজকুমার হরিজন (৩৫), তার স্ত্রীর নাম মঞ্জুলা হরিজন (২৬)। তাদের দুইজন কন্যাসন্তান রয়েছে। মৃত যুবকের পরিবার সুত্রে জানা গেছে, রাজকুমার হরিজন পেশায় একজন মুচি। কিন্তু সেই কাজে রোজগার কমে এসেছে। রোজগার নিয়ে স্বামী,স্ত্রীর মধ্যে ঝামেলা চলত বলে জানা গিয়েছে। এই নিয়ে মাঝেমধ্যেই গৃহবধূকে বাপের বাড়িও চলে যেতে দেখেন স্থানীয়রা। মৃত গৃহবধূর মা গন্দশরি হরিজন তার মেয়ের উপর অত্যাচারের অভিযোগ তুলেছেন। রাজকুমার হরিজনের মা সুকমনি হরিজন অবশ্য বলেন, তার ছেলের টিবি রোগ রয়েছে। কিভাবে এই ঘটনা হল, তা বুঝতে পারছেন না। তবে পরিবারে অভাব ছিল নিত্যসঙ্গী। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন হাসপাতালে পাঠানো হয়েছে।

দিনহাটা পৌরসভার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে কেক কেটে পালন। সুবর্ণ জয়ন্তী বর্ষে পৌরসভার পক্ষ থেকে রয়েছে একাধিক চমক।

2023-06-07

দিনহাটা পৌরসভার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে কেক কেটে পালন করা হলো দিনহাটা পৌরসভায়। বুধবার দুপুর বারোটায় পৌরসভার কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করা হয়। এদিন সেখানে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরিসংকর মহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ পৌরসভার ১৬ জন কাউন্সিলর এবং পৌরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন সেখানে রীতিমতো মহা ধুমধাম এর সাথে কেক কেটে দিনটি পালন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরসভার চেয়ারম্যান জানান, সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে দিনহাটা বাসীকে একাধিক উপহার দিতে চলেছি আমরা। তার মধ্যে উল্লেখযোগ্য জয়ন্তী বর্ষ তোরণ, শহরকে আরো আলোকিত করার লক্ষ্যে একাধিক লাইট লাগানোর পরিকল্পনা সহ আরো বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজেপি নেতা সুশীল মোদির কোচবিহারের রাজ পরিবার সম্পর্কে বক্তব্যের প্রতিবাদে কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ

2023-06-07

একদিনের কোচবিহার সফরে কোচবিহারে এসছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুনীল মোদি। এদিন কোচবিহারের বিভিন্ন স্থাপত্য ঘুরে দেখেন তিনি। আর সেখানেই ঘটলো বিপত্তি। এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যুব জেলা সভাপতি কংগ্রেস অধিকারী জানান , কোচবিহার রাজবাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো কোচবিহারের পূজা বৎসর মহারাজাদের অপমান করতে ছারলেনা সুনীল বাবু । তার বক্তব্য অনুযায়ী, "সেই জমানার রাজা মহারাজারা গরিব জনতার পয়সায় নিজের সান সরকার বজায় রাখার জন্য কি ধরনের রাজমহল তৈরি করত। সেই সময় মহারাজাদের জনতার সম্পর্কে কোন মতলব ছিল প্রজাদের কাছ থেকে জোর জবরদস্তি ট্যাক্স নিয়ে নিজেদের শান শওকত বজায় রাখতো।" তার এই মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা কোচবিহার। বিশেষ করে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব তার ঐ প্রতিবাদে আজ কোচবিহার রাজবাড়ী গেটের সামনে এবং কোচবিহার স্টেশন চৌপথি মোড়ে সুশীল মোদির কুশপুতুল দাহ করে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক মন্তব্য করে বলেন, কোচবিহারের দুজন বিধায়ক উত্তর বিধানসভা কেন্দ্রের সুকুমার রায় এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে তাদেরকে কোচবিহার বাসীর কাছে ক্ষমা চাইতে হবে।তা না হলে ভয়ঙ্কর আন্দোলন হবে কোচবিহারে। রীতিমতো এদিন গর্জে ওঠেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক । তিনি মন্তব্য করে বলেন, বিহারের উপ মুখ্যমন্ত্রী কোচবিহারের রাজবাড়ির সামনে দাঁড়িয়ে প্রজাবৎসর মহারাজাদের সম্পর্কে অপমানকারী কথা বলেছেন তার বিরুদ্ধে ধিক্কার। রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি আমি একজন কোচবিহারের বাসিন্দা তাই এই অপমান আমার নিজেরও অপমান। কোচবিহারের মহারাজা প্রজাবৎসল ছিলেন। তার সম্পর্কে এইরূপ মন্তব্য মেনে নেওয়া যায় না।রাজবাড়ীর সামনে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য রাজ ঐতিহ্য কে নিয়ে ভণ্ডামি করে বিজেপি এটাই তার প্রমাণ বলে দাবি করেছেন অভিজিৎ দে ভৌমিক। পাশাপাশি সুশীল মোদী মহারাজ রাজকন্যা গায়ত্রী সম্পর্কে অপমান সূচক ইঙ্গিত বাহি মন্তব্য করেছেন বলেও অভিযোগ অভিজিৎ দে ভৌমিক। রাজ ঐতিহ্যের গড়িমাকে অপমান করার জন্য বিজেপি নেতা সুশীল মোদিকে কোচবিহার বাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানান তিনি। এদিকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।

দুই বিধানসভা মিলে দিনহাটায় তৃণমূল কংগ্রেসের মহা মিছিল।

2023-06-07

দিনহাটা:: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, ১০০ দিনের কাজের টাকা, মহিলা কুস্তিগীরদের শ্রীলতাহানির প্রতিবাদ, বাংলায় গাঁজা,অস্ত্র ও সমাজ বিরোধীদের বিজেপি আশ্রয় দেওয়ার অভিযোগে মঙ্গলবার দিনহাটায় এক মহা মিছিল এর আয়োজন হয়। দিনহাটা এবং সিতাই বিধানসভা একত্রে এই মহা মিছিল অনুষ্ঠিত হয়েছে। দিনহাটা সংহতি ময়দান থেকে শুরু হয়ে দিনহাটা রাজপথ পরিক্রমা করে পুনরায় সংহতি ময়দানে এসে এই মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সিতাই এর বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া, জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, বর্ষীয়ান নেতা আব্দুল জলিল আহমেদ, তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় সহ একাধিক নেতৃত্ব। এদিনের মিছিলে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দুই বিধানসভা একত্রে মিছিল করে জেলা নেতৃত্বের উপস্থিতিতে বুঝিয়ে দিলাম আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য, বিজেপি প্রার্থী দিতে পারবেনা।।

একদিনে সফরে কোচবিহার এলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুশীল মোদী

2023-06-06

লোকপক্ষ ডিজিটাল, কোচবিহারঃ একদিনে সফরে কোচবিহার এলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুশীল মোদী । এদিন তিনি কোচবিহার সফরে এসেই কোচবিহারের কুলো দেবতা মদনমোহন মন্দিরে যান পুজো দিতে । সুশীল মোদির সাথে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য নেতৃত্বরা । রাজবাড়ী পরিদর্শনী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশীল মোদীজি জানান, তিনি এই প্রথম কোচবিহার সফরে এলেন । তাই কোচবিহার ঐতিহ্যবাহী নিদর্শনগুলি পরিদর্শন করতে বেরিয়েছেন । এছাড়া দিন তিনি কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী সম্পর্কে কিছু বক্তব্য রাখেন।

খুনের তদন্তে সহযোগিতা না করলে যে কোন অফিসারদের দিল্লিতে তলব করতে পারে কমিশন। দিনহাটার মাটিতে দাঁড়িয়ে বললেন তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার।

2023-06-05

"দিনহাটায় বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার খুনের ঘটনায় তদন্তকারী অফিসারেরা যদি ঠিকমতো তদন্ত না করে তাহলে তাদের সরাসরি দিল্লিতে তলব করা হবে।"সোমবার নিহত প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতে পরিদর্শনে এসে এমনটাই মন্তব্য করেন জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ্যে আঙুল তোলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর দিকে। তিনি অভিযোগ করে বলেন উদয়ন গুহর অঙ্গুলী হেলনে দুষ্কৃতীদের একটি দল বাড়িতে ঢুকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে প্রশান্ত রায় বসুনিয়াকে। এখনো পর্যন্ত সেই দুষ্কৃতীরা গ্রেফতার হয়নি। তার কারণও তিনি জানতে চেয়েছেন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলার মুখ্যমন্ত্রী ২২ শতাংশ তপশিলি ভোটকে নিজের হাতে রেখে মুখ্যমন্ত্রী হয়েছেন তারপরেও বাংলার তপশিলি এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর এই অত্যাচার হয়ে চলেছে তিনি কেন চুপ রয়েছেন। তিনি আরো বলেন, সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, তাহলে যেখানে অপরাধ হচ্ছে রাজবংশী, তপশিলি জাতির মানুষদের বাছাই করে খুন করা হচ্ছে সেখানে কেনো তিনি আসছেন না। তিনি বলেন, এই ঘটনায় যারা তদন্তকারী অফিসার রয়েছেন তাদের কমিশন দিল্লিতে তলব করবে এবং তদন্তের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ প্রগতি জানতে চাইবেন। সেই ক্ষেত্রে কোন অফিসার যদি অসহযোগিতা করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কমিশন। ডাকা হতে পারে কোচবিহারের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারকে। একই সাথে কমিশন নিহত প্রশান্ত রায় বসুনিয়ার পরিবারের সাথে সম্পূর্ণ সমবেদনাশীল বলে জানিয়েছেন তিনি। তিনি মন্তব্য করে বলেন, বাংলার মাটিতে এই নিয়ে সাতবার কমিশনকে আসতে হলো। এর থেকে প্রমাণিত বাংলার আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে পৌঁছেছে। অবশ্যই মানুষ জবাব দেবে। এদিন যখন এস সি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার মৃত ওই বিজেপি নেতার বাড়িতে আসেন ঠিক তখনই সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার তিন বিজেপি বিধায়ক। কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, নিখিল রঞ্জন দে ও মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। তারাও এস সি কমিশনের ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলেন। এদিন এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার সরাসরি ঘটনাস্থল অর্থাৎ যেই ঘরে বিজেপি নেতাকে শুট আউটের ঘটনা ঘটেছে সেই ঘর পরিদর্শনের পর মৃত বিজেপি নেতার মা-বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে তিনি ঘর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় বার্তা দেওয়ার পাশাপাশি দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে কটাক্ষ করেন। জাতীয় এস সি কমিশনের ভাইস চেয়ারম্যানের পরিদর্শন কে কেন্দ্র করে কড়া পুলিশি প্রহরার লক্ষ্য করা যায় গোটা এলাকায়।

ড্রেনের থেমে থাকা পঁচা জলে অতিষ্ঠ এলাকাবাসী। ক্ষোভ দিনহাটা ভিলেজ-১ সাহেবগঞ্জ রোড এলাকায়।

2023-06-04

দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েতের আওতায় দিনহাটা সাহেবগঞ্জ রোডের ফকিরটারি পুলের পাশ থেকে নাট্য সংস্থা ক্লাব পর্যন্ত প্রায় ৪০০ মিটার ড্রেন তৈরি করেছে কোচবিহার জেলা পরিষদ। বিগত ৫-৬ মাস হয়ে গেল এই ড্রেনটি তৈরি হয়েছে। সেই সময় কথা হয়েছিল যে এই ড্রেনটি পৌরসভার ড্রেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যার ফলে এখানকার গ্রে ওয়াটার পৌরসভার ড্রেনের সাথে যুক্ত হয়ে boys requation club এর পাশ দিয়ে আবার সেই গ্রে ওয়াটার দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জলা জমিতে গিয়ে পড়বে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ৬ মাস অতিক্রান্ত হওয়ার পরও এই ড্রেনটি পৌরসভার ড্রেনের সাথে এখনো যুক্ত হয়নি। যার ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। ড্রেনের নোংরা জল স্থির হয়ে আছে। যার ফলে মশার বংশবিস্তার ঘটে চলেছে দ্রুত গতিতে। এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে দুর্গন্ধ আর মশার অত্যাচারে। এমনিতেই গ্রাম পঞ্চায়েতে পুরসভার মতো নিয়মিত ড্রেন পরিস্কার করার ব্যাবস্থা নেই। তার উপর এই তীব্র গরমে এই পচা জল যদি থেমে থাকে তাহলে এলাকাবাসীর কি অবস্থা হতে পারে তা সহজেই অনুমেয়। এই নিয়ে সাহেবগঞ্জ রোড ভাঙনি পার্ট ওয়ান এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই অবস্থায় এলাকা বাসি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে আছে বলে আমাদের খবর।

ট্রেন দুর্ঘটনার কবলে গোসাইয়েরহাটের এক যাত্রী,পরিবারের পাশে দাঁড়ালেন NBSTC চেয়ারম্যান।

2023-06-04

উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কবলে শীতলকুচি ব্লকের গোসাইয়েরহাট এর এক যাত্রী, তার পরিবারের পাশে দাঁড়ালেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। রবিবার সকালে হরিনাথ বর্মন নামে ওই যাত্রীর বাড়িতে পৌঁছে যান পার্থ প্রতিম রায়। সেখানে পৌঁছে গিয়ে তিনি উদ্যোগী হয়ে ওই যাত্রীর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে রওনা করানোর বন্দোবস্ত করেন। উল্লেখ্য শুক্রবার রাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ওড়িশার বালেশ্বরে। আর সেই ট্রেন দুর্ঘটনায় একাধিক যাত্রীর মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে এমনকি অনেকেই এখনো পর্যন্ত নিখোঁজ বলে জানা গেছে। এই ঘটনায় কোচবিহার জেলার বেশ কয়েকজন সেখানে রয়েছেন তার মধ্যে শীতলকুচি ব্লকের হরিনাথ বর্মন তিনিও এখনো পর্যন্ত নিখোঁজ তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। সেই খবর পাওয়া মাত্রই ওই পরিবারে পাশে দাঁড়ালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায়। এদিন সকালে ছুটে যান তিনি ওই যাত্রীর বাড়িতে। পরিবারের পাশে থাকা আশ্বাস দিয়েছেন এবং হরিনাথ বর্মনের পরিবারের সদস্যদের বালেশ্বরে পাঠানোর যাবতীয় বন্দোবস্ত করেছেন তিনি।

কিডনি বিকল হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে উমা,সাহায্যের আবেদন পরিবারের

2023-06-04

নিশিগঞ্জ,৪ জুন:কিডনি বিকল হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে উমা নামের এক যুবতি,সাহায্যের আবেদন জানিয়েছে পরিবার। মাথাভাঙ্গা ২ নং ব্লক এর নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চকিয়ারছডা এলাকার পিজুস কান্তি দাসের ৩১ বছরের মেয়ে উমা দাসের কিডনি বিকল হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।তার বাবা পিজুস কান্তি দাস জানান ছোট মেয়ে ওমা চার বছর ধরে কিডনির  সমস্যায় ভুগছে।চায়ের দোকান চালিয়ে কোনরকমে সংসার চালাই।ছোট মেয়ে উমা এম এ পাশ করেছে।বড় মেয়ের বিয়ে হয়েছে।ঘটিবাটি বিক্রি করে স্থানীয় বেশকিছু সমাজসেবী ও স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে ছোট মেয়ে ওমাকে নিয়ে যাই কলকাতায়  ডাক্তারের কাছে। সেখান থেকে  কিডনি  প্রতিস্থাপনের কথা বলেন।সেটা করতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাব সেই দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে।এমতাবস্থায় মেয়ের চিকিৎসা করাতে বিপাকে পড়েছেন এই অসহায় দুস্থ পরিবারটি।উমার বাবা ওমাকে সুস্থ করে তুলতে তথা কিডনি প্রতিস্থাপনে সমাজের সহৃদয় ব্যক্তি,স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকারি সাহায্যের আবেদন করেছেন।

পঞ্চায়েত ভোটের আগে আবারো বিজেপিতে ভাঙ্গন। দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ চান্দের কুঠি এলাকার একটি পরিবারের

2023-06-01

পঞ্চায়েত ভোটের আগে আবারো বিজেপিতে ভাঙ্গন। দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ চান্দের কুঠি এলাকার একটি পরিবারের। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাড়িতে ঐ যোগদান কর্মসূচি আয়োজিত হয়। এদিন চৌধুরীহাট অঞ্চলের চান্দের কুঠি এলাকার বলরাম বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ওই এলাকার এই পরিবার তৃণমূলে যোগদান করায় তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হল বলে দাবি করছে নেতৃত্ব। জানা গেছে বলরাম বিশ্বাস বিজেপির মন্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন কিন্তু সেই দায়িত্ব থেকে তিনি অব্যাহত নিয়েছেন। সেই জায়গায় দাড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার লক্ষ্যে এদিন মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলরাম বাবুসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা ।

পুজো প্রস্তুতি শুরু হয়ে গেল দিনহাটায়। মন্ত্রী উদয়ন গুহর প্রাক পুজো প্রস্তুতির বৈঠক

2023-05-31

এখনো বাকি ছয় মাস কিন্তু পুজো প্রস্তুতি শুরু হয়ে গেল দিনহাটায়। বুধবার দিনহাটা পৌরসভায় আয়োজিত হলো প্রস্তুতি বৈঠক মন্ত্রী উদয়ন গুহর উপস্থিতিতে। এদিন দিনহাটা শহরের বিভিন্ন বিগ বাজেটের পুজো কমিটি গুলিকে সাথে নিয়ে পৌরসভার কনফারেন্স রুমে ওই বৈঠক আয়োজিত হয়। সেখানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ আরো অন্যান্যরা। কিভাবে আগামী দিনে দিনহাটার দুর্গাপূজাকে সুস্থভাবে সম্পন্ন করা যায় বা কি কি করা প্রয়োজনীয় সে বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয় এদিন। ইতিমধ্যেই দিনহাটা শহরের বেশ কয়েকটি পূজা কমিটি প্রস্তুতি শুরু করে দিয়েছে সে জায়গায় দাঁড়িয়ে এবার মন্ত্রী উদয়ন গুহ তিনি নিজে উদ্যোগী হয়ে প্রাক পুজো প্রস্তুতির বৈঠক সারলেন।

কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানিয়ে দিনহাটার আমবাড়ী বাজারে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের

2023-05-31

১০০ দিনের কাজের বকেয়া টাকা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানিয়ে দিনহাটার আমবাড়ী বাজারে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। আজ সন্ধ্যায় প্রতিবাদ মিছিল দিনহাটার আমবাড়ী বাজার পরিক্রমা করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন দিনহাটা ওয়ান বি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনন্ত কুমার বর্মন, দিনহাটা ২নং ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা ওয়ান বি ব্লক মহিলা সভানেত্রী ডালিয়া চক্রবর্তী, দিনহাটা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন বর্মন, অঞ্চল সভাপতি নজরুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা।

কৃতী ছাত্রী চুমকী বর্মনকে সংবর্ধনা দিল নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের প্রাক্তনী সঙ্ঘের

2023-05-31

কৃতী ছাত্রী চুমকী বর্মন কে সংবর্ধনা প্রদান। মঙ্গলবার সকালে নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের প্রাক্তনী সঙ্ঘের পক্ষ থেকে কৃতি ছাত্রী চুমকী বর্মনকে সংবর্ধনা প্রদান করা করা হয় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে । উচ্চ মাধ্যমিকে 468 নাম্বর পেয়ে সফলতা অর্জন করেছে চুমকী। এদিন তাকে সংবর্ধনা প্রদান করার পাশাপাশি পাশে থাকার বার্তাও দিয়েছেন সংস্থার সদস্যরা । প্রসঙ্গত উল্লেখ্য যে চুমকি তার পরিবারের প্রথম প্রজন্মের পড়ুয়া। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্তোষ বর্মন , সাগর বিষ্ণু, তনুময় দেবনাথ, উজ্জল গুহ , টিটু দেবনাথ, রঞ্জন ভৌমিক, সমীরণ দেবনাথ সহ আরো অন্যান্য ব্যক্তি বর্গ ।




Follow us on                  

About Us
Lokepaksha Digital, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 9002131222
WhatsApp : 9002131222
Email : info@lokepakshadigital.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy