2023-07-13 | কোচবিহার | লোকপক্ষ ডিজিটাল
বিজেপির কোচবিহার জেলা সভাপতির বুথে হার বিজেপির! জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সেই বুথের জয়ী তৃণমূল প্রার্থীর সাথে সাক্ষাৎ করলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিত দে ভৌমিক। জানা গেছে, কোচবিহার উত্তর বিধানসভার ৩/১৬৫ নং বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রার্থী পূর্ণিমা বর্মন জয়লাভ করেছেন। খোদ বিজেপির জেলা সভাপতির বুথে বিজেপির হার স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আর এদিন সেখানেই পৌঁছে গিয়ে ওই তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীকে সংবর্ধনা জ্ঞাপন ও তার সাথে সাক্ষাৎ জেলা তৃণমূলের সভাপতির। এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার দুই ব্লক তৃণমূলের সভাপতি সজল সরকার সহ আরো অন্যান্য নেতৃত্ব। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, জেলার ৩ বিজেপি বিধায়কের বুথেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে।