সর্বশেষ

মালদহে বাজ পড়ে মৃত ১১

কয়েকদিন হল উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গের কোন কোন জেলায় এখনো বৃষ্টিপাত এইভাবে শুরু হয়নি। আজ দুপুরে হঠাৎ আকাশ কালো করে ঝড় এবং বৃষ্টি শুরু হয় মালদহে। যদিও আবহাওয়া দপ্তর আগের থেকেই সাবধান করে দিয়েছিল, যাতে ঝড়ের সময় কেউ বাইরে বের না হয়। আবহাওয়া দপ্তরের কাছে খবর ছিল, এই ঝড়ে প্রচন্ড বজ্রবিদ্যুৎ পড়বে ওই এলাকায়। কিন্তু তবুও আম কুড়োতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় তিন জন শিশু ও দুইজন যুবকের। এছাড়াও ওই একই কারণে মৃত্যু হয় আরো ছয়জনের। বাজ পড়ে মৃত চন্দন সাহানি 40, রাজ মৃধা 16 মনোজিৎ মন্ডল 21। গাজোল এলাকার আদিনা তে বাজ পড়ে মৃত্যু হয়েছে অসিত সাহা 19 নামে একটি ছাত্রের। ওই ছাত্র একাদশ শ্রেণীতে পড়ে। এছাড়াও মৃত্যু হয়েছে ইংরেজ বাজারের পঙ্কজ মন্ডল 28 ও সুইতারা বিবির। এরপরে আরো ছয়জনের মৃত্যুর খবর আসে। যদিও সেই ছয়জনের নাম এখনো জানা যায়নি।

2024-05-16

রাতের অন্ধকারে পুলিশ কমীর বাড়িতে ভয়াবহ চুরি

একই পরিবারের তিন সদস্যই পুলিশে কর্মরত | আর সেই বাড়িতেই রাতের অন্ধকারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে | পাশের আরো একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে |শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার উত্তর বকচোরা ১ নম্বর টালি কারখানায় এলাকায় |খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে | পরিবারের অভিযোগ দুষ্কৃতীর দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্প্রে জাতীয় কিছু ছড়িয়েছিল | রাতে পরিবারের তিন পুলিশ কর্মী সদস্যই বাড়ি ছিলেন না | শনিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তাঁরা | পুলিশ কর্মী শান্তনু দাস জানান, প্রায় ২০০ গ্রাম মতো সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকা।আলমারি ভেঙে দুষ্কৃতীরা সবকিছু নিয়ে গিয়েছে | একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে এক মহিলার বাড়িতে ও চুরির ঘটনা ঘটে |

2024-05-04

লোকসভা ভোটের কয়েক ঘন্টা আগেই রাতে লক্ষাধিক টাকা উদ্ধার নির্বাচন কমিশনের।

রাত পোহালেই দার্জিলিং লোকসভা আসনে ভোট। তার আগের রাতে কয়েক ঘন্টা আগেই এক লক্ষাধিকে বেশি টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের এসএসটি টিম। শিলিগুড়ি থানার অধীনে জলপাই মোড় এলাকায় নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় ধ্রুবজ্যোতি সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ৯১ হাজার ৪০০ টাকা উদ্ধার করে এসএসটি টিম। জানা যায় তার বাড়ি এক নং ডাবগ্রাম এলাকায়। ওই ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করার সময় পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রয়োজনীয় নথি চাইলে সেই ব্যক্তি প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি বলে সূত্রের খবর। রাত পোহালেই লোকসভা ভোট দার্জিলিং লোকসভা আসনে তার আগে টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে শহরজুড়ে।

2024-04-25

নিয়োগ দুর্নীতি মামলার রায়দানের প্রক্রিয়া শুরু হল

দুর্নীতি মামলার রায়দানের প্রক্রিয়া শুরু হল • নতুন নিয়োগে এসএসসিকে, কি কি নিয়ম মানতে হবে তার জন্য কয়েক দফার নির্দেশিকা। • সিবিআই তদন্ত চালিয়ে যেতে হবে। অভিযুক্তদের হেফাজতের নিয়ে তদন্ত চালাতে হবে। • ৬ সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। • মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের বেতন ফেরত দিতে হবে। • ডিভিশন বেঞ্চ জানাল, মেয়াদ উত্তীর্ণ হবার পরে কোন চাকরিরই বৈধতা নেই। • কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাঁদের সনাক্ত করতে হবে। জানালেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। • ২৩,৭৫৩ জনের চাকরি বাতিল। • সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। ২৩ হাজার নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। • ২৮১ পাতার রায়। সেখানে রয়েছে ৩৭০ টি অনুচ্ছেদ। • মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কোন ব্যক্তি চাকরির বৈধ গণ্য হওয়া উচিত না। • এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় বহু পদে নিয়োগ বাতিল এর নির্দেশ দেন। অতীতে এই মামলা চলছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। • ক্যান্সার আক্রান্ত, আবেদনকারী সোমা দাসের নিয়োগ সহানুভূতির প্রেক্ষিতে বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। • যাদের নিয়োগ বাতিল হয়েছে তাদের থেকে বেতন ফেরত এর দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে। • সমস্ত omr sheet ওয়েবসাইটে আপলোড করা নির্দেশ দেওয়া হয়েছে ssc কে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে। • মোট নিয়োগে, দুজনকে আদালত মানবিকতার খাতিরে নিয়োগ করেছিল তাদের চাকরি বাতিল হবে না।। • মোট নিয়োগে ১৭ টি বেনিয়ম খুঁজে পেয়েছে ডিভিশন বেঞ্চ। • যাদের মেয়াদ পুরনো প্যানেল থেকে বা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন তাদের এত দিনের বেতন ১২% সুদ সমেত ফেরত দিতে হবে*।

2024-04-22

দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিলেন তৃতীয় লিঙ্গরা।

দাবদাহে পুড়ছে বীরভূম সহ রাজ্যের একাধিক জেলা আজ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপ মাত্রা বীরভূমে যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। আর এই দাবদাহ অপেক্ষা না করে একদিকে চলছে রাজনৈতিক প্রচার। রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমেছেন রাজনৈতিক নেতা ও কর্মীরা। ঠিক তারই মাঝে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে দেখা গেল সমাজের তৃতীয় লিঙ্গ নামে পরিচিত সেই পরিবারের বিবাহ। মল্লারপুরের বাসিন্দা খুশি বেগম তৃতীয় লিঙ্গ হিজড়াদের মা । এক কথায় খুশি বেগমকে বীরভূমের মা নামে চেনে সকলেই। জানা যায় এই খুশি বেগম আজ থেকে ১৮ বছর আগে একটি শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন। সেই মেয়েটিকে প্রশাসনিক পরামর্শে লালন- পালনের দায়িত্ব তিনি নিয়েছিলেন কর্তব্যের সাথে পালন করেছেন। দীর্ঘ ১৮ বছর মেয়েটিকে যত্ন সহকারে খাওয়া- দাওয়া পড়াশোনা সমস্ত দায়িত্ব পালন করেন।খুশি বেগম তার মেয়ের নাম রাখে সাবানা খাতুন এছাড়াও তিনি আরেকটি ছেলের দায়িত্ব নিয়েছেন ।মেয়ে শাবানা খাতুন কে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করান এবং অবশেষে এলাকার চার পাঁচশো লোক এর উপস্থিতিতে তার বিবাহ দেন। খুশি বেগম জানান মেয়েকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি তার বিয়ের জন্য একটা ভালো ছেলে দরকার ছিল তাই কোম্পানিতে কাজ করা একটি ভালো ছেলে সন্ধান পেয়েছিলাম । ছেলের বাড়ি বর্ধমান জেলার কেতুগ্রামে। আজ যতটা সম্ভব এলাকার মানুষের সহযোগিতায় মেয়ের বিয়ে দিলাম তাদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করি। এই খুশি বেগমের মতো তৃতীয় লিঙ্গ দের সমাজে তাদেরকে বলে নাকি তারা মা হতে পারব না। শুধু নিজের গর্ভে ধরা ছেলে মেয়ে থাকলে মা-বাবা হওয়া যায় সেটা নয়। আজকে তার প্রমাণ দিলেন তৃতীয় লিঙ্গ খুশি বেগম। প্রতিবেশীদের বক্তব্য এই খুশি বেগমরা ১০-১২ জন একটা বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করছে মল্লারপুরে। তাদেরকে দেখে সমাজের অনেক মানুষ অনেক কথা বলে । তারা খুব কষ্ট করে প্রতিটা বাড়িতে, ট্রেনে ,বাসে আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে এবং এই টাকা দিয়ে বিভিন্ন সমাজসেবার কাজে খরচ করেন শুনেছিলাম কিন্তু আজ প্রমাণ চোখে দেখলাম ৬-৭ লক্ষ টাকা খরচ করে যে দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিচ্ছে এবং ৪০০ থেকে ৫০০ লোককে খাওয়া দাওয়া করাচ্ছে এটা সমাজের একটা বিশাল শিক্ষা।

2024-04-21

Facebook Page




দিনহাটা

তিন বিজেপি কর্মীকে মা*রধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় চাঞ্চল্য!

পেটলার আলোকঝারি এলাকায় তিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে ওই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বর্তমানে ওই তিন বিজেপি কর্মীর মধ্যে দুজন দিনহাটা মহকুমা হাসপাতালে এবং একজন গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আহত ওই তিন বিজেপি কর্মীর নাম মিন্টু রায়, পিন্টু রায় ও প্রদীপ রায়। এদের মধ্যে পিন্টু রায় ও মিন্টু রায় দিনহাটা মহকুমা হাসপাতালে এবং প্রদীপ রায় গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন । এদিকে তিন বিজেপি কর্মীকে মারধরের ঘটনার খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিজেপির কোচবিহার জেলা কমিটির আমন্ত্রিত সদস্য জয়দীপ ঘোষ। তিনি এসে আক্রান্ত ঐ তিন বিজেপি কর্মীর শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার পাশাপাশি গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন ।

বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশনের দিনহাটা জোন কমিটির ২৫ তম সাধারণ সভা

লোকপক্ষ ডিজিটাল, ২২ জুলাই: বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশন দিনহাটা জোন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো। শনিবার দিনহাটার সাহেবগঞ্জ রোডের বয়েজ রিক্রিয়েশন ক্লাবের হল ঘরে এই সাধারন সভার আয়োজন করা হয়। এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি সূচনা করা হয়। এ বিষয়ে সংগঠনের দিনহাটা জোনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি দু’বছর অন্তর অন্তর এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবছর তাদের ২৫ তম বর্ষ। মূলত, ন্যায্য মূল্যের ঔষধের দাম, সারাবছর কি কি কর্মসূচি গ্রহণ করা হবে সেই সমস্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সৌমেন চক্রবর্তী, সহ জেলা নেতৃত্ব ও দিনহাটা জোন কমিটির সকল সদস্যবৃন্দ। এদিনের সাধারণ সভায় সভাপতি নির্বাচিত হন অভিজিৎ সাহা, সম্পাদক নির্বাচিত হন রঘুনাথ সাহা, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন গোবিন্দ দে, কোষাধ্যক্ষ নির্বাচিত হন প্রদীপ কুমার সরকার। এছাড়াও মোট ২৭ জনের কার্যকরী কমিটির গঠিত হয় এদিনের এই সভায়। আগামী ২ বৎসর এই কমিটি স্থায়িত্বকাল থাকবে বলে জানানো হয় কমিটির পক্ষ থেকে।

পাঁজরে আটকে রয়েছে গুলি, তা নিয়েই দিন কাটছে রাধিকার

পাঁজরে আটকে রয়েছে গুলি, তা নিয়েই দিন কাটছে রাধিকার। গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন ভিলেজ ১ গ্রাম পঞ্চায়েতের ৭/২৬২ নং বুথে ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন রাধিকা বর্মন নামে এক মহিলা। এরপর গুলিবিদ্ধ অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল এবং পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে অপারেশনের সিদ্ধান্ত নিলেও তার বুক থেকে বের করা সম্ভব হলো না গুলি। আর তা নিয়ে এখন দিন কাটছে রাধিকার। কথা বলতে পারছেন না শ্বাসকষ্ট হচ্ছে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি, চোখ দিয়ে বের হচ্ছে জল। জানা যায় রাধিকার স্বামী বিল্টু বর্মন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। নুন আনতে পান্তা ফুরায় তাদের সংসারে। রাধিকার এই অবস্থায় কিভাবে চলবে পরিবার বুঝে উঠতে পারছেন না পরিবারের অন্যান্য সদস্যরা। জানা যায়, রাধিকা বর্মনের ভাসুর বুলু বর্মন এবারের পঞ্চায়েত নির্বাচনে সংশ্লিষ্ট ওই বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে জয়লাভ করেন তিনি। রাধিকার সিটি স্ক্যানের পাজরে গুলিবিদ্ধে থাকার ছবিও ধরা পড়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে দিনহাটা হাসপাতাল পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা তার বুকে লেগে থাকা গুলি বের করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন কিন্তু চিকিৎসকদের মত এই অবস্থায় দাঁড়িয়ে গুলি বের করতে গেলে তার প্রাণ সংশয় হতে পারে। তাই কোন রকম ঝুঁকি না নিয়েই চিকিৎসকরা গুলিবিদ্ধ অবস্থাতেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতে আটকে থাকা গুলি বের করা হতে পারে তবে পরিস্থিতির বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই এখন শরীরে গুলি নিয়েই এভাবেই দিন যাপন করতে হবে রাধিকাকে। এদিকে সারাজীবন ভোটের সন্ত্রাসের এই ক্ষত কি তার শরীরে থেকে যাবে ? শরীরে থেকে গেলেও মনের ক্ষত বুঝবে কি করে? এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলো তিনি জানান, গুলিতে কি টিএমসি লেখা আছে? এসব শিখিয়ে দিয়েছে তাই বলেছে। এবারের ভোট সন্ত্রাসে তপ্ত ছিল দিনহাটা। একদিকে যেমন একাধিক সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ তেমনি মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ এই রাধিকার পরিবারের পাশে আদও কি কেউ দাঁড়াবে সেই প্রশ্ন সময়েই বলবে।

রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বারবিশায় নির্বাচনী সভা করতে এসে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ ভাগ নিয়ে মুখ খুললেন

রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বারবিশায় নির্বাচনী সভা করতে এসে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ ভাগ নিয়ে মুখ খুললেন । তিনি বলেন উত্তরবঙ্গ অবলোহিত বঞ্চিত । উত্তরবঙ্গকে কি দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় কখন রাজবংশীদের বিশ্বাসঘাতক বলেন । এছাড়াও বলেন আপনার মন্ত্রী বলেন আদিবাসীরা সব বহিরাগত । উত্তরবঙ্গের স্বীকৃতি মানেই রাজ্য ভাগ নয় । উত্তরবঙ্গের বঞ্চনা বলা মানেই রাজ্য ভাগ নয় । উত্তরবঙ্গের ওপর রাগ তাঁরা মমতা বন্দোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে । এছাড়াও তিনি একাধিক বিষয় উত্তরবঙ্গ নিয়ে বলেন শুনুন

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দিনহাটা ও সিতাই বিধানসভার বিভিন্ন অঞ্চলে জনসম্পর্ক কার্যক্রম সম্পন্ন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দিনহাটা ও সিতাই বিধানসভার বিভিন্ন অঞ্চলে জনসম্পর্ক কার্যক্রম সম্পন্ন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার বড় নাচিনা এলাকায় কাঙ্গাল কালী বাড়ি মন্দিরে পূজো দিয়ে ওই জনসম্পর্ক কার্যক্রমের শুরু করেন তিনি। এদিন ওই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার পাশাপাশি আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিন জন সম্পর্ক কার্যক্রম চলাকালীনই তৃণমূল কংগ্রেস ছেড়ে বহু মানুষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। সেখানে এদিন নিশীথ প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায় সহ আরো অন্যান্য বিজেপি নেতৃত্ব ।

কোচবিহার

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী। শীতলকুচি "আপনারা কি আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনা ভুলে গেছেন?"২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচি কান্ডের স্মৃতি উসকে দিয়ে শীতলকুচির মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে শীতলকুচির সভা মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে চোর আখ্যা দিয়ে বলেন,"কোচবিহারের একটা ভাওয়াইয়া গান আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে! এই গানের প্রকৃত অর্থ একমাত্র পিসি বলতে পারবে।"তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের যত নেতা মন্ত্রী বর্তমানে বিচারাধীন হিসেবে রয়েছেন তার কারণে পিসির মন খারাপ, তাই তিনি আজকাল ভাওয়াইয়া গানের সেই বগার অবস্থা হয়েছে। এদিন সবাই মঞ্চ থেকে তুমি স্লোগান তোলেন এইবার ৪০০ পার। আরো একবার মোদি সরকার। এদিন নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন প্রার্থী নিশীথ প্রামাণিক, জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং বিধায়করা। এদিন বক্তব্যের মাঝে তিনি উপস্থিত শ্রোতা কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্য সরকার ভাতা দিয়ে মহিলাদের মুখ আটকে রাখতে চাইছে। তাদের ক্ষমতায়ন তো দূরের কথা স্বীকৃতি পর্যন্ত দিচ্ছে না। দিন প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে নারী লাঞ্ছনার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সভায় মহিলাদের উপস্থিতি কে ধন্যবাদ জানান তিনি। ২০২১ লোকসভা নির্বাচনে যেরকম কোচবিহারের নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছিল বিজেপি সেই একইভাবে লোকসভা নির্বাচনে যাদের নিজেদের আসন পুনরায় তারা নিজেদের হাতেই রাখতে পারে সেই আবেদন রেখে তিনি তার বক্তব্য শেষ করেন।

লটারির টিকিটের দোকান থেকে লটারির বান্ডিল চুরি করে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পরলো স্থানীয়দের হাতে চোর।

লটারির টিকিটের দোকান থেকে লটারির বান্ডিল চুরি করে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পরলো স্থানীয়দের হাতে চোর।চলে গনধোলাই। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে পুর্ব বর্ধমান জেলার শহর বর্ধামানের বড়োবাজার টিকে পারা মোর এলাকায়। এ ঘটনাকে কেন্দ্র রবিবার উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। লটারির দোকানের কর্মচারী কেশব মজুমদার জানিয়েছেন এলাকাতেই দীর্ঘদিন থেকে লটারির টিকিট বিক্রি করেন। প্রায়দিনই ছুরি যায় টাকা কিন্তু কতবার মালিককে বলবো টাকা ছুরির ঘটনা! আজ আমি বাথরুম গেলে আমার দোকানের পাশেই একজন দেখে আমার দোকান থেকে কেও টিকিটের বান্ডিল টেবিল থেকে তুলে চলে যাচ্ছে এবং তাকে সাথে সাথে ধরে ফেলে। অভিযোগ এই প্রথম নয়, আগেও একাধিকবার এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত।অভিযুক্তের নাম রাকেশ ব্যানার্জি, নিলপুর এলাকায় ভাড়া বাড়ীতে থাকে বলে জানা গেছে।

রাজ্য

মালদহে বাজ পড়ে মৃত ১১

কয়েকদিন হল উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গের কোন কোন জেলায় এখনো বৃষ্টিপাত এইভাবে শুরু হয়নি। আজ দুপুরে হঠাৎ আকাশ কালো করে ঝড় এবং বৃষ্টি শুরু হয় মালদহে। যদিও আবহাওয়া দপ্তর আগের থেকেই সাবধান করে দিয়েছিল, যাতে ঝড়ের সময় কেউ বাইরে বের না হয়। আবহাওয়া দপ্তরের কাছে খবর ছিল, এই ঝড়ে প্রচন্ড বজ্রবিদ্যুৎ পড়বে ওই এলাকায়। কিন্তু তবুও আম কুড়োতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় তিন জন শিশু ও দুইজন যুবকের। এছাড়াও ওই একই কারণে মৃত্যু হয় আরো ছয়জনের। বাজ পড়ে মৃত চন্দন সাহানি 40, রাজ মৃধা 16 মনোজিৎ মন্ডল 21। গাজোল এলাকার আদিনা তে বাজ পড়ে মৃত্যু হয়েছে অসিত সাহা 19 নামে একটি ছাত্রের। ওই ছাত্র একাদশ শ্রেণীতে পড়ে। এছাড়াও মৃত্যু হয়েছে ইংরেজ বাজারের পঙ্কজ মন্ডল 28 ও সুইতারা বিবির। এরপরে আরো ছয়জনের মৃত্যুর খবর আসে। যদিও সেই ছয়জনের নাম এখনো জানা যায়নি।

রাতের অন্ধকারে পুলিশ কমীর বাড়িতে ভয়াবহ চুরি

একই পরিবারের তিন সদস্যই পুলিশে কর্মরত | আর সেই বাড়িতেই রাতের অন্ধকারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে | পাশের আরো একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে |শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার উত্তর বকচোরা ১ নম্বর টালি কারখানায় এলাকায় |খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে | পরিবারের অভিযোগ দুষ্কৃতীর দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্প্রে জাতীয় কিছু ছড়িয়েছিল | রাতে পরিবারের তিন পুলিশ কর্মী সদস্যই বাড়ি ছিলেন না | শনিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তাঁরা | পুলিশ কর্মী শান্তনু দাস জানান, প্রায় ২০০ গ্রাম মতো সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকা।আলমারি ভেঙে দুষ্কৃতীরা সবকিছু নিয়ে গিয়েছে | একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে এক মহিলার বাড়িতে ও চুরির ঘটনা ঘটে |

লোকসভা ভোটের কয়েক ঘন্টা আগেই রাতে লক্ষাধিক টাকা উদ্ধার নির্বাচন কমিশনের।

রাত পোহালেই দার্জিলিং লোকসভা আসনে ভোট। তার আগের রাতে কয়েক ঘন্টা আগেই এক লক্ষাধিকে বেশি টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের এসএসটি টিম। শিলিগুড়ি থানার অধীনে জলপাই মোড় এলাকায় নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় ধ্রুবজ্যোতি সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ৯১ হাজার ৪০০ টাকা উদ্ধার করে এসএসটি টিম। জানা যায় তার বাড়ি এক নং ডাবগ্রাম এলাকায়। ওই ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করার সময় পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রয়োজনীয় নথি চাইলে সেই ব্যক্তি প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি বলে সূত্রের খবর। রাত পোহালেই লোকসভা ভোট দার্জিলিং লোকসভা আসনে তার আগে টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে শহরজুড়ে।

দেশ

মালদহে বাজ পড়ে মৃত ১১

কয়েকদিন হল উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গের কোন কোন জেলায় এখনো বৃষ্টিপাত এইভাবে শুরু হয়নি। আজ দুপুরে হঠাৎ আকাশ কালো করে ঝড় এবং বৃষ্টি শুরু হয় মালদহে। যদিও আবহাওয়া দপ্তর আগের থেকেই সাবধান করে দিয়েছিল, যাতে ঝড়ের সময় কেউ বাইরে বের না হয়। আবহাওয়া দপ্তরের কাছে খবর ছিল, এই ঝড়ে প্রচন্ড বজ্রবিদ্যুৎ পড়বে ওই এলাকায়। কিন্তু তবুও আম কুড়োতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় তিন জন শিশু ও দুইজন যুবকের। এছাড়াও ওই একই কারণে মৃত্যু হয় আরো ছয়জনের। বাজ পড়ে মৃত চন্দন সাহানি 40, রাজ মৃধা 16 মনোজিৎ মন্ডল 21। গাজোল এলাকার আদিনা তে বাজ পড়ে মৃত্যু হয়েছে অসিত সাহা 19 নামে একটি ছাত্রের। ওই ছাত্র একাদশ শ্রেণীতে পড়ে। এছাড়াও মৃত্যু হয়েছে ইংরেজ বাজারের পঙ্কজ মন্ডল 28 ও সুইতারা বিবির। এরপরে আরো ছয়জনের মৃত্যুর খবর আসে। যদিও সেই ছয়জনের নাম এখনো জানা যায়নি।

রাতের অন্ধকারে পুলিশ কমীর বাড়িতে ভয়াবহ চুরি

একই পরিবারের তিন সদস্যই পুলিশে কর্মরত | আর সেই বাড়িতেই রাতের অন্ধকারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে | পাশের আরো একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে |শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার উত্তর বকচোরা ১ নম্বর টালি কারখানায় এলাকায় |খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে | পরিবারের অভিযোগ দুষ্কৃতীর দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্প্রে জাতীয় কিছু ছড়িয়েছিল | রাতে পরিবারের তিন পুলিশ কর্মী সদস্যই বাড়ি ছিলেন না | শনিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তাঁরা | পুলিশ কর্মী শান্তনু দাস জানান, প্রায় ২০০ গ্রাম মতো সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকা।আলমারি ভেঙে দুষ্কৃতীরা সবকিছু নিয়ে গিয়েছে | একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে এক মহিলার বাড়িতে ও চুরির ঘটনা ঘটে |

লোকসভা ভোটের কয়েক ঘন্টা আগেই রাতে লক্ষাধিক টাকা উদ্ধার নির্বাচন কমিশনের।

রাত পোহালেই দার্জিলিং লোকসভা আসনে ভোট। তার আগের রাতে কয়েক ঘন্টা আগেই এক লক্ষাধিকে বেশি টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের এসএসটি টিম। শিলিগুড়ি থানার অধীনে জলপাই মোড় এলাকায় নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় ধ্রুবজ্যোতি সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ৯১ হাজার ৪০০ টাকা উদ্ধার করে এসএসটি টিম। জানা যায় তার বাড়ি এক নং ডাবগ্রাম এলাকায়। ওই ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করার সময় পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রয়োজনীয় নথি চাইলে সেই ব্যক্তি প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি বলে সূত্রের খবর। রাত পোহালেই লোকসভা ভোট দার্জিলিং লোকসভা আসনে তার আগে টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে শহরজুড়ে।

রাজনীতি

নির্বাচন আচরণ বিধি ভঙ্গ হবে আশঙ্কা করে রাজ্যপাল কে কোচবিহার সফর থেকে বিরত থাকার নির্দেশ নির্বাচন কমিশনের।

ভোটের দিন রাজ্যপালকে কোচবিহার যেতে বারণ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। তবে কমিশনের পক্ষ থেকে আজ দুপুরে যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যপালকে, তাতে সাফ জানান হয়েছে, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে থাকেন, তবে তা আদর্শ আচরণ বিধি ভঙ্গ করবে। এই চিঠির পর রাজ্যপালের কোচবিহার সফর স্থগিত হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে নির্বাচন। এই তিন কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি নজরে রয়েছে কোচবিহার। অন্যদিকে, এর আগেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছিলেন ‘ভোটের প্রথম দিন থেকে রাস্তায় থাকব। লোকসভার ভোটের প্রতিটি পর্বে সবাই ঘুম থেকে ওঠার আগে, সকাল ৬টা থেকে আমি রাস্তায় থাকব।’ একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচির ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। এরপর একাধিকবার কোচবিহার সাক্ষী থেকেছে রাজনৈতিক হিংসার। তাই এবারের লোকসভা ভোটের দিন কোচবিহারের বাস্তব চিত্র কেমন থাকছে, তা দেখতেই সেখানে যেতেন রাজ্যপাল। তবে বুধবার বিকেলে কমিশনের চিঠির পর তাঁর সেই উদ্যোগ অনিশ্চিত হয়ে পড়ল। এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, রাজ্যপাল আসলে তার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। এক্ষেত্রে ভোটের দিন সমস্যা তৈরি হতে পারে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা পালন করতে পারলে ভালো হয়। যদিও বা নির্বাচন কমিশন কে কেন্দ্রীয় সরকারের এজেন্সি বলেই কটাক্ষ করেছেন তিনি। প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু মন্তব্য করে বলেন, রাজ্যপাল কোচবিহারে আসলে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে ভোট হত।

তারাপীঠে পুজো দিয়ে বীরভূম জেলায় সাংগঠনিক সভা করলেন অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে নেতাকর্মীদের নিয়ে এক রুদ্ধদ্বার কর্মী সম্মেলনের আয়োজন করেছিলেন আর সেখানেই কড়া বার্তা দেন তিনি। এদিন অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়।অনুব্রত মণ্ডল যদি বিজেপিতে যেতেন, তাহলে তিনি তুলসী পাতায় ভেসে যেতেন, কিন্তু তিনি জেলে। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলের ফল খারাপ হলে কাউকে ছাড় দেওয়া হবে না।ফের লোকসভা কেন্দ্রে বোলপুর ও বীরভূম জিততে মরিয়া তৃণমূল-কংগ্রেস। তাই এ দিন তারাপীঠে দলের কোর কমিটির সদস্যসহ প্রায় ১৭৩ নেতার সঙ্গে সম্মেলন করেন এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক মা তারার মন্দিরে পূজা দেন।অনুব্রত মণ্ডলকে ছাড়া বীরভূমের সংগ্রাম কতটা কঠিন? এমন প্রশ্নে তিনি বলেন,যেভাবে অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্বশর্মা,নারায়ণ রানে গেলেন,অনুব্রত গেলে ধোয়া তুলসি পাতা হয়ে যেত।অনুব্রত মন্ডলও এতদিন জেলে।বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ,বিহার থেকে গরু পাচার হচ্ছে।কিভাবে? ইডি-সিবিআই শেষ কথা নয়, গণতন্ত্রে সাধারণ মানুষেই শেষ কথা।কর্মী সভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের আগে পদ থেকে সরানো হলো সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্রের স্বামী কলকাতা পুলিশের ডিসি সৌম্য রায় কে

প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) সৌম্য রায়কে। তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের স্বামী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও সৌম্য রায় কে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানো হয়েছিল। লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন তাঁকে পদ থেকে সরানোর কথা জানিয়েছে।কমিশনের তরফে সৌম্য রায় কে সরানোর কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, অবিলম্বে আইপিএস সৌম্য রায় কে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের (বেহালা) ডিসি পদ থেকে সরিয়ে কোনও অ-নির্বাচনী পদে রাখতে হবে। তাঁকে যে পদে বদলি করা হবে, তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনও সম্পর্ক থাকবে না।কমিশন আরও জানিয়েছে, সৌম্যের বদলির ফলে যে পদ খালি হবে, তা পূরণের জন্য তিন জন যোগ্য আধিকারিকের নাম পাঠাতে হবে রাজ্যকে। ৩রা এপ্রিল দুপুর ৩টের মধ্যে রাজ্যের কাছ থেকে ওই তিনটি নাম চেয়েছে কমিশন।

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী। শীতলকুচি "আপনারা কি আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনা ভুলে গেছেন?"২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচি কান্ডের স্মৃতি উসকে দিয়ে শীতলকুচির মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে শীতলকুচির সভা মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে চোর আখ্যা দিয়ে বলেন,"কোচবিহারের একটা ভাওয়াইয়া গান আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে! এই গানের প্রকৃত অর্থ একমাত্র পিসি বলতে পারবে।"তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের যত নেতা মন্ত্রী বর্তমানে বিচারাধীন হিসেবে রয়েছেন তার কারণে পিসির মন খারাপ, তাই তিনি আজকাল ভাওয়াইয়া গানের সেই বগার অবস্থা হয়েছে। এদিন সবাই মঞ্চ থেকে তুমি স্লোগান তোলেন এইবার ৪০০ পার। আরো একবার মোদি সরকার। এদিন নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন প্রার্থী নিশীথ প্রামাণিক, জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং বিধায়করা। এদিন বক্তব্যের মাঝে তিনি উপস্থিত শ্রোতা কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্য সরকার ভাতা দিয়ে মহিলাদের মুখ আটকে রাখতে চাইছে। তাদের ক্ষমতায়ন তো দূরের কথা স্বীকৃতি পর্যন্ত দিচ্ছে না। দিন প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে নারী লাঞ্ছনার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সভায় মহিলাদের উপস্থিতি কে ধন্যবাদ জানান তিনি। ২০২১ লোকসভা নির্বাচনে যেরকম কোচবিহারের নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছিল বিজেপি সেই একইভাবে লোকসভা নির্বাচনে যাদের নিজেদের আসন পুনরায় তারা নিজেদের হাতেই রাখতে পারে সেই আবেদন রেখে তিনি তার বক্তব্য শেষ করেন।

রাশিফল

রাশিফল বুধবার ২৮ জুন ২০২৩

বুধবার ২৮ জুন ২০২৩ আজ জন্মদিন হলে আপনার রাশি কর্কট। আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও রবি। ২৮ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর রবির প্রভাব বেশি। আপনার শুভ সংখ্যা ঃ ১,১০,১৯,২৮। শুভ গ্রহ ও বার ঃ রবি ও সোম। শুভ রতœ : মুক্তা ও রুবী। আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ সাদা ও কমলা বর্ণের পোশাকে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। আজকের দিনের শুভ সময় ঃ সকাল: ৮:১২-১১:৪৫ দুপুর: ২:২৫-৫:৫৯, রাত: ৬:৫২-১০:১৫, ১২:৩৩-১:৫৯ এর মধ্যে। চন্দ্রাবস্থান ঃ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। ১০মী তিথি রাত: ১১:৩২ পর্যন্ত পরে ১১শী তিথি চলবে। আজকের দিনের নিষিদ্ধ খাদ্য ঃ আজ রাত: ১১:৩২ পর্যন্ত কলমিশাক পরে শিম খাওয়া নিষেধ। মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল) ঃ আজ সবার আগে মাথা ঠান্ডা রাখতে হবে। একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে আপনাকে অনেক বেশি ধৈর্য্যশালী হতে হবে। মুখে লাগাম টানতে পারলে আজ সকল কাজেই সাফল্য লাভের আশা। বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) ঃ আজকের দিনটি কাজের লোকের সাথে জটিলতা বৃদ্ধির। এ সময়ে কোনো কাজে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। একটু সতর্ক হয়ে চলতে হবে। রাগ ও জেদ এড়িয়ে চলতে হবে। মিথুন রাশি (২১ মে - ২০ জুন) ঃ সন্তানের সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। মতাণৈক্য আজ আপনাকে খুব ভোগাবে। প্রেম ভালোবাসায় ন্যাকামো আপনার পছন্দ হবে না। ফলে আজ প্রেমের টানাপোড়ন মোকাবেলা করতে হবে। কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) ঃ আত্মীয় স্বজনের আচরনে হতবাক হতে হবে। কোনো আত্মীয়র সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। গৃহস্থালী কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন। মায়ের সাথে মতাণৈক্যে জড়িয়ে পড়বেন। সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগষ্ট) ঃ আজকের দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগে সফল হবেন। ই-কমার্সে অর্ডার কারিরা কিছুট উদ্বিগ্ন হতে পারেন। সময় মতো ডেলিভারী না পাওয়ার আশঙ্কা দেখা দেবে। ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর) ঃ আজকের দিনটি খাদ্য ব্যবসায়ীদের রহস্যজনক আয় রোজগারে অগ্রগতির। তবে অবশ্যই অনৈতিক পন্থা এড়িয়ে চলুন। পূর্বের দেওয়া ওয়াদা রক্ষা করা কঠিন হতে পারে। আয় রোজগারের জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) ঃ আজ ভুল বুঝাবুঝির শিকার হবেন। সকলেই আপনার উপর দোষ চাপাতে ব্যস্ত থাকবে। ধৈর্য্যর সাথে জটিলতা এড়িয়ে চলতে হবে। দাম্পত্য অশান্তি ও অংশিদারী ব্যবসায় জটিলতা বাড়তে পারে। বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০নভেম্বর) ঃ আজ রহস্যজনক ভাবে কিছু অর্থ হানি বা হারিয়ে যেতে পারে। প্রবাসী কারো সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পরিবহন ব্যবসায়ীরা রহস্যজনক প্রশাসনিক জটিলতায় ভুগবেন। ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) ঃ দিনটি বন্ধুদের সাথে খুব একটা ভালো যাবে না। কোনো বন্ধুর সাথে ঝামেলা দেখা দেবে। আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক পথের আশ্রয় নিতে হবে। বড় ভাই বোনের সাথে বিরোধের ভয়। মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি) ঃ আজ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির দিন। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। রাজণৈতিক ব্যক্তির সাথে জটিলতা এড়িয়ে চলতে হবে। পিতার সাথে ভুল বুঝাবুঝি এড়াতে হবে। কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি) ঃ জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য লাভের দিন। বিদেশী প্রতিষ্ঠানে কর্মরতদের দিনটি ঝামেলা পূর্ণ হতে পারে। শিক্ষা ও গবেষণামূলক কাজে অর্থ লাভের যোগ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ঃ রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। পুলিশী হয়রাণির বিষয়ে সতর্ক থাকবেন। পাওনাদারের টাকা পরিশোধ করার চাপ বৃদ্ধি পাবে। সাংসারিক কাজের জন্য কিছু টাকা ধার করতে হবে।

রাশিফল মঙ্গলবার ২৭ জুন ২০২৩

মঙ্গলবার ২৭ জুন ২০২৩ আজ জন্মদিন হলে আপনার রাশি কর্কট। আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। ২৭ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর মঙ্গলের প্রভাব বেশি। আপনার শুভ সংখ্যা ঃ ৯,১৮,২৭। শুভ গ্রহ ও বার ঃ সোম ও মঙ্গল। শুভ রতœ : মুক্তা ও রক্তপ্রবাল। আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ সাদা ও লাল বর্ণের পোশাকে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম ঃ সকাল: ৫:২৬-৮:১২, ৯:৫৯-১২:৩৯, বিকাল: ৩:১৯-৫:৫৯ রাত: ৬:৫২-৭:৩৫, ৮:৫৯-১০:২৫, ১২:৩৩-২:৪১ পর্যন্ত। চন্দ্রের অবস্থান ঃ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। ৯মী তিথি রাত: ১১:১৫ পর্যন্ত পরে ১০মী তিথি চলবে। মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল) ঃ আজকের দিনটি ব্যস্ততায় কেটে যাবে। শরীর স্বাস্থ্যর প্রতি খুব সতর্ক থাকবেন। আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না। ব্যবসায়ীক কাজে আজ আশানুরুপ আয় রোজগার হবে না। কারো সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) ঃ সাংসারিক ক্ষেত্রে সন্তানের সাহায্য লাভের আশা। প্রেম ভালোবাসায় সফল হতে পারবেন। শিল্পী ও কলাকুশলীদের আজ নতুন কাজের সুযোগ আসবে। সৃজনশীল পেশাজীবীদের বকেয়া টাকা আদায়ের যোগ। মিথুন রাশি (২১ মে - ২০ জুন) ঃ পারিবারিক কাজে ব্যস্ত থাকতে হবে। গবাদিপশু ক্রয় বিক্রয়ে ভালো লাভের আশা। গৃহে আত্মীয় সমাগমের যোগ প্রবল। আজ যানবাহন মেরামতে অর্থ ব্যয় হবে। কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) ঃ দিনের শুরুতেই বিদেশ থেকে ভালো সংবাদ আশা করতে পারেন। যোগাযোগ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। অনলাইন ক্রয় বিক্রয়ে ভালো অর্ডার লাভের আশা। সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট) ঃ আজ বকেয়া টাকা আদায়ে সফল হবেন। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত রোজগার হবে। খাদ্য ও পানিয় ব্যবসায়ীদের লাভের দিন। বাড়িতে শ্যালক শ্যালিকার আগমন হবে। কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর) ঃ দিনটি আপনার ব্যস্ততায় কাটবে। কোরবাণীর পশু ক্রয়ে ঘুড়বেন হাট থেকে হাটে। আজ মাথা ঠান্ডা রেখে কার করতে হবে। কোনো অবস্থাতেই জটিলতায় জড়ানো যাবে না। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) ঃ দূরের যাত্রায় সতর্ক হতে হবে। কোনো অবস্থাতেই ঝুঁকি নিতে যাবেন না। পরিবহন ব্যবসায়ীদের ভালো আয় রোজগারের যোগ। প্রবাসীদের বাড়িতে আগমনের যোগ। বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর) ঃ দিনটি বড় ভাই বোনের সাহায্য লাভ। বন্ধুদের সাথে ঘুড়াঘুড়ি করতে পারেন কোরবানির হাটে। বড় বোনের বিয়ে শাদীর আলোচনায় অগ্রগতি হবে। ব্যবসায়ীক কাজে ভালো আয় রোজগারের আশা। ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) ঃ আজকের দিনটি সামাজিক ও দাতব্য কাজে ব্যস্ততার। জনসংযোগ বৃদ্ধি পাবে। রাজণৈতিক নেতা কর্মীদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ পাবেন। পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে। প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) ঃ ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হতে পারবেন। বিনোদনের জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আজ বিদ্যার্থীদের স্বদেশে আগমনের যোগ। শিক্ষকের সাথে দেখা করার সুযোগ আসবে। কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ঃ দূর্ঘটনা এড়িয়ে চলতে হবে। আর্থিক সঙ্কট মোকাবেলায় কিছু অর্থ ধার করতে পারেন। পাওনাদারের টাকা পরিশোধ করতে চেষ্টা করুন। কোনো অবস্থাতেই অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো খেলায় অংশ নেওয়া ঠিক নয়। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ঃ দিনটি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে আজ আশানুরুপ আয় রোজগার হবে। অবিবাহিতদের হটাৎ করেই বিয়ের পীড়িতে বসতে হতে পারে।




Follow us on                  

About Us
Lokepaksha Digital, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 9002131222
WhatsApp : 9002131222
Email : info@lokepakshadigital.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy