2024-05-16 | রাজ্য,দেশ,কলকাতা,খবর,,,,, | লোকপক্ষ ডিজিটাল
কয়েকদিন হল উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গের কোন কোন জেলায় এখনো বৃষ্টিপাত এইভাবে শুরু হয়নি। আজ দুপুরে হঠাৎ আকাশ কালো করে ঝড় এবং বৃষ্টি শুরু হয় মালদহে। যদিও আবহাওয়া দপ্তর আগের থেকেই সাবধান করে দিয়েছিল, যাতে ঝড়ের সময় কেউ বাইরে বের না হয়। আবহাওয়া দপ্তরের কাছে খবর ছিল, এই ঝড়ে প্রচন্ড বজ্রবিদ্যুৎ পড়বে ওই এলাকায়। কিন্তু তবুও আম কুড়োতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় তিন জন শিশু ও দুইজন যুবকের। এছাড়াও ওই একই কারণে মৃত্যু হয় আরো ছয়জনের। বাজ পড়ে মৃত চন্দন সাহানি 40, রাজ মৃধা 16 মনোজিৎ মন্ডল 21। গাজোল এলাকার আদিনা তে বাজ পড়ে মৃত্যু হয়েছে অসিত সাহা 19 নামে একটি ছাত্রের। ওই ছাত্র একাদশ শ্রেণীতে পড়ে। এছাড়াও মৃত্যু হয়েছে ইংরেজ বাজারের পঙ্কজ মন্ডল 28 ও সুইতারা বিবির। এরপরে আরো ছয়জনের মৃত্যুর খবর আসে। যদিও সেই ছয়জনের নাম এখনো জানা যায়নি।