2023-06-28 | রাশিফল | লোকপক্ষ ডিজিটাল
বুধবার ২৮ জুন ২০২৩ আজ জন্মদিন হলে আপনার রাশি কর্কট। আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও রবি। ২৮ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর রবির প্রভাব বেশি। আপনার শুভ সংখ্যা ঃ ১,১০,১৯,২৮। শুভ গ্রহ ও বার ঃ রবি ও সোম। শুভ রতœ : মুক্তা ও রুবী। আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ সাদা ও কমলা বর্ণের পোশাকে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। আজকের দিনের শুভ সময় ঃ সকাল: ৮:১২-১১:৪৫ দুপুর: ২:২৫-৫:৫৯, রাত: ৬:৫২-১০:১৫, ১২:৩৩-১:৫৯ এর মধ্যে। চন্দ্রাবস্থান ঃ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। ১০মী তিথি রাত: ১১:৩২ পর্যন্ত পরে ১১শী তিথি চলবে। আজকের দিনের নিষিদ্ধ খাদ্য ঃ আজ রাত: ১১:৩২ পর্যন্ত কলমিশাক পরে শিম খাওয়া নিষেধ। মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল) ঃ আজ সবার আগে মাথা ঠান্ডা রাখতে হবে। একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে আপনাকে অনেক বেশি ধৈর্য্যশালী হতে হবে। মুখে লাগাম টানতে পারলে আজ সকল কাজেই সাফল্য লাভের আশা। বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) ঃ আজকের দিনটি কাজের লোকের সাথে জটিলতা বৃদ্ধির। এ সময়ে কোনো কাজে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। একটু সতর্ক হয়ে চলতে হবে। রাগ ও জেদ এড়িয়ে চলতে হবে। মিথুন রাশি (২১ মে - ২০ জুন) ঃ সন্তানের সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। মতাণৈক্য আজ আপনাকে খুব ভোগাবে। প্রেম ভালোবাসায় ন্যাকামো আপনার পছন্দ হবে না। ফলে আজ প্রেমের টানাপোড়ন মোকাবেলা করতে হবে। কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) ঃ আত্মীয় স্বজনের আচরনে হতবাক হতে হবে। কোনো আত্মীয়র সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। গৃহস্থালী কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন। মায়ের সাথে মতাণৈক্যে জড়িয়ে পড়বেন। সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগষ্ট) ঃ আজকের দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগে সফল হবেন। ই-কমার্সে অর্ডার কারিরা কিছুট উদ্বিগ্ন হতে পারেন। সময় মতো ডেলিভারী না পাওয়ার আশঙ্কা দেখা দেবে। ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর) ঃ আজকের দিনটি খাদ্য ব্যবসায়ীদের রহস্যজনক আয় রোজগারে অগ্রগতির। তবে অবশ্যই অনৈতিক পন্থা এড়িয়ে চলুন। পূর্বের দেওয়া ওয়াদা রক্ষা করা কঠিন হতে পারে। আয় রোজগারের জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) ঃ আজ ভুল বুঝাবুঝির শিকার হবেন। সকলেই আপনার উপর দোষ চাপাতে ব্যস্ত থাকবে। ধৈর্য্যর সাথে জটিলতা এড়িয়ে চলতে হবে। দাম্পত্য অশান্তি ও অংশিদারী ব্যবসায় জটিলতা বাড়তে পারে। বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০নভেম্বর) ঃ আজ রহস্যজনক ভাবে কিছু অর্থ হানি বা হারিয়ে যেতে পারে। প্রবাসী কারো সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পরিবহন ব্যবসায়ীরা রহস্যজনক প্রশাসনিক জটিলতায় ভুগবেন। ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) ঃ দিনটি বন্ধুদের সাথে খুব একটা ভালো যাবে না। কোনো বন্ধুর সাথে ঝামেলা দেখা দেবে। আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক পথের আশ্রয় নিতে হবে। বড় ভাই বোনের সাথে বিরোধের ভয়। মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি) ঃ আজ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির দিন। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। রাজণৈতিক ব্যক্তির সাথে জটিলতা এড়িয়ে চলতে হবে। পিতার সাথে ভুল বুঝাবুঝি এড়াতে হবে। কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি) ঃ জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য লাভের দিন। বিদেশী প্রতিষ্ঠানে কর্মরতদের দিনটি ঝামেলা পূর্ণ হতে পারে। শিক্ষা ও গবেষণামূলক কাজে অর্থ লাভের যোগ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ঃ রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। পুলিশী হয়রাণির বিষয়ে সতর্ক থাকবেন। পাওনাদারের টাকা পরিশোধ করার চাপ বৃদ্ধি পাবে। সাংসারিক কাজের জন্য কিছু টাকা ধার করতে হবে।