2023-06-27 | রাশিফল | লোকপক্ষ ডিজিটাল
মঙ্গলবার ২৭ জুন ২০২৩ আজ জন্মদিন হলে আপনার রাশি কর্কট। আপনার উপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। ২৭ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর মঙ্গলের প্রভাব বেশি। আপনার শুভ সংখ্যা ঃ ৯,১৮,২৭। শুভ গ্রহ ও বার ঃ সোম ও মঙ্গল। শুভ রতœ : মুক্তা ও রক্তপ্রবাল। আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ সাদা ও লাল বর্ণের পোশাকে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম ঃ সকাল: ৫:২৬-৮:১২, ৯:৫৯-১২:৩৯, বিকাল: ৩:১৯-৫:৫৯ রাত: ৬:৫২-৭:৩৫, ৮:৫৯-১০:২৫, ১২:৩৩-২:৪১ পর্যন্ত। চন্দ্রের অবস্থান ঃ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করবে। ৯মী তিথি রাত: ১১:১৫ পর্যন্ত পরে ১০মী তিথি চলবে। মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল) ঃ আজকের দিনটি ব্যস্ততায় কেটে যাবে। শরীর স্বাস্থ্যর প্রতি খুব সতর্ক থাকবেন। আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না। ব্যবসায়ীক কাজে আজ আশানুরুপ আয় রোজগার হবে না। কারো সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) ঃ সাংসারিক ক্ষেত্রে সন্তানের সাহায্য লাভের আশা। প্রেম ভালোবাসায় সফল হতে পারবেন। শিল্পী ও কলাকুশলীদের আজ নতুন কাজের সুযোগ আসবে। সৃজনশীল পেশাজীবীদের বকেয়া টাকা আদায়ের যোগ। মিথুন রাশি (২১ মে - ২০ জুন) ঃ পারিবারিক কাজে ব্যস্ত থাকতে হবে। গবাদিপশু ক্রয় বিক্রয়ে ভালো লাভের আশা। গৃহে আত্মীয় সমাগমের যোগ প্রবল। আজ যানবাহন মেরামতে অর্থ ব্যয় হবে। কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) ঃ দিনের শুরুতেই বিদেশ থেকে ভালো সংবাদ আশা করতে পারেন। যোগাযোগ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। অনলাইন ক্রয় বিক্রয়ে ভালো অর্ডার লাভের আশা। সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট) ঃ আজ বকেয়া টাকা আদায়ে সফল হবেন। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত রোজগার হবে। খাদ্য ও পানিয় ব্যবসায়ীদের লাভের দিন। বাড়িতে শ্যালক শ্যালিকার আগমন হবে। কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর) ঃ দিনটি আপনার ব্যস্ততায় কাটবে। কোরবাণীর পশু ক্রয়ে ঘুড়বেন হাট থেকে হাটে। আজ মাথা ঠান্ডা রেখে কার করতে হবে। কোনো অবস্থাতেই জটিলতায় জড়ানো যাবে না। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) ঃ দূরের যাত্রায় সতর্ক হতে হবে। কোনো অবস্থাতেই ঝুঁকি নিতে যাবেন না। পরিবহন ব্যবসায়ীদের ভালো আয় রোজগারের যোগ। প্রবাসীদের বাড়িতে আগমনের যোগ। বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর) ঃ দিনটি বড় ভাই বোনের সাহায্য লাভ। বন্ধুদের সাথে ঘুড়াঘুড়ি করতে পারেন কোরবানির হাটে। বড় বোনের বিয়ে শাদীর আলোচনায় অগ্রগতি হবে। ব্যবসায়ীক কাজে ভালো আয় রোজগারের আশা। ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) ঃ আজকের দিনটি সামাজিক ও দাতব্য কাজে ব্যস্ততার। জনসংযোগ বৃদ্ধি পাবে। রাজণৈতিক নেতা কর্মীদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ পাবেন। পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে। প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) ঃ ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হতে পারবেন। বিনোদনের জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আজ বিদ্যার্থীদের স্বদেশে আগমনের যোগ। শিক্ষকের সাথে দেখা করার সুযোগ আসবে। কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ঃ দূর্ঘটনা এড়িয়ে চলতে হবে। আর্থিক সঙ্কট মোকাবেলায় কিছু অর্থ ধার করতে পারেন। পাওনাদারের টাকা পরিশোধ করতে চেষ্টা করুন। কোনো অবস্থাতেই অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো খেলায় অংশ নেওয়া ঠিক নয়। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ঃ দিনটি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে আজ আশানুরুপ আয় রোজগার হবে। অবিবাহিতদের হটাৎ করেই বিয়ের পীড়িতে বসতে হতে পারে।