2024-07-28 | কোচবিহার,খবর | লোকপক্ষ ডিজিটাল
দিনহাটা: ফের জমি সংক্রান্ত বিবাদে আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত নাজিরহাট অঞ্চলের কুমারগঞ্জ বাদাইটারী এলাকায়। মামা আজিজুল মিয়া ভাগ্নে আফসার উদ্দিন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আফসার উদ্দিন মিয়ার হাত এবং ঘাড় ভীষণভাবে জখম হয়। পরিবারের লোকজন তাকে দিনহাটা হাসপাতালে নিয়ে যায়। আজিজুল মিয়ার সঙ্গে ছিল নাসির উদ্দিন মিয়া নামের এক ব্যক্তি। এলাকার লোকজন এসে গেলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।