2024-04-01 | কোচবিহার,রাজ্য,দেশ,কলকাতা,খবর,রাজনীতি | লোকপক্ষ ডিজিটাল
কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী। শীতলকুচি "আপনারা কি আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনা ভুলে গেছেন?"২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচি কান্ডের স্মৃতি উসকে দিয়ে শীতলকুচির মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে শীতলকুচির সভা মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে চোর আখ্যা দিয়ে বলেন,"কোচবিহারের একটা ভাওয়াইয়া গান আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে! এই গানের প্রকৃত অর্থ একমাত্র পিসি বলতে পারবে।"তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের যত নেতা মন্ত্রী বর্তমানে বিচারাধীন হিসেবে রয়েছেন তার কারণে পিসির মন খারাপ, তাই তিনি আজকাল ভাওয়াইয়া গানের সেই বগার অবস্থা হয়েছে। এদিন সবাই মঞ্চ থেকে তুমি স্লোগান তোলেন এইবার ৪০০ পার। আরো একবার মোদি সরকার। এদিন নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন প্রার্থী নিশীথ প্রামাণিক, জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং বিধায়করা। এদিন বক্তব্যের মাঝে তিনি উপস্থিত শ্রোতা কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্য সরকার ভাতা দিয়ে মহিলাদের মুখ আটকে রাখতে চাইছে। তাদের ক্ষমতায়ন তো দূরের কথা স্বীকৃতি পর্যন্ত দিচ্ছে না। দিন প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে নারী লাঞ্ছনার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সভায় মহিলাদের উপস্থিতি কে ধন্যবাদ জানান তিনি। ২০২১ লোকসভা নির্বাচনে যেরকম কোচবিহারের নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছিল বিজেপি সেই একইভাবে লোকসভা নির্বাচনে যাদের নিজেদের আসন পুনরায় তারা নিজেদের হাতেই রাখতে পারে সেই আবেদন রেখে তিনি তার বক্তব্য শেষ করেন।