2024-04-25 | রাজ্য,দেশ,কলকাতা,খবর,,,,,,,, | লোকপক্ষ ডিজিটাল
রাত পোহালেই দার্জিলিং লোকসভা আসনে ভোট। তার আগের রাতে কয়েক ঘন্টা আগেই এক লক্ষাধিকে বেশি টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের এসএসটি টিম। শিলিগুড়ি থানার অধীনে জলপাই মোড় এলাকায় নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় ধ্রুবজ্যোতি সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ৯১ হাজার ৪০০ টাকা উদ্ধার করে এসএসটি টিম। জানা যায় তার বাড়ি এক নং ডাবগ্রাম এলাকায়। ওই ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করার সময় পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রয়োজনীয় নথি চাইলে সেই ব্যক্তি প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি বলে সূত্রের খবর। রাত পোহালেই লোকসভা ভোট দার্জিলিং লোকসভা আসনে তার আগে টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে শহরজুড়ে।