2023-09-07 | রাজ্য | লোকপক্ষ ডিজিটাল
আবির ভট্টাচার্য, জলপাইগুড়ি: বিপুল পরিমাণের গাঁজা আটক করলো জলপাইগুড়ি জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির আসাম মোড় এলাকা থেকে একটি ট্রাক আটক করে ৩৪৫ কেজি নিষিদ্ধ গাজা, উদ্ধার করে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খোন্ডয়াল বলেন, মোট ১৭টি সিল করা প্যাকেটের মধ্যে প্রায় ৩৪৫ কেজি নিষিদ্ধ গাঁজা ত্রিপুরা থেকে বিহারের পাটনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সেসময় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই চৌদদ চাকার গাড়িটিকে আটক করে গাঁজা উদ্ধার করে। পাশাপাশি শিবকুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এনডিপিএস আইনের সুনির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে বলে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খন্ডয়াল জানান ।