2023-06-19 | কোচবিহার | লোকপক্ষ ডিজিটাল
বৃষ্টির জমা জলে ভোগান্তির মধ্যে পড়েছেন অন্দরান ফুলবাড়ী এক গ্রাম পঞ্চায়েতের ৯/১৯৬ নং বুথের ইটভাটা কলোনি এলাকার বেশ কিছু পরিবার।অভিযোগ,এলাকায় নিকাশী নালা ব্যবস্থা না থাকায় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। বাধ্য হয়ে রাস্তার উপর এক হাঁটু জল পেড়িয়ে যাতায়াত করতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতে তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও রাস্তার কাজ করা হয়নি। সামান্য বৃষ্টি হলেই জল রাস্তায় উপচে পড়ে। রাস্তায় হাঁটু সমান জল জমে থাকে ঘণ্টার পরে ঘণ্টা। আন্দরান ফুলবাড়ী এক গ্রাম পঞ্চায়েতের ইঁট ভাটা কলোনি এলাকার বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে।গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয়দের একাংশ।