2023-10-23 | দেশ | লোকপক্ষ ডিজিটাল
লোকপক্ষ ডিজিটাল: নবমীতে ক্রীড়াপ্রেমীদের জন্য দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বিষন সিং বেদী। ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতীয় দলের জার্সিতে ৬৭টি টেস্ট ও ১০টি ওডিআই খেলেছেন বেদী। টেস্টে নিয়েছেন ২৬৬টি উইকেট। ওয়ানডে ফরম্যাটে তাঁর উইকেটের সংখ্যা ৭টি। মনসুর আলি খান পাতৌদির পর ১৯৭৬ সালে ভারতের অধিনায়ক হয়েছিলেন বেদী। তাঁর অবসরের পরেই জাতীয় দলের নেতৃত্বের পদ পান সুনীল গাভাসকর। ভারতের স্পিন আক্রমণের উত্থানে বড় ভূমিকা পালন করেছিলেন বেদী। সত্তর ও আশির দশকে ভারতীয় দলের মূল হাতিয়ার ছিলেন তিনি। ভারতের প্রথম ওডিআই ম্যাচ জয়ের নায়ক হয়েছিলেন বেদী। ১৯৭৫ সালের বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভারে আটটি মেডেন-সহ মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর দাপটেই পূর্ব আফ্রিকাকে ১২০ রানে আটকাতে পেরেছিল ভারত। সেই নক্ষত্রই আজ ইহলোক ত্যাগ করলেন।