2023-07-16 | কোচবিহার | লোকপক্ষ ডিজিটাল
তুফানগঞ্জ :::রায়ডাক নদীর পাড় ভাঙ্গনে আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। ঘটনাটি তুফানগঞ্জ ২ ব্লকের বারোকোদালি ১ গ্রাম পঞ্চায়েতের লাঙ্গল গ্রাম পশ্চিম বাঁধের পাড় ৯/১৫৭ নং এলাকার।গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রায়ডাক নদীর জলস্ফীতি অনকটাই বেড়েছে।ইতিমধ্যেই দুটো ইলেকট্রিক পোল নদীগর্ভে চলে গেছে।ফলে নদীর পাড় ভাঙ্গনে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি দ্রুত পাথরের বাঁধ তৈরি করা হোক এখানে। এলাকার স্থানীয় বাসিন্দা কার্তিক দাস, সুশান্ত দাস বলেন, বর্ষা শুরুর মুখেই নদীর পাড় বাঁধে ভাঙন শুরু হয়।গত কয়েকদিনের বৃষ্টিতে পাড় বাঁধের প্রায় ৭০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে।এই পাড় বাঁধ দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। এক প্রকার ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে আমাদের। প্রশাসনের কাছে পাথরের বাঁধের দাবি জানিয়েছেন তারা।