2023-06-13 | কোচবিহার,রাজনীতি | লোকপক্ষ ডিজিটাল
১০০ দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার টাকা, নিত্য প্রয়োজনীয় যোগ্য মূল্যের বৃদ্ধি সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এনে ধরনা বিক্ষোভ করলেন না কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কোচবিহার ঘাস বাজার এলাকায় এই বিক্ষোভ অবস্থানের নেতৃত্ব দেন জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব। সুচিস্মিতা দেবী বলেন, দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চনা করে আসছে। যার মধ্যে প্রথম এবং প্রধান হলো ১০০ দিনের কাজের টাকা না দেওয়া। একশ দিনের কাজের টাকা সাংবিধানিক অধিকার সাধারণ মানুষের। দিনের পর দিন কাজ করেও প্রায় আড়াই বছর থেকে এই টাকা পাচ্ছে না সাধারণ মানুষ। পাশাপাশি রয়েছে আবাস যোজনার টাকা। সর্বোপরি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মহিলারা যারা সংসার চালান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যতটা মূল্য বৃদ্ধি বিগত দিনে হয়েছে তা সরাসরি আঘাত হেরেছে বাংলার রান্নাঘরে। অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলিতে দৃষ্টিপাত না করলে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হবে বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস।