2024-03-24 | কোচবিহার | লোকপক্ষ ডিজিটাল
লোকপক্ষ ডিজিটাল: উন্নয়নে শামিল হতে চান তৃণমূলে যোগ বাম পঞ্চায়েত প্রার্থী। ফের ভাঙ্গন বাম শিবিরে। আজ কোচবিহারে ১ নং ব্লকের অন্তর্গত মোয়ামারি অঞ্চলের 4/4 নং বুথের বামফ্রন্টের পঞ্চায়েত পদপ্রার্থী খয়বরউদ্দিন মিঞা উন্নয়নের শামিল হতে তৃণমূল কংগ্রেস এ যোগদান করলেন । আজকের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি মাধবী নাগ ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। তৃণমূলে যোগদানের পর খয়বর উদ্দিন মিয়া জানান, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে মুগ্ধ হয়ে এবার তিনি তৃণমূলে যোগদান করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকার প্রতিশ্রুতিও দেন।