2023-08-07 | রাজ্য,দেশ, | লোকপক্ষ ডিজিটাল
আবির ভট্টাচার্য, লোকপক্ষ ডিজিটাল, ডুয়ার্স : নদী পেরোনোর সময় ভেসে গিয়ে মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া এই গন্ডার শাবকটিকে উদ্ধার করা হলেও এদিন সেটির মৃত্যু হল। মায়ের সাথে নদী পেরোতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে এই শাবকটি জলঢাকা নদীর তীব্র স্রোতে ভেসে গিয়েছিল। বন দপ্তরের খুনিয়া ও গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা জলঢাকা নদীর ধার থেকে ওই শাবকটিকে উদ্ধার করেন। শাবকটিকে মায়ের কাছে ফিরিয়ে দিতে বনদপ্তর তার মায়ের খোঁজে অভিযানও শুরু করেছিল। শাবকটির পরিচর্যার জন্য শনিবার বিকেলে সেটিকে নাথুয়া রেঞ্জের জঙ্গল থেকে জলদাপাড়ার হলং পিলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। তবে বনদপ্তরের সব চেষ্টাকে ব্যার্থ করে রবিবার সকালে এক মাসেরও কম বয়সী গন্ডার শাবকটির মৃত্যু হল। নদীর জলে হাবুডুবু খাওয়ার সময় শাবকটির পেটে প্রচুর বালু ঢুকে গিয়েছিল, যার জেরেই শাবকটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।