2023-06-07 | দিনহাটা ,, | লোকপক্ষ ডিজিটাল
দিনহাটা:: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, ১০০ দিনের কাজের টাকা, মহিলা কুস্তিগীরদের শ্রীলতাহানির প্রতিবাদ, বাংলায় গাঁজা,অস্ত্র ও সমাজ বিরোধীদের বিজেপি আশ্রয় দেওয়ার অভিযোগে মঙ্গলবার দিনহাটায় এক মহা মিছিল এর আয়োজন হয়। দিনহাটা এবং সিতাই বিধানসভা একত্রে এই মহা মিছিল অনুষ্ঠিত হয়েছে। দিনহাটা সংহতি ময়দান থেকে শুরু হয়ে দিনহাটা রাজপথ পরিক্রমা করে পুনরায় সংহতি ময়দানে এসে এই মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সিতাই এর বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া, জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, বর্ষীয়ান নেতা আব্দুল জলিল আহমেদ, তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় সহ একাধিক নেতৃত্ব। এদিনের মিছিলে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দুই বিধানসভা একত্রে মিছিল করে জেলা নেতৃত্বের উপস্থিতিতে বুঝিয়ে দিলাম আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য, বিজেপি প্রার্থী দিতে পারবেনা।।
https://www.facebook.com/LOKEPAKSHA/videos/1715075095616696