2023-06-09 | কোচবিহার,,, | লোকপক্ষ ডিজিটাল
অভাবের তাড়নায় এবার স্বামী স্ত্রীর একসঙ্গে মৃত্যুর অভিযোগ উঠল। পেটে খিদের জ্বালা সহ্য করতে না পেরেই কী আত্মহনরের পথ বেছে নিয়েছে দরিদ্র স্বামী স্ত্রী ? পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েতের পলাশতলার ঘটনার পর এই প্রশ্নই বড়ো করে দেখা দিয়েছে। এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক দম্পত্তির।খুন নাকি অন্য কিছু তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ অবশ্য ঘটনাস্থল থেকে একটি আপত্তিকর অস্ত্রও উদ্ধার করেছে বলে জানিয়েছে। শুক্রবার সকালে পারিবারের অন্যান্য সদস্যরা দেখতে পান ওই দম্পতির নিথর দেহ পড়ে রয়েছে শোবার ঘরের মধ্যেই। এরপর ছুটে আসেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ ও কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাজকুমার হরিজন (৩৫), তার স্ত্রীর নাম মঞ্জুলা হরিজন (২৬)। তাদের দুইজন কন্যাসন্তান রয়েছে। মৃত যুবকের পরিবার সুত্রে জানা গেছে, রাজকুমার হরিজন পেশায় একজন মুচি। কিন্তু সেই কাজে রোজগার কমে এসেছে। রোজগার নিয়ে স্বামী,স্ত্রীর মধ্যে ঝামেলা চলত বলে জানা গিয়েছে। এই নিয়ে মাঝেমধ্যেই গৃহবধূকে বাপের বাড়িও চলে যেতে দেখেন স্থানীয়রা। মৃত গৃহবধূর মা গন্দশরি হরিজন তার মেয়ের উপর অত্যাচারের অভিযোগ তুলেছেন। রাজকুমার হরিজনের মা সুকমনি হরিজন অবশ্য বলেন, তার ছেলের টিবি রোগ রয়েছে। কিভাবে এই ঘটনা হল, তা বুঝতে পারছেন না। তবে পরিবারে অভাব ছিল নিত্যসঙ্গী। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন হাসপাতালে পাঠানো হয়েছে।