2023-09-11 | ,কোচবিহার | লোকপক্ষ ডিজিটাল
রবিবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ কোচবিহার 2 নম্বর ব্লকের মহিষবাথান এলাকায় প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় সুশীল চন্দ্র দাস নামক এক ব্যক্তিকে বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে, এরপর কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, রবিবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ নিহত সুশীল চন্দ্র দাস যার বাড়ি খাদিজা কাকরী বাড়ি এলাকায়, তিনি নুরুদ্দিনের মোড় মহিষবাতান হয়ে বাড়ির দিকে যাচ্ছিল সেই সময় কেউ বা কারা তাকে লক্ষ্য করে গুলি করে, আমিও বাসিন্দারা তাকে হাসপাতালে ভর্তি করতে উদ্যোগী হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনায় জমি মাফিয়া যুক্ত থাকতে পারে। ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়, এই ধরনের ঘটনা আগে কখনো দেখেনি কোচবিহার।