2023-09-06 | রাজ্য,রাজনীতি | লোকপক্ষ ডিজিটাল
জলপাইগুড়ি: ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচন শেষ হওয়ার পর কড়া পাহারায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে রাখা রয়েছে সমস্ত ইভিএম মেশিন। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে আধাসামরিক বাহিনী ও পুলিশের কড়া পাহারা লক্ষকরা যায়। আগামী ৮ তারিখ উপ নির্বাচনের গণনা পর্যন্ত কড়া সুরক্ষার ঘেরাটোপে রাখা হবে উপ নির্বাচনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণকারী ইভিএম মেশিন গুলি। প্রসঙ্গত, গতকাল ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সক্রিয়তার জেরে তেমন কোনো ঘটনা ঘটেনি ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে র প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে। পুলিশ ও আধাসামরিক বাহিনীর কড়া নিরাপত্তা নিয়ে যথেষ্ট খুশি সাধারণ মানুষ। গত পঞ্চায়েত নির্বাচনে খবরের শিরোনামে উঠে আসে ধুপগুড়ি। কিন্তু উপ নির্বাচনে তার ভিন্ন রূপ দেখে বিরোধী পক্ষ এখনও পর্যন্ত পুলিশ ও আধা সামরিক বাহিনীর নজরদারি নিয়ে কোনো প্রশ্ন করতে পারে নি। সব মিলিয়ে প্রতিটি রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণকারী ইভিএম মেশিন গুলি যথেষ্ট কড়া নিরাপত্তার বলয়ে রাখার চিত্র ধরা পড়লো ক্যামেরায়।