2023-12-07 | ,, | লোকপক্ষ ডিজিটাল
ফের বড়সড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ। গোপন সূত্রে অভিযান চালিয়ে ৩ টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড তাজা গুলি সহ ২ ব্যাক্তিকে গ্রেফতার করল কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সুত্রের জানা গেছে, গত ৬ই ডিসেম্বর সন্ধ্যায় কোচবিহার জেলা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অভিজিৎ দাস ও মঙ্গল বিন্দ । এদের মধ্যে অভিজিতের বাড়ি কোচবিহার পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে এবং মঙ্গলের বাড়ি বিনপট্টি এলাকায়। জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ধৃতদের আদালতে পেশ করা হয়েছিল, ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা দেখছি অস্ত্র গুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল।