2024-04-06 | রাজ্য,দেশ,কলকাতা,খবর | লোকপক্ষ ডিজিটাল
ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় শনিবার দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। আইন মেনে তাঁদের আদালতে পেশ করা হয়। তাঁদের গ্রেফতার করতে গিয়েই বাধার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। বিক্ষোভের মুখে পড়ে আহতও হয়েছেন এক আধিকারিক। শনিবার ভোরের সেই ঘটনা নিয়ে এবার বিবৃতি প্রকাশ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। সেখানেই তারা উল্লেখ করেছে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা বিস্ফোরণ তথা বোমা বাধার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি করেছে এনআইএ।