2024-01-25 | কোচবিহার | লোকপক্ষ ডিজিটাল
জানুয়ারি অর্থাৎ আজ জাতীয় ভোটার দিবস। আরও তরুণ ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করার জন্য দিনটি পালিত হয় দেশজুড়ে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ দেশের নতুন ভোটার যাঁরা চব্বিশের লোকসভা নির্বাচনে প্রথমবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তাঁদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে বৃহস্পতিবার ‘নমো নব মতদাতা সম্মেলন’-কে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য শোনানোর আয়োজন করছে বিজেপি। ঘোষিত কর্মসূচি অনুসারে নব ভোটার সম্মেলনে বিজেপির যুব মোর্চার উদ্যোগে দিনহাটায় সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত দিনহাটা বিধানসভার অন্তর্গত দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর পুল এলাকায় আয়োজিত এই শিবিরে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অজয় রায়, যুব মোর্চার কোচবিহার জেলা সম্পাদক পরীক্ষিত অধিকারী, কোষাধ্যক্ষ টিঙ্কু দেবনাথ সহ স্হানীয় নেতা কর্মীরা উপস্হিত ছিলেন। পরীক্ষিত জানান, এদিন নব প্রজন্মের ভোটারদের জন্য বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে নতুন ভোটারদের সেই বক্তব্য দেখানো হয়।