2023-06-15 | দিনহাটা , | লোকপক্ষ ডিজিটাল
পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কোন জায়গায় দীর্ঘ সময়ের দলীয় প্রার্থীরা দলত্যাগ করে বিরোধী দলে যোগদান করছেন। আবার কোথাও বিগত পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীরা নির্বাচনের প্রতিনিধিত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করছেন। এই সমস্ত ঘটনার মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রী নিশীথ প্রামানিকের গড় ভেটাগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা দিলেন এক সাংবাদিক। বর্তমান পত্রিকার সাংবাদিক রাজীব বর্মন এদিন মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হন বিডিও অফিসে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিক রাজীব বর্মন জানান, "সাধারণ মানুষের অধিকার এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে এবারের পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। গোটা রাজ্যে যেভাবে সাধারণ মানুষের অধিকার খর্ব করা হচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দিতা করে ভোটে জিতে এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই। জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে গতকাল। তাই আজ তিনি মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হয়েছেন বিডিও অফিসে। গতকাল সাংবাদিক বৈঠকের মাধ্যমে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই তালিকা থেকে বাদ পড়েছে অধিকাংশ পুরনো তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের নাম। সেই জায়গায় সাংবাদিকতার পেশার সাথে জড়িত এক ব্যক্তির ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয় নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা জেলা জুড়ে। রাজীব বর্মন আরোও জানান, এই এলাকাটি মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় হিসেবে পরিচিত। তাই এবারের ভোটে তার প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি মোটেও সহজ নয়। তবে সম্পূর্ণ স্বচ্ছ ভাবে এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত আমি।