রাজ্য

বাসে করে আলু পাচারের চেষ্টা অসমে। হাতেনাতে ধরলো জেলা পুলিশ।

2024-08-02

অসম বেঙ্গল সীমান্তে নাকা চেকিং এর সময় কোচবিহার জেলা পুলিশ আজ একটি অসমের বাস আটকায়। বাসের নাম্বার AS15C 3036 এই যাত্রীবাহী বাসে চেক করার সময় দেখা গেছে বাসের ডিকি এবং ছাদে আলুর বস্তা বোঝাই ছিল। সবমিলে প্রায় ৬০ থেকে ৭০ বস্তা আলু ছিল বাসটিতে। ওই বাসে মাত্র একজন যাত্রী ছিল। বাসটিকে থামানোর পরই ওই ব্যক্তি নেমে পালিয়ে যায়

চাকরি নিয়ে জালিয়াতি? অভিযোগের তীর অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ওপর।

2024-05-18

২০১৫ সাল থেকে তারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডে স্টেনোগ্রাফার হিসেবে কাজ করছিলেন। কিন্তু হঠাৎ তারা ৭-৮ বছর কাজ করার পর জানতে পারে যে তাদের চাকরি আর নেই। কনট্র্যাক্ট রিনিউ হয়নি। যদিও সেখানে তারা কাজটা পান একটি প্রাইভেট সংস্থার মাধ্যমে। কিন্তু সরকার তাদের সার্টিফাই করেছে। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে তারা সরকারের কর্মচারী কিন্তু আজও তারা সংশয়ে রয়েছে যে আদৌ তারা সরকারের নাকি অন্য কারোর কর্মচারী। এই ঘটনা প্রসঙ্গে প্রতিবাদ করলেন আইনজীবী দেবরাজ মল্লিক।

মালদহে বাজ পড়ে মৃত ১১

2024-05-16

কয়েকদিন হল উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গের কোন কোন জেলায় এখনো বৃষ্টিপাত এইভাবে শুরু হয়নি। আজ দুপুরে হঠাৎ আকাশ কালো করে ঝড় এবং বৃষ্টি শুরু হয় মালদহে। যদিও আবহাওয়া দপ্তর আগের থেকেই সাবধান করে দিয়েছিল, যাতে ঝড়ের সময় কেউ বাইরে বের না হয়। আবহাওয়া দপ্তরের কাছে খবর ছিল, এই ঝড়ে প্রচন্ড বজ্রবিদ্যুৎ পড়বে ওই এলাকায়। কিন্তু তবুও আম কুড়োতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় তিন জন শিশু ও দুইজন যুবকের। এছাড়াও ওই একই কারণে মৃত্যু হয় আরো ছয়জনের। বাজ পড়ে মৃত চন্দন সাহানি 40, রাজ মৃধা 16 মনোজিৎ মন্ডল 21। গাজোল এলাকার আদিনা তে বাজ পড়ে মৃত্যু হয়েছে অসিত সাহা 19 নামে একটি ছাত্রের। ওই ছাত্র একাদশ শ্রেণীতে পড়ে। এছাড়াও মৃত্যু হয়েছে ইংরেজ বাজারের পঙ্কজ মন্ডল 28 ও সুইতারা বিবির। এরপরে আরো ছয়জনের মৃত্যুর খবর আসে। যদিও সেই ছয়জনের নাম এখনো জানা যায়নি।

রাতের অন্ধকারে পুলিশ কমীর বাড়িতে ভয়াবহ চুরি

2024-05-04

একই পরিবারের তিন সদস্যই পুলিশে কর্মরত | আর সেই বাড়িতেই রাতের অন্ধকারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে | পাশের আরো একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে |শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার উত্তর বকচোরা ১ নম্বর টালি কারখানায় এলাকায় |খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে | পরিবারের অভিযোগ দুষ্কৃতীর দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্প্রে জাতীয় কিছু ছড়িয়েছিল | রাতে পরিবারের তিন পুলিশ কর্মী সদস্যই বাড়ি ছিলেন না | শনিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তাঁরা | পুলিশ কর্মী শান্তনু দাস জানান, প্রায় ২০০ গ্রাম মতো সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকা।আলমারি ভেঙে দুষ্কৃতীরা সবকিছু নিয়ে গিয়েছে | একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে এক মহিলার বাড়িতে ও চুরির ঘটনা ঘটে |

লোকসভা ভোটের কয়েক ঘন্টা আগেই রাতে লক্ষাধিক টাকা উদ্ধার নির্বাচন কমিশনের।

2024-04-25

রাত পোহালেই দার্জিলিং লোকসভা আসনে ভোট। তার আগের রাতে কয়েক ঘন্টা আগেই এক লক্ষাধিকে বেশি টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের এসএসটি টিম। শিলিগুড়ি থানার অধীনে জলপাই মোড় এলাকায় নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় ধ্রুবজ্যোতি সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ৯১ হাজার ৪০০ টাকা উদ্ধার করে এসএসটি টিম। জানা যায় তার বাড়ি এক নং ডাবগ্রাম এলাকায়। ওই ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করার সময় পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রয়োজনীয় নথি চাইলে সেই ব্যক্তি প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি বলে সূত্রের খবর। রাত পোহালেই লোকসভা ভোট দার্জিলিং লোকসভা আসনে তার আগে টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে শহরজুড়ে।

নিয়োগ দুর্নীতি মামলার রায়দানের প্রক্রিয়া শুরু হল

2024-04-22

দুর্নীতি মামলার রায়দানের প্রক্রিয়া শুরু হল • নতুন নিয়োগে এসএসসিকে, কি কি নিয়ম মানতে হবে তার জন্য কয়েক দফার নির্দেশিকা। • সিবিআই তদন্ত চালিয়ে যেতে হবে। অভিযুক্তদের হেফাজতের নিয়ে তদন্ত চালাতে হবে। • ৬ সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। • মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের বেতন ফেরত দিতে হবে। • ডিভিশন বেঞ্চ জানাল, মেয়াদ উত্তীর্ণ হবার পরে কোন চাকরিরই বৈধতা নেই। • কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাঁদের সনাক্ত করতে হবে। জানালেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। • ২৩,৭৫৩ জনের চাকরি বাতিল। • সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। ২৩ হাজার নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। • ২৮১ পাতার রায়। সেখানে রয়েছে ৩৭০ টি অনুচ্ছেদ। • মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কোন ব্যক্তি চাকরির বৈধ গণ্য হওয়া উচিত না। • এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় বহু পদে নিয়োগ বাতিল এর নির্দেশ দেন। অতীতে এই মামলা চলছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। • ক্যান্সার আক্রান্ত, আবেদনকারী সোমা দাসের নিয়োগ সহানুভূতির প্রেক্ষিতে বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। • যাদের নিয়োগ বাতিল হয়েছে তাদের থেকে বেতন ফেরত এর দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে। • সমস্ত omr sheet ওয়েবসাইটে আপলোড করা নির্দেশ দেওয়া হয়েছে ssc কে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে। • মোট নিয়োগে, দুজনকে আদালত মানবিকতার খাতিরে নিয়োগ করেছিল তাদের চাকরি বাতিল হবে না।। • মোট নিয়োগে ১৭ টি বেনিয়ম খুঁজে পেয়েছে ডিভিশন বেঞ্চ। • যাদের মেয়াদ পুরনো প্যানেল থেকে বা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন তাদের এত দিনের বেতন ১২% সুদ সমেত ফেরত দিতে হবে*।

দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিলেন তৃতীয় লিঙ্গরা।

2024-04-21

দাবদাহে পুড়ছে বীরভূম সহ রাজ্যের একাধিক জেলা আজ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপ মাত্রা বীরভূমে যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। আর এই দাবদাহ অপেক্ষা না করে একদিকে চলছে রাজনৈতিক প্রচার। রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমেছেন রাজনৈতিক নেতা ও কর্মীরা। ঠিক তারই মাঝে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে দেখা গেল সমাজের তৃতীয় লিঙ্গ নামে পরিচিত সেই পরিবারের বিবাহ। মল্লারপুরের বাসিন্দা খুশি বেগম তৃতীয় লিঙ্গ হিজড়াদের মা । এক কথায় খুশি বেগমকে বীরভূমের মা নামে চেনে সকলেই। জানা যায় এই খুশি বেগম আজ থেকে ১৮ বছর আগে একটি শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন। সেই মেয়েটিকে প্রশাসনিক পরামর্শে লালন- পালনের দায়িত্ব তিনি নিয়েছিলেন কর্তব্যের সাথে পালন করেছেন। দীর্ঘ ১৮ বছর মেয়েটিকে যত্ন সহকারে খাওয়া- দাওয়া পড়াশোনা সমস্ত দায়িত্ব পালন করেন।খুশি বেগম তার মেয়ের নাম রাখে সাবানা খাতুন এছাড়াও তিনি আরেকটি ছেলের দায়িত্ব নিয়েছেন ।মেয়ে শাবানা খাতুন কে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করান এবং অবশেষে এলাকার চার পাঁচশো লোক এর উপস্থিতিতে তার বিবাহ দেন। খুশি বেগম জানান মেয়েকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি তার বিয়ের জন্য একটা ভালো ছেলে দরকার ছিল তাই কোম্পানিতে কাজ করা একটি ভালো ছেলে সন্ধান পেয়েছিলাম । ছেলের বাড়ি বর্ধমান জেলার কেতুগ্রামে। আজ যতটা সম্ভব এলাকার মানুষের সহযোগিতায় মেয়ের বিয়ে দিলাম তাদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করি। এই খুশি বেগমের মতো তৃতীয় লিঙ্গ দের সমাজে তাদেরকে বলে নাকি তারা মা হতে পারব না। শুধু নিজের গর্ভে ধরা ছেলে মেয়ে থাকলে মা-বাবা হওয়া যায় সেটা নয়। আজকে তার প্রমাণ দিলেন তৃতীয় লিঙ্গ খুশি বেগম। প্রতিবেশীদের বক্তব্য এই খুশি বেগমরা ১০-১২ জন একটা বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করছে মল্লারপুরে। তাদেরকে দেখে সমাজের অনেক মানুষ অনেক কথা বলে । তারা খুব কষ্ট করে প্রতিটা বাড়িতে, ট্রেনে ,বাসে আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে এবং এই টাকা দিয়ে বিভিন্ন সমাজসেবার কাজে খরচ করেন শুনেছিলাম কিন্তু আজ প্রমাণ চোখে দেখলাম ৬-৭ লক্ষ টাকা খরচ করে যে দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিচ্ছে এবং ৪০০ থেকে ৫০০ লোককে খাওয়া দাওয়া করাচ্ছে এটা সমাজের একটা বিশাল শিক্ষা।

নির্বাচন আচরণ বিধি ভঙ্গ হবে আশঙ্কা করে রাজ্যপাল কে কোচবিহার সফর থেকে বিরত থাকার নির্দেশ নির্বাচন কমিশনের।

2024-04-17

ভোটের দিন রাজ্যপালকে কোচবিহার যেতে বারণ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। তবে কমিশনের পক্ষ থেকে আজ দুপুরে যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যপালকে, তাতে সাফ জানান হয়েছে, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে থাকেন, তবে তা আদর্শ আচরণ বিধি ভঙ্গ করবে। এই চিঠির পর রাজ্যপালের কোচবিহার সফর স্থগিত হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে নির্বাচন। এই তিন কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি নজরে রয়েছে কোচবিহার। অন্যদিকে, এর আগেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছিলেন ‘ভোটের প্রথম দিন থেকে রাস্তায় থাকব। লোকসভার ভোটের প্রতিটি পর্বে সবাই ঘুম থেকে ওঠার আগে, সকাল ৬টা থেকে আমি রাস্তায় থাকব।’ একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচির ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। এরপর একাধিকবার কোচবিহার সাক্ষী থেকেছে রাজনৈতিক হিংসার। তাই এবারের লোকসভা ভোটের দিন কোচবিহারের বাস্তব চিত্র কেমন থাকছে, তা দেখতেই সেখানে যেতেন রাজ্যপাল। তবে বুধবার বিকেলে কমিশনের চিঠির পর তাঁর সেই উদ্যোগ অনিশ্চিত হয়ে পড়ল। এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, রাজ্যপাল আসলে তার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। এক্ষেত্রে ভোটের দিন সমস্যা তৈরি হতে পারে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা পালন করতে পারলে ভালো হয়। যদিও বা নির্বাচন কমিশন কে কেন্দ্রীয় সরকারের এজেন্সি বলেই কটাক্ষ করেছেন তিনি। প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু মন্তব্য করে বলেন, রাজ্যপাল কোচবিহারে আসলে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে ভোট হত।

ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় শনিবার গ্রেফতার দুই

2024-04-06

ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় শনিবার দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। আইন মেনে তাঁদের আদালতে পেশ করা হয়। তাঁদের গ্রেফতার করতে গিয়েই বাধার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। বিক্ষোভের মুখে পড়ে আহতও হয়েছেন এক আধিকারিক। শনিবার ভোরের সেই ঘটনা নিয়ে এবার বিবৃতি প্রকাশ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। সেখানেই তারা উল্লেখ করেছে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা বিস্ফোরণ তথা বোমা বাধার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি করেছে এনআইএ।

তারাপীঠে পুজো দিয়ে বীরভূম জেলায় সাংগঠনিক সভা করলেন অভিষেক

2024-04-03

তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে নেতাকর্মীদের নিয়ে এক রুদ্ধদ্বার কর্মী সম্মেলনের আয়োজন করেছিলেন আর সেখানেই কড়া বার্তা দেন তিনি। এদিন অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়।অনুব্রত মণ্ডল যদি বিজেপিতে যেতেন, তাহলে তিনি তুলসী পাতায় ভেসে যেতেন, কিন্তু তিনি জেলে। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলের ফল খারাপ হলে কাউকে ছাড় দেওয়া হবে না।ফের লোকসভা কেন্দ্রে বোলপুর ও বীরভূম জিততে মরিয়া তৃণমূল-কংগ্রেস। তাই এ দিন তারাপীঠে দলের কোর কমিটির সদস্যসহ প্রায় ১৭৩ নেতার সঙ্গে সম্মেলন করেন এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক মা তারার মন্দিরে পূজা দেন।অনুব্রত মণ্ডলকে ছাড়া বীরভূমের সংগ্রাম কতটা কঠিন? এমন প্রশ্নে তিনি বলেন,যেভাবে অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্বশর্মা,নারায়ণ রানে গেলেন,অনুব্রত গেলে ধোয়া তুলসি পাতা হয়ে যেত।অনুব্রত মন্ডলও এতদিন জেলে।বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ,বিহার থেকে গরু পাচার হচ্ছে।কিভাবে? ইডি-সিবিআই শেষ কথা নয়, গণতন্ত্রে সাধারণ মানুষেই শেষ কথা।কর্মী সভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের আগে পদ থেকে সরানো হলো সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্রের স্বামী কলকাতা পুলিশের ডিসি সৌম্য রায় কে

2024-04-02

প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) সৌম্য রায়কে। তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের স্বামী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও সৌম্য রায় কে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানো হয়েছিল। লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন তাঁকে পদ থেকে সরানোর কথা জানিয়েছে।কমিশনের তরফে সৌম্য রায় কে সরানোর কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, অবিলম্বে আইপিএস সৌম্য রায় কে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের (বেহালা) ডিসি পদ থেকে সরিয়ে কোনও অ-নির্বাচনী পদে রাখতে হবে। তাঁকে যে পদে বদলি করা হবে, তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনও সম্পর্ক থাকবে না।কমিশন আরও জানিয়েছে, সৌম্যের বদলির ফলে যে পদ খালি হবে, তা পূরণের জন্য তিন জন যোগ্য আধিকারিকের নাম পাঠাতে হবে রাজ্যকে। ৩রা এপ্রিল দুপুর ৩টের মধ্যে রাজ্যের কাছ থেকে ওই তিনটি নাম চেয়েছে কমিশন।

ফের আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী

2024-04-01

ফের আলিপুরদুয়ার জেলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ৩টা নাগাদ তিনি আসেন তপসিখাতা ছয়মাইল এলাকায়।রবিবার ঝড়ের কারণে বিধ্বস্ত ঐ এলাকা। ঝড়ের কারণে ঘরবাড়ি ভাঙচুর হয়ে ও প্রচুর ক্ষয়খতি হয়েছে ঐ এলাকায়। সেই এলাকায় এসে পরিদর্শন করলেন এবং ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ারেও দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়।

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী

2024-04-01

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী। শীতলকুচি "আপনারা কি আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনা ভুলে গেছেন?"২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচি কান্ডের স্মৃতি উসকে দিয়ে শীতলকুচির মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে শীতলকুচির সভা মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে চোর আখ্যা দিয়ে বলেন,"কোচবিহারের একটা ভাওয়াইয়া গান আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে! এই গানের প্রকৃত অর্থ একমাত্র পিসি বলতে পারবে।"তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের যত নেতা মন্ত্রী বর্তমানে বিচারাধীন হিসেবে রয়েছেন তার কারণে পিসির মন খারাপ, তাই তিনি আজকাল ভাওয়াইয়া গানের সেই বগার অবস্থা হয়েছে। এদিন সবাই মঞ্চ থেকে তুমি স্লোগান তোলেন এইবার ৪০০ পার। আরো একবার মোদি সরকার। এদিন নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন প্রার্থী নিশীথ প্রামাণিক, জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং বিধায়করা। এদিন বক্তব্যের মাঝে তিনি উপস্থিত শ্রোতা কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্য সরকার ভাতা দিয়ে মহিলাদের মুখ আটকে রাখতে চাইছে। তাদের ক্ষমতায়ন তো দূরের কথা স্বীকৃতি পর্যন্ত দিচ্ছে না। দিন প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে নারী লাঞ্ছনার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সভায় মহিলাদের উপস্থিতি কে ধন্যবাদ জানান তিনি। ২০২১ লোকসভা নির্বাচনে যেরকম কোচবিহারের নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছিল বিজেপি সেই একইভাবে লোকসভা নির্বাচনে যাদের নিজেদের আসন পুনরায় তারা নিজেদের হাতেই রাখতে পারে সেই আবেদন রেখে তিনি তার বক্তব্য শেষ করেন।

লটারির টিকিটের দোকান থেকে লটারির বান্ডিল চুরি করে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পরলো স্থানীয়দের হাতে চোর।

2024-03-25

লটারির টিকিটের দোকান থেকে লটারির বান্ডিল চুরি করে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পরলো স্থানীয়দের হাতে চোর।চলে গনধোলাই। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে পুর্ব বর্ধমান জেলার শহর বর্ধামানের বড়োবাজার টিকে পারা মোর এলাকায়। এ ঘটনাকে কেন্দ্র রবিবার উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। লটারির দোকানের কর্মচারী কেশব মজুমদার জানিয়েছেন এলাকাতেই দীর্ঘদিন থেকে লটারির টিকিট বিক্রি করেন। প্রায়দিনই ছুরি যায় টাকা কিন্তু কতবার মালিককে বলবো টাকা ছুরির ঘটনা! আজ আমি বাথরুম গেলে আমার দোকানের পাশেই একজন দেখে আমার দোকান থেকে কেও টিকিটের বান্ডিল টেবিল থেকে তুলে চলে যাচ্ছে এবং তাকে সাথে সাথে ধরে ফেলে। অভিযোগ এই প্রথম নয়, আগেও একাধিকবার এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত।অভিযুক্তের নাম রাকেশ ব্যানার্জি, নিলপুর এলাকায় ভাড়া বাড়ীতে থাকে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোটের দাবি রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের

2024-03-19

মনোজ কুমার বর্মন 19শে মার্চ 2024: এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি। প্রশ্নের মুখে জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। উচ্চ আদালতের নজরদারিতে নির্বাচন চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও মনে করা হচ্ছে, বর্ষিয়ান এই সাংসদের দাবিতে দলের পরোক্ষ সমর্থন রয়েছে। কিন্তু কেন হঠাৎ এমন দাবি করলেন সাংসদ, তা নিয়েই বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকালই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ডিজিপি রাজিব কুমার সহ বেশ কয়েকটি রাজ্যের স্বরাষ্ট্র সচিব কে বদলির নির্দেশ দেয়। রাজিব কুমার এর সঙ্গে বাংলার শাসক দলের ঘনিষ্ঠতা নিয়ে বারংবার বিরোধী দলের তরফ থেকে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্য পুলিশের ডিজির পথ থেকে রাজীব কুমারকে সরানো হয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের। সম্ভবত রাজিব কুমারের বদলিতে রাজ্য সরকারের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ডেরেক ও ব্রায়েনের এই পোস্ট বলে মন্তব্য করেন বিজেপি নেতা রাহুল সিনহা। একটি বেসরকারি টিভি চ্যানেলকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে, সরাসরি সুপ্রিম কোর্ট বিচার চাওয়া উচিত ডেরেক ও ব্রায়েনের। কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে বারংবার কেন্দ্র রাজ্য সংঘাতে জড়িয়েছে, ইডি,সিবিআই,আয়কর দপ্তর ইত্যাদি স্বশাসিত সংস্থা গুলি কেন্দ্র সরকার পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, এই দাবিতে ইন্ডিয়া জোটের প্রায় প্রত্যেকটি দল সর্বোচ্চ হয়েছে। কেজরিওয়ালের আপ থেকে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস, যখনই দুর্নীতির অভিযোগে ইডি সিবিআইয়ের হাতে সরকারের কোন নেতা, মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, তখনই তাদের অতি সক্রিয়তা নিয়ে কেন্দ্রকে দোষারোপ করতে দেখা গেছে। আর এবার জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই উঠল প্রশ্ন। সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচনের দাবি বাংলার শাসকদলের পালে কতটুকু হাওয়ার জোগান দেয় সেটাই এখন দেখার।

তৃণমূল ছাড়লেন বরানগরের বিধায়ক তাপস

2024-03-04

মনোজ কুমার বর্মন, ৪ মার্চ: ২৪ এর লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দৈন্য দশা যেন ক্রমশ প্রকট হয়ে উঠছে। কোন মতেই দলের অন্তর্কোন্দল থামাতে পারছে না দল।ব বিদ্রোহী কুনাল ঘোষ দলের মুখপাত্র এবং সম্পাদকের পদ ছাড়ার পরপরই এবার বিস্ফোরক মন্তব্য তাপস রায়ের। সংবাদ মাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে, আজই বিধানসভায় অধ্যক্ষ মহোদয়ের কাছে নিজের পদত্যাগ পত্র জমা করবেন বরানগরের প্রবীণ এই বিধায়ক। দলত্যাগের সিদ্ধান্তে তিনি যে অনড় সে কোথাও তিনি স্বীকার করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, কিছুদিন ধরেই তিনি উত্তর কলকাতার সংসদ মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে যাচ্ছিলেন । আর আজ সকাল বেলা ড্যামেজ কন্ট্রোলে ওনার বাড়িতে যান উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও কুনাল ঘোষ । ওনারা দলত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করলেও, তিনি যে আর কোনমতেই দলে ফিরবেন না সে কথাও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাপস বাবুর অভিযোগ, বিস্ময়করভাবেই কুনাল ঘোষ এবং ব্রাত্য বসুর সঙ্গে ওনার কথাবার্তা চলাকালীনই সুব্রত বক্সীর শোকজ নোটিশ পান কুনাল ঘোষ। অন্ততঃ স্বচ্ছ ভাবমূর্তি তৃণমূল কংগ্রেসের এই বলিষ্ঠ নেতা দীর্ঘ ২৩ বছর ধরে তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন। কিন্তু গত ১২ই জানুয়ারি, তার বাড়িতে ইডি অভিযানের পরে তার দলের অবস্থান তাকে যার-পরনায় ব্যথিত করে তুলেছে। তিনি সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে প্রকাশ করে জানিয়েছেন, এবছর ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে যখন তার বাড়িতে বিডি অভিযান হয় তখন দলিল কিছু নেতা সেই ঘটনায় উল্লাস প্রকাশ করে। তার দল ছাড়ার কারণ হিসেবে তিনি যে দুটো মুখ্য কারণ উল্লেখ করেন, প্রথমত: তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং সন্দেশখালীর ভয়াবহতায় তিনি তাড়িত। দ্বিতীয়তঃ ওনার বাড়িতে ইডি অভিযানের পর মুখ্যমন্ত্রীর মৌনতা। সরাসরি মুখ্যমন্ত্রীকে বিদ্ধ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় শেখ শাহজাহানের মতো গুন্ডাদের নাম উল্লেখ করতে পারেন, কিন্তু ওনার উপর ইডি অভিযান চালালো কিন্তু তিনি বিধানসভায় একটি বাক্য খরচ করলেন না। এমনকি ঘটনার 52 দিন পেরিয়ে গেলেও তিনি কিংবা তার পরিবারকে একটিবারের জন্যও তিনি সান্ত্বনা দেননি। তৃণমূল কংগ্রেস ছাড়ার পর তাপস রায় কোন দলে যোগ দেবেন সে বিষয়ে তিনি কিছু না বললেও রাজনৈতিক মহলের ধারণা তিনি বিজেপিতেই যোগ দিতে পারেন।

বদলালেন রাজনৈতিক পরিচয় মুখপাত্র কুনাল এখন শুধুই সাংবাদিক

2024-03-01

মনোজ কুমার বর্মন: হঠাৎ করেই বদলে গেল কুনাল ঘোষের পরিচয়। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের এখন শুধুই সাংবাদিক এবং সমাজকর্মীর পরিচয়। আর তা নিয়ে বাংলার রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে, গতকাল থেকে তার মোবাইল ফোনও নাকি সুইচড অফ। কিন্তু কেন এমন করলেন কুণাল? কি এমন হলো তার, যে মুছে ফেললেন রাজনৈতিক পরিচয়? তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাবেন এহেন কল্পনা একেবারেই পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। কেননা, বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি যেভাবে ব্যাট করেন তা থেকে দলের প্রতি তার নিষ্ঠা ও আনুগত্যের কোন তুলনা হয় না। সূত্র মারফত যা জানা যাচ্ছে, গতকাল এক্স হ্যান্ডেলে নাম না করে দলের কোন এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন কুণাল। তিনি লেখেন, “নেতা অযোগ্য গ্রুপবাজ, স্বার্থপর। সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক তৃণমূল কংগ্রেস দলের প্রতি কর্মীদের আবেগে ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে। সেটা বারবার হতে পারে না।” রাজনৈতিক মহলের ধারণা তিনি উত্তর কলকাতার সংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। অনেকের ধারণা সুদীপবাবুর সঙ্গে কুনাল ঘোষের সম্পর্ক ততটাও ভালো নয়। কিন্তু যতই সম্পর্ক খারাপ হোক না কেন তা দলের অভ্যন্তরীণ বিষয়। তার জন্য সামাজিক মাধ্যমে রাজনৈতিক পরিচয় মুছবেন কেন? প্রসঙ্গত উল্লেখ্য যে, আজ রাজ্যে বঙ্গ বিজেপির মেগা ইভেন্ট, প্রধানমন্ত্রী মোদি বাংলায় তার জনসভা করবেন হুগলির আরামবাগে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এ রাজ্যে লোকসভার নির্বাচনী দামামা ভারতের প্রধানমন্ত্রী হাত দিয়ে বাজানোর চেয়ে বড় আর কি হতে পারে বঙ্গ বিজেপির কাছে? কার্যত, এই মেগা ইভেন্ট ঘিরে বঙ্গ বিজেপির উৎসাহ আজ তুঙ্গে। ইতিমধ্যেই, এই সভাকে বিজয় সংকল্প সভা নামে নামাঙ্কিত করা হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর পরিবার আজই হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করবেন সভার মাধ্যমে। এমন মেগা ইভেন্ট থেকে বঙ্গবাসীর নজঢড় ঘোড়াতেই কি এমন কাজ করলেন কুণাল? সে কথা হয়তো তিনিই ভালো বলতে পারবেন, রাজনৈতিক মহলের নজর এখন সে দিকেই।

ইডি সিবিআই এর আগেই রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার শেখ শাহাজাহান

2024-02-29

মনোজ কুমার বর্মন, ২৯ ফেব্রুয়ারি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। পুরো ৫৫ দিন পর রাজ্য পুলিশ বুধবার সন্ধ্যায় গ্রেফতার করল সন্দেশখালীর কুখ্যাত এই ‘ডন’কে । কিন্তু, কখন, কোথায়, কিভাবে গ্রেপ্তার হলেন শাহজাহান তা নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ রাজ্য পুলিশ। সংবাদ মাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে, বসিরহাট সাব ডিভিশনাল আদালতের লকআপে রাখা হয়েছে আদালতে হাজির করার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গনম এর বেঞ্চ পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পুলিশের কোন বাধা নেই আর তারপরেই অতি সক্রিয়ভাবে সবার আগে রাজ্য পুলিশের রাজ্য পুলিশ ধরে ফেললেন শেখ শাহাজানকে। তবে কি ইডি সিবিআই এর ভয়ে শেখ শাহজাহান নিজেই রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন? গতকাল বুধবার রাজ্যের বিরোধী দল নেতা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাহজাহানকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি বলেন, মঙ্গলবার রাত থেকেই শেখ শাহাজাহান মমতা পুলিশের সেফ কাস্টডিতে রয়েছে। মমতার সঙ্গে ওর সমঝোতা হয়েছে। জেলের ভিতর থেকেই মোবাইল ফোনের মাধ্যমে সন্দেশখালিকে নিয়ন্ত্রণ করবেন শেখ শাহজাহান। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে এখনো ফুসছে গোটা সন্দেশখালি। তার বিরুদ্ধে শয়ে শয়ে অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের সহায়তা কেন্দ্রগুলিতে । কিন্তু শেখ শাহাজানকে গ্রেফতার করতে রাজ্য পুলিশের এতদিন লাগলো কেন, সেই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। তবে কি ,রাজ্য সরকার কোনোভাবে আড়াল করতে চাইছিল সন্দেশখালি এই কুখ্যাত ‘বাদশা’ কে? শাসক দলের তরফে শেখ শাহাজান সম্পর্কেঅনেক নেতৃত্বকেই ব্যাট করতে দেখা গেছে বারংবার এমনকি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শেখ শাহজাহানের পক্ষেই কথা বলেছিলেন। যাইহোক, শেষমেষ শেখ শাহজাহানের গ্রেফতারিতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে সন্দেশখালীর মাটিতে এমনটাই আশা করা যায়। কিন্তু ৫৫ দিন পর মহামান্য আদালতের নির্দেশে শেখ শাহাজাহান গ্রেপ্তার হলেও নে তথ্য দৃশ্যে কি ঘটলো তা নিয়ে রাজ্যবাসীর মনে ধোঁয়াশা থেকেই গেল।

পথদুর্ঘটনায় মৃত্যু হল নলহাটির এক যুবকের

2023-11-29

আবারো পথদুর্ঘটনায় মৃত্যু হল নলহাটির এক যুবকের । ঘটনাটি বীরভূমের নলহাটি শহরের অন্তর্গত পালোয়ান বাবার মাজারের সামনে গতকাল গভীর রাত্রে দুর্ঘটনা ঘটে বলে জানা যায় মৃত ব্যক্তির পরিজনের কাছ থেকে জানা যায় মৃত যুবকের নাম আকাশ ভকত, পিতার নাম শিবনাথ ভকত ,বাড়ি নলহাটি থানার অন্তর্গত আশ্রমপাড়া।স্থানীয় বাসিন্দারা মনে করছেন গতকাল গভীর রাত্রে এই দুর্ঘটনাটি ঘটে। সাত সকালে স্থানীয় বাসিন্দারা পড়ে থাকতে দেখেন একটি বাইক ও ওই যুবককে। তড়িঘড়ি খবর দেয়া হয় নলহাটি প্রশাসনকে। তারপর দেহ উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। রামপুরহাট হাসপাতালে ডাক্তার বাবুরা মৃত বলে ঘোষণা করেন আকাশকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আজ ময়নাতদন্ত সম্পন্ন করে নিজের বাসগৃহে নিয়ে আসা হবে নলহাটির আশ্রমপাড়ায় বলে জানা যায়।

বড়সড় ধাক্কা রাজ্যের! সিঙ্গুর মামলায় টাটা মোটরস কে দিতে হবে ৭৬৬ কোটি টাকা

2023-10-30

মনোজ কুমার বর্মন : বড় ধাক্কা রাজ্যের! সিঙ্গুর মামলায় টাটা মোটরস কে দিতে হবে ৭৬৬ কোটি টাকা। অংকটা নেহাত কম নয়। ৭৬৬ কোটি। হ্যাঁ ঠিকই শুনেছেন। সিঙ্গুর প্লান্টের ক্ষতিপূরণ হিসাবে টাটা মোটরস-কে দিতে হবে ৭৬৬ কোটি টাকা। এমনই রায় দিয়েছে ৩ সদস্যের আরবিট্রাল ট্রাইবুনাল। শুধু তাই নয় ২০১৬ সাল থেকে ১১ শতাংশ সুদের হারে মেটাতে হবে সুদও। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে, এ যেন ঠিক তাই। সিঙ্গুর থেকে টাটা মোটরস চলে যাওয়ার ক্ষতিপূরণ হিসেবে রাজ্যকে দিতে হচ্ছে প্রায় সাড়ে সাতশো কোটি টাকা। দীর্ঘ ১৫ বছরের আইনি লড়াইয়ের পর সিঙ্গুর মামলায় রাজ্যের বিরুদ্ধে এমনি ঐতিহাসিক রায় দিল আরবিট্রাল ট্রাইব্যুনাল। এমকনি আরবিট্রারি খরচ বাবদ টাটা-কে আরো ১কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ। স্বভাবতই, সুদীর্ঘ কয়েক বছর পর সিঙ্গুর মামলায় এমন জোরালো রায়ে ক্রমশ উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। এত টাকা রাজ্য সরকারের পক্ষে কি করে দেওয়া সম্ভব। কোথা থেকে আসবে এত টাকা? রাজ্যের কোষাগারে এত টাকা আছে তো? প্রসঙ্গত উল্লেখ্য, সিঙ্গুরে এক হাজার একর জমিতে ন্যানো প্লাট তৈরির জন্য বাম আমলেই বাম সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল টাটা মোটরসের। প্রতিশ্রুতি ছিল হাজার হাজার কর্মসংস্থানের। হয়তো টাটার পথ অনুসরণ করে আন্তর্জাতিক মানের আরও অনেক এরাজ্যে শিল্প আসত। কিন্তু তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধিতা, স্থানীয় কৃষকদের জমি বাঁচানোর আন্দোলনে স্তব্ধ হয়ে যায় সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির স্বপ্ন। তড়িঘড়ি পাততাড়ি গুটিয়ে, কোটি কোটি টাকার ক্ষতি মাথায় নিয়ে গুজরাটে সরে যেতে বাধ্য হয় টাটা। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, দীর্ঘ ১৫ বছরের লড়াইয়ের পর, টাটার এই জয় নবান্ন-কে যে অনেকটাই অস্বস্তিতে ফেলবে তাতে সন্দেহ নেই। লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে, রাজ্য সরকারের বিপক্ষে এমন রায় জনমানসে খুব একটা ভালো প্রভাব যে ফেলবে না, রাজনৈতিক বিশ্লেষকদের তেমনটাই মত। বাম সরকারের স্বপ্নের সিঙ্গুর প্লান্ট থেকে টাটা কে তাড়িয়েই শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিজয় রথ। সেই টাটা-ই আবার নতুন করে মাথা ব্যাথার কারণ হয়ে উঠবে না তো রাজ্যের শাসকদলের কাছে? যদিও রাজ্যের কাছে আইনি পদক্ষেপের রাস্তা খোলা, তবুও এখন দেখার টাটা-কে নিয়ে বিতর্কের জল কতদূর গড়ায়।

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরক জ্যোতি অধিকারী

2023-10-27

লোকপক্ষ ডিজিটাল: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরক জ্যোতি অধিকারী। হীরকবাবু পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। এছাড়াও মেখলিগঞ্জের ভারতীয় রেডক্রস সোসাইটির সম্পাদক ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের যুবনেতাও ছিলেন। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এই চিকিৎসকের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না মেখলিগঞ্জবাসী। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে তাঁর দেহ শায়িত রয়েছে।

বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেফতার গাড়ি চালক

2023-09-23

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয় চালককে । ধৃতের নাম সৌরভ মন্ডল । বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যকে খুন করে সে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল । পুলিশ চালক সৌরভ মণ্ডলের মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে গ্রেফতার করে । বৃদ্ধের Bmw গাড়ি নিয়ে সে দীঘা গেছিলো, সেখান থেকে ফেরার সময় তার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে এরেস্ট করে নাগেরবাজার থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, ধৃত গাড়ির চালক সৌরভ বৃদ্ধের bmw গাড়িটি চেয়েছিল সে ১৫ তারিখ বন্ধুদেরকে নিয়ে দীঘা ঘুরতে যাবে বলে, বৃদ্ধ তখন তাকে ১৫ তারিখ আসতে বলে । এরপর সে 15 তারিখ অর্থাৎ শনিবার দিন যখন বৃদ্ধের বাড়িতে যায় তখন দেখে বৃদ্ধের বাড়ির সদর দরজার ভেতর থেকে তালা দেওয়া । এরপরই সে পাঁচিল টপকে ভেতরে ঢোকে । তখন বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করে সে ভেতরে ঢুকলো কি করে এবং গাড়ি নেওয়া নিয়ে বৃদ্ধের সঙ্গে বচসা বাধে । বৃদ্ধ গাড়ির চালককে অপমানজনক কথা বলায় ধৃত চালক প্রথমে বৃদ্ধকে ধাক্কা মারে যার কারণে তার মাথায় আঘাত লাগে এরপর তাকে গলা টিপে খুন করে । এরপর তার ঘর থেকে গ্যারেজ এবং গাড়ির চাবি নিয়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে সে চলে যায় । প্রথমে সে গাড়ি নিয়ে তার বাড়ি বারাসাতে যায় এবং সেখান থেকে বন্ধুদের কে নিয়ে দীঘায় যায় । এরপরই সে দীঘা থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে । এবং পুলিশ সূত্রে আরও খবর, গতকাল বৃদ্ধের পোষ্য কুকুরটিকে ওই বাড়ি থেকেই নাগেরবাজার থানার পুলিশ উদ্ধার করে । গতকাল ফরেনসিক টিম চলে যাওয়ার পর গোটা বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় ওই পোষ্য কুকুরটিকে ওই বাড়ির একটি অব্যবহৃত ঘর থেকে তাকে উদ্ধার করে । গাড়িটিকেও আটক করেছে পুলিশ । ধৃত গাড়ির চালক সৌরভ মন্ডল বারাসাতে ভাড়া থাকতো, চারজনকে নিয়ে সে দীঘা গেছিল ।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে বিশেষ সভা আয়োজিত হ

2023-09-10

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে বিশেষ সভা আয়োজিত হলো। রবিবার দুপুরে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি এন্ড হেল্পার্স ইউনিয়নের ডাকে ওই সভা আয়োজিত হয়ে পড়ে জানা যায়। এদিনের ওই সভায় মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দুরবস্থা সহ বিভিন্ন বিষয়গুলিকে সামনে রেখে সেখানে আলোচনা করা হয় বলে জানিয়েছেন নেতৃত্বরা। এদিন ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে অনেকের মুখেই ক্ষোভের সুর শোনা যায়। যেখানে রাজ্য সরকারের মন্ত্রী বিধায়কদের বেতন এক ধাক্কায় বৃদ্ধি পাচ্ছে একটি সেই সময় দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের ও সহায়িকাদের বেতন বৃদ্ধি নিয়ে কোন আলোকপাত করা হয় না এমনটাই অভিযোগ তাদের। বর্তমানে যে পরিমাণ তারা টাকা পান তা দিয়ে কোনভাবেই সংসার চলে না বলেও তারা জানান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দুরবস্থার কথা বলতে গিয়ে অনেকেই বলেন, অধিকাংশ সেন্টার খোলা আকাশের নিচে আবার কারো বাড়িতে কিংবা গোয়াল ঘরে চলছে। কিছু কিছু সেন্টারের নিজস্ব ঘর থাকলেও সেই ঘরের অবস্থা একেবারেই বেহাল। একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো রকম সমস্যার সমাধান হয়নি বলে তাদের অভিযোগ। শুধু অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি কিংবা সেন্টারে দুরবস্থার কথাই নয় রান্না করার জন্য প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ বাসনপত্র নেই কেন্দ্রগুলিতে এমনটাই বলেন তারা। নিজেদের বাড়ি থেকে বাসনপত্র নিয়ে এসে কাজ চালাতে হয় বলেও তারা দাবি করেন। এমত অবস্থায় দাঁড়িয়ে আগামী দিনে তাদের কর্মসূচি সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে এদিন সেই গুরুত্বপূর্ণ সভা আয়োজিত হয় এই AIUTUC অনুমদিত সংশ্লিষ্ট ওই সংগঠনের পক্ষ থেকে। ওই সভায় দিনহাটা ১ ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েতের কর্মী ও সহায়িকারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বড়সড় সাফল্য জলপাইগুড়ি জেলা পুলিশের

2023-09-07

আবির ভট্টাচার্য, জলপাইগুড়ি: বিপুল পরিমাণের গাঁজা আটক করলো জলপাইগুড়ি জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির আসাম মোড় এলাকা থেকে একটি ট্রাক আটক করে ৩৪৫ কেজি নিষিদ্ধ গাজা, উদ্ধার করে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খোন্ডয়াল বলেন, মোট ১৭টি সিল করা প্যাকেটের মধ্যে প্রায় ৩৪৫ কেজি নিষিদ্ধ গাঁজা ত্রিপুরা থেকে বিহারের পাটনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সেসময় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই চৌদদ চাকার গাড়িটিকে আটক করে গাঁজা উদ্ধার করে। পাশাপাশি শিবকুমার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এনডিপিএস আইনের সুনির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে বলে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খন্ডয়াল জানান ।

নিষ্ঠা সহকারে খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুরু সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থার

2023-09-07

শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। আর কয়েক দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য। কেবল কলকাতা নয়, গোটা রাজ্যের নামী দুর্গাপুজোগুলোর তালিকায় অনেককাল আগেই জায়গা করে নিয়েছে দিনহাটা শহর লাগোয়া সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থা দুর্গাপূজা কমিটি। সংগঠনের তরফে জানানো হয় “রীতি মেনে আজ খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের বর্ষীয়ান সদস্য, মহিলা সদস্যাবৃন্দ এবং নাট্য সংস্থার সমস্ত সদস্য সদস্যবৃন্দ। নাট্য সংস্থা দূর্গা পূজা কমিটি আশা এ বছর তাদের দুর্গাপূজা দিনহাটা শহর তো বটেই কোচবিহার উত্তরবঙ্গ এবং নিম্নআসামের বাঙালিদের কাছে যথেষ্ট সারা ফেলবে। এ বছর তাদের থিম মা আসছে মাটির ঘরে।

কড়া নিরাপত্তায় উপ নির্বাচনের স্ট্রং রুম

2023-09-06

জলপাইগুড়ি: ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচন শেষ হওয়ার পর কড়া পাহারায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে রাখা রয়েছে সমস্ত ইভিএম মেশিন। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে আধাসামরিক বাহিনী ও পুলিশের কড়া পাহারা লক্ষকরা যায়। আগামী ৮ তারিখ উপ নির্বাচনের গণনা পর্যন্ত কড়া সুরক্ষার ঘেরাটোপে রাখা হবে উপ নির্বাচনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণকারী ইভিএম মেশিন গুলি। প্রসঙ্গত, গতকাল ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সক্রিয়তার জেরে তেমন কোনো ঘটনা ঘটেনি ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে র প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে। পুলিশ ও আধাসামরিক বাহিনীর কড়া নিরাপত্তা নিয়ে যথেষ্ট খুশি সাধারণ মানুষ। গত পঞ্চায়েত নির্বাচনে খবরের শিরোনামে উঠে আসে ধুপগুড়ি। কিন্তু উপ নির্বাচনে তার ভিন্ন রূপ দেখে বিরোধী পক্ষ এখনও পর্যন্ত পুলিশ ও আধা সামরিক বাহিনীর নজরদারি নিয়ে কোনো প্রশ্ন করতে পারে নি। সব মিলিয়ে প্রতিটি রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণকারী ইভিএম মেশিন গুলি যথেষ্ট কড়া নিরাপত্তার বলয়ে রাখার চিত্র ধরা পড়লো ক্যামেরায়।

নর্থ বেঙ্গল গ্লোবাল সুতাকান ওপেন ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপে কুচবিহার জেলার প্রত্যেককেরই পদক জয়লাভ

2023-09-04

গতকাল ময়নাগুড়িতে সেকেন্ড নর্থ বেঙ্গল গ্লোবাল সুতাকান ওপেন ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপ এ কুচবিহার জেলা থেকে অসিত মার্শাল আর্ট একাডেমী ও নিকেশ আর্ট একাডেমি থেকে নয়জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রত্যেককেই পদক জয়লাভ করে। সৃজিতা দত্ত কুমিতে স্বর্ণপদক ও কাতাতে সিলভার পদক জয়লাভ করে, দেবাংশু দে ১২ বছর কুমিতে সিলভার পদক , আসিফ হোসেন কাঁতাতে ব্রোঞ্জ পদক কিংশুক সরকার কাঁতাতেও কুমিতে স্বর্ণপদক শম্ভু দেবনাথ স্বর্ণপদক এবং অনিকেত দাস ব্রোঞ্জ পদক জয়লাভ করে। এ খবর নিশ্চিত করেছেন কোচ সেন্সি অসিত কুমার দাস

2023-09-04

২০২৪ লোকসভা ভোটকে উদ্দেশ্য করে জনসংযোগ কর্মসূচী শুকারুরকুটি গ্রামে। পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর বোর্ড গঠন হয়েছে সদ্য । লোকসভা ভোটের এখনো অনেক দেরি। কিন্তু তার আগেই ফের জনসংযোগ বাড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আজ দিনহাটার শুকারুর কুটি গ্রাম পঞ্চায়েতের ৭/ ২০৪ এবং ৭/২০৫ নং বুথে জনসংযোগ কর্মসূচি লক্ষ্য করা গেল। জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল চেয়ারম্যান সেকেন্দার আলী, ব্লক সাধারণ সম্পাদক লতিফুল কবির, ছাত্রনেতা পল্লব রায় এবং অঞ্চল কমিটির সকল সদস্যবৃন্দ।

বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর তৃণমূলে যোগ তৃণমূলের ব্লক সভাপতি হাত ধরে

2023-09-04

সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৭/৯০ নং বুথের বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী আজ সকালে বামনহাট এলাকায় দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্যের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন পঞ্চায়েত সদস্য মিরাতুন বিবি। যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন সহ অঞ্চল সভাপতি ধরণী কান্ত বর্মন সহ অনেকেই। যোগদানের পর দিনহাটা ২নং ব্লক তৃণমূল সভাপতি কি জানালেন শুনে নিন।

রাখি বন্ধনের পবিত্র দিনে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটের শুভ উদ্বোধন হলো।

2023-08-30

রাখি বন্ধনের পবিত্র দিনে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটের শুভ উদ্বোধন হলো। বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের সূচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সিরাজ ধ্যানেশ্বর, এমজেএন মেডিকেল কলেজের এমএসভিপি রাজীব প্রসাদ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস, কোচবিহার জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে একটি পাওয়ার গেটের সাথে সমঝোতা করে এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে এই ট্রমা ইউনিটের শিলান্যাস করা হয়। কাল ও সময়ের নিয়মে, ধীরে ধীরে সেই ট্রমা ইউনিটের কাজ শুরু হয়। পরবর্তীতে সেই কাজ সমাপ্তি ঘটে। এবং রাখি পূর্ণিমার এই বিশেষ দিনে মহাসমারোহে এই বিশেষ ইউনিটের শুভ উদ্বোধন করা হলো। এদিনের এই ট্রমা ইউনিট উদ্বোধন প্রসঙ্গে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, পবিত্র রাখি বন্ধনের দিনে স্বাস্থ্য বিষয়ক আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। শুধু কোচবিহার জেলা নয় আশেপাশের বিভিন্ন জেলাগুলি থেকেও রোগীরা এই ট্রমা ইউনিটের মাধ্যমে সুবিধা পাবেন বলেই আশা করি।

রাখি উৎসবে মেতে উঠতে প্রস্তুত কোচবিহার

2023-08-29

কোচবিহার: রাখি উৎসবের আর মাত্র হাতে গোনা সময় বাকি। ইতিমধ্যেই বাজারের রাখি বিক্রির দোকান গুলিতে বৃষ্টি ও আবহাওয়ার চোখ রাঙানিকে উপেক্ষা করেই ক্রেতাদের ভিড় জমেছে বিভিন্ন ধরনের রাখি কিনতে। তবে এই রাখি বন্ধনের সৌভ্রাতৃত্ব উৎসবের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছেন রবীন্দ্র নাথ। এছাড়াও ইতিহাসে রয়েছে একটি রাখি পাঠিয়ে নাকি রাণী কর্ণবতী মোঘল সম্রাট হুমায়ূনের কাছে সাহায্য আবেদন করেছিলেন। তবে সময় বদলে চলেছে, আর সময়ের সঙ্গে বদলে চলছে মানুষের চাহিদাও ও পছন্দ। একটা সময় নিজেদের হাতে তৈরি করা রাখি ভাইয়ের হাতে বেঁধে দিতেন বোনেরা। তবে সময়ে সঙ্গে সঙ্গে বাজারে এসেছে হরেক রকম ডিজাইনের রাখি। এবারেও রাখি বিক্রির বাজারে বেশ কিছু নতুন চমক এসেছে সকলের জন্য। এই সকল চমকের মধ্যে প্রধান দুটি হল বড়দের ব্রেসলেট রাখি ও বাচ্চাদের লাইটিং কার্টুন রাখি। দাম‌ও হাতের নাগালে।৩০ থেকে ৪০ টাকায় মিলছে এই রাখি। একটা সময় সুতোর তৈরি রাখি ও কাঠের ডিজাইন করা রাখি বেশি প্রচলিত ছিল বাজারের মধ্যে। তবে চলতি বছরে ইতিমধ্যেই যে নতুন দুই রাখি বাজারে এসেছে, সেগুলির চাহিদা বেড়ে উঠেছে বেশ অনেকটাই। তবে এই দুটি রাখি ছাড়াও বেশ ভালই বিক্রি হচ্ছে বাজারে নতুন আসা লটকন রাখি, ময়ূর রাখি ও লজেন্স রাখি, ইকো ফ্রেন্ডলি রাখি ও আরোও অনেক ধরনের রাখি। কোচবিহার ভবানীগঞ্জ বাজারের এক রাখি বিক্রেতা বিশ্বজিৎ বণিক জানান, "দীর্ঘ সময় ধরে বাজারের মধ্যে নতুন রাখির চাহিদা ছিল। তাই এই বছর নতুন ধরনের রাখি আসতেই তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার যে পরিবর্তন ঘটছে সেটা খুব সহজেই বোঝা সম্ভব।" তিনি আরোও জানান, "এখন মানুষ চান রাখি সারা বছর হাতের মধ্যে পড়ে রাখতে। সেই কথা মাথায় রেখে সোনালী ও রুপোলি রঙের ব্রেসলেট রাখি এসেছে বাজারে। যা দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয়। তবে দাম তুলনামূলক অনেকটাই কম। এছাড়া ছোট বাচ্চাদের পছন্দ বিভিন্ন কার্টুন চরিত্র ও সুপারহিরো চরিত্র। তাই সেগুলি নিয়েও রাখি এসেছে। এর পাশাপশি রয়েছে লজেন্স রাখি।" বাজারের আরোও এক রাখি বিক্রেতা বিশ্বনাথ বণিক জানান, "ছোট থেকে বড় সকলের জন্য এবার রাখিতে বিপুল পরিমাণ ভ্যারাইটি নিয়ে আসা হয়েছে। যাতে কারোও মন খারাপ করতে না হয়। রাখি উৎসবে এবার সকলে আনন্দে মেতে উঠেন এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব।"

জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা , মৃত দুই আহত পাঁচ

2023-08-23

ডায়মন্ডহারবার:১১৭ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজন । গুরুতর জখম আরো পাঁচজন । এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার হটুগঞ্জের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে । স্থানীয় সূত্রে জানা যায় , একটি যাত্রী বাহী অটো হটুগঞ্জের দিকে যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাসটি রায়দিঘি থেকে ডায়মন্ডহারবারের দিকে আসছিল। সেই সময় হটুগঞ্জের কাছে বাসটি অটোটিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজন তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । ঘটনার পর বাসের চালক বাস নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় । এই মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় ডায়মন্ডহারবার থানার বিশাল পুলিশ বাহিনী। হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় দুজনের। আহতদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । আহত আবু সিদ্দিক শেখ জানান ডায়মন্ড হারবার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন অটোতে চেপে । সেই সময় হটুগঞ্জের কাছে উল্টো দিক থেকে আসা মথুরাপুর-ডায়মন্ডহারবার গামী একটি বাস অটোটিকে ধাক্কা মারে । এরপর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় । দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশে থাকা স্থানীয়রা ছুটে আসেন । তারাই উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । অভিশপ্ত অটোতে থাকা দুজন যাত্রীর হাসপাতালের পথেই মৃত্যু হয়। অন্যদিকে ঘটনার তদন্তে নেমে ঘাতক গাড়িটির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ।

উদ্ধার প্রক্রিয়াজাত হাঙরের বাচ্ছা, গ্রেফতার দুই

2023-08-18

লোকপক্ষ ডিজিটাল, নামখানা:---- দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জের বালিয়াড়া থেকে উদ্ধার হল প্রক্রিয়াজাত হাঙরের বাচ্ছা । এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নাম আকাশ দাস ও রঞ্জিত বাগ। ধৃতদের বৃহস্পতিবার কাকদ্বীপ এসিজেএম আদালতে পেশ করা হয় । এরপর তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় দক্ষিন ২৪ পরগনা বিভাগীয় বন বিভাগ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করবে বন আধিকারিক ও পুলিশ ।সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগণার বালিয়াড়া এলাকায় মূলত শুটকি মাছের ব্যবসা চলে বহুদিন ধরে । সমুদ্র ও নদী থেকে ধরা পড়া বিভিন্ন মাছ প্রক্রিয়াজাত করা হয়। এরপর সেগুলিকে বাইরের বাজারে পাঠানো হয়। সেখানেই হাঙরের বাচ্ছা শুকনো করার কাজ চলছিল।গোপন সূত্রে এই খবর পেয়ে গভীর রাতে বন বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে হানা দেন । এরপরই সেখান থেকে প্রায় ৭০ ক্যারেট শুকনো হাঙরের বাচ্ছা উদ্ধার হয় । হাতে নাতে গ্রেফতার হয় দুজন । বন আধিকারিকরা জানিয়েছেন , ধৃতরা দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিল। এই বাচ্ছা হাঙর গুলোকে ফাঁস জাল দিয়ে ধরা হত। এরপর সেগুলিকে প্রক্রিয়াজাত করার জায়গায় আনা হত। এই ঘটনার সঙ্গে একটি বড় চক্র জড়িত আছে দীর্ঘদিন ধরে ।

বৃদ্ধা খুনের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার

2023-08-12

আবির ভট্টাচার্য :সূর্যসেন কলোনির বৃদ্ধা খুনের ঘটনার কয়েক ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেপ্তার করল ধুপগুড়ি থানার পুলিশ। মূলত গহনার কারণেই প্রতিবেশী যুবকদের হাতে খুন হতে হয়েছে সূর্যসেন কলোনির বাসিন্দা অবসরপ্রাপ্ত বিদ্যুৎ দপ্তরের কর্মী পুষ্পা গাইন কে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পুস্পা দেবী প্রতিবেশী আচার্য বাড়িতে বেড়াতে গেলে সেই বাড়ির দুই ছেলে ভোলা আচার্য ওরফে বাসুদেব ও নাকু আচার্য ওরফে বাচচু দুই ভাই মিলে প্রতিবেশী পুষ্পা গাইন কে তাদের বাড়িতে আটকে রাখে। পরবর্তীতে বাচ্চু এবং বাসুদেব দুজন মিলে ধারালো অস্ত্র দিয়ে ওই বৃদ্ধাকে তাদের শোবার ঘরে খুন করে। গতকাল সন্ধ্যায় ধুপগুড়ি বাজারে একটি সোনার দোকানে অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মী পুষ্পা গাইনের গহনা বিক্রি করে দেয়। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, পরবর্তীতে পুষ্পাদেবীর মৃতদেহটি বস্তায় ভরে শোবার ঘরে রেখে দেয়। শনিবার সূর্য ওঠার আগেই বস্তাবন্দী মৃতদেহ নিয়ে দুই ভাই বৃদ্ধার বাড়ির সামনে ফেলে রাখে। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত দুই ভাই সহ রিসিভার দুজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডওয়াল বলেন, ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এবং ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর পেছনের সঠিক কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন। প্রসঙ্গত, ধুপগুড়ি শহরের পাঁচ নম্বর ওয়ার্ড ে শনিবার সকালে নিজের বাড়ির সামনে থেকেই বস্তা বন্দী মৃতদেহ উদ্ধার হয় বিদ্যুৎ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী পুষ্পা গাইনের। পরবর্তীতে পুষ্পা দেবীর মেয়ে গুলি গাইনের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গআ র নেতৃত্বে মৃতদেহ উদ্ধার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে।

বিজেপি বিধায়কের মৃত্যুর কয়েকদিনের মধ্যে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা

2023-08-08

লোকপক্ষ ডিজিটাল, ৮আগস্ট : ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। গত ২৫ জুলাই ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়। জানানো হয়েছে, ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের গণনা। ১৭ অগাস্ট ধূপগুড়ি উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন । প্রসঙ্গত, গত ২৫ জুলাই বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসে অসুস্থ বিজেপি বিধায়ক। এসএসকেএমে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় বিজেপি বিধায়কের ।

মৃত্যু হলো উদ্ধার হওয়া গন্ডার শাবকের

2023-08-07

আবির ভট্টাচার্য, লোকপক্ষ ডিজিটাল, ডুয়ার্স : নদী পেরোনোর সময় ভেসে গিয়ে মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া এই গন্ডার শাবকটিকে উদ্ধার করা হলেও এদিন সেটির মৃত্যু হল। মায়ের সাথে নদী পেরোতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে এই শাবকটি জলঢাকা নদীর তীব্র স্রোতে ভেসে গিয়েছিল। বন দপ্তরের খুনিয়া ও গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা জলঢাকা নদীর ধার থেকে ওই শাবকটিকে উদ্ধার করেন। শাবকটিকে মায়ের কাছে ফিরিয়ে দিতে বনদপ্তর তার মায়ের খোঁজে অভিযানও শুরু করেছিল। শাবকটির পরিচর্যার জন্য শনিবার বিকেলে সেটিকে নাথুয়া রেঞ্জের জঙ্গল থেকে জলদাপাড়ার হলং পিলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। তবে বনদপ্তরের সব চেষ্টাকে ব্যার্থ করে রবিবার সকালে এক মাসেরও কম বয়সী গন্ডার শাবকটির মৃত্যু হল। নদীর জলে হাবুডুবু খাওয়ার সময় শাবকটির পেটে প্রচুর বালু ঢুকে গিয়েছিল, যার জেরেই শাবকটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

কোচবিহার ১ নং A এবং B ব্লকের তত্ত্বাবধানে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকি অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা

2023-08-06

আজ পূর্ব ঘোষিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্ধ্যোপাধ্যায় নির্দেশে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক মহাশয়ের নেতৃত্বে কোচবিহার ১ নং A এবং B ব্লকের তত্ত্বাবধানে আজকে ঘুঘুমারি পার্টি ওফিসের সামনে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ১০০ দিনের বকেয়া আদায় বাংলা আবাস যোজনা ও রাস্তার টাকা আদায়ের দাবিতে এবং নিত্য দিনের দ্রব্যমূল্য বৃদ্ধির ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আজকে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকি অবস্থান বিক্ষোপ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, বর্ষিয়ান নেতা আব্দুল জলিল আহমেদ কোচবিহারে ১ নং এ ব্লক সভাপতি জ্যোতির্ময় দাস , ব্লক সভানেত্রী মাধবী নাগ এবং তৃণমূল ব্লক অঞ্চল নেতৃত্ব কর্মীরা ।

কালজানি ধর্ষণকাণ্ডে অভিযুক্ত দুইজনের ১৪ দিনের জেল হেফাজত। দ্রুত চার্জশিট জমা দেবে পুলিশ

2023-08-01

কোচবিহার কালজনী ধর্ষণ কান্ডে প্রধান অভিযুক্ত বাপ্পা বর্মন এবং সুমন সরকারকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালো কোচবিহার জেলা ও দায়রা আদালত। মঙ্গলবার তাদের নির্দিষ্ট সময় আদালতে তোলা হলে বিচারপতি তাদের জেল হেফাজতের নির্দেশ দেয়। বাকি তিনজনের আগে থেকেই জেল হেফাজত নির্দেশ হয়েছিল। পুলিশ সূত্রে জানানো হয়েছে দ্রুত ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসে পৌঁছবে, ময়নাতদন্তের রিপোর্ট। এবং সেই সাথে চার্জশিট তৈরির কাজ শুরু হয়ে গেছে পণ্ডিবাড়ী থানার মাধ্যমে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম চার্জশিট জমা করতে চলেছে কোচবিহার পুলিশ। ইতিমধ্যেই দোষীদের শাস্তির দাবিতে কোচবিহার জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবি একটাই অভিযুক্ত দের সর্বোচ্চতম সাজা ফাঁসি। দফায় দফায় কোচবিহারের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাধ্যমে এই দাবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, ১৮ ই জুলাই থেকে নিখোঁজ হওয়া কালজানি গ্রাম পঞ্চায়েত এলাকার খাপাইডাঙ্গা গ্রামের ১৪ বছরের নাবালিকা ছাত্রীর ধর্ষণ কাণ্ডে উত্তাল হয়েছে কোচবিহার জেলা। প্রায় নয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই নাবালিকা। পর থেকে দোষীদের সাজার দাবিতে দফায় দফায় আন্দোলন এবং বিক্ষোভ হয়ে আসছে কোচবিহার জুড়ে। পাঁচ দিনের পুলিশে হেফাজত এরপর এদিন মূল অভিযুক্তদের আদালতে তোতা হলে তাদের জেন হেফাজতের নির্দেশ দেয় আদালত। কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, উক্ত ঘটনার সম্পূর্ণ তদন্ত করে ইতিমধ্যেই আদালতের কাছে পুলিশের তরফ থেকে চার্জশিট দেওয়ার কাজ চলছে তড়িৎ গতিতে। খুব দ্রুত ট্রায়াল শুরু হবে এই মামলার। উক্ত ঘটনায় পুলিশী তৎপরতার প্রশংসা করেছে কোচবিহার জেলার সাধারণ মানুষ।

কোচবিহার জেলার সীমান্ত শহর দিনহাটায় পালিত হলো ইস্টবেঙ্গল দিবস

2023-08-01

কোচবিহার জেলার সীমান্ত শহর দিনহাটায় পালিত হলো ইস্টবেঙ্গল দিবস। দিনহাটা ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের উদ্যোগে সকাল ৯ টায় দিনহাটা সংহতি ময়দানে ক্লাব পতাকা উত্তোলন ও পুস্পার্ঘ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠিত হল ১০৪ তম ইস্টবেঙ্গল দিবস। সেই সাথেই অনুষ্ঠিত হলো দিনহাটা ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবের দশ বছর পূর্তি অনুষ্ঠান। ক্লাব পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক শ্রী শুভ্রালোক দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক অর্ঘ্যজিৎ নাগ, অভ্র সরকার, দীপায়ন শীল সহ অন্যান্য সদস্যরা। জানা যায় বিগত বছর গুলিতে দিনহাটা ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব যেভাবে বাৎসরিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে চলেছে এ বছর দশম বর্ষ পূর্তি উপলক্ষে তা আরও বৃহদাকার ও জাঁকজমক পূর্ণ হবে।

বিয়ের দাবিতে ধর্ণা

2023-07-28

বিয়ের দাবিতে ধর্ণা তুফানগঞ্জ :::বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের ৮ নং ওয়ার্ড বাবু পাড়া এলাকায়।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।জানা যায়, হরিপুর এলাকার ওই যুবতীর সাথে বাবু পাড়া এলাকার বাসিন্দা ওই যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৭ বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে ওই যুবতী জানায়। যুবতীর অভিযোগ,বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকার করে। এর পরই শুক্রবার সকাল থেকে বিয়ের দাবিতে ধর্নায় বসে সে। খবর ছড়িয়ে পড়তেই বহু উৎসুক জনতা ভিড় জমান এলাকায়।

কালজানি ধর্ষণকাণ্ডে রীতিমতো সরগরম কোচবিহার জেলা

2023-07-27

কালজানি ধর্ষণকাণ্ডে রীতিমতো সরগরম কোচবিহার জেলা। 14 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষনের স্বীকার হতে হয়েছে বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে। ধর্ষিতা সেই মেয়েটি জীবন যুদ্ধে লড়াই করে অবশেষে মৃত্যু বরণ করে নেয়। সেই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এদিন কোচবিহারে মৌন মিছিল করে প্রতিবাদী নাগরিক মঞ্চ এর কর্মকর্তারা। তাদের এই মিছিল কোচবিহার সহিদবাগ মুক্ত মঞ্চের সামনে থেকে সূচনা হয়। আন্দোলন কারীদের মধ্যে পেশায় শিক্ষক প্রদীপ ঝাঁ জানান ধর্ষনের মত এই সামাজিক ব্যেধী কে সমাজ থেকে চিরতরে বিলুপ্ত করতে প্রয়োজন সমস্ত ধরনের মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগিয়ে তোলা এবং প্রত্যেকের মধ্যে সামাজিক ভাবাবেগ সঞ্চার করা। সমাজ কর্মী রাজা বৈদ্য বলেন প্রতিবাদ আমাদের রক্তে, যে কোন ঘটনার প্রতিবাদে সামিল প্রতিবাদি নাগরিক মঞ্চ। কালজানীর ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিবাদী নাগরিক মঞ্চ এর রাজা বৈদ্য, সুমন দাস, পার্থ দেব সর্মা।

রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

2023-07-22

তুফানগঞ্জ ::ভোট পর্ব মিটে গেলেও স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ২৭দিন ধরে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে শালবাড়ি হাই স্কুল।পড়ুয়াদের অভিযোগ, স্কুল বন্ধ থাকার কারণে ব্যাঘাত ঘটছে তাঁদের পড়াশোনায়। শনিবার তারই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা।এদিন সকাল থেকেই স্কুল খোলার দাবি নিয়ে শালবাড়ি বোচামারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে শালবাড়ি হাই স্কুলের পড়ুয়ারা। প্রায় একঘন্টা ধরে চলে অবরোধ।পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষকের আশ্বাসে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো কালিরহাট দেওনচন্দ্র হাই স্কুল

2023-07-20

রোধকে উপেক্ষা করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো কালিরহাট দেওনচন্দ্র হাই স্কুল। এদিন প্রায় দেড়শটি গাছের চারা অরণ্য সপ্তাহের মাঝখানে বিতরণ এবং রোপন করা হয় স্কুল চত্বরে। এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশ্ব উষ্ণায়ন রুখতে কি করে চারা গাছ রোপন করে সযত্নে বড় করে তোলা যায় সেই বিশেষ সচেতন করা হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। সবুজায়নের লক্ষ্যে অরণ্য সপ্তাহের শেষ দিনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা । এদিন ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন ফল ও গাছের চারা বিতরনের পাশাপাশি অরণ্য সপ্তাহ নিয়ে বক্তব্য রাখতে দেখা যায় শিক্ষক-শিক্ষিকাদের। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক অর্ণব সাহা বলেন, মূলত একের পর এক গাছ কেটে ফেলার কারণে দিনকে দিন বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গের বিশেষ করে এই ডুয়ার্স অঞ্চলে এমন অসহ্য গরম বেশ কিছুদিন আগেও লক্ষ্য করা যায়নি। বিভিন্ন সময় উন্নয়নের স্বার্থেই হোক কিংবা জীবিকা যে কোনো কারণেই আজ প্রায় বিলুপ্তির পথে প্রাচীন গাছ গুলি। মূলত সেই কারণেই বিশ্ব উষ্ণায়নে লাগাম টানার পাশাপাশি অরণ্য সপ্তাহ চলাকালীন এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের গাছের চারা প্রদানের পাশাপাশি বিদ্যালয় চত্বরে রোপন করা হয় বলে স্কুল শিক্ষক অর্ণব সাহা উল্লেখ করেন।

কোচবিহারে আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড: সিভি আনন্দ বোস

2023-06-28

কোচবিহারে আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড: সিভি আনন্দ বোস। আজ বিকেলে কোচবিহারে এসে পৌঁছবেন তিনি। জানা গেছে বাগডোগরা বিমানবন্দর থেকে বিশেষ চপার চেপে কোচবিহার বিমানবন্দরে এসে নামবেন। সেখান থেকে সড়ক পথে পৌঁছে যাবেন কোচবিহার সার্কিট হাউজে। সেখানে রাত্রি বাস করার পর বৃহস্পতিবার তিনি কোচবিহার থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে তার এই কোচবিহার সফরে কি কি কর্মসূচি রয়েছে তা এখনো স্পষ্ট নয়। সম্ভবত আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি দিনহাটার অশান্ত এলাকাগুলি পরিদর্শন করতে পারেন বলেও সূত্রের খবর। স্বাভাবিকভাবেই গত বেশ কয়েকদিন ধরেই জেলার দিনহাটা মহকুমায় অশান্তির ছবি সব থেকে বেশি উঠে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার সফরে আসছেন রাজ্যপাল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল। এদিকে, মঙ্গলবারই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দাবি করেছিলেন রাজ্যপাল দিনহাটায় এসে দেখে যাক এখানে কারা অশান্তি সৃষ্টি করছে। তার এই মন্তব্যের পরেই দেখা যাচ্ছে কোচবিহারে আসছেন রাজ্যপাল আজই তিনি এসে পৌঁছবেন।

হাতছাড়া উত্তরবঙ্গ-ই পাখির চোখ তৃণমূলের, অরূপ, বাবুলের পর আগামী সোমবার কোচবিহারে মমতা

2023-06-24

Manoj Kumar Barman: গত লোকসভা এবং বিধানসভায় ভরাডুবির পর উত্তরবঙ্গের হারানো জমি ফিরে পেতে শাসকদল যে বিশেষভাবে মরিয়া, সেটা মুখে স্বীকার না করলেও তাদের রাজনৈতিক কর্মসূচি থেকেই স্পষ্ট। বিজেপির রাজ্য নেতৃত্ব সাংগঠনিক ভাবে শক্তিশালী উত্তরবঙ্গে সেরকম ভাবে প্রচার না চালালেও, রাজ্যের শাসকদল কিন্তু থেমে নেই, একের পর এক রাজনৈতিক কর্মসূচির সূচনা হচ্ছে উত্তরবঙ্গকে কেন্দ্র করেই। গত ২৫শে এপ্রিল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন কোচবিহার থেকেই, ঠিক একই রকম ভাবে গত বৃহস্পতিবার থেকে অরূপ, বাবুল, দেবাংশু-র মতো তৃণমূলের হেভিওয়েটরা পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেলেন কোচবিহার থেকেই। কোচবিহারের পুন্ডিবারি, দিনহাটা, সিতাই, শিতলকুচি ইত্যাদি প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারে দেখা গেল বাবুল সুপ্রিয়, অরূপ চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্য দের। তৃণমূল সূত্রে খবর, আগামীকালই কোচবিহারের উদ্দেশ্য রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পর পর কয়েক জায়গায় সভা ও নির্বাচনী প্রচার করার কথা রয়েছে তার। আপাতত আগামী সোমবার কোচবিহার দক্ষিণের চান্দামারী এলাকায় প্রাণনাথ হাইস্কুল মাঠে, ওনার প্রথম জনসভা হওয়ার কথা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূল সুপ্রিমোর কোচবিহার থেকে দলের প্রচার শুরু করাকে কেন্দ্র করে কোচবিহার তথা সমগ্র উত্তরবঙ্গে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, তবে কি রাজনৈতিক সমীকরণে তৃণমূল কংগ্রেসের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে কোচবিহার? তা না হলে কেন বার বার যে কোন রাজনৈতিক কর্মসূচির জন্য প্রথমেই বেছে নেওয়া হচ্ছে কোচবিহার কে? অনেকেরই ধারণা, কোচবিহারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এর পিছনে বড় কারন। তাছাড়া, রাজবংশী জনজাতির মানুষের ভোট তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় ফ্যাক্টর। আর এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ রাজবংশী জনসমাজের নেতা অনন্ত রায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব অনেকটাই। দিনহাটায় কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে বিজেপির ক্রমাগত শক্তি বৃদ্ধিও অন্যতম কারণ হতে পারে বলে অনেকেরই মত। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের মধ্যে মূখ্যমন্ত্রীর অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোচবিহারের সভা ঘিরে তোড়জোড় শুরু হয়ে গেছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে দলনেত্রীর কোচবিহার সফর দলীয় কর্মীদের যে বাড়তি অক্সিজেন জোগাবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আগামী সোমবার চান্দামারী থেকে মূখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে তাকিয়েই গোটা রাজনৈতিক মহল।

ধুপগুড়ি সুপার মার্কেট মোড়ে দুর্ঘটনা। আহত চার।নিয়ন্ত্রণ হারিয়ে দোকানঘর ভেঙ্গে বাড়ির ভিতর ঢুকে যায় পাথর বোঝাই লরি

2023-06-22

ধুপগুড়ি সুপারমার্কেট মোরে দুর্ঘটনায় গুরুতর আহত চার। বুধবার মাঝরাতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘর ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে একটি পাথর বোঝাই লরি। স্থানীয় বাসিন্দা বিভাস চক্রবর্তী বলেন, গতকাল মাঝরাতে এশিয়ান হাইওয়ে ধরে গয়ের কাটার দিকে যাওয়ার সময় একটি পাথর বোঝাই লরি ধুপগুড়ি সুপার মার্কেট মোড়ে জগাই সরকারের হোটেল ভেঙে বাড়ির ভেতর ঢুকে পড়ে লরিটি। ঘটনার জেরে জগাই সরকার সহ চারজন গুরুতর আহত হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যে দমকল কর্মীরা এসে আহতদের ধুপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে রেফার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক গাড়িটি এবং গাড়ির চালক দুজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এবং নির্দিষ্ট ধারায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ভুটান পাহাড়ে অবিশ্রান্ত বর্ষনে আলিপুরদুয়ারে নদীর জল বাড়ছে।কালজানি,ডিমা,রায়ডাক,তোর্সা,সংকোশ নদীগুলিতে জল বাড়ছে

2023-06-20

ভুটান পাহাড়ে অবিশ্রান্ত বর্ষনে আলিপুরদুয়ারে নদীর জল বাড়ছে। কালজনি,ডিমা,রায়ডাক,তোর্সা,সংকোশ নদীগুলিতে জল বাড়ছে। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৪০.২০ মিমি,হাসিমারাতে ১৬০ মিমি বৃষ্টিপাত হয়েছে। ভুটানে অবিশ্রান্ত বর্ষনের ফলে নদীর জল বেড়ে যাওয়ায় বন্যার আশংকা দেখা দিয়েছে।আলিপুরদুয়ার পুরসভার নদীর চর এলাকার ওয়ার্ড গুলিতে জল। পুরসভার ৯,১৮ নম্বর ওয়ার্ডের দ্বীপচর,হঠাৎ কলোনী ও বালাটারী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।আলিপুরদুয়ার শহর থেকে বালাটারী যাওয়ার বাঁশের সাঁকো ভেঙ্গে গেছে।যদি ভুটানে বৃষ্টি আর ও বেড়ে যায় তবে নদীর জল বেড়েভএলাকাগুলির অবস্থা সংকটে দাঁড়াবে।যদিও পুর প্রশাসন জানিয়েছে, আমি তৈরি রয়েছি।পুর এলাকাগুলিতে জল জমলে স্লুইস গেট গুলি খুলে দেঈয়া হবে।

৫০০ মিটারের পথ। সেতু না থাকার জন্য ৩কিলোমিটার পথ পেরিয়ে যেতে হচ্ছে। ভোগান্তি সাধারন মানুষের

2023-06-20

৫০০ মিটার পথ পেরিয়েই সব জায়গায় যাওযা যাবে যেকোনো প্রয়োজনে কিন্তু স্থায়ী সেতু না থাকায় ৩কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে গোটা গ্রামবাসীদের।আলিপুরদুয়ার জেলার এক নাম্বার ব্লকের দক্ষিণ কামসিং বাসিন্দারদের জরাজীর্ণ সমস্যায় ভুগছেন তাঁরা । কিন্তু সেতুর অভাবে জরুরী প্রয়োজনেও তাঁরা এই সামান্য পথটুকু অতিক্রম করে উঠতে পারছেন না ফলে যাওয়া হচ্ছে না ব্লক অফিসে গোটা ঘটনায় তিতি বিরক্ত প্রান্তিক এই এলাকার মানুষের। আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের দক্ষিণকামসিং গ্রামের সামনে দিয়ে বয়ে গিয়েছে কুরমাই নদী বর্ষাকালে জল থৈ থৈ করে এই নদীতে।জল কম হলেও বর্ষাকালে নদী ভরাট হয়ে জল থাকে। ফলে ভিডিও অফিস সহ মূল জায়গাগুলিতে যেতে গ্রামের মানুষকে নদী পেরোতে হয়। কিন্তু সেতু না থাকায় বড়সড়ো সমস্যায় পড়ছেন তারা । কুরমাই নদীর উপর পাঁকা সেতুর দাবি বহুদিনের।বর্ষাকালে গোটা গ্রামের মানুষকে কার্যত বন্দি অবস্থায় কাটাতে হয় কারণ সেই সময় ঐ নদী পার হওয়া একপ্রকার অসম্ভব হয়ে ওঠে।জানা যায় নদী পেরিয়ে ব্লক অফিস ও হাসপাতালে ছাত্র ছাত্রীদের যাতায়াতের ভরসা এই কুরমাই নদীর উপর বাঁশের সাঁকো।তাঁদের অভিযোগ- স্বাধীনতার পর থেকে সেতু তৈরি হয়নি বারবার দাবি জানানোর পরেও প্রতিবছর গ্রামের বাসিন্দাররা চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করা হচ্ছে আমরা চাই পাঁকা সেতু হোক না হলে আগামী দিনে বীরত্তর আন্দোলনে নামবো।

Breaking News: পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই কংগ্রেস কর্মীকে গুলি করে খুন, তপ্ত বঙ্গ রাজনীতি!

2023-06-09

Breaking News: পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই এক কংগ্রেস কর্মী কে গুলি করে খুন। মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুর এর নলদ্বীপ গ্রামে গুলি করে খুন করা হলো কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ কে। তিনি কেরালায় পরিচারি শ্রমিকের কাজ করতেন। মাত্র ১০ দিন আগেই বাড়িতে ফিরেছেন। তারই মধ্যে ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচন। স্থানীয় সূত্র জানা গেছে ফুলচাঁদ শেখ এলাকায় সক্রিয় কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। এদিন সন্ধ্যায় সকলের সাথে বসে তিনি যখন তাস খেলছিলেন গ্রামে তখনই তার ওপর হামলা চালানো হয়। তাসের আসরে ফুলচাঁদ কে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। কে বা কারা গুলি চালালো তা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে স্থানীয়রা দ্রুত ফুল চাঁদ কে গুলিবিদ্ধ অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী পৌঁছেছে। এই ঘটনার পেছনে কোন রাজনৈতিক খুন নাকি ব্যক্তিগত কোন শত্রুতা রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাসের আসরে গুলি চালানোর ঘটনায় সয়লাভ শেখ নামে একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি কান্দি হাসপাতালে চিকিৎসাধীন। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই কংগ্রেস কর্মীকে গুলি করে খুনের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।




Follow us on                  

About Us
Lokepaksha Digital, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 9002131222
WhatsApp : 9002131222
Email : info@lokepakshadigital.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy