দেশ

বাসে করে আলু পাচারের চেষ্টা অসমে। হাতেনাতে ধরলো জেলা পুলিশ।

2024-08-02

অসম বেঙ্গল সীমান্তে নাকা চেকিং এর সময় কোচবিহার জেলা পুলিশ আজ একটি অসমের বাস আটকায়। বাসের নাম্বার AS15C 3036 এই যাত্রীবাহী বাসে চেক করার সময় দেখা গেছে বাসের ডিকি এবং ছাদে আলুর বস্তা বোঝাই ছিল। সবমিলে প্রায় ৬০ থেকে ৭০ বস্তা আলু ছিল বাসটিতে। ওই বাসে মাত্র একজন যাত্রী ছিল। বাসটিকে থামানোর পরই ওই ব্যক্তি নেমে পালিয়ে যায়

চাকরি নিয়ে জালিয়াতি? অভিযোগের তীর অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ওপর।

2024-05-18

২০১৫ সাল থেকে তারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডে স্টেনোগ্রাফার হিসেবে কাজ করছিলেন। কিন্তু হঠাৎ তারা ৭-৮ বছর কাজ করার পর জানতে পারে যে তাদের চাকরি আর নেই। কনট্র্যাক্ট রিনিউ হয়নি। যদিও সেখানে তারা কাজটা পান একটি প্রাইভেট সংস্থার মাধ্যমে। কিন্তু সরকার তাদের সার্টিফাই করেছে। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে তারা সরকারের কর্মচারী কিন্তু আজও তারা সংশয়ে রয়েছে যে আদৌ তারা সরকারের নাকি অন্য কারোর কর্মচারী। এই ঘটনা প্রসঙ্গে প্রতিবাদ করলেন আইনজীবী দেবরাজ মল্লিক।

মালদহে বাজ পড়ে মৃত ১১

2024-05-16

কয়েকদিন হল উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গের কোন কোন জেলায় এখনো বৃষ্টিপাত এইভাবে শুরু হয়নি। আজ দুপুরে হঠাৎ আকাশ কালো করে ঝড় এবং বৃষ্টি শুরু হয় মালদহে। যদিও আবহাওয়া দপ্তর আগের থেকেই সাবধান করে দিয়েছিল, যাতে ঝড়ের সময় কেউ বাইরে বের না হয়। আবহাওয়া দপ্তরের কাছে খবর ছিল, এই ঝড়ে প্রচন্ড বজ্রবিদ্যুৎ পড়বে ওই এলাকায়। কিন্তু তবুও আম কুড়োতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় তিন জন শিশু ও দুইজন যুবকের। এছাড়াও ওই একই কারণে মৃত্যু হয় আরো ছয়জনের। বাজ পড়ে মৃত চন্দন সাহানি 40, রাজ মৃধা 16 মনোজিৎ মন্ডল 21। গাজোল এলাকার আদিনা তে বাজ পড়ে মৃত্যু হয়েছে অসিত সাহা 19 নামে একটি ছাত্রের। ওই ছাত্র একাদশ শ্রেণীতে পড়ে। এছাড়াও মৃত্যু হয়েছে ইংরেজ বাজারের পঙ্কজ মন্ডল 28 ও সুইতারা বিবির। এরপরে আরো ছয়জনের মৃত্যুর খবর আসে। যদিও সেই ছয়জনের নাম এখনো জানা যায়নি।

রাতের অন্ধকারে পুলিশ কমীর বাড়িতে ভয়াবহ চুরি

2024-05-04

একই পরিবারের তিন সদস্যই পুলিশে কর্মরত | আর সেই বাড়িতেই রাতের অন্ধকারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে | পাশের আরো একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে |শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার উত্তর বকচোরা ১ নম্বর টালি কারখানায় এলাকায় |খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে | পরিবারের অভিযোগ দুষ্কৃতীর দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্প্রে জাতীয় কিছু ছড়িয়েছিল | রাতে পরিবারের তিন পুলিশ কর্মী সদস্যই বাড়ি ছিলেন না | শনিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তাঁরা | পুলিশ কর্মী শান্তনু দাস জানান, প্রায় ২০০ গ্রাম মতো সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকা।আলমারি ভেঙে দুষ্কৃতীরা সবকিছু নিয়ে গিয়েছে | একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে এক মহিলার বাড়িতে ও চুরির ঘটনা ঘটে |

লোকসভা ভোটের কয়েক ঘন্টা আগেই রাতে লক্ষাধিক টাকা উদ্ধার নির্বাচন কমিশনের।

2024-04-25

রাত পোহালেই দার্জিলিং লোকসভা আসনে ভোট। তার আগের রাতে কয়েক ঘন্টা আগেই এক লক্ষাধিকে বেশি টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের এসএসটি টিম। শিলিগুড়ি থানার অধীনে জলপাই মোড় এলাকায় নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় ধ্রুবজ্যোতি সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ৯১ হাজার ৪০০ টাকা উদ্ধার করে এসএসটি টিম। জানা যায় তার বাড়ি এক নং ডাবগ্রাম এলাকায়। ওই ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করার সময় পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রয়োজনীয় নথি চাইলে সেই ব্যক্তি প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি বলে সূত্রের খবর। রাত পোহালেই লোকসভা ভোট দার্জিলিং লোকসভা আসনে তার আগে টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে শহরজুড়ে।

নিয়োগ দুর্নীতি মামলার রায়দানের প্রক্রিয়া শুরু হল

2024-04-22

দুর্নীতি মামলার রায়দানের প্রক্রিয়া শুরু হল • নতুন নিয়োগে এসএসসিকে, কি কি নিয়ম মানতে হবে তার জন্য কয়েক দফার নির্দেশিকা। • সিবিআই তদন্ত চালিয়ে যেতে হবে। অভিযুক্তদের হেফাজতের নিয়ে তদন্ত চালাতে হবে। • ৬ সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। • মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের বেতন ফেরত দিতে হবে। • ডিভিশন বেঞ্চ জানাল, মেয়াদ উত্তীর্ণ হবার পরে কোন চাকরিরই বৈধতা নেই। • কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাঁদের সনাক্ত করতে হবে। জানালেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। • ২৩,৭৫৩ জনের চাকরি বাতিল। • সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। ২৩ হাজার নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। • ২৮১ পাতার রায়। সেখানে রয়েছে ৩৭০ টি অনুচ্ছেদ। • মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কোন ব্যক্তি চাকরির বৈধ গণ্য হওয়া উচিত না। • এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় বহু পদে নিয়োগ বাতিল এর নির্দেশ দেন। অতীতে এই মামলা চলছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। • ক্যান্সার আক্রান্ত, আবেদনকারী সোমা দাসের নিয়োগ সহানুভূতির প্রেক্ষিতে বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। • যাদের নিয়োগ বাতিল হয়েছে তাদের থেকে বেতন ফেরত এর দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে। • সমস্ত omr sheet ওয়েবসাইটে আপলোড করা নির্দেশ দেওয়া হয়েছে ssc কে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে। • মোট নিয়োগে, দুজনকে আদালত মানবিকতার খাতিরে নিয়োগ করেছিল তাদের চাকরি বাতিল হবে না।। • মোট নিয়োগে ১৭ টি বেনিয়ম খুঁজে পেয়েছে ডিভিশন বেঞ্চ। • যাদের মেয়াদ পুরনো প্যানেল থেকে বা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন তাদের এত দিনের বেতন ১২% সুদ সমেত ফেরত দিতে হবে*।

দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিলেন তৃতীয় লিঙ্গরা।

2024-04-21

দাবদাহে পুড়ছে বীরভূম সহ রাজ্যের একাধিক জেলা আজ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপ মাত্রা বীরভূমে যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। আর এই দাবদাহ অপেক্ষা না করে একদিকে চলছে রাজনৈতিক প্রচার। রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমেছেন রাজনৈতিক নেতা ও কর্মীরা। ঠিক তারই মাঝে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে দেখা গেল সমাজের তৃতীয় লিঙ্গ নামে পরিচিত সেই পরিবারের বিবাহ। মল্লারপুরের বাসিন্দা খুশি বেগম তৃতীয় লিঙ্গ হিজড়াদের মা । এক কথায় খুশি বেগমকে বীরভূমের মা নামে চেনে সকলেই। জানা যায় এই খুশি বেগম আজ থেকে ১৮ বছর আগে একটি শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন। সেই মেয়েটিকে প্রশাসনিক পরামর্শে লালন- পালনের দায়িত্ব তিনি নিয়েছিলেন কর্তব্যের সাথে পালন করেছেন। দীর্ঘ ১৮ বছর মেয়েটিকে যত্ন সহকারে খাওয়া- দাওয়া পড়াশোনা সমস্ত দায়িত্ব পালন করেন।খুশি বেগম তার মেয়ের নাম রাখে সাবানা খাতুন এছাড়াও তিনি আরেকটি ছেলের দায়িত্ব নিয়েছেন ।মেয়ে শাবানা খাতুন কে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করান এবং অবশেষে এলাকার চার পাঁচশো লোক এর উপস্থিতিতে তার বিবাহ দেন। খুশি বেগম জানান মেয়েকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি তার বিয়ের জন্য একটা ভালো ছেলে দরকার ছিল তাই কোম্পানিতে কাজ করা একটি ভালো ছেলে সন্ধান পেয়েছিলাম । ছেলের বাড়ি বর্ধমান জেলার কেতুগ্রামে। আজ যতটা সম্ভব এলাকার মানুষের সহযোগিতায় মেয়ের বিয়ে দিলাম তাদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করি। এই খুশি বেগমের মতো তৃতীয় লিঙ্গ দের সমাজে তাদেরকে বলে নাকি তারা মা হতে পারব না। শুধু নিজের গর্ভে ধরা ছেলে মেয়ে থাকলে মা-বাবা হওয়া যায় সেটা নয়। আজকে তার প্রমাণ দিলেন তৃতীয় লিঙ্গ খুশি বেগম। প্রতিবেশীদের বক্তব্য এই খুশি বেগমরা ১০-১২ জন একটা বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করছে মল্লারপুরে। তাদেরকে দেখে সমাজের অনেক মানুষ অনেক কথা বলে । তারা খুব কষ্ট করে প্রতিটা বাড়িতে, ট্রেনে ,বাসে আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে এবং এই টাকা দিয়ে বিভিন্ন সমাজসেবার কাজে খরচ করেন শুনেছিলাম কিন্তু আজ প্রমাণ চোখে দেখলাম ৬-৭ লক্ষ টাকা খরচ করে যে দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিচ্ছে এবং ৪০০ থেকে ৫০০ লোককে খাওয়া দাওয়া করাচ্ছে এটা সমাজের একটা বিশাল শিক্ষা।

নির্বাচন আচরণ বিধি ভঙ্গ হবে আশঙ্কা করে রাজ্যপাল কে কোচবিহার সফর থেকে বিরত থাকার নির্দেশ নির্বাচন কমিশনের।

2024-04-17

ভোটের দিন রাজ্যপালকে কোচবিহার যেতে বারণ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। তবে কমিশনের পক্ষ থেকে আজ দুপুরে যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যপালকে, তাতে সাফ জানান হয়েছে, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে থাকেন, তবে তা আদর্শ আচরণ বিধি ভঙ্গ করবে। এই চিঠির পর রাজ্যপালের কোচবিহার সফর স্থগিত হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে নির্বাচন। এই তিন কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি নজরে রয়েছে কোচবিহার। অন্যদিকে, এর আগেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছিলেন ‘ভোটের প্রথম দিন থেকে রাস্তায় থাকব। লোকসভার ভোটের প্রতিটি পর্বে সবাই ঘুম থেকে ওঠার আগে, সকাল ৬টা থেকে আমি রাস্তায় থাকব।’ একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচির ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। এরপর একাধিকবার কোচবিহার সাক্ষী থেকেছে রাজনৈতিক হিংসার। তাই এবারের লোকসভা ভোটের দিন কোচবিহারের বাস্তব চিত্র কেমন থাকছে, তা দেখতেই সেখানে যেতেন রাজ্যপাল। তবে বুধবার বিকেলে কমিশনের চিঠির পর তাঁর সেই উদ্যোগ অনিশ্চিত হয়ে পড়ল। এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, রাজ্যপাল আসলে তার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। এক্ষেত্রে ভোটের দিন সমস্যা তৈরি হতে পারে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা পালন করতে পারলে ভালো হয়। যদিও বা নির্বাচন কমিশন কে কেন্দ্রীয় সরকারের এজেন্সি বলেই কটাক্ষ করেছেন তিনি। প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু মন্তব্য করে বলেন, রাজ্যপাল কোচবিহারে আসলে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে ভোট হত।

ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় শনিবার গ্রেফতার দুই

2024-04-06

ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় শনিবার দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। আইন মেনে তাঁদের আদালতে পেশ করা হয়। তাঁদের গ্রেফতার করতে গিয়েই বাধার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। বিক্ষোভের মুখে পড়ে আহতও হয়েছেন এক আধিকারিক। শনিবার ভোরের সেই ঘটনা নিয়ে এবার বিবৃতি প্রকাশ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। সেখানেই তারা উল্লেখ করেছে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা বিস্ফোরণ তথা বোমা বাধার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি করেছে এনআইএ।

নির্বাচনের আগে পদ থেকে সরানো হলো সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্রের স্বামী কলকাতা পুলিশের ডিসি সৌম্য রায় কে

2024-04-02

প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) সৌম্য রায়কে। তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের স্বামী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও সৌম্য রায় কে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানো হয়েছিল। লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন তাঁকে পদ থেকে সরানোর কথা জানিয়েছে।কমিশনের তরফে সৌম্য রায় কে সরানোর কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, অবিলম্বে আইপিএস সৌম্য রায় কে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের (বেহালা) ডিসি পদ থেকে সরিয়ে কোনও অ-নির্বাচনী পদে রাখতে হবে। তাঁকে যে পদে বদলি করা হবে, তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনও সম্পর্ক থাকবে না।কমিশন আরও জানিয়েছে, সৌম্যের বদলির ফলে যে পদ খালি হবে, তা পূরণের জন্য তিন জন যোগ্য আধিকারিকের নাম পাঠাতে হবে রাজ্যকে। ৩রা এপ্রিল দুপুর ৩টের মধ্যে রাজ্যের কাছ থেকে ওই তিনটি নাম চেয়েছে কমিশন।

ফের আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী

2024-04-01

ফের আলিপুরদুয়ার জেলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ৩টা নাগাদ তিনি আসেন তপসিখাতা ছয়মাইল এলাকায়।রবিবার ঝড়ের কারণে বিধ্বস্ত ঐ এলাকা। ঝড়ের কারণে ঘরবাড়ি ভাঙচুর হয়ে ও প্রচুর ক্ষয়খতি হয়েছে ঐ এলাকায়। সেই এলাকায় এসে পরিদর্শন করলেন এবং ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ারেও দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়।

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী

2024-04-01

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী। শীতলকুচি "আপনারা কি আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনা ভুলে গেছেন?"২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচি কান্ডের স্মৃতি উসকে দিয়ে শীতলকুচির মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে শীতলকুচির সভা মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে চোর আখ্যা দিয়ে বলেন,"কোচবিহারের একটা ভাওয়াইয়া গান আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে! এই গানের প্রকৃত অর্থ একমাত্র পিসি বলতে পারবে।"তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের যত নেতা মন্ত্রী বর্তমানে বিচারাধীন হিসেবে রয়েছেন তার কারণে পিসির মন খারাপ, তাই তিনি আজকাল ভাওয়াইয়া গানের সেই বগার অবস্থা হয়েছে। এদিন সবাই মঞ্চ থেকে তুমি স্লোগান তোলেন এইবার ৪০০ পার। আরো একবার মোদি সরকার। এদিন নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন প্রার্থী নিশীথ প্রামাণিক, জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং বিধায়করা। এদিন বক্তব্যের মাঝে তিনি উপস্থিত শ্রোতা কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্য সরকার ভাতা দিয়ে মহিলাদের মুখ আটকে রাখতে চাইছে। তাদের ক্ষমতায়ন তো দূরের কথা স্বীকৃতি পর্যন্ত দিচ্ছে না। দিন প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে নারী লাঞ্ছনার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সভায় মহিলাদের উপস্থিতি কে ধন্যবাদ জানান তিনি। ২০২১ লোকসভা নির্বাচনে যেরকম কোচবিহারের নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছিল বিজেপি সেই একইভাবে লোকসভা নির্বাচনে যাদের নিজেদের আসন পুনরায় তারা নিজেদের হাতেই রাখতে পারে সেই আবেদন রেখে তিনি তার বক্তব্য শেষ করেন।

লটারির টিকিটের দোকান থেকে লটারির বান্ডিল চুরি করে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পরলো স্থানীয়দের হাতে চোর।

2024-03-25

লটারির টিকিটের দোকান থেকে লটারির বান্ডিল চুরি করে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পরলো স্থানীয়দের হাতে চোর।চলে গনধোলাই। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে পুর্ব বর্ধমান জেলার শহর বর্ধামানের বড়োবাজার টিকে পারা মোর এলাকায়। এ ঘটনাকে কেন্দ্র রবিবার উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। লটারির দোকানের কর্মচারী কেশব মজুমদার জানিয়েছেন এলাকাতেই দীর্ঘদিন থেকে লটারির টিকিট বিক্রি করেন। প্রায়দিনই ছুরি যায় টাকা কিন্তু কতবার মালিককে বলবো টাকা ছুরির ঘটনা! আজ আমি বাথরুম গেলে আমার দোকানের পাশেই একজন দেখে আমার দোকান থেকে কেও টিকিটের বান্ডিল টেবিল থেকে তুলে চলে যাচ্ছে এবং তাকে সাথে সাথে ধরে ফেলে। অভিযোগ এই প্রথম নয়, আগেও একাধিকবার এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত।অভিযুক্তের নাম রাকেশ ব্যানার্জি, নিলপুর এলাকায় ভাড়া বাড়ীতে থাকে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোটের দাবি রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের

2024-03-19

মনোজ কুমার বর্মন 19শে মার্চ 2024: এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি। প্রশ্নের মুখে জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। উচ্চ আদালতের নজরদারিতে নির্বাচন চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও মনে করা হচ্ছে, বর্ষিয়ান এই সাংসদের দাবিতে দলের পরোক্ষ সমর্থন রয়েছে। কিন্তু কেন হঠাৎ এমন দাবি করলেন সাংসদ, তা নিয়েই বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকালই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ডিজিপি রাজিব কুমার সহ বেশ কয়েকটি রাজ্যের স্বরাষ্ট্র সচিব কে বদলির নির্দেশ দেয়। রাজিব কুমার এর সঙ্গে বাংলার শাসক দলের ঘনিষ্ঠতা নিয়ে বারংবার বিরোধী দলের তরফ থেকে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্য পুলিশের ডিজির পথ থেকে রাজীব কুমারকে সরানো হয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের। সম্ভবত রাজিব কুমারের বদলিতে রাজ্য সরকারের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ডেরেক ও ব্রায়েনের এই পোস্ট বলে মন্তব্য করেন বিজেপি নেতা রাহুল সিনহা। একটি বেসরকারি টিভি চ্যানেলকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে, সরাসরি সুপ্রিম কোর্ট বিচার চাওয়া উচিত ডেরেক ও ব্রায়েনের। কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে বারংবার কেন্দ্র রাজ্য সংঘাতে জড়িয়েছে, ইডি,সিবিআই,আয়কর দপ্তর ইত্যাদি স্বশাসিত সংস্থা গুলি কেন্দ্র সরকার পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, এই দাবিতে ইন্ডিয়া জোটের প্রায় প্রত্যেকটি দল সর্বোচ্চ হয়েছে। কেজরিওয়ালের আপ থেকে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস, যখনই দুর্নীতির অভিযোগে ইডি সিবিআইয়ের হাতে সরকারের কোন নেতা, মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, তখনই তাদের অতি সক্রিয়তা নিয়ে কেন্দ্রকে দোষারোপ করতে দেখা গেছে। আর এবার জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই উঠল প্রশ্ন। সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচনের দাবি বাংলার শাসকদলের পালে কতটুকু হাওয়ার জোগান দেয় সেটাই এখন দেখার।

বড়সড় ধাক্কা রাজ্যের! সিঙ্গুর মামলায় টাটা মোটরস কে দিতে হবে ৭৬৬ কোটি টাকা

2023-10-30

মনোজ কুমার বর্মন : বড় ধাক্কা রাজ্যের! সিঙ্গুর মামলায় টাটা মোটরস কে দিতে হবে ৭৬৬ কোটি টাকা। অংকটা নেহাত কম নয়। ৭৬৬ কোটি। হ্যাঁ ঠিকই শুনেছেন। সিঙ্গুর প্লান্টের ক্ষতিপূরণ হিসাবে টাটা মোটরস-কে দিতে হবে ৭৬৬ কোটি টাকা। এমনই রায় দিয়েছে ৩ সদস্যের আরবিট্রাল ট্রাইবুনাল। শুধু তাই নয় ২০১৬ সাল থেকে ১১ শতাংশ সুদের হারে মেটাতে হবে সুদও। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে, এ যেন ঠিক তাই। সিঙ্গুর থেকে টাটা মোটরস চলে যাওয়ার ক্ষতিপূরণ হিসেবে রাজ্যকে দিতে হচ্ছে প্রায় সাড়ে সাতশো কোটি টাকা। দীর্ঘ ১৫ বছরের আইনি লড়াইয়ের পর সিঙ্গুর মামলায় রাজ্যের বিরুদ্ধে এমনি ঐতিহাসিক রায় দিল আরবিট্রাল ট্রাইব্যুনাল। এমকনি আরবিট্রারি খরচ বাবদ টাটা-কে আরো ১কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ। স্বভাবতই, সুদীর্ঘ কয়েক বছর পর সিঙ্গুর মামলায় এমন জোরালো রায়ে ক্রমশ উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। এত টাকা রাজ্য সরকারের পক্ষে কি করে দেওয়া সম্ভব। কোথা থেকে আসবে এত টাকা? রাজ্যের কোষাগারে এত টাকা আছে তো? প্রসঙ্গত উল্লেখ্য, সিঙ্গুরে এক হাজার একর জমিতে ন্যানো প্লাট তৈরির জন্য বাম আমলেই বাম সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল টাটা মোটরসের। প্রতিশ্রুতি ছিল হাজার হাজার কর্মসংস্থানের। হয়তো টাটার পথ অনুসরণ করে আন্তর্জাতিক মানের আরও অনেক এরাজ্যে শিল্প আসত। কিন্তু তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধিতা, স্থানীয় কৃষকদের জমি বাঁচানোর আন্দোলনে স্তব্ধ হয়ে যায় সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির স্বপ্ন। তড়িঘড়ি পাততাড়ি গুটিয়ে, কোটি কোটি টাকার ক্ষতি মাথায় নিয়ে গুজরাটে সরে যেতে বাধ্য হয় টাটা। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, দীর্ঘ ১৫ বছরের লড়াইয়ের পর, টাটার এই জয় নবান্ন-কে যে অনেকটাই অস্বস্তিতে ফেলবে তাতে সন্দেহ নেই। লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে, রাজ্য সরকারের বিপক্ষে এমন রায় জনমানসে খুব একটা ভালো প্রভাব যে ফেলবে না, রাজনৈতিক বিশ্লেষকদের তেমনটাই মত। বাম সরকারের স্বপ্নের সিঙ্গুর প্লান্ট থেকে টাটা কে তাড়িয়েই শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিজয় রথ। সেই টাটা-ই আবার নতুন করে মাথা ব্যাথার কারণ হয়ে উঠবে না তো রাজ্যের শাসকদলের কাছে? যদিও রাজ্যের কাছে আইনি পদক্ষেপের রাস্তা খোলা, তবুও এখন দেখার টাটা-কে নিয়ে বিতর্কের জল কতদূর গড়ায়।

নবমীতে ক্রীড়াপ্রেমীদের জন্য দুঃসংবাদ

2023-10-23

লোকপক্ষ ডিজিটাল: নবমীতে ক্রীড়াপ্রেমীদের জন্য দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বিষন সিং বেদী। ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতীয় দলের জার্সিতে ৬৭টি টেস্ট ও ১০টি ওডিআই খেলেছেন বেদী। টেস্টে নিয়েছেন ২৬৬টি উইকেট। ওয়ানডে ফরম্যাটে তাঁর উইকেটের সংখ্যা ৭টি। মনসুর আলি খান পাতৌদির পর ১৯৭৬ সালে ভারতের অধিনায়ক হয়েছিলেন বেদী। তাঁর অবসরের পরেই জাতীয় দলের নেতৃত্বের পদ পান সুনীল গাভাসকর। ভারতের স্পিন আক্রমণের উত্থানে বড় ভূমিকা পালন করেছিলেন বেদী। সত্তর ও আশির দশকে ভারতীয় দলের মূল হাতিয়ার ছিলেন তিনি। ভারতের প্রথম ওডিআই ম্যাচ জয়ের নায়ক হয়েছিলেন বেদী। ১৯৭৫ সালের বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভারে আটটি মেডেন-সহ মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর দাপটেই পূর্ব আফ্রিকাকে ১২০ রানে আটকাতে পেরেছিল ভারত। সেই নক্ষত্রই আজ ইহলোক ত্যাগ করলেন।

নিষ্ঠা সহকারে খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুরু সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থার

2023-09-07

শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। আর কয়েক দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য। কেবল কলকাতা নয়, গোটা রাজ্যের নামী দুর্গাপুজোগুলোর তালিকায় অনেককাল আগেই জায়গা করে নিয়েছে দিনহাটা শহর লাগোয়া সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থা দুর্গাপূজা কমিটি। সংগঠনের তরফে জানানো হয় “রীতি মেনে আজ খুঁটি পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের বর্ষীয়ান সদস্য, মহিলা সদস্যাবৃন্দ এবং নাট্য সংস্থার সমস্ত সদস্য সদস্যবৃন্দ। নাট্য সংস্থা দূর্গা পূজা কমিটি আশা এ বছর তাদের দুর্গাপূজা দিনহাটা শহর তো বটেই কোচবিহার উত্তরবঙ্গ এবং নিম্নআসামের বাঙালিদের কাছে যথেষ্ট সারা ফেলবে। এ বছর তাদের থিম মা আসছে মাটির ঘরে।

মৃত্যু হলো উদ্ধার হওয়া গন্ডার শাবকের

2023-08-07

আবির ভট্টাচার্য, লোকপক্ষ ডিজিটাল, ডুয়ার্স : নদী পেরোনোর সময় ভেসে গিয়ে মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাওয়া এই গন্ডার শাবকটিকে উদ্ধার করা হলেও এদিন সেটির মৃত্যু হল। মায়ের সাথে নদী পেরোতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে এই শাবকটি জলঢাকা নদীর তীব্র স্রোতে ভেসে গিয়েছিল। বন দপ্তরের খুনিয়া ও গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা জলঢাকা নদীর ধার থেকে ওই শাবকটিকে উদ্ধার করেন। শাবকটিকে মায়ের কাছে ফিরিয়ে দিতে বনদপ্তর তার মায়ের খোঁজে অভিযানও শুরু করেছিল। শাবকটির পরিচর্যার জন্য শনিবার বিকেলে সেটিকে নাথুয়া রেঞ্জের জঙ্গল থেকে জলদাপাড়ার হলং পিলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। তবে বনদপ্তরের সব চেষ্টাকে ব্যার্থ করে রবিবার সকালে এক মাসেরও কম বয়সী গন্ডার শাবকটির মৃত্যু হল। নদীর জলে হাবুডুবু খাওয়ার সময় শাবকটির পেটে প্রচুর বালু ঢুকে গিয়েছিল, যার জেরেই শাবকটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

কালজানি ধর্ষণকাণ্ডে রীতিমতো সরগরম কোচবিহার জেলা

2023-07-27

কালজানি ধর্ষণকাণ্ডে রীতিমতো সরগরম কোচবিহার জেলা। 14 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষনের স্বীকার হতে হয়েছে বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে। ধর্ষিতা সেই মেয়েটি জীবন যুদ্ধে লড়াই করে অবশেষে মৃত্যু বরণ করে নেয়। সেই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এদিন কোচবিহারে মৌন মিছিল করে প্রতিবাদী নাগরিক মঞ্চ এর কর্মকর্তারা। তাদের এই মিছিল কোচবিহার সহিদবাগ মুক্ত মঞ্চের সামনে থেকে সূচনা হয়। আন্দোলন কারীদের মধ্যে পেশায় শিক্ষক প্রদীপ ঝাঁ জানান ধর্ষনের মত এই সামাজিক ব্যেধী কে সমাজ থেকে চিরতরে বিলুপ্ত করতে প্রয়োজন সমস্ত ধরনের মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগিয়ে তোলা এবং প্রত্যেকের মধ্যে সামাজিক ভাবাবেগ সঞ্চার করা। সমাজ কর্মী রাজা বৈদ্য বলেন প্রতিবাদ আমাদের রক্তে, যে কোন ঘটনার প্রতিবাদে সামিল প্রতিবাদি নাগরিক মঞ্চ। কালজানীর ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিবাদী নাগরিক মঞ্চ এর রাজা বৈদ্য, সুমন দাস, পার্থ দেব সর্মা।




Follow us on                  

About Us
Lokepaksha Digital, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 9002131222
WhatsApp : 9002131222
Email : info@lokepakshadigital.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy