নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোটের দাবি রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনের
2024-03-19
মনোজ কুমার বর্মন 19শে মার্চ 2024: এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি। প্রশ্নের মুখে জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। উচ্চ আদালতের নজরদারিতে নির্বাচন চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও মনে করা হচ্ছে, বর্ষিয়ান এই সাংসদের দাবিতে দলের পরোক্ষ সমর্থন রয়েছে। কিন্তু কেন হঠাৎ এমন দাবি করলেন সাংসদ, তা নিয়েই বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকালই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ডিজিপি রাজিব কুমার সহ বেশ কয়েকটি রাজ্যের স্বরাষ্ট্র সচিব কে বদলির নির্দেশ দেয়। রাজিব কুমার এর সঙ্গে বাংলার শাসক দলের ঘনিষ্ঠতা নিয়ে বারংবার বিরোধী দলের তরফ থেকে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্য পুলিশের ডিজির পথ থেকে রাজীব কুমারকে সরানো হয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের। সম্ভবত রাজিব কুমারের বদলিতে রাজ্য সরকারের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ডেরেক ও ব্রায়েনের এই পোস্ট বলে মন্তব্য করেন বিজেপি নেতা রাহুল সিনহা। একটি বেসরকারি টিভি চ্যানেলকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে, সরাসরি সুপ্রিম কোর্ট বিচার চাওয়া উচিত ডেরেক ও ব্রায়েনের।
কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে বারংবার কেন্দ্র রাজ্য সংঘাতে জড়িয়েছে, ইডি,সিবিআই,আয়কর দপ্তর ইত্যাদি স্বশাসিত সংস্থা গুলি কেন্দ্র সরকার পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, এই দাবিতে ইন্ডিয়া জোটের প্রায় প্রত্যেকটি দল সর্বোচ্চ হয়েছে। কেজরিওয়ালের আপ থেকে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস, যখনই দুর্নীতির অভিযোগে ইডি সিবিআইয়ের হাতে সরকারের কোন নেতা, মন্ত্রী গ্রেপ্তার হয়েছে, তখনই তাদের অতি সক্রিয়তা নিয়ে কেন্দ্রকে দোষারোপ করতে দেখা গেছে। আর এবার জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই উঠল প্রশ্ন। সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচনের দাবি বাংলার শাসকদলের পালে কতটুকু হাওয়ার জোগান দেয় সেটাই এখন দেখার।