রাজনীতি

নির্বাচন আচরণ বিধি ভঙ্গ হবে আশঙ্কা করে রাজ্যপাল কে কোচবিহার সফর থেকে বিরত থাকার নির্দেশ নির্বাচন কমিশনের।

2024-04-17

ভোটের দিন রাজ্যপালকে কোচবিহার যেতে বারণ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। তবে কমিশনের পক্ষ থেকে আজ দুপুরে যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যপালকে, তাতে সাফ জানান হয়েছে, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে থাকেন, তবে তা আদর্শ আচরণ বিধি ভঙ্গ করবে। এই চিঠির পর রাজ্যপালের কোচবিহার সফর স্থগিত হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে নির্বাচন। এই তিন কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি নজরে রয়েছে কোচবিহার। অন্যদিকে, এর আগেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছিলেন ‘ভোটের প্রথম দিন থেকে রাস্তায় থাকব। লোকসভার ভোটের প্রতিটি পর্বে সবাই ঘুম থেকে ওঠার আগে, সকাল ৬টা থেকে আমি রাস্তায় থাকব।’ একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচির ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। এরপর একাধিকবার কোচবিহার সাক্ষী থেকেছে রাজনৈতিক হিংসার। তাই এবারের লোকসভা ভোটের দিন কোচবিহারের বাস্তব চিত্র কেমন থাকছে, তা দেখতেই সেখানে যেতেন রাজ্যপাল। তবে বুধবার বিকেলে কমিশনের চিঠির পর তাঁর সেই উদ্যোগ অনিশ্চিত হয়ে পড়ল। এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, রাজ্যপাল আসলে তার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। এক্ষেত্রে ভোটের দিন সমস্যা তৈরি হতে পারে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা পালন করতে পারলে ভালো হয়। যদিও বা নির্বাচন কমিশন কে কেন্দ্রীয় সরকারের এজেন্সি বলেই কটাক্ষ করেছেন তিনি। প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু মন্তব্য করে বলেন, রাজ্যপাল কোচবিহারে আসলে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে ভোট হত।

তারাপীঠে পুজো দিয়ে বীরভূম জেলায় সাংগঠনিক সভা করলেন অভিষেক

2024-04-03

তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে নেতাকর্মীদের নিয়ে এক রুদ্ধদ্বার কর্মী সম্মেলনের আয়োজন করেছিলেন আর সেখানেই কড়া বার্তা দেন তিনি। এদিন অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়।অনুব্রত মণ্ডল যদি বিজেপিতে যেতেন, তাহলে তিনি তুলসী পাতায় ভেসে যেতেন, কিন্তু তিনি জেলে। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলের ফল খারাপ হলে কাউকে ছাড় দেওয়া হবে না।ফের লোকসভা কেন্দ্রে বোলপুর ও বীরভূম জিততে মরিয়া তৃণমূল-কংগ্রেস। তাই এ দিন তারাপীঠে দলের কোর কমিটির সদস্যসহ প্রায় ১৭৩ নেতার সঙ্গে সম্মেলন করেন এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক মা তারার মন্দিরে পূজা দেন।অনুব্রত মণ্ডলকে ছাড়া বীরভূমের সংগ্রাম কতটা কঠিন? এমন প্রশ্নে তিনি বলেন,যেভাবে অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্বশর্মা,নারায়ণ রানে গেলেন,অনুব্রত গেলে ধোয়া তুলসি পাতা হয়ে যেত।অনুব্রত মন্ডলও এতদিন জেলে।বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ,বিহার থেকে গরু পাচার হচ্ছে।কিভাবে? ইডি-সিবিআই শেষ কথা নয়, গণতন্ত্রে সাধারণ মানুষেই শেষ কথা।কর্মী সভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের আগে পদ থেকে সরানো হলো সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্রের স্বামী কলকাতা পুলিশের ডিসি সৌম্য রায় কে

2024-04-02

প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) সৌম্য রায়কে। তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের স্বামী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও সৌম্য রায় কে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানো হয়েছিল। লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন তাঁকে পদ থেকে সরানোর কথা জানিয়েছে।কমিশনের তরফে সৌম্য রায় কে সরানোর কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, অবিলম্বে আইপিএস সৌম্য রায় কে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের (বেহালা) ডিসি পদ থেকে সরিয়ে কোনও অ-নির্বাচনী পদে রাখতে হবে। তাঁকে যে পদে বদলি করা হবে, তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনও সম্পর্ক থাকবে না।কমিশন আরও জানিয়েছে, সৌম্যের বদলির ফলে যে পদ খালি হবে, তা পূরণের জন্য তিন জন যোগ্য আধিকারিকের নাম পাঠাতে হবে রাজ্যকে। ৩রা এপ্রিল দুপুর ৩টের মধ্যে রাজ্যের কাছ থেকে ওই তিনটি নাম চেয়েছে কমিশন।

ফের আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী

2024-04-01

ফের আলিপুরদুয়ার জেলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ৩টা নাগাদ তিনি আসেন তপসিখাতা ছয়মাইল এলাকায়।রবিবার ঝড়ের কারণে বিধ্বস্ত ঐ এলাকা। ঝড়ের কারণে ঘরবাড়ি ভাঙচুর হয়ে ও প্রচুর ক্ষয়খতি হয়েছে ঐ এলাকায়। সেই এলাকায় এসে পরিদর্শন করলেন এবং ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ারেও দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়।

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী

2024-04-01

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী। শীতলকুচি "আপনারা কি আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনা ভুলে গেছেন?"২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচি কান্ডের স্মৃতি উসকে দিয়ে শীতলকুচির মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে শীতলকুচির সভা মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে চোর আখ্যা দিয়ে বলেন,"কোচবিহারের একটা ভাওয়াইয়া গান আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে! এই গানের প্রকৃত অর্থ একমাত্র পিসি বলতে পারবে।"তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের যত নেতা মন্ত্রী বর্তমানে বিচারাধীন হিসেবে রয়েছেন তার কারণে পিসির মন খারাপ, তাই তিনি আজকাল ভাওয়াইয়া গানের সেই বগার অবস্থা হয়েছে। এদিন সবাই মঞ্চ থেকে তুমি স্লোগান তোলেন এইবার ৪০০ পার। আরো একবার মোদি সরকার। এদিন নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন প্রার্থী নিশীথ প্রামাণিক, জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং বিধায়করা। এদিন বক্তব্যের মাঝে তিনি উপস্থিত শ্রোতা কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্য সরকার ভাতা দিয়ে মহিলাদের মুখ আটকে রাখতে চাইছে। তাদের ক্ষমতায়ন তো দূরের কথা স্বীকৃতি পর্যন্ত দিচ্ছে না। দিন প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে নারী লাঞ্ছনার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সভায় মহিলাদের উপস্থিতি কে ধন্যবাদ জানান তিনি। ২০২১ লোকসভা নির্বাচনে যেরকম কোচবিহারের নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছিল বিজেপি সেই একইভাবে লোকসভা নির্বাচনে যাদের নিজেদের আসন পুনরায় তারা নিজেদের হাতেই রাখতে পারে সেই আবেদন রেখে তিনি তার বক্তব্য শেষ করেন।

কড়া নিরাপত্তায় উপ নির্বাচনের স্ট্রং রুম

2023-09-06

জলপাইগুড়ি: ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচন শেষ হওয়ার পর কড়া পাহারায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে রাখা রয়েছে সমস্ত ইভিএম মেশিন। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে আধাসামরিক বাহিনী ও পুলিশের কড়া পাহারা লক্ষকরা যায়। আগামী ৮ তারিখ উপ নির্বাচনের গণনা পর্যন্ত কড়া সুরক্ষার ঘেরাটোপে রাখা হবে উপ নির্বাচনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণকারী ইভিএম মেশিন গুলি। প্রসঙ্গত, গতকাল ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সক্রিয়তার জেরে তেমন কোনো ঘটনা ঘটেনি ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে র প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে। পুলিশ ও আধাসামরিক বাহিনীর কড়া নিরাপত্তা নিয়ে যথেষ্ট খুশি সাধারণ মানুষ। গত পঞ্চায়েত নির্বাচনে খবরের শিরোনামে উঠে আসে ধুপগুড়ি। কিন্তু উপ নির্বাচনে তার ভিন্ন রূপ দেখে বিরোধী পক্ষ এখনও পর্যন্ত পুলিশ ও আধা সামরিক বাহিনীর নজরদারি নিয়ে কোনো প্রশ্ন করতে পারে নি। সব মিলিয়ে প্রতিটি রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণকারী ইভিএম মেশিন গুলি যথেষ্ট কড়া নিরাপত্তার বলয়ে রাখার চিত্র ধরা পড়লো ক্যামেরায়।

2023-09-04

২০২৪ লোকসভা ভোটকে উদ্দেশ্য করে জনসংযোগ কর্মসূচী শুকারুরকুটি গ্রামে। পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর বোর্ড গঠন হয়েছে সদ্য । লোকসভা ভোটের এখনো অনেক দেরি। কিন্তু তার আগেই ফের জনসংযোগ বাড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আজ দিনহাটার শুকারুর কুটি গ্রাম পঞ্চায়েতের ৭/ ২০৪ এবং ৭/২০৫ নং বুথে জনসংযোগ কর্মসূচি লক্ষ্য করা গেল। জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল চেয়ারম্যান সেকেন্দার আলী, ব্লক সাধারণ সম্পাদক লতিফুল কবির, ছাত্রনেতা পল্লব রায় এবং অঞ্চল কমিটির সকল সদস্যবৃন্দ।

বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর তৃণমূলে যোগ তৃণমূলের ব্লক সভাপতি হাত ধরে

2023-09-04

সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৭/৯০ নং বুথের বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী আজ সকালে বামনহাট এলাকায় দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্যের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন পঞ্চায়েত সদস্য মিরাতুন বিবি। যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন সহ অঞ্চল সভাপতি ধরণী কান্ত বর্মন সহ অনেকেই। যোগদানের পর দিনহাটা ২নং ব্লক তৃণমূল সভাপতি কি জানালেন শুনে নিন।

বিজেপি বিধায়কের মৃত্যুর কয়েকদিনের মধ্যে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা

2023-08-08

লোকপক্ষ ডিজিটাল, ৮আগস্ট : ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। গত ২৫ জুলাই ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়। জানানো হয়েছে, ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের গণনা। ১৭ অগাস্ট ধূপগুড়ি উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন । প্রসঙ্গত, গত ২৫ জুলাই বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসে অসুস্থ বিজেপি বিধায়ক। এসএসকেএমে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় বিজেপি বিধায়কের ।

কোচবিহার ১ নং A এবং B ব্লকের তত্ত্বাবধানে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকি অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ সভা

2023-08-06

আজ পূর্ব ঘোষিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্ধ্যোপাধ্যায় নির্দেশে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক মহাশয়ের নেতৃত্বে কোচবিহার ১ নং A এবং B ব্লকের তত্ত্বাবধানে আজকে ঘুঘুমারি পার্টি ওফিসের সামনে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ১০০ দিনের বকেয়া আদায় বাংলা আবাস যোজনা ও রাস্তার টাকা আদায়ের দাবিতে এবং নিত্য দিনের দ্রব্যমূল্য বৃদ্ধির ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আজকে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকি অবস্থান বিক্ষোপ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, বর্ষিয়ান নেতা আব্দুল জলিল আহমেদ কোচবিহারে ১ নং এ ব্লক সভাপতি জ্যোতির্ময় দাস , ব্লক সভানেত্রী মাধবী নাগ এবং তৃণমূল ব্লক অঞ্চল নেতৃত্ব কর্মীরা ।

কালজানি ধর্ষণকাণ্ডে রীতিমতো সরগরম কোচবিহার জেলা

2023-07-27

কালজানি ধর্ষণকাণ্ডে রীতিমতো সরগরম কোচবিহার জেলা। 14 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষনের স্বীকার হতে হয়েছে বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে। ধর্ষিতা সেই মেয়েটি জীবন যুদ্ধে লড়াই করে অবশেষে মৃত্যু বরণ করে নেয়। সেই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এদিন কোচবিহারে মৌন মিছিল করে প্রতিবাদী নাগরিক মঞ্চ এর কর্মকর্তারা। তাদের এই মিছিল কোচবিহার সহিদবাগ মুক্ত মঞ্চের সামনে থেকে সূচনা হয়। আন্দোলন কারীদের মধ্যে পেশায় শিক্ষক প্রদীপ ঝাঁ জানান ধর্ষনের মত এই সামাজিক ব্যেধী কে সমাজ থেকে চিরতরে বিলুপ্ত করতে প্রয়োজন সমস্ত ধরনের মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগিয়ে তোলা এবং প্রত্যেকের মধ্যে সামাজিক ভাবাবেগ সঞ্চার করা। সমাজ কর্মী রাজা বৈদ্য বলেন প্রতিবাদ আমাদের রক্তে, যে কোন ঘটনার প্রতিবাদে সামিল প্রতিবাদি নাগরিক মঞ্চ। কালজানীর ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিবাদী নাগরিক মঞ্চ এর রাজা বৈদ্য, সুমন দাস, পার্থ দেব সর্মা।

গতকাল কোচবিহারে এক নাবালিকা ধর্ষণের শিকার হয়ে কোচবিহার সরকারি হাসপাতালে মৃ্ত্য হয়৷ আজ তার ঐ প্রতিবাদে আজ কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ এভিবিপির এবং স্মারকলিপি প্রদানের জন্য যায় AVBP সংগ

2023-07-27

গতকাল কোচবিহারে এক নাবালিকা ধর্ষণের শিকার হয়ে কোচবিহার সরকারি হাসপাতালে মৃ্ত্য হয়৷ আজ তার ঐ প্রতিবাদে আজ কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ এভিবিপির এবং স্মারকলিপি প্রদানের জন্য যায় AVBP সংগঠন৷ দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে এস পি অফিস ঘেরাও কর্মসূচি রাখে। কিন্তু তার পরবর্তীতে দেখা যায় ABVP এর সংগঠন ছাত্রদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের, যদিও তাদের সাথে দেখা করলো না কোচবিহার জেলা পুলিশ সুপার। তারপর তারা কিছুক্ষণ অবস্থান নিক্ষেপ করে , অপেক্ষা করার পরও তাদের সাথে দেখা করেনি কোচবিহার পুলিশ সুপার তার পরবর্তীতে তারা সেই স্মারকলিপি আগুন দিয়ে পুলিশের সামনে পুড়িয়ে ফেলে এবং ক্ষোভ উপরে দেয়। এ বিষয়ে সংগঠনের নেতা কি জানিয়েছেন শুনে নেবো।

তিন বিজেপি কর্মীকে মা*রধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় চাঞ্চল্য!

2023-07-24

পেটলার আলোকঝারি এলাকায় তিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে ওই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বর্তমানে ওই তিন বিজেপি কর্মীর মধ্যে দুজন দিনহাটা মহকুমা হাসপাতালে এবং একজন গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আহত ওই তিন বিজেপি কর্মীর নাম মিন্টু রায়, পিন্টু রায় ও প্রদীপ রায়। এদের মধ্যে পিন্টু রায় ও মিন্টু রায় দিনহাটা মহকুমা হাসপাতালে এবং প্রদীপ রায় গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন । এদিকে তিন বিজেপি কর্মীকে মারধরের ঘটনার খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিজেপির কোচবিহার জেলা কমিটির আমন্ত্রিত সদস্য জয়দীপ ঘোষ। তিনি এসে আক্রান্ত ঐ তিন বিজেপি কর্মীর শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার পাশাপাশি গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন ।

ভোট মিটতেই সিপিএমের চারটি পরিবারকে সামাজিকভাবে বয়কট

2023-07-17

তুফানগঞ্জ :::পঞ্চায়েত ভোটে সিপিএম এর হয়ে ভোট প্রচার করার অপরাধে ৪ টি পরিবারকে সামাজিক বয়কট করে রাখার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের রাজার কুঠি ৯/ ২২২ বুথের ।সোমবার তুফানগঞ্জ মহকুমা শাসকের দফতরে এ বিষয়ে লিখিত অভিযোগ জানান তারা।সিপিএম কর্মী আজাহার আলী মন্ডলের অভিযোগ, তাঁদের এলাকার ৪ টি পরিবার সিপিএমের সাথে যুক্ত রয়েছেন।পঞ্চায়েত ভোটে সিপিএম এর হয়ে এলাকায় ভোট প্রচারও করেন তারা। কিন্তু নাককাটি অঞ্চল তৃণমূলের জয় লাভের পর তাঁদের পরিবার গুলোকে সামাজিক ভাবে বয়কট করা হয়েছে। প্রতিবেশিদের সাথে মেলামেশা, জমিতে চাষাবাদ, বাজার ঘাট সমস্ত কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।ফলে রীতিমতো গ্রামে বসবাস করেও একঘরে হয়ে রয়েছেন তাঁরা। যদিও সিপিএম এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন দাবি তৃণমূলের । উদ্দেশ্যে প্রণোদিতভাবে তৃণমূল দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য তাঁদের ।

রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বারবিশায় নির্বাচনী সভা করতে এসে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ ভাগ নিয়ে মুখ খুললেন

2023-07-02

রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বারবিশায় নির্বাচনী সভা করতে এসে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ ভাগ নিয়ে মুখ খুললেন । তিনি বলেন উত্তরবঙ্গ অবলোহিত বঞ্চিত । উত্তরবঙ্গকে কি দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় কখন রাজবংশীদের বিশ্বাসঘাতক বলেন । এছাড়াও বলেন আপনার মন্ত্রী বলেন আদিবাসীরা সব বহিরাগত । উত্তরবঙ্গের স্বীকৃতি মানেই রাজ্য ভাগ নয় । উত্তরবঙ্গের বঞ্চনা বলা মানেই রাজ্য ভাগ নয় । উত্তরবঙ্গের ওপর রাগ তাঁরা মমতা বন্দোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে । এছাড়াও তিনি একাধিক বিষয় উত্তরবঙ্গ নিয়ে বলেন শুনুন

সীমান্ত গ্রাম জারিধরলা এলাকায় দু পক্ষের মধ্যে সংঘর্ষ। ৫ জন গুলি বিদ্ধ এবং ১জনের মৃত্যু

2023-06-27

আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার সীমান্ত গ্রাম গিতালদহের জারি ধরলা এলাকা। মঙ্গলবার ভোর রাতে সীমান্ত গ্রাম জারি ধরলা এলাকায় চলল গুলি, ঘটনায় আহত ৫ জন, মৃত ১ । এই ঘটনায় সরাসরি অভিযোগের আঙ্গুল উঠেছে বিজেপির দিকে। এই ঘটনায় আহত অবস্থায় সকলকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কার জন্য হওয়ায় তাদের কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে। একজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুমার শানি রাজ জানিয়েছেন, এদিন সকালে সীমান্ত গ্রাম জারিধরলা এলাকায় দু পক্ষের মধ্যে সংঘর্ষে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পাঁচজন গুলি বিদ্ধ হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে তার নাম বাবু হক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। গোটা এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফর সেরে ফিরে যেতেই আবারো দিনহাটার ভেটাগুরিতে উত্তেজনা

2023-06-26

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফর সেরে ফিরে যেতেই আবারো দিনহাটার ভেটাগুরিতে উত্তেজনা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার দুপুরে ভেটাগুড়ির সিঙ্গী জানি এলাকায় বিজেপি কর্মী কুঞ্জো রায় সেলুনে বসে চুল কাটছিলেন সেই সময়ই তৃণমূলের সংশ্লিষ্ট ওই এলাকার প্রার্থীর স্বামী ও তার দলবল এসে তার ওপর হামলা চালায়। বেধড়ক মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ। এরপরেই আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে দিনহাটা হাসপাতালে ছুটে আসেন দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায়। তিনি এসে আহত ওই বিজেপি কর্মীর সাথে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায় বলেন, বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করছে। প্রশাসনকে বারংবার বলা সত্ত্বেও কোনরকম পদক্ষেপ হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। চারিদিকে যে সন্ত্রাস চলছে তা নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হবেন তিনি এমনটাও ইঙ্গিত দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নতুন করে আবারো ভেটাগুড়িতে উত্তেজনা ছড়ালো।

হাতছাড়া উত্তরবঙ্গ-ই পাখির চোখ তৃণমূলের, অরূপ, বাবুলের পর আগামী সোমবার কোচবিহারে মমতা

2023-06-24

Manoj Kumar Barman: গত লোকসভা এবং বিধানসভায় ভরাডুবির পর উত্তরবঙ্গের হারানো জমি ফিরে পেতে শাসকদল যে বিশেষভাবে মরিয়া, সেটা মুখে স্বীকার না করলেও তাদের রাজনৈতিক কর্মসূচি থেকেই স্পষ্ট। বিজেপির রাজ্য নেতৃত্ব সাংগঠনিক ভাবে শক্তিশালী উত্তরবঙ্গে সেরকম ভাবে প্রচার না চালালেও, রাজ্যের শাসকদল কিন্তু থেমে নেই, একের পর এক রাজনৈতিক কর্মসূচির সূচনা হচ্ছে উত্তরবঙ্গকে কেন্দ্র করেই। গত ২৫শে এপ্রিল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন কোচবিহার থেকেই, ঠিক একই রকম ভাবে গত বৃহস্পতিবার থেকে অরূপ, বাবুল, দেবাংশু-র মতো তৃণমূলের হেভিওয়েটরা পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেলেন কোচবিহার থেকেই। কোচবিহারের পুন্ডিবারি, দিনহাটা, সিতাই, শিতলকুচি ইত্যাদি প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারে দেখা গেল বাবুল সুপ্রিয়, অরূপ চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্য দের। তৃণমূল সূত্রে খবর, আগামীকালই কোচবিহারের উদ্দেশ্য রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পর পর কয়েক জায়গায় সভা ও নির্বাচনী প্রচার করার কথা রয়েছে তার। আপাতত আগামী সোমবার কোচবিহার দক্ষিণের চান্দামারী এলাকায় প্রাণনাথ হাইস্কুল মাঠে, ওনার প্রথম জনসভা হওয়ার কথা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূল সুপ্রিমোর কোচবিহার থেকে দলের প্রচার শুরু করাকে কেন্দ্র করে কোচবিহার তথা সমগ্র উত্তরবঙ্গে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, তবে কি রাজনৈতিক সমীকরণে তৃণমূল কংগ্রেসের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে কোচবিহার? তা না হলে কেন বার বার যে কোন রাজনৈতিক কর্মসূচির জন্য প্রথমেই বেছে নেওয়া হচ্ছে কোচবিহার কে? অনেকেরই ধারণা, কোচবিহারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এর পিছনে বড় কারন। তাছাড়া, রাজবংশী জনজাতির মানুষের ভোট তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় ফ্যাক্টর। আর এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ রাজবংশী জনসমাজের নেতা অনন্ত রায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব অনেকটাই। দিনহাটায় কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে বিজেপির ক্রমাগত শক্তি বৃদ্ধিও অন্যতম কারণ হতে পারে বলে অনেকেরই মত। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের মধ্যে মূখ্যমন্ত্রীর অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোচবিহারের সভা ঘিরে তোড়জোড় শুরু হয়ে গেছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে দলনেত্রীর কোচবিহার সফর দলীয় কর্মীদের যে বাড়তি অক্সিজেন জোগাবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আগামী সোমবার চান্দামারী থেকে মূখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে তাকিয়েই গোটা রাজনৈতিক মহল।

বিজেপি শিবিরে লাগাতার ভাঙন অব্যাহত দিনহাটায়। তৃণমূলে যোগদান করলেন এসসি মোর্চার জেলা সম্পাদক

2023-06-23

বিজেপি শিবিরে লাগাতার ভাঙন অব্যাহত দিনহাটায়। তৃণমূলে যোগদান করলেন এসসি মোর্চার জেলা সম্পাদক।। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে লাগাতার দল বদল চলছে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে। শুক্রবার বড় দলবদল হলো কোচবিহার জেলার দিনহাটা মহকুমায়। বিজেপি শিবির ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন কোচবিহার জেলার এসসি মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বনাথ কিন্নর। তার সাথে বিজেপি মিডিয়া সেলের অভিজিৎ ভৌমিক সহ দিনহাটা এক নম্বর ব্লকের বিজেপির একাধিক প্রার্থী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। দিনহাটা সুভাষ ভবনে তাদের হাতে পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ, উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। অভিজিৎ বাবু জানান, এই যোগদান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি শিবিরের কোমর ভেঙে দেবে। বিজেপির অন্যতম শক্তি হিসেবে পরিচিত বিশ্বনাথ বাবু তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে বলেন, আমরা সাম্প্রদায়িক ব্যবস্থার ঊর্ধ্বে উঠে উন্নয়নকে হাতিয়ার করে চলার লক্ষ্যেই এই দল বদল।

তৃণমূল কর্মীকে অপহরণের চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। পথ অবরোধ ভেটাগুরির মহাকাল ধামে

2023-06-21

বিতর্ক যেন কিছুতেই পিছন ছাড়ছে না দিনহাটার, বুধবার ভোররাতে পুনরায় খবরের শিরোনামে দিনহাটার ভেটাগুরি এলাকা। এবার অভিযোগ বাড়িতে গিয়ে বন্দুক দেখিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীকে অপহরণ করার চেষ্টা। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসী বুধবার সকালে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক মহাকাল ধাম এর কাছে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ভেটাগুড়ি ব্রহ্মনেরচৌকি এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী মানিক মজুমদার জানান, গতকাল রাতে তার বাড়িতে কিছু দুষ্কৃতী যারা বিজেপি আশ্রিত তারা হামলা চালায়। তার বাড়িতে এসছি এবং বাচ্চাদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং তৃণমূল না ছাড়ালে তাকে খুন করে দেবে বলে হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভেটাগুড়ি দুই নাম্বার অঞ্চল সভাপতি সুনীল সরকার জানান, লাগাতার সন্ত্রাস কমলিত হয়ে উঠছে এলাকা, প্রাণ সংশয় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের, অবিলম্বে এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। একই সাথে যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার নিষ্পত্তি না হয় ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ।

তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামীকে লক্ষ্য রে চলল গুলি। অভিযোগের তীর দুষ্কৃতিদের বিরুদ্ধে

2023-06-19

পঞ্চায়েত ভোটের আগে আবারো উত্তপ্ত দিনহাটার সীমান্ত গ্রাম গিতালদহ। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে চলল গুলি অভিযোগের তীর দুষ্কৃতিদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এদিন সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডলি খাতুনের স্বামী আজিজুর রহমান দলীয় সভা শেষ করে বাড়ি ফিরছিলেন সেই সময়ই তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে এবং তার পায়ের সেই গুলি বিদ্ধ হয়। এরপরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কা জনক দেখে তড়িঘড়ি কোচবিহারে স্থানান্তরিত করে। এই ঘটনার পর থেকে গোটা এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটি সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ পদপ্রার্থী নুর আলম হোসেন অভিযোগ করে বলেন, এই ঘটনার পেছনে বিজেপির হাত থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেন কারণ বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না সেই কারণে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তাদের মদত দিচ্ছে। নির্দলদের মদত পুষ্ট কিছু দুষ্কৃতী গুলি চালিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

যোগদান অব্যাহত শাসক দলে, সমৃদ্ধ হচ্ছে তৃণমূল শিবির, দাবি নেতৃত্বদের

2023-06-19

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই দফায় দফায় কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 400 পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। এমনটাই দাবি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের। তুফানগঞ্জ, কোচবিহার উত্তর এবং দক্ষিণ, এবং মেখলিগঞ্জ এই চার বিধানসভায় যোগদানের হার সব থেকে বেশি। রবিবার কোচবিহার 2 নাম্বার ব্লকের মরিচবাড়ি খোলটা অঞ্চলে ৩ এর ৪৬ নম্বর বুথ থেকে বিজেপির ৪৫টি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করেন অঞ্চল সভাপতি তুলসী সরকারের হাত ধরে। একই সাথে তুফানগঞ্জ বিভিন্ন দল থেকে প্রায় ২০০ বেশি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকার চান্দামারী এলাকায় রবিবার রাতে এবং সোমবার সকালে দফায় দফায় আটষট্টি পরিবার যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসের। অঞ্চল সভাপতি শিবু বর্মন জানান, বিজেপিতে থেকে দীর্ঘদিন থেকেই এই পরিবারগুলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করে আসছিল। এই পরিবার গুলির বিপদে এভোতে সব সময় তৃণমূল কংগ্রেসের সদস্যরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিজেপির বিধায়ক কে তো দূরের কথা, স্থানীয় কর্মীদেরও দেখা যায় না। তাই তারা বিজেপির মহ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে। সভাপতি অভিজিত দে ভৌমিক জানান, তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে সামনে রেখে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে শাসক দল সংঘটিত হয়েছে তার নিরিখে দাঁড়িয়ে বিরোধীরা নিজেদের পায়ের তলার মাটি খুঁজে পাচ্ছে না, কারণেই তারা উন্নয়নের পদপন্থী হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে।

দলের অনুমোদন ছাড়া যারা তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা করেছেন তাদের সকলকে মনোনয়ন তুলে নেওয়ার নির্দেশ জানালেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক

2023-06-18

দলের অনুমোদন ছাড়া যারা তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা করেছেন তাদের সকলকে মনোনয়ন তুলে নেওয়ার নির্দেশ জানালেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, দলের চিহ্ন নিয়ে যারা দলের অনুমোদন পেয়েছেন তারাই একমাত্র দলের প্রার্থী। বাকি কেউ যদি মনোনয়ন জমা করে থাকে তবে তারা নির্দল। দল কোন অবস্থাতেই নির্দলদের সমর্থন দেবে না। তাই যারা নির্দল হিসেবে দাঁড়ানোর পরিকল্পনা করছেন তারা মনোনয়ন তুলে নিন।

সিতাই বিধানসভার অধীনে দিনহাটা ১ A ব্লকের ১২ টি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত/ সমিতি/ জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠক আয়োজিত হলো সিতাইয়ে

2023-06-18

সিতাই বিধানসভার অধীনে দিনহাটা ১ A ব্লকের ১২ টি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত/ সমিতি/ জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠক আয়োজিত হলো সিতাইয়ে। রবিবার বিকেল ৪ টা থেকে সিতাই অডিটরিয়াম হলে ওই বৈঠক শুরু হয়। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের রূপরেখা ঠিক করার লক্ষ্যে এদিন সেখানে বৈঠক আয়োজিত হয় বলে জানা গেছে। সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দিনহাটা ১ এ ব্লক তৃণমূলের সভাপতি সুধাংশু চন্দ্র রায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। স্বাভাবিকভাবে নির্বাচনে রূপরেখা ঠিক করা সহ আরো অন্যান্য বিষয় নিয়েও সেখানে আলোচনা করা হয় বলে জানা গেছে।

পঞ্চায়েত ভোটের আগে আবারো খুন দিনহাটায়

2023-06-18

পঞ্চায়েত ভোটের আগে আবারো খুন দিনহাটায়। এবার বিজেপি প্রার্থীর দেওরকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গত বেশ কয়েকদিন যাবত দফায় দফায় উত্তপ্ত দিনহাটার রাজ্য রাজনীতি। শনিবার গভীর রাতে কিশামত দশ গ্রাম এলাকার রানিরহাটে বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু দাস কে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির কিছুটা অদূরেই নদীর ধারে নিয়ে গিয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে তিন ভাই ও এক মামাতো ভাই চারজন মিলে বাড়িতে রাত্রিবেলা মাংস রান্না করে খাওয়া দাওয়া শেষ করে ,এরপর শম্ভু দাস কে বাইরে ডেকে নিয়ে যায় কিছু দুষ্কৃতি এবং বাড়ির কিছুটা দূরে তাকে ছুরি দিয়ে কোপানো হয়। তারপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে পাট খেতে রক্তাক্ত অবস্থায় সুন্দর দেহ মিলে। ঘটনার বিবরণ দিতে গিয়ে শম্ভু দাসের দাদা চিত্ত দাস বলেন, গতকাল সাহেবগঞ্জ বিডিও অফিসে আমার ভাই বউকে (বিজেপি মনোনীত প্রার্থী বিশাখা দাস) প্রবেশ করিয়ে দিয়ে আমি বাড়িতে চলে আসি। মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য তৃণমূলের পক্ষ থেকে আমার ভাই বউকে হুমকি দেওয়া হয় বিডিও অফিস থেকেই আমার ভাই বউ অন্য আরেক জায়গায় আশ্রয় নেয়। রাতে আমরা ভাইয়েরা বাড়িতে থাকি। সারাদিন গতকাল কিছু খাওয়া হয়নি তাই শম্ভুকে দিয়ে বাজার থেকে মাংস কিনে এনে রান্না করতে বলি। শম্ভু নিজের হাতে সেই মাংস রান্না করে আমাদের সকলকে খাওয়ায়। খাওয়া-দাওয়া শেষ করতে করতে রাত বারোটা বেজে যায়। রাত একটা নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে আমার ভাই বাইরে বের হয় সে সময় বাইরেই ওত পেতে ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাইকে সামনে পেয়ে তার ওপর আক্রমণ চালায়। আমরা তখন ঘর থেকে বের হয়ে ভাইকে খুঁজতে বের হই , এরপর সাহেবগঞ্জ থানায় খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও আমরা পরিবারের লোক মিলে ভাইকে খুঁজতে শুরু করি কিছুটা দূরেই পাট ক্ষেতের মধ্যে ভাইয়ের দেহ দেখতে পাই। আমার ভাইবউ কেন বিজেপির হয়ে দাঁড়িয়েছে সেই কারণেই খুন হতে হলো আমার ছোট ভাইকে তৃণমূলের পক্ষ থেকে নমিনেশন তোলার জন্য বারংবার চাপ সৃষ্টি করা হচ্ছিল। ওই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয় যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ খুনের অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেন। তিনি সরাসরি এই ঘটনায় প্রণয় ঘটিতে কোন সম্পর্কের জেরাই এই ঘটনা ঘটেছে এমনটাই জানিয়েছিলেন তিনি। এদিকে দিন দুপুরে সংশ্লিষ্ট ওই বিজেপি প্রার্থীর বাড়িতে মৃত শম্ভু দাসের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামানিক, কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে, গতকাল সাহেবগঞ্জ ভিডিও অফিসে আমাদের বহু প্রার্থীদের প্রাণনাশের হুমকি দিয়েছিল তৃণমূল, দিনহাটার কিছু উশৃংখল কুখ্যাত নেতা রয়েছে যারা শম্ভু দাসের মৃত্যুকে নিয়ে কু কথা বলছে। দিনহাটার পরিবেশ একেবারেই অরাজকতায় পৌঁছে গিয়েছে , দিনহাটায় বারবার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে পরপর দুবার আমার গাড়িতে আক্রমণ হয়েছে,গতকাল আমার ওপর আক্রমণ হয়েছে যেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আক্রমণ করা হয় সেই জায়গার আইন-শৃঙ্খলার অবনতিত হবেই। এক মাসের মধ্যে দিনহাটা বিধানসভায় দুটো হত্যালীলা চলল।তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে যখন দেখছে আর লড়াই করে বেড়ে উঠছে না তখন আমাদের কর্মীদের প্রাণ সংশয় করছে। এই ঘটনা কি তারা সিবিআই তদন্ত চায় এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে সেই প্রশ্নের উত্তরে নিশীথ প্রামানিক বলেন যদি পরিবারের সদস্যরা চান সিবিআই তদন্ত তাহলে আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক হিংসা বাড়ছে দিনহাটায় বরাবরই পঞ্চায়েত নির্বাচনে খবরের শিরোনামে এসেছে কোচবিহারের সীমান্ত এলাকার দিনহাটা আর সেই জায়গায় দাঁড়িয়ে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেল।

দিনহাটা ২ ব্লকের ত্রিমোহিনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে আসার পথে বিজেপির প্রার্থীদের পরপর চারটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

2023-06-16

দিনহাটা দুই ব্লকের ত্রিমোহিনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে আসার পথে বিজেপির প্রার্থীদের পরপর চারটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ত্রিমোহিনী এলাকায় ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী বিজেপির প্রার্থী ও নেতাকর্মীদের উপর চড়াও হয়। তাদের পরপর চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। নির্বাচন যত এগিয়ে আসছে ততই অশান্তির পারদ চড়ছে বিভিন্ন এলাকায়। বিজেপির শহর মন্ডল সভাপতি অজয় রায় কার্যত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আগামী দিনে হয়তো তিনি বাড়ি থেকে বেরোতে পারবেন না এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন অজয় বাবু।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে ১জন পঞ্চায়েত সদস্যা সহ ২৫টি পরিবার যোগ দিলো তৃণমূল ছেড়ে বিজেপিতে

2023-06-14

গীতালদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যা সহ ২৫টি পরিবার যোগ দিলো তৃণমূল ছেড়ে বিজেপিতে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন গীতালদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যা সহ ২৫ টি পরিবার। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা ওই পঞ্চায়েত সদস্যা জানান , তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোন্দল ও দুর্নীতিতে জর্জরিত। তাই সাধারণ মানুষের পাশে থাকতে বিজেপিতে যোগদান করল তারা। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূলের ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ বিজেপির সঙ্গে রয়েছে আগামী দিনে তৃণমূল দলটাই থাকবে না বলেও তিনি জানান। উল্লেখ্য গত বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে তৃণমূলের ভাঙ্গন অব্যাহত রয়েছে বহু মানুষ তৃণমূল ছেড়ে যোগদান করেছে বিজেপিতে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির লড়াইয়ের যে শক্তি তা অনেকটাই বৃদ্ধি হচ্ছে বলে দাবি নেতৃত্বের।

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল মহিলা কংগ্রেসের ধর্না বিক্ষোভ

2023-06-13

১০০ দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার টাকা, নিত্য প্রয়োজনীয় যোগ্য মূল্যের বৃদ্ধি সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এনে ধরনা বিক্ষোভ করলেন না কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কোচবিহার ঘাস বাজার এলাকায় এই বিক্ষোভ অবস্থানের নেতৃত্ব দেন জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব। সুচিস্মিতা দেবী বলেন, দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চনা করে আসছে। যার মধ্যে প্রথম এবং প্রধান হলো ১০০ দিনের কাজের টাকা না দেওয়া। একশ দিনের কাজের টাকা সাংবিধানিক অধিকার সাধারণ মানুষের। দিনের পর দিন কাজ করেও প্রায় আড়াই বছর থেকে এই টাকা পাচ্ছে না সাধারণ মানুষ। পাশাপাশি রয়েছে আবাস যোজনার টাকা। সর্বোপরি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মহিলারা যারা সংসার চালান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যতটা মূল্য বৃদ্ধি বিগত দিনে হয়েছে তা সরাসরি আঘাত হেরেছে বাংলার রান্নাঘরে। অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলিতে দৃষ্টিপাত না করলে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হবে বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস।

পঞ্চায়েত ভোটের আগে সিতাইয়ে বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন SC মোর্চার ২০ নং মন্ডল সভাপতি ও সহ-সভাপতি

2023-06-12

পঞ্চায়েত ভোটের আগে সিতাইয়ে বিজেপিতে ভাঙ্গন, তৃণমূলে যোগ দিলেন SC মোর্চার ২০ নং মন্ডল সভাপতি ও সহ-সভাপতি। সোমবার রাতে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী সঙ্গীতা রায় বসুনিয়ার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির এসসি মোর্চার ২০ নং মন্ডলের সভাপতির নীতেন বর্মন ও সহ-সভাপতি অপূর্ব বর্মন। পঞ্চায়েত নির্বাচনের আগে তারা তৃণমূলে যোগদান করায় সংশ্লিষ্ট এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হলো বলে দাবি নেতৃত্বের। তৃণমূল নেতৃত্বে আরো দাবি আগামী দিনে আরো অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য মুখিয়ে রয়েছে এবং সময়মতো তাদের দলে যোগদান করানো হবে।

Breaking News: পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই কংগ্রেস কর্মীকে গুলি করে খুন, তপ্ত বঙ্গ রাজনীতি!

2023-06-09

Breaking News: পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই এক কংগ্রেস কর্মী কে গুলি করে খুন। মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুর এর নলদ্বীপ গ্রামে গুলি করে খুন করা হলো কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ কে। তিনি কেরালায় পরিচারি শ্রমিকের কাজ করতেন। মাত্র ১০ দিন আগেই বাড়িতে ফিরেছেন। তারই মধ্যে ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচন। স্থানীয় সূত্র জানা গেছে ফুলচাঁদ শেখ এলাকায় সক্রিয় কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। এদিন সন্ধ্যায় সকলের সাথে বসে তিনি যখন তাস খেলছিলেন গ্রামে তখনই তার ওপর হামলা চালানো হয়। তাসের আসরে ফুলচাঁদ কে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। কে বা কারা গুলি চালালো তা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে স্থানীয়রা দ্রুত ফুল চাঁদ কে গুলিবিদ্ধ অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী পৌঁছেছে। এই ঘটনার পেছনে কোন রাজনৈতিক খুন নাকি ব্যক্তিগত কোন শত্রুতা রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাসের আসরে গুলি চালানোর ঘটনায় সয়লাভ শেখ নামে একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি কান্দি হাসপাতালে চিকিৎসাধীন। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই কংগ্রেস কর্মীকে গুলি করে খুনের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

পঞ্চায়েত নির্বাচন করানোর দায়িত্বে যারা থাকবেন সেই সরকারি কর্মচারীদের জীবনকে বিপন্ন করার চেষ্টা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের

2023-06-09

শুক্রবার বিকেলে কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রস্তুতি আমাদের বহু আগে থেকেই ছিল, দলের প্রার্থী বাছাইয়ের কাজ বহুদিন ধরেই চলছিল। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দিন আলোচনা হয়েছে কিভাবে পঞ্চায়েত নির্বাচনে আমরা পাড়ি দিতে পারব সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিন রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যের কোথাও ব্লক অফিস অথবা বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার কোন রকম প্রস্তুতি নেই। একেবারে হটকারী। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন আর যারা সরকারি কর্মচারী আছে যারা নির্বাচনে ডিউটিতে থাকবে তাদের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়া আমরা মনে করছি। তিনি আরও , এমন একটা সরকার চলছে যারা বাংলার মানুষকে সুরক্ষিত রাখতে ব্যর্থ। বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে এ রাজ্যে সেটা আমরা দেখেছি। আমরা গত পৌর নির্বাচনের ক্ষেত্রেও দেখেছি এবং আমরা বলব যে এই পঞ্চায়েত নির্বাচন আমরা চাই সুষ্ঠুভাবে হোক কিন্তু যেভাবে তড়িঘড়ি করে নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের তারিখ মনোনয়নপত্র জমা দেওয়া ও প্রত্যাহারের দিন ধার্য করেছে। বাংলায় অশান্তির পরিবেশ তৈরি হোক সেটা আমরা কখনোই চাই না। তাই মহামান্য উচ্চ আদালত যে সিদ্ধান্ত আজ দিয়েছে তা স্বাগত জানাই। নির্বাচন কমিশনের কাছে আবেদন করব তাদের সিদ্ধান্তকে পুনর্বিবেনা করার জন্য। এদিকে কোচবিহার জেলা বিজেপি তরফ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে এদিন কোর কমিটির বৈঠকের মাধ্যমে তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল।

কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানিয়ে দিনহাটার আমবাড়ী বাজারে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের

2023-05-31

১০০ দিনের কাজের বকেয়া টাকা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানিয়ে দিনহাটার আমবাড়ী বাজারে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। আজ সন্ধ্যায় প্রতিবাদ মিছিল দিনহাটার আমবাড়ী বাজার পরিক্রমা করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন দিনহাটা ওয়ান বি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনন্ত কুমার বর্মন, দিনহাটা ২নং ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা ওয়ান বি ব্লক মহিলা সভানেত্রী ডালিয়া চক্রবর্তী, দিনহাটা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন বর্মন, অঞ্চল সভাপতি নজরুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা।




Follow us on                  

About Us
Lokepaksha Digital, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 9002131222
WhatsApp : 9002131222
Email : info@lokepakshadigital.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy