তারাপীঠে পুজো দিয়ে বীরভূম জেলায় সাংগঠনিক সভা করলেন অভিষেক
2024-04-03
তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে নেতাকর্মীদের নিয়ে এক রুদ্ধদ্বার কর্মী সম্মেলনের আয়োজন করেছিলেন আর সেখানেই কড়া বার্তা দেন তিনি। এদিন অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়।অনুব্রত মণ্ডল যদি বিজেপিতে যেতেন, তাহলে তিনি তুলসী পাতায় ভেসে যেতেন, কিন্তু তিনি জেলে। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলের ফল খারাপ হলে কাউকে ছাড় দেওয়া হবে না।ফের লোকসভা কেন্দ্রে বোলপুর ও বীরভূম জিততে মরিয়া তৃণমূল-কংগ্রেস। তাই এ দিন তারাপীঠে দলের কোর কমিটির সদস্যসহ প্রায় ১৭৩ নেতার সঙ্গে সম্মেলন করেন এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক মা তারার মন্দিরে পূজা দেন।অনুব্রত মণ্ডলকে ছাড়া বীরভূমের সংগ্রাম কতটা কঠিন? এমন প্রশ্নে তিনি বলেন,যেভাবে অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্বশর্মা,নারায়ণ রানে গেলেন,অনুব্রত গেলে ধোয়া তুলসি পাতা হয়ে যেত।অনুব্রত মন্ডলও এতদিন জেলে।বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ,বিহার থেকে গরু পাচার হচ্ছে।কিভাবে? ইডি-সিবিআই শেষ কথা নয়, গণতন্ত্রে সাধারণ মানুষেই শেষ কথা।কর্মী সভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।