কলকাতা

চাকরি নিয়ে জালিয়াতি? অভিযোগের তীর অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ওপর।

2024-05-18

২০১৫ সাল থেকে তারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডে স্টেনোগ্রাফার হিসেবে কাজ করছিলেন। কিন্তু হঠাৎ তারা ৭-৮ বছর কাজ করার পর জানতে পারে যে তাদের চাকরি আর নেই। কনট্র্যাক্ট রিনিউ হয়নি। যদিও সেখানে তারা কাজটা পান একটি প্রাইভেট সংস্থার মাধ্যমে। কিন্তু সরকার তাদের সার্টিফাই করেছে। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে তারা সরকারের কর্মচারী কিন্তু আজও তারা সংশয়ে রয়েছে যে আদৌ তারা সরকারের নাকি অন্য কারোর কর্মচারী। এই ঘটনা প্রসঙ্গে প্রতিবাদ করলেন আইনজীবী দেবরাজ মল্লিক।

মালদহে বাজ পড়ে মৃত ১১

2024-05-16

কয়েকদিন হল উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গের কোন কোন জেলায় এখনো বৃষ্টিপাত এইভাবে শুরু হয়নি। আজ দুপুরে হঠাৎ আকাশ কালো করে ঝড় এবং বৃষ্টি শুরু হয় মালদহে। যদিও আবহাওয়া দপ্তর আগের থেকেই সাবধান করে দিয়েছিল, যাতে ঝড়ের সময় কেউ বাইরে বের না হয়। আবহাওয়া দপ্তরের কাছে খবর ছিল, এই ঝড়ে প্রচন্ড বজ্রবিদ্যুৎ পড়বে ওই এলাকায়। কিন্তু তবুও আম কুড়োতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় তিন জন শিশু ও দুইজন যুবকের। এছাড়াও ওই একই কারণে মৃত্যু হয় আরো ছয়জনের। বাজ পড়ে মৃত চন্দন সাহানি 40, রাজ মৃধা 16 মনোজিৎ মন্ডল 21। গাজোল এলাকার আদিনা তে বাজ পড়ে মৃত্যু হয়েছে অসিত সাহা 19 নামে একটি ছাত্রের। ওই ছাত্র একাদশ শ্রেণীতে পড়ে। এছাড়াও মৃত্যু হয়েছে ইংরেজ বাজারের পঙ্কজ মন্ডল 28 ও সুইতারা বিবির। এরপরে আরো ছয়জনের মৃত্যুর খবর আসে। যদিও সেই ছয়জনের নাম এখনো জানা যায়নি।

রাতের অন্ধকারে পুলিশ কমীর বাড়িতে ভয়াবহ চুরি

2024-05-04

একই পরিবারের তিন সদস্যই পুলিশে কর্মরত | আর সেই বাড়িতেই রাতের অন্ধকারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে | পাশের আরো একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে |শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার উত্তর বকচোরা ১ নম্বর টালি কারখানায় এলাকায় |খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে | পরিবারের অভিযোগ দুষ্কৃতীর দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্প্রে জাতীয় কিছু ছড়িয়েছিল | রাতে পরিবারের তিন পুলিশ কর্মী সদস্যই বাড়ি ছিলেন না | শনিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তাঁরা | পুলিশ কর্মী শান্তনু দাস জানান, প্রায় ২০০ গ্রাম মতো সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকা।আলমারি ভেঙে দুষ্কৃতীরা সবকিছু নিয়ে গিয়েছে | একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে এক মহিলার বাড়িতে ও চুরির ঘটনা ঘটে |

লোকসভা ভোটের কয়েক ঘন্টা আগেই রাতে লক্ষাধিক টাকা উদ্ধার নির্বাচন কমিশনের।

2024-04-25

রাত পোহালেই দার্জিলিং লোকসভা আসনে ভোট। তার আগের রাতে কয়েক ঘন্টা আগেই এক লক্ষাধিকে বেশি টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের এসএসটি টিম। শিলিগুড়ি থানার অধীনে জলপাই মোড় এলাকায় নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় ধ্রুবজ্যোতি সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ৯১ হাজার ৪০০ টাকা উদ্ধার করে এসএসটি টিম। জানা যায় তার বাড়ি এক নং ডাবগ্রাম এলাকায়। ওই ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করার সময় পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রয়োজনীয় নথি চাইলে সেই ব্যক্তি প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি বলে সূত্রের খবর। রাত পোহালেই লোকসভা ভোট দার্জিলিং লোকসভা আসনে তার আগে টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে শহরজুড়ে।

নিয়োগ দুর্নীতি মামলার রায়দানের প্রক্রিয়া শুরু হল

2024-04-22

দুর্নীতি মামলার রায়দানের প্রক্রিয়া শুরু হল • নতুন নিয়োগে এসএসসিকে, কি কি নিয়ম মানতে হবে তার জন্য কয়েক দফার নির্দেশিকা। • সিবিআই তদন্ত চালিয়ে যেতে হবে। অভিযুক্তদের হেফাজতের নিয়ে তদন্ত চালাতে হবে। • ৬ সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। • মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের বেতন ফেরত দিতে হবে। • ডিভিশন বেঞ্চ জানাল, মেয়াদ উত্তীর্ণ হবার পরে কোন চাকরিরই বৈধতা নেই। • কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাঁদের সনাক্ত করতে হবে। জানালেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। • ২৩,৭৫৩ জনের চাকরি বাতিল। • সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। ২৩ হাজার নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। • ২৮১ পাতার রায়। সেখানে রয়েছে ৩৭০ টি অনুচ্ছেদ। • মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কোন ব্যক্তি চাকরির বৈধ গণ্য হওয়া উচিত না। • এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় বহু পদে নিয়োগ বাতিল এর নির্দেশ দেন। অতীতে এই মামলা চলছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। • ক্যান্সার আক্রান্ত, আবেদনকারী সোমা দাসের নিয়োগ সহানুভূতির প্রেক্ষিতে বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। • যাদের নিয়োগ বাতিল হয়েছে তাদের থেকে বেতন ফেরত এর দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে। • সমস্ত omr sheet ওয়েবসাইটে আপলোড করা নির্দেশ দেওয়া হয়েছে ssc কে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে। • মোট নিয়োগে, দুজনকে আদালত মানবিকতার খাতিরে নিয়োগ করেছিল তাদের চাকরি বাতিল হবে না।। • মোট নিয়োগে ১৭ টি বেনিয়ম খুঁজে পেয়েছে ডিভিশন বেঞ্চ। • যাদের মেয়াদ পুরনো প্যানেল থেকে বা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন তাদের এত দিনের বেতন ১২% সুদ সমেত ফেরত দিতে হবে*।

দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিলেন তৃতীয় লিঙ্গরা।

2024-04-21

দাবদাহে পুড়ছে বীরভূম সহ রাজ্যের একাধিক জেলা আজ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপ মাত্রা বীরভূমে যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। আর এই দাবদাহ অপেক্ষা না করে একদিকে চলছে রাজনৈতিক প্রচার। রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমেছেন রাজনৈতিক নেতা ও কর্মীরা। ঠিক তারই মাঝে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে দেখা গেল সমাজের তৃতীয় লিঙ্গ নামে পরিচিত সেই পরিবারের বিবাহ। মল্লারপুরের বাসিন্দা খুশি বেগম তৃতীয় লিঙ্গ হিজড়াদের মা । এক কথায় খুশি বেগমকে বীরভূমের মা নামে চেনে সকলেই। জানা যায় এই খুশি বেগম আজ থেকে ১৮ বছর আগে একটি শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন। সেই মেয়েটিকে প্রশাসনিক পরামর্শে লালন- পালনের দায়িত্ব তিনি নিয়েছিলেন কর্তব্যের সাথে পালন করেছেন। দীর্ঘ ১৮ বছর মেয়েটিকে যত্ন সহকারে খাওয়া- দাওয়া পড়াশোনা সমস্ত দায়িত্ব পালন করেন।খুশি বেগম তার মেয়ের নাম রাখে সাবানা খাতুন এছাড়াও তিনি আরেকটি ছেলের দায়িত্ব নিয়েছেন ।মেয়ে শাবানা খাতুন কে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করান এবং অবশেষে এলাকার চার পাঁচশো লোক এর উপস্থিতিতে তার বিবাহ দেন। খুশি বেগম জানান মেয়েকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি তার বিয়ের জন্য একটা ভালো ছেলে দরকার ছিল তাই কোম্পানিতে কাজ করা একটি ভালো ছেলে সন্ধান পেয়েছিলাম । ছেলের বাড়ি বর্ধমান জেলার কেতুগ্রামে। আজ যতটা সম্ভব এলাকার মানুষের সহযোগিতায় মেয়ের বিয়ে দিলাম তাদের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করি। এই খুশি বেগমের মতো তৃতীয় লিঙ্গ দের সমাজে তাদেরকে বলে নাকি তারা মা হতে পারব না। শুধু নিজের গর্ভে ধরা ছেলে মেয়ে থাকলে মা-বাবা হওয়া যায় সেটা নয়। আজকে তার প্রমাণ দিলেন তৃতীয় লিঙ্গ খুশি বেগম। প্রতিবেশীদের বক্তব্য এই খুশি বেগমরা ১০-১২ জন একটা বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করছে মল্লারপুরে। তাদেরকে দেখে সমাজের অনেক মানুষ অনেক কথা বলে । তারা খুব কষ্ট করে প্রতিটা বাড়িতে, ট্রেনে ,বাসে আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলে এবং এই টাকা দিয়ে বিভিন্ন সমাজসেবার কাজে খরচ করেন শুনেছিলাম কিন্তু আজ প্রমাণ চোখে দেখলাম ৬-৭ লক্ষ টাকা খরচ করে যে দত্তক নেওয়া মেয়ের বিয়ে দিচ্ছে এবং ৪০০ থেকে ৫০০ লোককে খাওয়া দাওয়া করাচ্ছে এটা সমাজের একটা বিশাল শিক্ষা।

নির্বাচন আচরণ বিধি ভঙ্গ হবে আশঙ্কা করে রাজ্যপাল কে কোচবিহার সফর থেকে বিরত থাকার নির্দেশ নির্বাচন কমিশনের।

2024-04-17

ভোটের দিন রাজ্যপালকে কোচবিহার যেতে বারণ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে কোচবিহারের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। তবে কমিশনের পক্ষ থেকে আজ দুপুরে যে চিঠি দেওয়া হয়েছে রাজ্যপালকে, তাতে সাফ জানান হয়েছে, নির্বাচনের দিন রাজ্যের রাজ্যপাল যদি নির্বাচনক্ষেত্রে থাকেন, তবে তা আদর্শ আচরণ বিধি ভঙ্গ করবে। এই চিঠির পর রাজ্যপালের কোচবিহার সফর স্থগিত হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে নির্বাচন। এই তিন কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি নজরে রয়েছে কোচবিহার। অন্যদিকে, এর আগেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছিলেন ‘ভোটের প্রথম দিন থেকে রাস্তায় থাকব। লোকসভার ভোটের প্রতিটি পর্বে সবাই ঘুম থেকে ওঠার আগে, সকাল ৬টা থেকে আমি রাস্তায় থাকব।’ একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচির ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। এরপর একাধিকবার কোচবিহার সাক্ষী থেকেছে রাজনৈতিক হিংসার। তাই এবারের লোকসভা ভোটের দিন কোচবিহারের বাস্তব চিত্র কেমন থাকছে, তা দেখতেই সেখানে যেতেন রাজ্যপাল। তবে বুধবার বিকেলে কমিশনের চিঠির পর তাঁর সেই উদ্যোগ অনিশ্চিত হয়ে পড়ল। এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, রাজ্যপাল আসলে তার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। এক্ষেত্রে ভোটের দিন সমস্যা তৈরি হতে পারে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা পালন করতে পারলে ভালো হয়। যদিও বা নির্বাচন কমিশন কে কেন্দ্রীয় সরকারের এজেন্সি বলেই কটাক্ষ করেছেন তিনি। প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু মন্তব্য করে বলেন, রাজ্যপাল কোচবিহারে আসলে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে ভোট হত।

ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় শনিবার গ্রেফতার দুই

2024-04-06

ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় শনিবার দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। আইন মেনে তাঁদের আদালতে পেশ করা হয়। তাঁদের গ্রেফতার করতে গিয়েই বাধার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। বিক্ষোভের মুখে পড়ে আহতও হয়েছেন এক আধিকারিক। শনিবার ভোরের সেই ঘটনা নিয়ে এবার বিবৃতি প্রকাশ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। সেখানেই তারা উল্লেখ করেছে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা বিস্ফোরণ তথা বোমা বাধার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি করেছে এনআইএ।

তারাপীঠে পুজো দিয়ে বীরভূম জেলায় সাংগঠনিক সভা করলেন অভিষেক

2024-04-03

তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে নেতাকর্মীদের নিয়ে এক রুদ্ধদ্বার কর্মী সম্মেলনের আয়োজন করেছিলেন আর সেখানেই কড়া বার্তা দেন তিনি। এদিন অনুব্রত মণ্ডল প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়।অনুব্রত মণ্ডল যদি বিজেপিতে যেতেন, তাহলে তিনি তুলসী পাতায় ভেসে যেতেন, কিন্তু তিনি জেলে। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলের ফল খারাপ হলে কাউকে ছাড় দেওয়া হবে না।ফের লোকসভা কেন্দ্রে বোলপুর ও বীরভূম জিততে মরিয়া তৃণমূল-কংগ্রেস। তাই এ দিন তারাপীঠে দলের কোর কমিটির সদস্যসহ প্রায় ১৭৩ নেতার সঙ্গে সম্মেলন করেন এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক মা তারার মন্দিরে পূজা দেন।অনুব্রত মণ্ডলকে ছাড়া বীরভূমের সংগ্রাম কতটা কঠিন? এমন প্রশ্নে তিনি বলেন,যেভাবে অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্বশর্মা,নারায়ণ রানে গেলেন,অনুব্রত গেলে ধোয়া তুলসি পাতা হয়ে যেত।অনুব্রত মন্ডলও এতদিন জেলে।বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ,বিহার থেকে গরু পাচার হচ্ছে।কিভাবে? ইডি-সিবিআই শেষ কথা নয়, গণতন্ত্রে সাধারণ মানুষেই শেষ কথা।কর্মী সভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের আগে পদ থেকে সরানো হলো সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্রের স্বামী কলকাতা পুলিশের ডিসি সৌম্য রায় কে

2024-04-02

প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) সৌম্য রায়কে। তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের স্বামী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও সৌম্য রায় কে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানো হয়েছিল। লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন তাঁকে পদ থেকে সরানোর কথা জানিয়েছে।কমিশনের তরফে সৌম্য রায় কে সরানোর কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, অবিলম্বে আইপিএস সৌম্য রায় কে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের (বেহালা) ডিসি পদ থেকে সরিয়ে কোনও অ-নির্বাচনী পদে রাখতে হবে। তাঁকে যে পদে বদলি করা হবে, তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনও সম্পর্ক থাকবে না।কমিশন আরও জানিয়েছে, সৌম্যের বদলির ফলে যে পদ খালি হবে, তা পূরণের জন্য তিন জন যোগ্য আধিকারিকের নাম পাঠাতে হবে রাজ্যকে। ৩রা এপ্রিল দুপুর ৩টের মধ্যে রাজ্যের কাছ থেকে ওই তিনটি নাম চেয়েছে কমিশন।

ফের আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী

2024-04-01

ফের আলিপুরদুয়ার জেলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ৩টা নাগাদ তিনি আসেন তপসিখাতা ছয়মাইল এলাকায়।রবিবার ঝড়ের কারণে বিধ্বস্ত ঐ এলাকা। ঝড়ের কারণে ঘরবাড়ি ভাঙচুর হয়ে ও প্রচুর ক্ষয়খতি হয়েছে ঐ এলাকায়। সেই এলাকায় এসে পরিদর্শন করলেন এবং ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ারেও দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়।

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী

2024-04-01

কুচবিহারে নির্বাচনি প্রচারে জনসভায় শুভেন্দু অধিকারী। শীতলকুচি "আপনারা কি আনন্দ বর্মনের মৃত্যুর ঘটনা ভুলে গেছেন?"২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচি কান্ডের স্মৃতি উসকে দিয়ে শীতলকুচির মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে শীতলকুচির সভা মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে চোর আখ্যা দিয়ে বলেন,"কোচবিহারের একটা ভাওয়াইয়া গান আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে! এই গানের প্রকৃত অর্থ একমাত্র পিসি বলতে পারবে।"তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের যত নেতা মন্ত্রী বর্তমানে বিচারাধীন হিসেবে রয়েছেন তার কারণে পিসির মন খারাপ, তাই তিনি আজকাল ভাওয়াইয়া গানের সেই বগার অবস্থা হয়েছে। এদিন সবাই মঞ্চ থেকে তুমি স্লোগান তোলেন এইবার ৪০০ পার। আরো একবার মোদি সরকার। এদিন নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন প্রার্থী নিশীথ প্রামাণিক, জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং বিধায়করা। এদিন বক্তব্যের মাঝে তিনি উপস্থিত শ্রোতা কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাজ্য সরকার ভাতা দিয়ে মহিলাদের মুখ আটকে রাখতে চাইছে। তাদের ক্ষমতায়ন তো দূরের কথা স্বীকৃতি পর্যন্ত দিচ্ছে না। দিন প্রতিদিন পশ্চিমবঙ্গের মাটিতে নারী লাঞ্ছনার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সভায় মহিলাদের উপস্থিতি কে ধন্যবাদ জানান তিনি। ২০২১ লোকসভা নির্বাচনে যেরকম কোচবিহারের নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছিল বিজেপি সেই একইভাবে লোকসভা নির্বাচনে যাদের নিজেদের আসন পুনরায় তারা নিজেদের হাতেই রাখতে পারে সেই আবেদন রেখে তিনি তার বক্তব্য শেষ করেন।

বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেফতার গাড়ি চালক

2023-09-23

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয় চালককে । ধৃতের নাম সৌরভ মন্ডল । বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যকে খুন করে সে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল । পুলিশ চালক সৌরভ মণ্ডলের মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে গ্রেফতার করে । বৃদ্ধের Bmw গাড়ি নিয়ে সে দীঘা গেছিলো, সেখান থেকে ফেরার সময় তার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে এরেস্ট করে নাগেরবাজার থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, ধৃত গাড়ির চালক সৌরভ বৃদ্ধের bmw গাড়িটি চেয়েছিল সে ১৫ তারিখ বন্ধুদেরকে নিয়ে দীঘা ঘুরতে যাবে বলে, বৃদ্ধ তখন তাকে ১৫ তারিখ আসতে বলে । এরপর সে 15 তারিখ অর্থাৎ শনিবার দিন যখন বৃদ্ধের বাড়িতে যায় তখন দেখে বৃদ্ধের বাড়ির সদর দরজার ভেতর থেকে তালা দেওয়া । এরপরই সে পাঁচিল টপকে ভেতরে ঢোকে । তখন বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করে সে ভেতরে ঢুকলো কি করে এবং গাড়ি নেওয়া নিয়ে বৃদ্ধের সঙ্গে বচসা বাধে । বৃদ্ধ গাড়ির চালককে অপমানজনক কথা বলায় ধৃত চালক প্রথমে বৃদ্ধকে ধাক্কা মারে যার কারণে তার মাথায় আঘাত লাগে এরপর তাকে গলা টিপে খুন করে । এরপর তার ঘর থেকে গ্যারেজ এবং গাড়ির চাবি নিয়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে সে চলে যায় । প্রথমে সে গাড়ি নিয়ে তার বাড়ি বারাসাতে যায় এবং সেখান থেকে বন্ধুদের কে নিয়ে দীঘায় যায় । এরপরই সে দীঘা থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতার করে । এবং পুলিশ সূত্রে আরও খবর, গতকাল বৃদ্ধের পোষ্য কুকুরটিকে ওই বাড়ি থেকেই নাগেরবাজার থানার পুলিশ উদ্ধার করে । গতকাল ফরেনসিক টিম চলে যাওয়ার পর গোটা বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় ওই পোষ্য কুকুরটিকে ওই বাড়ির একটি অব্যবহৃত ঘর থেকে তাকে উদ্ধার করে । গাড়িটিকেও আটক করেছে পুলিশ । ধৃত গাড়ির চালক সৌরভ মন্ডল বারাসাতে ভাড়া থাকতো, চারজনকে নিয়ে সে দীঘা গেছিল ।




Follow us on                  

About Us
Lokepaksha Digital, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 9002131222
WhatsApp : 9002131222
Email : info@lokepakshadigital.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy