দিনহাটা

তিন বিজেপি কর্মীকে মা*রধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় চাঞ্চল্য!

2023-07-24

পেটলার আলোকঝারি এলাকায় তিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে ওই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বর্তমানে ওই তিন বিজেপি কর্মীর মধ্যে দুজন দিনহাটা মহকুমা হাসপাতালে এবং একজন গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আহত ওই তিন বিজেপি কর্মীর নাম মিন্টু রায়, পিন্টু রায় ও প্রদীপ রায়। এদের মধ্যে পিন্টু রায় ও মিন্টু রায় দিনহাটা মহকুমা হাসপাতালে এবং প্রদীপ রায় গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন । এদিকে তিন বিজেপি কর্মীকে মারধরের ঘটনার খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিজেপির কোচবিহার জেলা কমিটির আমন্ত্রিত সদস্য জয়দীপ ঘোষ। তিনি এসে আক্রান্ত ঐ তিন বিজেপি কর্মীর শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার পাশাপাশি গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখেন ।

বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশনের দিনহাটা জোন কমিটির ২৫ তম সাধারণ সভা

2023-07-22

লোকপক্ষ ডিজিটাল, ২২ জুলাই: বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ অ্যাসোসিয়েশন দিনহাটা জোন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো। শনিবার দিনহাটার সাহেবগঞ্জ রোডের বয়েজ রিক্রিয়েশন ক্লাবের হল ঘরে এই সাধারন সভার আয়োজন করা হয়। এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি সূচনা করা হয়। এ বিষয়ে সংগঠনের দিনহাটা জোনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি দু’বছর অন্তর অন্তর এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবছর তাদের ২৫ তম বর্ষ। মূলত, ন্যায্য মূল্যের ঔষধের দাম, সারাবছর কি কি কর্মসূচি গ্রহণ করা হবে সেই সমস্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সৌমেন চক্রবর্তী, সহ জেলা নেতৃত্ব ও দিনহাটা জোন কমিটির সকল সদস্যবৃন্দ। এদিনের সাধারণ সভায় সভাপতি নির্বাচিত হন অভিজিৎ সাহা, সম্পাদক নির্বাচিত হন রঘুনাথ সাহা, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন গোবিন্দ দে, কোষাধ্যক্ষ নির্বাচিত হন প্রদীপ কুমার সরকার। এছাড়াও মোট ২৭ জনের কার্যকরী কমিটির গঠিত হয় এদিনের এই সভায়। আগামী ২ বৎসর এই কমিটি স্থায়িত্বকাল থাকবে বলে জানানো হয় কমিটির পক্ষ থেকে।

পাঁজরে আটকে রয়েছে গুলি, তা নিয়েই দিন কাটছে রাধিকার

2023-07-16

পাঁজরে আটকে রয়েছে গুলি, তা নিয়েই দিন কাটছে রাধিকার। গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন ভিলেজ ১ গ্রাম পঞ্চায়েতের ৭/২৬২ নং বুথে ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন রাধিকা বর্মন নামে এক মহিলা। এরপর গুলিবিদ্ধ অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল এবং পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে অপারেশনের সিদ্ধান্ত নিলেও তার বুক থেকে বের করা সম্ভব হলো না গুলি। আর তা নিয়ে এখন দিন কাটছে রাধিকার। কথা বলতে পারছেন না শ্বাসকষ্ট হচ্ছে, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি, চোখ দিয়ে বের হচ্ছে জল। জানা যায় রাধিকার স্বামী বিল্টু বর্মন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। নুন আনতে পান্তা ফুরায় তাদের সংসারে। রাধিকার এই অবস্থায় কিভাবে চলবে পরিবার বুঝে উঠতে পারছেন না পরিবারের অন্যান্য সদস্যরা। জানা যায়, রাধিকা বর্মনের ভাসুর বুলু বর্মন এবারের পঞ্চায়েত নির্বাচনে সংশ্লিষ্ট ওই বুথে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে জয়লাভ করেন তিনি। রাধিকার সিটি স্ক্যানের পাজরে গুলিবিদ্ধে থাকার ছবিও ধরা পড়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে দিনহাটা হাসপাতাল পরে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকরা তার বুকে লেগে থাকা গুলি বের করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন কিন্তু চিকিৎসকদের মত এই অবস্থায় দাঁড়িয়ে গুলি বের করতে গেলে তার প্রাণ সংশয় হতে পারে। তাই কোন রকম ঝুঁকি না নিয়েই চিকিৎসকরা গুলিবিদ্ধ অবস্থাতেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতে আটকে থাকা গুলি বের করা হতে পারে তবে পরিস্থিতির বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই এখন শরীরে গুলি নিয়েই এভাবেই দিন যাপন করতে হবে রাধিকাকে। এদিকে সারাজীবন ভোটের সন্ত্রাসের এই ক্ষত কি তার শরীরে থেকে যাবে ? শরীরে থেকে গেলেও মনের ক্ষত বুঝবে কি করে? এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে প্রশ্ন করা হলো তিনি জানান, গুলিতে কি টিএমসি লেখা আছে? এসব শিখিয়ে দিয়েছে তাই বলেছে। এবারের ভোট সন্ত্রাসে তপ্ত ছিল দিনহাটা। একদিকে যেমন একাধিক সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ তেমনি মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ এই রাধিকার পরিবারের পাশে আদও কি কেউ দাঁড়াবে সেই প্রশ্ন সময়েই বলবে।

রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বারবিশায় নির্বাচনী সভা করতে এসে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ ভাগ নিয়ে মুখ খুললেন

2023-07-02

রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বারবিশায় নির্বাচনী সভা করতে এসে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত ৮টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ ভাগ নিয়ে মুখ খুললেন । তিনি বলেন উত্তরবঙ্গ অবলোহিত বঞ্চিত । উত্তরবঙ্গকে কি দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় কখন রাজবংশীদের বিশ্বাসঘাতক বলেন । এছাড়াও বলেন আপনার মন্ত্রী বলেন আদিবাসীরা সব বহিরাগত । উত্তরবঙ্গের স্বীকৃতি মানেই রাজ্য ভাগ নয় । উত্তরবঙ্গের বঞ্চনা বলা মানেই রাজ্য ভাগ নয় । উত্তরবঙ্গের ওপর রাগ তাঁরা মমতা বন্দোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে । এছাড়াও তিনি একাধিক বিষয় উত্তরবঙ্গ নিয়ে বলেন শুনুন

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দিনহাটা ও সিতাই বিধানসভার বিভিন্ন অঞ্চলে জনসম্পর্ক কার্যক্রম সম্পন্ন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

2023-06-27

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দিনহাটা ও সিতাই বিধানসভার বিভিন্ন অঞ্চলে জনসম্পর্ক কার্যক্রম সম্পন্ন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার বড় নাচিনা এলাকায় কাঙ্গাল কালী বাড়ি মন্দিরে পূজো দিয়ে ওই জনসম্পর্ক কার্যক্রমের শুরু করেন তিনি। এদিন ওই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার পাশাপাশি আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিন জন সম্পর্ক কার্যক্রম চলাকালীনই তৃণমূল কংগ্রেস ছেড়ে বহু মানুষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। সেখানে এদিন নিশীথ প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায় সহ আরো অন্যান্য বিজেপি নেতৃত্ব ।

সীমান্ত গ্রাম জারিধরলা এলাকায় দু পক্ষের মধ্যে সংঘর্ষ। ৫ জন গুলি বিদ্ধ এবং ১জনের মৃত্যু

2023-06-27

আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার সীমান্ত গ্রাম গিতালদহের জারি ধরলা এলাকা। মঙ্গলবার ভোর রাতে সীমান্ত গ্রাম জারি ধরলা এলাকায় চলল গুলি, ঘটনায় আহত ৫ জন, মৃত ১ । এই ঘটনায় সরাসরি অভিযোগের আঙ্গুল উঠেছে বিজেপির দিকে। এই ঘটনায় আহত অবস্থায় সকলকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কার জন্য হওয়ায় তাদের কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে। একজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কোচবিহার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুমার শানি রাজ জানিয়েছেন, এদিন সকালে সীমান্ত গ্রাম জারিধরলা এলাকায় দু পক্ষের মধ্যে সংঘর্ষে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পাঁচজন গুলি বিদ্ধ হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে তার নাম বাবু হক। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। গোটা এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফর সেরে ফিরে যেতেই আবারো দিনহাটার ভেটাগুরিতে উত্তেজনা

2023-06-26

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফর সেরে ফিরে যেতেই আবারো দিনহাটার ভেটাগুরিতে উত্তেজনা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার দুপুরে ভেটাগুড়ির সিঙ্গী জানি এলাকায় বিজেপি কর্মী কুঞ্জো রায় সেলুনে বসে চুল কাটছিলেন সেই সময়ই তৃণমূলের সংশ্লিষ্ট ওই এলাকার প্রার্থীর স্বামী ও তার দলবল এসে তার ওপর হামলা চালায়। বেধড়ক মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ। এরপরেই আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে দিনহাটা হাসপাতালে ছুটে আসেন দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায়। তিনি এসে আহত ওই বিজেপি কর্মীর সাথে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায় বলেন, বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করছে। প্রশাসনকে বারংবার বলা সত্ত্বেও কোনরকম পদক্ষেপ হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। চারিদিকে যে সন্ত্রাস চলছে তা নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ হবেন তিনি এমনটাও ইঙ্গিত দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নতুন করে আবারো ভেটাগুড়িতে উত্তেজনা ছড়ালো।

তামাকের গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

2023-06-24

ওকড়াবাড়িতে একটি তামাকের গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে শনিবার ভোর আনুমানিক সাড়ে চারটে থেকে পাঁচটার দিকে স্থানীয়রা দেখতে পায় সংশ্লিষ্ট এলাকার তামাকের গোডাউন থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর তারা তামাকের গোডাউন মালিকদের খবর দিলে তারা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন তাদের তামাকের গোডাউনে আগুন লেগেছে। খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে। প্রায় আধ ঘন্টার মধ্যে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ প্রায় দুই ঘণ্টারও বেশি সময় প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় তামাক গোডাউনের সিংহভাগ অংশ পুড়ে নষ্ট হয়ে গেছে। তামাক গোডাউন মালিক আব্দুল হাইয়ের ছেলে বলেন আমাদের গৌডাউনের পেছনে দরজা ভাঙ্গা অবস্থায় রয়েছে এবং সেইদিক দিকে ঢুকে হয়তো কেউ মদ,মাংস খেয়েছে। তারাই আগুন লাগিয়ে দিতে পারে কিংবা ইলেকট্রিক শর্ট সার্কিট ও হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

এক নাবালিকা আত্মঘাতী হওয়ার ঘটনায় নজিরবিহীন রায় দিল মেখলিগঞ্জ আদালত

2023-06-23

এক নাবালিকা আত্মঘাতী হওয়ার ঘটনায় নজিরবিহীন রায় দিল মেখলিগঞ্জ আদালত। ঘুমের ওষুধ খাইয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ। শুধু তাই নয়, ক্যামেরায় বন্দি করা হয়েছিল ঘনিষ্ঠ মুহূর্ত। তারপর সেই অশ্লীল ও নগ্ন ভিডিও দেখিয়ে ফের ধর্ষণ। নাবালিকার বিয়ে ঠিক হলে, হবু বরের কাছে পাঠিয়ে দেওয়া হয় সেইসব অশ্লীল ভিডিও। ফলে ভেঙে যায় বিয়ে। অপমানে, অসম্মানে আত্মঘাতী হয়েছিলেন সেই নাবালিকা। নিজের মেয়ের এভাবে অপমৃত্যু মেনে নিতে পারেননি বাবা। মরা মেয়ের বিচার চেয়ে পুলিশ ও আদালতের দ্বারস্থ হন তিনি। অবশেষে আদালতে দোষী সাব্যস্ত হলেন এই ঘটনায় অভিযুক্ত যুবক। আজ শুক্রবার সেই যুবকের সাজার আদেশ ঘোষণা করেন বিচারক। এই ঘটনায় নজিরবিহীন সাজা দেওয়া হল দোষী যুবককে। তাকে কুড়ি বছরের জেলের আদেশ দিলেন বিচারক। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ঘটনা। বৃহস্পতিবার মেখলিগঞ্জ আদালতে যুবককে দোষী সাব্যস্ত করা হয়। গত ২০২১ সালের নভেম্বর মাসে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আত্মঘাতী হওয়া নাবালিকার বাবা। জানা গিয়েছে, নেশার ওষুধ খাইয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে ওই যুবক। পরে অন্যত্র ওই নাবালিকার বিয়ে ঠিক হলে হবু পাত্রের কাছে অশ্লীল ও নগ্ন ভিডিও পাঠিয়ে দেয় ওই যুবক। ফলে স্বাভাবিকভাবেই ভেঙ্গে যায় বিয়ে। নাবালিকা মেয়েকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগও উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। পরে ফরেনসিক পরীক্ষায় অভিযোগ প্রমাণিত হয়। এই ঘটনায় আজ নজিরবিহীন রায় দিল মেখলিগঞ্জ মহকুমা আদালত।

বিজেপি শিবিরে লাগাতার ভাঙন অব্যাহত দিনহাটায়। তৃণমূলে যোগদান করলেন এসসি মোর্চার জেলা সম্পাদক

2023-06-23

বিজেপি শিবিরে লাগাতার ভাঙন অব্যাহত দিনহাটায়। তৃণমূলে যোগদান করলেন এসসি মোর্চার জেলা সম্পাদক।। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে লাগাতার দল বদল চলছে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে। শুক্রবার বড় দলবদল হলো কোচবিহার জেলার দিনহাটা মহকুমায়। বিজেপি শিবির ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন কোচবিহার জেলার এসসি মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বনাথ কিন্নর। তার সাথে বিজেপি মিডিয়া সেলের অভিজিৎ ভৌমিক সহ দিনহাটা এক নম্বর ব্লকের বিজেপির একাধিক প্রার্থী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। দিনহাটা সুভাষ ভবনে তাদের হাতে পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ, উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। অভিজিৎ বাবু জানান, এই যোগদান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি শিবিরের কোমর ভেঙে দেবে। বিজেপির অন্যতম শক্তি হিসেবে পরিচিত বিশ্বনাথ বাবু তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে বলেন, আমরা সাম্প্রদায়িক ব্যবস্থার ঊর্ধ্বে উঠে উন্নয়নকে হাতিয়ার করে চলার লক্ষ্যেই এই দল বদল।

তৃণমূল কর্মীকে অপহরণের চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। পথ অবরোধ ভেটাগুরির মহাকাল ধামে

2023-06-21

বিতর্ক যেন কিছুতেই পিছন ছাড়ছে না দিনহাটার, বুধবার ভোররাতে পুনরায় খবরের শিরোনামে দিনহাটার ভেটাগুরি এলাকা। এবার অভিযোগ বাড়িতে গিয়ে বন্দুক দেখিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীকে অপহরণ করার চেষ্টা। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসী বুধবার সকালে কোচবিহার দিনহাটা রাজ্য সড়ক মহাকাল ধাম এর কাছে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ভেটাগুড়ি ব্রহ্মনেরচৌকি এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী মানিক মজুমদার জানান, গতকাল রাতে তার বাড়িতে কিছু দুষ্কৃতী যারা বিজেপি আশ্রিত তারা হামলা চালায়। তার বাড়িতে এসছি এবং বাচ্চাদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং তৃণমূল না ছাড়ালে তাকে খুন করে দেবে বলে হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভেটাগুড়ি দুই নাম্বার অঞ্চল সভাপতি সুনীল সরকার জানান, লাগাতার সন্ত্রাস কমলিত হয়ে উঠছে এলাকা, প্রাণ সংশয় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের, অবিলম্বে এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। একই সাথে যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার নিষ্পত্তি না হয় ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ।

দিনহাটা মা মহামায়া পাটের রথ। দিনহাটা বাসীর আবেগ। রথের দড়িতে টান দিয়ে পুণ্য লাভের আশায় পূর্ণর্থীরা

2023-06-20

দিনহাটা তো বটেই সমগ্র কোচবিহার জেলায় মা মহামায়া পাঠ হলো দেবী মহামায়ার একটি জাগ্রত পিঠস্থান। যেখানে ভক্তদের স্বপ্নাদিষ্ট করে স্বয়ং মা মহামায়া একটি শিলাখণ্ড রূপে আবির্ভূতা হয়েছিলেন। সেই শত বর্ষ অতিক্রান্ত মা মহামায়া পাটের দুর্গোৎসব এ বছর ১৩৩ তম। প্রতি বছর নিয়ম মেনে বিশুদ্ধ মতে, মা দুর্গা প্রতিমার কাঠামো পুজো করে বিকেলে মা মহামায়া পাটের রথ পরিক্রমা করে সমস্ত দিনহাটা শহর। এই রথ কে ঘিরে দিনহাটা বাসির উদ্দীপনা প্রতিবছরই চোখে পড়ার মতো। এবছর অবিরাম বৃষ্টির মধ্যেও এই উদ্দীপনা একটুও কম ছিলনা। রথের দড়িতে একটু টান দেবার জন্য মহামায়া পাটের রথের পেছনে অসংখ্য মানুষের আগ্রহ আজও অবাক করে আমাদের।

তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামীকে লক্ষ্য রে চলল গুলি। অভিযোগের তীর দুষ্কৃতিদের বিরুদ্ধে

2023-06-19

পঞ্চায়েত ভোটের আগে আবারো উত্তপ্ত দিনহাটার সীমান্ত গ্রাম গিতালদহ। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে চলল গুলি অভিযোগের তীর দুষ্কৃতিদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এদিন সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডলি খাতুনের স্বামী আজিজুর রহমান দলীয় সভা শেষ করে বাড়ি ফিরছিলেন সেই সময়ই তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে এবং তার পায়ের সেই গুলি বিদ্ধ হয়। এরপরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কা জনক দেখে তড়িঘড়ি কোচবিহারে স্থানান্তরিত করে। এই ঘটনার পর থেকে গোটা এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটি সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ পদপ্রার্থী নুর আলম হোসেন অভিযোগ করে বলেন, এই ঘটনার পেছনে বিজেপির হাত থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেন কারণ বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না সেই কারণে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তাদের মদত দিচ্ছে। নির্দলদের মদত পুষ্ট কিছু দুষ্কৃতী গুলি চালিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

দলের অনুমোদন ছাড়া যারা তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা করেছেন তাদের সকলকে মনোনয়ন তুলে নেওয়ার নির্দেশ জানালেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক

2023-06-18

দলের অনুমোদন ছাড়া যারা তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা করেছেন তাদের সকলকে মনোনয়ন তুলে নেওয়ার নির্দেশ জানালেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, দলের চিহ্ন নিয়ে যারা দলের অনুমোদন পেয়েছেন তারাই একমাত্র দলের প্রার্থী। বাকি কেউ যদি মনোনয়ন জমা করে থাকে তবে তারা নির্দল। দল কোন অবস্থাতেই নির্দলদের সমর্থন দেবে না। তাই যারা নির্দল হিসেবে দাঁড়ানোর পরিকল্পনা করছেন তারা মনোনয়ন তুলে নিন।

১১ বছরের শিশুর কিডনি র সমস্যায় রক্ত দিয়ে পান বাঁচালেন দীপঙ্কর মন্ডল এবং সুব্রত কুমার মন্ডল

2023-06-18

১১ বছরের শিশুর কিডনি র সমস্যায় রক্ত দিয়ে পান বাঁচালেন দীপঙ্কর মন্ডল এবং সুব্রত কুমার মন্ডল। আজ বাবা দিবস বাবা দিবসে এখনো বছর শিশুর জন্য শিশুর বাবার হাতে ও পজেটিভ রক্ত কার হাতে তুলে দিল দীপঙ্কর মন্ডল দীপাংশু ভট্টাচার্জী ১১ বছর বয়সে দুটি কিডনির সমস্যায় পড়তে হয়। কোচবিহার শিলা নার্সিংহোমে দীপাংশু ভট্টাচার্য কিডনির ডায়ালিসিস হতে চলেছে। ডাক্তারবাবু জানায় দুই ইউনিট ও পজেটিভ রক্ত লাগবে দীপাংশুর পরিবার থেকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকে ও পজেটিভ রক্তের জন্য পরিবারের কারো ও পজেটিভ রক্ত না পেয়ে আরো সমস্যায় পড়তে হয়। শিশুটাকে বাঁচাতে তারা স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশন এর সহযোগিতা চায় আমাদের ডাকে আজ দীপঙ্কর মন্ডল সমাজকর্মী বাড়ির মান্টু দাস পল্লী সে সেন্ট জোন অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাঙ্কে রক্তদান করে দীপাংশু কে বাঁচাতে কোচবিহার চান্দামারী থেকে ছুটে আসেন রক্ত দিতে সুব্রত কুমার মন্ডল তার মূল্যবান রক্ত সেন জোন্স অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাঙ্কে দান করলেন ১১ বছর শিশুর জন্য আমরা আস্থা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সুব্রত কুমার মন্ডল এর সাথে যোগাযোগ করি আমরা দীপাংশুর বাবা পিনাকি ভট্টাচার্যী হাতে দুই ইউনিট রক্ত তুলে দিলাম

সিতাই বিধানসভার অধীনে দিনহাটা ১ A ব্লকের ১২ টি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত/ সমিতি/ জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠক আয়োজিত হলো সিতাইয়ে

2023-06-18

সিতাই বিধানসভার অধীনে দিনহাটা ১ A ব্লকের ১২ টি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত/ সমিতি/ জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠক আয়োজিত হলো সিতাইয়ে। রবিবার বিকেল ৪ টা থেকে সিতাই অডিটরিয়াম হলে ওই বৈঠক শুরু হয়। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের রূপরেখা ঠিক করার লক্ষ্যে এদিন সেখানে বৈঠক আয়োজিত হয় বলে জানা গেছে। সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দিনহাটা ১ এ ব্লক তৃণমূলের সভাপতি সুধাংশু চন্দ্র রায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। স্বাভাবিকভাবে নির্বাচনে রূপরেখা ঠিক করা সহ আরো অন্যান্য বিষয় নিয়েও সেখানে আলোচনা করা হয় বলে জানা গেছে।

পঞ্চায়েত ভোটের আগে আবারো খুন দিনহাটায়

2023-06-18

পঞ্চায়েত ভোটের আগে আবারো খুন দিনহাটায়। এবার বিজেপি প্রার্থীর দেওরকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গত বেশ কয়েকদিন যাবত দফায় দফায় উত্তপ্ত দিনহাটার রাজ্য রাজনীতি। শনিবার গভীর রাতে কিশামত দশ গ্রাম এলাকার রানিরহাটে বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু দাস কে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির কিছুটা অদূরেই নদীর ধারে নিয়ে গিয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে তিন ভাই ও এক মামাতো ভাই চারজন মিলে বাড়িতে রাত্রিবেলা মাংস রান্না করে খাওয়া দাওয়া শেষ করে ,এরপর শম্ভু দাস কে বাইরে ডেকে নিয়ে যায় কিছু দুষ্কৃতি এবং বাড়ির কিছুটা দূরে তাকে ছুরি দিয়ে কোপানো হয়। তারপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে পাট খেতে রক্তাক্ত অবস্থায় সুন্দর দেহ মিলে। ঘটনার বিবরণ দিতে গিয়ে শম্ভু দাসের দাদা চিত্ত দাস বলেন, গতকাল সাহেবগঞ্জ বিডিও অফিসে আমার ভাই বউকে (বিজেপি মনোনীত প্রার্থী বিশাখা দাস) প্রবেশ করিয়ে দিয়ে আমি বাড়িতে চলে আসি। মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য তৃণমূলের পক্ষ থেকে আমার ভাই বউকে হুমকি দেওয়া হয় বিডিও অফিস থেকেই আমার ভাই বউ অন্য আরেক জায়গায় আশ্রয় নেয়। রাতে আমরা ভাইয়েরা বাড়িতে থাকি। সারাদিন গতকাল কিছু খাওয়া হয়নি তাই শম্ভুকে দিয়ে বাজার থেকে মাংস কিনে এনে রান্না করতে বলি। শম্ভু নিজের হাতে সেই মাংস রান্না করে আমাদের সকলকে খাওয়ায়। খাওয়া-দাওয়া শেষ করতে করতে রাত বারোটা বেজে যায়। রাত একটা নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে আমার ভাই বাইরে বের হয় সে সময় বাইরেই ওত পেতে ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাইকে সামনে পেয়ে তার ওপর আক্রমণ চালায়। আমরা তখন ঘর থেকে বের হয়ে ভাইকে খুঁজতে বের হই , এরপর সাহেবগঞ্জ থানায় খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও আমরা পরিবারের লোক মিলে ভাইকে খুঁজতে শুরু করি কিছুটা দূরেই পাট ক্ষেতের মধ্যে ভাইয়ের দেহ দেখতে পাই। আমার ভাইবউ কেন বিজেপির হয়ে দাঁড়িয়েছে সেই কারণেই খুন হতে হলো আমার ছোট ভাইকে তৃণমূলের পক্ষ থেকে নমিনেশন তোলার জন্য বারংবার চাপ সৃষ্টি করা হচ্ছিল। ওই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয় যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ খুনের অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেন। তিনি সরাসরি এই ঘটনায় প্রণয় ঘটিতে কোন সম্পর্কের জেরাই এই ঘটনা ঘটেছে এমনটাই জানিয়েছিলেন তিনি। এদিকে দিন দুপুরে সংশ্লিষ্ট ওই বিজেপি প্রার্থীর বাড়িতে মৃত শম্ভু দাসের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামানিক, কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে, গতকাল সাহেবগঞ্জ ভিডিও অফিসে আমাদের বহু প্রার্থীদের প্রাণনাশের হুমকি দিয়েছিল তৃণমূল, দিনহাটার কিছু উশৃংখল কুখ্যাত নেতা রয়েছে যারা শম্ভু দাসের মৃত্যুকে নিয়ে কু কথা বলছে। দিনহাটার পরিবেশ একেবারেই অরাজকতায় পৌঁছে গিয়েছে , দিনহাটায় বারবার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে পরপর দুবার আমার গাড়িতে আক্রমণ হয়েছে,গতকাল আমার ওপর আক্রমণ হয়েছে যেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আক্রমণ করা হয় সেই জায়গার আইন-শৃঙ্খলার অবনতিত হবেই। এক মাসের মধ্যে দিনহাটা বিধানসভায় দুটো হত্যালীলা চলল।তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে যখন দেখছে আর লড়াই করে বেড়ে উঠছে না তখন আমাদের কর্মীদের প্রাণ সংশয় করছে। এই ঘটনা কি তারা সিবিআই তদন্ত চায় এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে সেই প্রশ্নের উত্তরে নিশীথ প্রামানিক বলেন যদি পরিবারের সদস্যরা চান সিবিআই তদন্ত তাহলে আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক হিংসা বাড়ছে দিনহাটায় বরাবরই পঞ্চায়েত নির্বাচনে খবরের শিরোনামে এসেছে কোচবিহারের সীমান্ত এলাকার দিনহাটা আর সেই জায়গায় দাঁড়িয়ে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেল।

খট্টিমারি বাজার এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

2023-06-17

খট্টিমারি বাজার এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার রাতে বিজেপি কর্মী বিশ্বজিৎ দাস কে খট্টিমারি বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকরা মারধর করে বলে অভিযোগ। আহত অবস্থায় ওই বিজেপি কর্মী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বেডে শুয়ে আহত ওই বিজেপি কর্মী অভিযোগ করে বলেন, বাজার থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন তার পথ আটকে তাকে বেধড়ক মারধর করে তার বাইক ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি। কি কারনে তার ওপর হামলা চালানো হলো বা তাকে মারধর করা হলো তা তিনি এখনও বুঝে উঠতে পারছেন না। তিনি আরো বলেন তার শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচন একেবারে দোরগোড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে শাসক দল ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষ এবং দলীয় কর্মীদের ওপর হামলা পাল্টা হামলা। এদিন রাতেও সংশ্লিষ্ট ওই এলাকায় একই চিত্র লক্ষ্য করা গেল। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হবে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

মাঝরাতে উদয়নের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

2023-06-16

এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলায় পাখির চোখ দিনহাটা। অন্তত এমনটাই পরিষ্কার দেখা গেল এই কদিনের নির্বাচন প্রক্রিয়ায়। বিজেপি জেলা নেতৃত্ব সহ বিজেপি বিধায়ক এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবার দিনহাটা বিধানসভা কেন্দ্রকে টার্গেট করেছিল প্রথম থেকেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষিথ প্রামানিক বিজেপির বিধায়ক তথা জেলা সভাপতি সুকুমার রায় কে সঙ্গে নিয়ে নমিনেশন সাবমিশনের দ্বিতীয় দিনই সাহেবগঞ্জ বিডিও অফিসে ঢুকে প্রার্থীদের নিয়ে নমিনেশন পেপার সাবমিট করান। এই নিয়ে প্রশ্ন তোলেন এলাকার বিধায়ক এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তিনি দাবি করেন যে বিডিওর ঘরে ঢুকে নিশীথ প্রামাণিক নির্বাচন বিধি লঙঘন করেছেন। এত কিছুর পরেও বিক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা একে একে যখন যোগ দিচ্ছেন বিজেপিতে তখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ তার ফেসবুক ওয়ালে পোস্ট করেন দিনহাটা ২ নম্বর ব্লকে ২৪২ টি পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে ৪৬ টি আসন। ৩৬ টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে সাতটি আসন। এমনকি ওই ব্লকের 12 টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুইটি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ফেসবুকে এই কথাই ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন পিকচার আভি বাকি হ্যায়। অর্ধেক আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি তাই এখন জোট খুঁজে বেড়াচ্ছে, এমনটাই তিনি লেখেন তাঁর ফেসবুক ওয়ালে। তাঁর এই ফেসবুক পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গেছে বলে সূত্রের খবর। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে এরকম কোন‌ও ফলাফল এখনো পাওয়া যায়নি।

দিনহাটা ২ ব্লকের ত্রিমোহিনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে আসার পথে বিজেপির প্রার্থীদের পরপর চারটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

2023-06-16

দিনহাটা দুই ব্লকের ত্রিমোহিনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে আসার পথে বিজেপির প্রার্থীদের পরপর চারটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ত্রিমোহিনী এলাকায় ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী বিজেপির প্রার্থী ও নেতাকর্মীদের উপর চড়াও হয়। তাদের পরপর চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। নির্বাচন যত এগিয়ে আসছে ততই অশান্তির পারদ চড়ছে বিভিন্ন এলাকায়। বিজেপির শহর মন্ডল সভাপতি অজয় রায় কার্যত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আগামী দিনে হয়তো তিনি বাড়ি থেকে বেরোতে পারবেন না এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন অজয় বাবু।

নিশীথের গড়ে তৃনমূলের তাস সংবাদিক রাজীব বর্মন

2023-06-15

পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কোন জায়গায় দীর্ঘ সময়ের দলীয় প্রার্থীরা দলত্যাগ করে বিরোধী দলে যোগদান করছেন। আবার কোথাও বিগত পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীরা নির্বাচনের প্রতিনিধিত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করছেন। এই সমস্ত ঘটনার মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রী নিশীথ প্রামানিকের গড় ভেটাগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা দিলেন এক সাংবাদিক। বর্তমান পত্রিকার সাংবাদিক রাজীব বর্মন এদিন মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হন বিডিও অফিসে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিক রাজীব বর্মন জানান, "সাধারণ মানুষের অধিকার এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে এবারের পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। গোটা রাজ্যে যেভাবে সাধারণ মানুষের অধিকার খর্ব করা হচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দিতা করে ভোটে জিতে এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই। জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে গতকাল। তাই আজ তিনি মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত হয়েছেন বিডিও অফিসে। গতকাল সাংবাদিক বৈঠকের মাধ্যমে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই তালিকা থেকে বাদ পড়েছে অধিকাংশ পুরনো তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের নাম। সেই জায়গায় সাংবাদিকতার পেশার সাথে জড়িত এক ব্যক্তির ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয় নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা জেলা জুড়ে। রাজীব বর্মন আরোও জানান, এই এলাকাটি মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি-মন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় হিসেবে পরিচিত। তাই এবারের ভোটে তার প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি মোটেও সহজ নয়। তবে সম্পূর্ণ স্বচ্ছ ভাবে এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত আমি।

আবারও তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পাঁচজন পঞ্চায়েত সদস্য এবং দেড়শ তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে

2023-06-14

আবারও তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন, এবার বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পাঁচজন পঞ্চায়েত সদস্য এবং দেড়শ তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে। বুধবার রাতে ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে বিজেপির ওই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। এদিন সেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বুড়ির হাট দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত বর্মন সহ পাঁচ পঞ্চায়েত সদস্য এবং দেড়শ তৃণমূল কর্মী। এদিন ওই যোগদান কর্মসূচিতে কেন্দ্রীয় নিশীথ প্রামানিক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়। তারা উপস্থিত থেকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বুড়িরহাটের ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ৫ পঞ্চায়েত সদস্য এবং দেড়শ তৃণমূল কর্মী কে বিজেপিতে যোগদান করান।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে ১জন পঞ্চায়েত সদস্যা সহ ২৫টি পরিবার যোগ দিলো তৃণমূল ছেড়ে বিজেপিতে

2023-06-14

গীতালদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যা সহ ২৫টি পরিবার যোগ দিলো তৃণমূল ছেড়ে বিজেপিতে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন গীতালদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যা সহ ২৫ টি পরিবার। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা ওই পঞ্চায়েত সদস্যা জানান , তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোন্দল ও দুর্নীতিতে জর্জরিত। তাই সাধারণ মানুষের পাশে থাকতে বিজেপিতে যোগদান করল তারা। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূলের ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ বিজেপির সঙ্গে রয়েছে আগামী দিনে তৃণমূল দলটাই থাকবে না বলেও তিনি জানান। উল্লেখ্য গত বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে তৃণমূলের ভাঙ্গন অব্যাহত রয়েছে বহু মানুষ তৃণমূল ছেড়ে যোগদান করেছে বিজেপিতে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির লড়াইয়ের যে শক্তি তা অনেকটাই বৃদ্ধি হচ্ছে বলে দাবি নেতৃত্বের।

দিনহাটা পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার নতুন করে তৈরি করার কাজে হাত লাগালো পৌরসভা

2023-06-14

দিনহাটা পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার নতুন করে তৈরি করার কাজে হাত লাগালো দিনহাটা পৌরসভা। শহরের অপূর্ব পার্ক সংলগ্ন এলাকা থেকে সারদা শিশু তীর্থ পর্যন্ত গুরুত্বপূর্ণ ওই রাস্তা সংস্কারের কাজে হাত লাগালো তারা। মঙ্গলবার সকালে এক মধ্য দিয়ে ওই রাস্তার সংস্কারের কাজের শুভ সূচনা হয়। পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেশ্বরী, কাউন্সিলর জয়শ্রী সরকার সহ আরো অন্যান্যদের উপস্থিতিতে ওই কাজের সূচনা হয়। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে পেভার ব্লক রাস্তা নির্মাণের কাজ করা হবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই ওই রাস্তার অবস্থা বেহাল ছিল স্থানীয়দের দাবি ছিল দ্রুত ওই রাস্তা সংস্কারের সেই মতো সেই রাস্তাকে সংস্কার করা হচ্ছে এমনটাই পৌরসভা সূত্রে জানা গেছে।

পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে ভাঙ্গন, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির যুব মোর্চার কোচবিহার জেলা কমিটির সদস্য

2023-06-11

পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে ভাঙ্গন, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির যুব মোর্চার কোচবিহার জেলা কমিটির সদস্য তথা, দিনহাটা বিধানসভার বিজেপি যুব মোর্চার কনভেনার অনিমেষ বর্মন। রবিবার সকালে দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সক্রিয় বিজেপি কার্যকর্তা হিসেবে পরিচিত অনিমেষ বর্মন। পঞ্চায়েত নির্বাচনের আগেই বিজেপিতে বড়সড় ভাঙ্গন ধরাল তৃণমূল কংগ্রেস দাবি করছেন নেতৃত্বরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, নানারকম অসামাজিক কাজকর্মে অনিমেষ কে ব্যবহার করত বিজেপি। ও তৃণমূলে যোগদান করেছে আমরা তাকে কোনরকম অসামাজিক কাজকর্মে ব্যবহার করব না। ভালো করে দল করুন। এটাই চাইবো। এদিন দলবদলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিমেষ বর্মন বিজেপির দলীয় নেতৃত্ব সহ সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিজেপিকে আক্রমণ করেন

পঞ্চায়েত নির্বাচন করানোর দায়িত্বে যারা থাকবেন সেই সরকারি কর্মচারীদের জীবনকে বিপন্ন করার চেষ্টা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের

2023-06-09

শুক্রবার বিকেলে কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রস্তুতি আমাদের বহু আগে থেকেই ছিল, দলের প্রার্থী বাছাইয়ের কাজ বহুদিন ধরেই চলছিল। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দিন আলোচনা হয়েছে কিভাবে পঞ্চায়েত নির্বাচনে আমরা পাড়ি দিতে পারব সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিন রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যের কোথাও ব্লক অফিস অথবা বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার কোন রকম প্রস্তুতি নেই। একেবারে হটকারী। কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন আর যারা সরকারি কর্মচারী আছে যারা নির্বাচনে ডিউটিতে থাকবে তাদের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়া আমরা মনে করছি। তিনি আরও , এমন একটা সরকার চলছে যারা বাংলার মানুষকে সুরক্ষিত রাখতে ব্যর্থ। বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে এ রাজ্যে সেটা আমরা দেখেছি। আমরা গত পৌর নির্বাচনের ক্ষেত্রেও দেখেছি এবং আমরা বলব যে এই পঞ্চায়েত নির্বাচন আমরা চাই সুষ্ঠুভাবে হোক কিন্তু যেভাবে তড়িঘড়ি করে নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের তারিখ মনোনয়নপত্র জমা দেওয়া ও প্রত্যাহারের দিন ধার্য করেছে। বাংলায় অশান্তির পরিবেশ তৈরি হোক সেটা আমরা কখনোই চাই না। তাই মহামান্য উচ্চ আদালত যে সিদ্ধান্ত আজ দিয়েছে তা স্বাগত জানাই। নির্বাচন কমিশনের কাছে আবেদন করব তাদের সিদ্ধান্তকে পুনর্বিবেনা করার জন্য। এদিকে কোচবিহার জেলা বিজেপি তরফ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে এদিন কোর কমিটির বৈঠকের মাধ্যমে তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল।

দিনহাটা পৌরসভার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে কেক কেটে পালন। সুবর্ণ জয়ন্তী বর্ষে পৌরসভার পক্ষ থেকে রয়েছে একাধিক চমক।

2023-06-07

দিনহাটা পৌরসভার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে কেক কেটে পালন করা হলো দিনহাটা পৌরসভায়। বুধবার দুপুর বারোটায় পৌরসভার কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করা হয়। এদিন সেখানে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরিসংকর মহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ পৌরসভার ১৬ জন কাউন্সিলর এবং পৌরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন সেখানে রীতিমতো মহা ধুমধাম এর সাথে কেক কেটে দিনটি পালন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরসভার চেয়ারম্যান জানান, সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে দিনহাটা বাসীকে একাধিক উপহার দিতে চলেছি আমরা। তার মধ্যে উল্লেখযোগ্য জয়ন্তী বর্ষ তোরণ, শহরকে আরো আলোকিত করার লক্ষ্যে একাধিক লাইট লাগানোর পরিকল্পনা সহ আরো বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুই বিধানসভা মিলে দিনহাটায় তৃণমূল কংগ্রেসের মহা মিছিল।

2023-06-07

দিনহাটা:: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, ১০০ দিনের কাজের টাকা, মহিলা কুস্তিগীরদের শ্রীলতাহানির প্রতিবাদ, বাংলায় গাঁজা,অস্ত্র ও সমাজ বিরোধীদের বিজেপি আশ্রয় দেওয়ার অভিযোগে মঙ্গলবার দিনহাটায় এক মহা মিছিল এর আয়োজন হয়। দিনহাটা এবং সিতাই বিধানসভা একত্রে এই মহা মিছিল অনুষ্ঠিত হয়েছে। দিনহাটা সংহতি ময়দান থেকে শুরু হয়ে দিনহাটা রাজপথ পরিক্রমা করে পুনরায় সংহতি ময়দানে এসে এই মিছিল শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, সিতাই এর বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া, জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, বর্ষীয়ান নেতা আব্দুল জলিল আহমেদ, তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় সহ একাধিক নেতৃত্ব। এদিনের মিছিলে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দুই বিধানসভা একত্রে মিছিল করে জেলা নেতৃত্বের উপস্থিতিতে বুঝিয়ে দিলাম আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য, বিজেপি প্রার্থী দিতে পারবেনা।।

খুনের তদন্তে সহযোগিতা না করলে যে কোন অফিসারদের দিল্লিতে তলব করতে পারে কমিশন। দিনহাটার মাটিতে দাঁড়িয়ে বললেন তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার।

2023-06-05

"দিনহাটায় বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার খুনের ঘটনায় তদন্তকারী অফিসারেরা যদি ঠিকমতো তদন্ত না করে তাহলে তাদের সরাসরি দিল্লিতে তলব করা হবে।"সোমবার নিহত প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতে পরিদর্শনে এসে এমনটাই মন্তব্য করেন জাতীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ্যে আঙুল তোলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর দিকে। তিনি অভিযোগ করে বলেন উদয়ন গুহর অঙ্গুলী হেলনে দুষ্কৃতীদের একটি দল বাড়িতে ঢুকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে প্রশান্ত রায় বসুনিয়াকে। এখনো পর্যন্ত সেই দুষ্কৃতীরা গ্রেফতার হয়নি। তার কারণও তিনি জানতে চেয়েছেন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলার মুখ্যমন্ত্রী ২২ শতাংশ তপশিলি ভোটকে নিজের হাতে রেখে মুখ্যমন্ত্রী হয়েছেন তারপরেও বাংলার তপশিলি এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর এই অত্যাচার হয়ে চলেছে তিনি কেন চুপ রয়েছেন। তিনি আরো বলেন, সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, তাহলে যেখানে অপরাধ হচ্ছে রাজবংশী, তপশিলি জাতির মানুষদের বাছাই করে খুন করা হচ্ছে সেখানে কেনো তিনি আসছেন না। তিনি বলেন, এই ঘটনায় যারা তদন্তকারী অফিসার রয়েছেন তাদের কমিশন দিল্লিতে তলব করবে এবং তদন্তের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ প্রগতি জানতে চাইবেন। সেই ক্ষেত্রে কোন অফিসার যদি অসহযোগিতা করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কমিশন। ডাকা হতে পারে কোচবিহারের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারকে। একই সাথে কমিশন নিহত প্রশান্ত রায় বসুনিয়ার পরিবারের সাথে সম্পূর্ণ সমবেদনাশীল বলে জানিয়েছেন তিনি। তিনি মন্তব্য করে বলেন, বাংলার মাটিতে এই নিয়ে সাতবার কমিশনকে আসতে হলো। এর থেকে প্রমাণিত বাংলার আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে পৌঁছেছে। অবশ্যই মানুষ জবাব দেবে। এদিন যখন এস সি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার মৃত ওই বিজেপি নেতার বাড়িতে আসেন ঠিক তখনই সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার তিন বিজেপি বিধায়ক। কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, নিখিল রঞ্জন দে ও মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। তারাও এস সি কমিশনের ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলেন। এদিন এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার সরাসরি ঘটনাস্থল অর্থাৎ যেই ঘরে বিজেপি নেতাকে শুট আউটের ঘটনা ঘটেছে সেই ঘর পরিদর্শনের পর মৃত বিজেপি নেতার মা-বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে তিনি ঘর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় বার্তা দেওয়ার পাশাপাশি দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে কটাক্ষ করেন। জাতীয় এস সি কমিশনের ভাইস চেয়ারম্যানের পরিদর্শন কে কেন্দ্র করে কড়া পুলিশি প্রহরার লক্ষ্য করা যায় গোটা এলাকায়।

ড্রেনের থেমে থাকা পঁচা জলে অতিষ্ঠ এলাকাবাসী। ক্ষোভ দিনহাটা ভিলেজ-১ সাহেবগঞ্জ রোড এলাকায়।

2023-06-04

দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েতের আওতায় দিনহাটা সাহেবগঞ্জ রোডের ফকিরটারি পুলের পাশ থেকে নাট্য সংস্থা ক্লাব পর্যন্ত প্রায় ৪০০ মিটার ড্রেন তৈরি করেছে কোচবিহার জেলা পরিষদ। বিগত ৫-৬ মাস হয়ে গেল এই ড্রেনটি তৈরি হয়েছে। সেই সময় কথা হয়েছিল যে এই ড্রেনটি পৌরসভার ড্রেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যার ফলে এখানকার গ্রে ওয়াটার পৌরসভার ড্রেনের সাথে যুক্ত হয়ে boys requation club এর পাশ দিয়ে আবার সেই গ্রে ওয়াটার দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জলা জমিতে গিয়ে পড়বে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ৬ মাস অতিক্রান্ত হওয়ার পরও এই ড্রেনটি পৌরসভার ড্রেনের সাথে এখনো যুক্ত হয়নি। যার ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। ড্রেনের নোংরা জল স্থির হয়ে আছে। যার ফলে মশার বংশবিস্তার ঘটে চলেছে দ্রুত গতিতে। এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে দুর্গন্ধ আর মশার অত্যাচারে। এমনিতেই গ্রাম পঞ্চায়েতে পুরসভার মতো নিয়মিত ড্রেন পরিস্কার করার ব্যাবস্থা নেই। তার উপর এই তীব্র গরমে এই পচা জল যদি থেমে থাকে তাহলে এলাকাবাসীর কি অবস্থা হতে পারে তা সহজেই অনুমেয়। এই নিয়ে সাহেবগঞ্জ রোড ভাঙনি পার্ট ওয়ান এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই অবস্থায় এলাকা বাসি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে আছে বলে আমাদের খবর।

পঞ্চায়েত ভোটের আগে আবারো বিজেপিতে ভাঙ্গন। দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ চান্দের কুঠি এলাকার একটি পরিবারের

2023-06-01

পঞ্চায়েত ভোটের আগে আবারো বিজেপিতে ভাঙ্গন। দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ চান্দের কুঠি এলাকার একটি পরিবারের। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাড়িতে ঐ যোগদান কর্মসূচি আয়োজিত হয়। এদিন চৌধুরীহাট অঞ্চলের চান্দের কুঠি এলাকার বলরাম বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ওই এলাকার এই পরিবার তৃণমূলে যোগদান করায় তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হল বলে দাবি করছে নেতৃত্ব। জানা গেছে বলরাম বিশ্বাস বিজেপির মন্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন কিন্তু সেই দায়িত্ব থেকে তিনি অব্যাহত নিয়েছেন। সেই জায়গায় দাড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার লক্ষ্যে এদিন মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলরাম বাবুসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা ।

পুজো প্রস্তুতি শুরু হয়ে গেল দিনহাটায়। মন্ত্রী উদয়ন গুহর প্রাক পুজো প্রস্তুতির বৈঠক

2023-05-31

এখনো বাকি ছয় মাস কিন্তু পুজো প্রস্তুতি শুরু হয়ে গেল দিনহাটায়। বুধবার দিনহাটা পৌরসভায় আয়োজিত হলো প্রস্তুতি বৈঠক মন্ত্রী উদয়ন গুহর উপস্থিতিতে। এদিন দিনহাটা শহরের বিভিন্ন বিগ বাজেটের পুজো কমিটি গুলিকে সাথে নিয়ে পৌরসভার কনফারেন্স রুমে ওই বৈঠক আয়োজিত হয়। সেখানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ আরো অন্যান্যরা। কিভাবে আগামী দিনে দিনহাটার দুর্গাপূজাকে সুস্থভাবে সম্পন্ন করা যায় বা কি কি করা প্রয়োজনীয় সে বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয় এদিন। ইতিমধ্যেই দিনহাটা শহরের বেশ কয়েকটি পূজা কমিটি প্রস্তুতি শুরু করে দিয়েছে সে জায়গায় দাঁড়িয়ে এবার মন্ত্রী উদয়ন গুহ তিনি নিজে উদ্যোগী হয়ে প্রাক পুজো প্রস্তুতির বৈঠক সারলেন।

কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানিয়ে দিনহাটার আমবাড়ী বাজারে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের

2023-05-31

১০০ দিনের কাজের বকেয়া টাকা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানিয়ে দিনহাটার আমবাড়ী বাজারে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের। আজ সন্ধ্যায় প্রতিবাদ মিছিল দিনহাটার আমবাড়ী বাজার পরিক্রমা করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন দিনহাটা ওয়ান বি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনন্ত কুমার বর্মন, দিনহাটা ২নং ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা ওয়ান বি ব্লক মহিলা সভানেত্রী ডালিয়া চক্রবর্তী, দিনহাটা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন বর্মন, অঞ্চল সভাপতি নজরুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা।

কৃতী ছাত্রী চুমকী বর্মনকে সংবর্ধনা দিল নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের প্রাক্তনী সঙ্ঘের

2023-05-31

কৃতী ছাত্রী চুমকী বর্মন কে সংবর্ধনা প্রদান। মঙ্গলবার সকালে নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের প্রাক্তনী সঙ্ঘের পক্ষ থেকে কৃতি ছাত্রী চুমকী বর্মনকে সংবর্ধনা প্রদান করা করা হয় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে । উচ্চ মাধ্যমিকে 468 নাম্বর পেয়ে সফলতা অর্জন করেছে চুমকী। এদিন তাকে সংবর্ধনা প্রদান করার পাশাপাশি পাশে থাকার বার্তাও দিয়েছেন সংস্থার সদস্যরা । প্রসঙ্গত উল্লেখ্য যে চুমকি তার পরিবারের প্রথম প্রজন্মের পড়ুয়া। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্তোষ বর্মন , সাগর বিষ্ণু, তনুময় দেবনাথ, উজ্জল গুহ , টিটু দেবনাথ, রঞ্জন ভৌমিক, সমীরণ দেবনাথ সহ আরো অন্যান্য ব্যক্তি বর্গ ।




Follow us on                  

About Us
Lokepaksha Digital, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 9002131222
WhatsApp : 9002131222
Email : info@lokepakshadigital.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy