2023-07-02 | | লোকপক্ষ ডিজিটাল
গীতালদহ ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তৃণমূলের পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধরের অভিযোগ বিজেপি আস্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাত আনুমানিক দশটা নাগাদ গিতালদহের ভোরাম এলাকায়। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী খলিল হকের হয়ে প্রচার সেরে বাড়ি ফেরার পথে ওই প্রার্থীর ছেলে রাজু হক কে পথ আটকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান গীতালদহ ১ নং অঞ্চল তৃণমূলের সভাপতি মাফুজার রহমান সহ বেশ কয়েকজন। এরপরেই রণক্ষেত্রের চেহারা নেয় সেই এলাকা। ধারালো অস্ত্র দিয়ে গিতালদহ ১ নং অঞ্চল তৃণমূলের সভাপতি মাফুজার রহমান সহ পাঁচজনকে কোপায় এবং শরীরের একাধিক স্থানে আঘাত করে। ঘটনায় সরাসরি অভিযোগের আঙ্গুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। এদিকে হাসপাতাল সূত্র জানা গেছে আহতদের নাম মাফুজার রহমান, মমিদুল বকশী,আসাদুল হক,সাহেরা বিবি, রফিকুল হক। অন্যদিকে বিরোধী পক্ষের দুজন আহত হয়েছেন । তাদের নাম রফিকুল ইসলাম ও আজাদুল হক। আবারো নতুন করে গিতালদহ উত্তপ্ত হওয়া য় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ অনেকটাই আতঙ্কিত।
https://fb.watch/lxvzlzqc0V/