2023-06-23 | দিনহাটা ,কোচবিহার,রাজনীতি , | লোকপক্ষ ডিজিটাল
বিজেপি শিবিরে লাগাতার ভাঙন অব্যাহত দিনহাটায়। তৃণমূলে যোগদান করলেন এসসি মোর্চার জেলা সম্পাদক।। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে লাগাতার দল বদল চলছে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে। শুক্রবার বড় দলবদল হলো কোচবিহার জেলার দিনহাটা মহকুমায়। বিজেপি শিবির ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন কোচবিহার জেলার এসসি মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বনাথ কিন্নর। তার সাথে বিজেপি মিডিয়া সেলের অভিজিৎ ভৌমিক সহ দিনহাটা এক নম্বর ব্লকের বিজেপির একাধিক প্রার্থী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। দিনহাটা সুভাষ ভবনে তাদের হাতে পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ, উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। অভিজিৎ বাবু জানান, এই যোগদান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি শিবিরের কোমর ভেঙে দেবে। বিজেপির অন্যতম শক্তি হিসেবে পরিচিত বিশ্বনাথ বাবু তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে বলেন, আমরা সাম্প্রদায়িক ব্যবস্থার ঊর্ধ্বে উঠে উন্নয়নকে হাতিয়ার করে চলার লক্ষ্যেই এই দল বদল।
https://fb.watch/llHToEsjMd/