2023-06-23 | দিনহাটা ,কোচবিহার | লোকপক্ষ ডিজিটাল
এক নাবালিকা আত্মঘাতী হওয়ার ঘটনায় নজিরবিহীন রায় দিল মেখলিগঞ্জ আদালত। ঘুমের ওষুধ খাইয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ। শুধু তাই নয়, ক্যামেরায় বন্দি করা হয়েছিল ঘনিষ্ঠ মুহূর্ত। তারপর সেই অশ্লীল ও নগ্ন ভিডিও দেখিয়ে ফের ধর্ষণ। নাবালিকার বিয়ে ঠিক হলে, হবু বরের কাছে পাঠিয়ে দেওয়া হয় সেইসব অশ্লীল ভিডিও। ফলে ভেঙে যায় বিয়ে। অপমানে, অসম্মানে আত্মঘাতী হয়েছিলেন সেই নাবালিকা। নিজের মেয়ের এভাবে অপমৃত্যু মেনে নিতে পারেননি বাবা। মরা মেয়ের বিচার চেয়ে পুলিশ ও আদালতের দ্বারস্থ হন তিনি। অবশেষে আদালতে দোষী সাব্যস্ত হলেন এই ঘটনায় অভিযুক্ত যুবক। আজ শুক্রবার সেই যুবকের সাজার আদেশ ঘোষণা করেন বিচারক। এই ঘটনায় নজিরবিহীন সাজা দেওয়া হল দোষী যুবককে। তাকে কুড়ি বছরের জেলের আদেশ দিলেন বিচারক। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ঘটনা। বৃহস্পতিবার মেখলিগঞ্জ আদালতে যুবককে দোষী সাব্যস্ত করা হয়। গত ২০২১ সালের নভেম্বর মাসে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আত্মঘাতী হওয়া নাবালিকার বাবা। জানা গিয়েছে, নেশার ওষুধ খাইয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে ওই যুবক। পরে অন্যত্র ওই নাবালিকার বিয়ে ঠিক হলে হবু পাত্রের কাছে অশ্লীল ও নগ্ন ভিডিও পাঠিয়ে দেয় ওই যুবক। ফলে স্বাভাবিকভাবেই ভেঙ্গে যায় বিয়ে। নাবালিকা মেয়েকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগও উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। পরে ফরেনসিক পরীক্ষায় অভিযোগ প্রমাণিত হয়। এই ঘটনায় আজ নজিরবিহীন রায় দিল মেখলিগঞ্জ মহকুমা আদালত।
https://fb.watch/llH-Wjz24I/