2023-06-18 | দিনহাটা ,কোচবিহার,স্বাস্থ্য, | লোকপক্ষ ডিজিটাল
১১ বছরের শিশুর কিডনি র সমস্যায় রক্ত দিয়ে পান বাঁচালেন দীপঙ্কর মন্ডল এবং সুব্রত কুমার মন্ডল। আজ বাবা দিবস বাবা দিবসে এখনো বছর শিশুর জন্য শিশুর বাবার হাতে ও পজেটিভ রক্ত কার হাতে তুলে দিল দীপঙ্কর মন্ডল দীপাংশু ভট্টাচার্জী ১১ বছর বয়সে দুটি কিডনির সমস্যায় পড়তে হয়। কোচবিহার শিলা নার্সিংহোমে দীপাংশু ভট্টাচার্য কিডনির ডায়ালিসিস হতে চলেছে। ডাক্তারবাবু জানায় দুই ইউনিট ও পজেটিভ রক্ত লাগবে দীপাংশুর পরিবার থেকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকে ও পজেটিভ রক্তের জন্য পরিবারের কারো ও পজেটিভ রক্ত না পেয়ে আরো সমস্যায় পড়তে হয়। শিশুটাকে বাঁচাতে তারা স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশন এর সহযোগিতা চায় আমাদের ডাকে আজ দীপঙ্কর মন্ডল সমাজকর্মী বাড়ির মান্টু দাস পল্লী সে সেন্ট জোন অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাঙ্কে রক্তদান করে দীপাংশু কে বাঁচাতে কোচবিহার চান্দামারী থেকে ছুটে আসেন রক্ত দিতে সুব্রত কুমার মন্ডল তার মূল্যবান রক্ত সেন জোন্স অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাঙ্কে দান করলেন ১১ বছর শিশুর জন্য আমরা আস্থা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সুব্রত কুমার মন্ডল এর সাথে যোগাযোগ করি আমরা দীপাংশুর বাবা পিনাকি ভট্টাচার্যী হাতে দুই ইউনিট রক্ত তুলে দিলাম
https://fb.watch/lf2xJkpcHO/