2023-06-18 | দিনহাটা ,কোচবিহার,রাজনীতি | লোকপক্ষ ডিজিটাল
দলের অনুমোদন ছাড়া যারা তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা করেছেন তাদের সকলকে মনোনয়ন তুলে নেওয়ার নির্দেশ জানালেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, দলের চিহ্ন নিয়ে যারা দলের অনুমোদন পেয়েছেন তারাই একমাত্র দলের প্রার্থী। বাকি কেউ যদি মনোনয়ন জমা করে থাকে তবে তারা নির্দল। দল কোন অবস্থাতেই নির্দলদের সমর্থন দেবে না। তাই যারা নির্দল হিসেবে দাঁড়ানোর পরিকল্পনা করছেন তারা মনোনয়ন তুলে নিন।
https://fb.watch/lf2JdJN4lB/