2023-06-18 | দিনহাটা ,কোচবিহার,রাজনীতি | লোকপক্ষ ডিজিটাল
সিতাই বিধানসভার অধীনে দিনহাটা ১ A ব্লকের ১২ টি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত/ সমিতি/ জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠক আয়োজিত হলো সিতাইয়ে। রবিবার বিকেল ৪ টা থেকে সিতাই অডিটরিয়াম হলে ওই বৈঠক শুরু হয়। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের রূপরেখা ঠিক করার লক্ষ্যে এদিন সেখানে বৈঠক আয়োজিত হয় বলে জানা গেছে। সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দিনহাটা ১ এ ব্লক তৃণমূলের সভাপতি সুধাংশু চন্দ্র রায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। স্বাভাবিকভাবে নির্বাচনে রূপরেখা ঠিক করা সহ আরো অন্যান্য বিষয় নিয়েও সেখানে আলোচনা করা হয় বলে জানা গেছে।
https://fb.watch/lf2gioERaq/