পঞ্চায়েত ভোটের আগে আবারো খুন দিনহাটায়

2023-06-18 | দিনহাটা ,কোচবিহার,রাজনীতি | লোকপক্ষ ডিজিটাল


পঞ্চায়েত ভোটের আগে আবারো খুন দিনহাটায়। এবার বিজেপি প্রার্থীর দেওরকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গত বেশ কয়েকদিন যাবত দফায় দফায় উত্তপ্ত দিনহাটার রাজ্য রাজনীতি। শনিবার গভীর রাতে কিশামত দশ গ্রাম এলাকার রানিরহাটে বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু দাস কে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির কিছুটা অদূরেই নদীর ধারে নিয়ে গিয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে তিন ভাই ও এক মামাতো ভাই চারজন মিলে বাড়িতে রাত্রিবেলা মাংস রান্না করে খাওয়া দাওয়া শেষ করে ,এরপর শম্ভু দাস কে বাইরে ডেকে নিয়ে যায় কিছু দুষ্কৃতি এবং বাড়ির কিছুটা দূরে তাকে ছুরি দিয়ে কোপানো হয়। তারপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে পাট খেতে রক্তাক্ত অবস্থায় সুন্দর দেহ মিলে। ঘটনার বিবরণ দিতে গিয়ে শম্ভু দাসের দাদা চিত্ত দাস বলেন, গতকাল সাহেবগঞ্জ বিডিও অফিসে আমার ভাই বউকে (বিজেপি মনোনীত প্রার্থী বিশাখা দাস) প্রবেশ করিয়ে দিয়ে আমি বাড়িতে চলে আসি। মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য তৃণমূলের পক্ষ থেকে আমার ভাই বউকে হুমকি দেওয়া হয় বিডিও অফিস থেকেই আমার ভাই বউ অন্য আরেক জায়গায় আশ্রয় নেয়। রাতে আমরা ভাইয়েরা বাড়িতে থাকি। সারাদিন গতকাল কিছু খাওয়া হয়নি তাই শম্ভুকে দিয়ে বাজার থেকে মাংস কিনে এনে রান্না করতে বলি। শম্ভু নিজের হাতে সেই মাংস রান্না করে আমাদের সকলকে খাওয়ায়। খাওয়া-দাওয়া শেষ করতে করতে রাত বারোটা বেজে যায়। রাত একটা নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে আমার ভাই বাইরে বের হয় সে সময় বাইরেই ওত পেতে ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাইকে সামনে পেয়ে তার ওপর আক্রমণ চালায়। আমরা তখন ঘর থেকে বের হয়ে ভাইকে খুঁজতে বের হই , এরপর সাহেবগঞ্জ থানায় খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও আমরা পরিবারের লোক মিলে ভাইকে খুঁজতে শুরু করি কিছুটা দূরেই পাট ক্ষেতের মধ্যে ভাইয়ের দেহ দেখতে পাই। আমার ভাইবউ কেন বিজেপির হয়ে দাঁড়িয়েছে সেই কারণেই খুন হতে হলো আমার ছোট ভাইকে তৃণমূলের পক্ষ থেকে নমিনেশন তোলার জন্য বারংবার চাপ সৃষ্টি করা হচ্ছিল। ওই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয় যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ খুনের অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেন। তিনি সরাসরি এই ঘটনায় প্রণয় ঘটিতে কোন সম্পর্কের জেরাই এই ঘটনা ঘটেছে এমনটাই জানিয়েছিলেন তিনি। এদিকে দিন দুপুরে সংশ্লিষ্ট ওই বিজেপি প্রার্থীর বাড়িতে মৃত শম্ভু দাসের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামানিক, কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে, গতকাল সাহেবগঞ্জ ভিডিও অফিসে আমাদের বহু প্রার্থীদের প্রাণনাশের হুমকি দিয়েছিল তৃণমূল, দিনহাটার কিছু উশৃংখল কুখ্যাত নেতা রয়েছে যারা শম্ভু দাসের মৃত্যুকে নিয়ে কু কথা বলছে। দিনহাটার পরিবেশ একেবারেই অরাজকতায় পৌঁছে গিয়েছে , দিনহাটায় বারবার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে পরপর দুবার আমার গাড়িতে আক্রমণ হয়েছে,গতকাল আমার ওপর আক্রমণ হয়েছে যেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আক্রমণ করা হয় সেই জায়গার আইন-শৃঙ্খলার অবনতিত হবেই। এক মাসের মধ্যে দিনহাটা বিধানসভায় দুটো হত্যালীলা চলল।তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে যখন দেখছে আর লড়াই করে বেড়ে উঠছে না তখন আমাদের কর্মীদের প্রাণ সংশয় করছে। এই ঘটনা কি তারা সিবিআই তদন্ত চায় এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে সেই প্রশ্নের উত্তরে নিশীথ প্রামানিক বলেন যদি পরিবারের সদস্যরা চান সিবিআই তদন্ত তাহলে আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক হিংসা বাড়ছে দিনহাটায় বরাবরই পঞ্চায়েত নির্বাচনে খবরের শিরোনামে এসেছে কোচবিহারের সীমান্ত এলাকার দিনহাটা আর সেই জায়গায় দাঁড়িয়ে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেল।

https://fb.watch/lf1AyqhlP0/



Follow us on                  

About Us
Lokepaksha Digital, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 9002131222
WhatsApp : 9002131222
Email : info@lokepakshadigital.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy