2023-06-17 | দিনহাটা ,কোচবিহার,দিনহাটা ,কোচবিহার, | লোকপক্ষ ডিজিটাল
খট্টিমারি বাজার এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার রাতে বিজেপি কর্মী বিশ্বজিৎ দাস কে খট্টিমারি বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকরা মারধর করে বলে অভিযোগ। আহত অবস্থায় ওই বিজেপি কর্মী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বেডে শুয়ে আহত ওই বিজেপি কর্মী অভিযোগ করে বলেন, বাজার থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন তার পথ আটকে তাকে বেধড়ক মারধর করে তার বাইক ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি। কি কারনে তার ওপর হামলা চালানো হলো বা তাকে মারধর করা হলো তা তিনি এখনও বুঝে উঠতে পারছেন না। তিনি আরো বলেন তার শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচন একেবারে দোরগোড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে শাসক দল ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষ এবং দলীয় কর্মীদের ওপর হামলা পাল্টা হামলা। এদিন রাতেও সংশ্লিষ্ট ওই এলাকায় একই চিত্র লক্ষ্য করা গেল। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হবে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।